June 30, 2010

স্যামসাং এর থ্রিজি/ফোরজি ডুয়াল মোড মডেম Samsung 3G/4G modem GT-B3730

স্যামসাং এর তৈরী বিশ্বের প্রথম থ্রিজি/ফোরজি (এলটিই) মডেম বাজারে আসতে যাচ্ছে। জিটি-বি৩৭৩০ নামের এই মডেম প্রথম কোম্পানী হিসেবে বিক্রি করতে যাচ্ছে সুইডেনের মোবাইল অপারেটর টেলিয়াসনেরা। বর্তমানে তাদের এলটিই নেটওয়ার্ক ব্যবহারের জন্য রয়েছে শুধুমাত্র ফোরজি মডেম। নতুন ব্যবস্থায় একই মডেম ব্যবহার করে থ্রিজি অথবা ফোরজি নেটওয়ার্ক ব্যবহার করা যাবে।
ছোট আকারের এই ইউএসবি মডেম উইন্ডোজ এবং ম্যাকে ব্যবহার করা যাবে। বাস্তবিক অর্থেই এতে ৮০মেগাবিট/সে রেটে ডাউনলোড ১৬ মেগাবিট/সে রেটে আপলোড করা যাবে।
এমাসেই এটা বিক্রি শুরু হওয়ার কথা।

সিগেট ৩ টেরাবাইট ইউএসবি হার্ডডিস্ক Seagate 3TB external hard drive

ভিডিও অথবা গেম কিংবা ছবি অথবা ডাউনলোড করা গান, যাই বলুন না কেন, এখন ৩ টেরাবাইট রাখা কোন সমস্যা না। সিগেট এই পরিমান যায়গার হার্ডডিস্ক বাজারে ছেড়েছে। এর নাম ফ্রি এজেন্ট গো-ফ্লেক্স ডেস্ক। এই পরিমান ধারনক্ষমতার এটাই বিশ্বের প্রথম ৩.৫ ইঞ্চি হার্ডডিস্ক। ইউএসবি ২.০ ইন্টারফেসের হলেও একে ইউএসবি ৩.০ কিংবা ফায়ারঅয়্যার ৮০০ এ আপগ্রেড করা যাবে।
৩ টেরাবাইট যায়গা কতটুকু ধারনা পেতে পারেন ব্যবহারের দিক হিসেব করে। এতে ১২০টি হাই ডেফিনিশন মুভি, ১৫০০ ভিডিও গেম রাখা যাবে। আর মিউজিক কিংবা ছবি হিসেব সংখ্যায় প্রকাশ করা কঠিন।

উইন্ডোজ ৭ এর পর উইন্ডোজ ৮ Time for Windows 8

আপনি এখনও উইন্ডোজ ৭ এর সাথে নিজেকে মানিয়ে নিচ্ছেন। পুরোপুরি অভ্যস্থ হয়ে ওঠেননি। এরই মধ্যে ভবিষ্যত নিয়ে ভাবার সময়ও হয়ে গেছে। মাইক্রোসফট এর পরবর্তী ভার্শন তৈরীর কাজ শুরু করেছে। নাম উইন্ডোজ ৮ অথবা যাই হোক না কেন, নতুন ভার্শনের পরিকল্পনার কথা জানা গেছে বিস্তারিতভাবেই।
নতুন ভার্শনের যে নোট তৈরী করা হয়েছে তার কি থাকবে কি থাকবে না এখনো নিশ্চিত করার যায় না, তবে অনেককিছু রীতিমত চমকে দেবার মত। যেমন একে এপলের অপারেটিং সিষ্টেমের মত করা হতে পারে। বর্তমান এপল-মাইক্রোসফট সুসম্পর্কের কারনে সেটা হতেও পারে। বিশেষ করে তাদের এন্টিভাইরাস পদ্ধতি আনা হতে পারে উইন্ডোজে।

June 29, 2010

ডুয়াল কোর ১.৫ গিগাহার্টজ প্রসেসরের এসার এস্পায়ার Acer Aspire 1551 hits retailers with 1.5GHz dual-core Turion II CPU

সাধারনের চেয়ে বেশি এমন নেটবুক খোজ করছেন ? কিংবা এমন ল্যাপটপ যা কিনতে প্রচুর অর্থ ব্যয় করতে হবে না ? দুইয়ের যেকোনটির সাথে তুলনা করতে পারেন এসারের এস্পায়ার ১৫৫১ কে। ১১.৬ ইঞ্চি এলইডি ব্যাকলাইট ডিসপ্লে, ১.৫ গিগাহার্টজ এএমডি টুরিয়ন ২ প্রসেসর। সাথে এটিআই মোবিলিটি রেডঅন এইচডি ৪২২৫ গ্রাফিক্স। এখানেই থেমে নেই বর্ননা। ৪ গিগাবাইট ডিডিআর৩ র‌্যাম, ৩২০ গিগাবাইট হার্ড ড্রাইভ, ওয়াই-ফাই, এইচডিএমআই পোর্ট, ৫ ঘন্টার ৬ সেল ব্যাটারী।

ফটোগ্রাফি-বিবি পত্রিকার নতুন সংখ্যা PhotographyBB Issue 29 available for free download

বিনামুল্যের ফটোগ্রাফি বিষয়ক পত্রিকা ফটোগ্রাফি-বিবি এর ২৯ তম সংখ্যা ডাউনলোডের জন্য দেয়া হয়েছে। এই সংখ্যায় রয়েছে ড্রামাটিক ল্যান্ডস্কেপ ছবির জন্য টিউটোরিয়াল। সেইসাথে ছোট আকারের ফ্লাশ থেকে ষ্টুডিও ফ্লাশের পার্থক্য এবং পরিচিতি। এছাড়া ক্যামেরার সেন্সরের আকার এবং মেগাপিক্সেল এই দুটি বিষয় ছবি উঠানোর সময়  কিভাবে কতটুকু কাজ করে।
এছাড়া ফটোগ্রাফি এরাউন্ড দ্যা ওয়ার্ল্ড সিরিজে টিভি সিরিজ লষ্ট এর শ্যুটিং স্পট ওয়াহু আইল্যান্ড তুলে ধরা হয়েছে।

হটস্পট এন্ড স্ন্যাপশট ফটোগ্রাফি প্রতিযোগিতা “Hotspots and Snapshots” Photography Competition

হটস্পট এন্ড স্ন্যাপশট ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার হিসেবে আপনি পেতে পারেন স্যামসাং এর ওয়াই-ফাই সহ ক্যামেরা এসটি-৫৫০০/সিএল-৮০। প্রতিযোগিতায় ৪টি বিভাগ রয়েছে। ট্রাভেল, হ্যাপিনেস, টেকনোলজি এবং বোয়িংগো হটস্পট। যে কোন সৌখিন ফটোগ্রাফার এতে অংশ নিতে পারেন। ছবি পাঠাতে হবে ২২ জুলাইয়ের মধ্যে।
একজন প্রতিযোগি দুটি ছবি পাঠানোর সুযোগ পাবেন। দুটি ছবি দুটি বিভাগের হতে হবে। বোয়িংগো ব্লগে ছবি আপলোড করার পর অংশগ্রহনকারীর পরিবার-বন্ধুবান্ধব সেটার জন্য ভোট দেয়ার সুযোগ পাবেন। সেইসাথে পেশাদার ফটোগ্রাফাররা ছবিগুলি বিচার করবেন এবং প্রতি বিভাগের জন্য ৩জন বিজয়ী থেকে একজনকে নির্বাচন করবেন।

এপল আইফোন ৪ : ৩ দিনে ১৭ লক্ষ বিক্রি Apple sells 1.7 million iPhone 4s in just three days

এপলের আইফোন বাজারে আসার সাথেসাথেই অভিযোগ উঠেছে এটার বিশেষ যায়গায় হাত পড়লে নেটওয়ার্ক পাওয়া যায় না। নোকিয়া কৌতুক করে বলেছে তাদের সেট যেকোনভাবে ধরা যায়। এপল রেটিনা ডিসপ্লে নিয়ে যে গর্ব করেছে তার উত্তরে স্যামসাং বলেছে প্রযুক্তিগত কারনেই রেটিনা তাদের সুপার এমোলেড থেকে পিছিয়ে। যারা প্রযুক্তি নিয়ে গবেষনা করেন তারাও একথার সমর্থন পেয়েছেন। তারপরও, আইফোনের বিক্রিতে কোন প্রভাব পড়েনি। ৩ দিনে আইফোন ৪ বিক্রি হয়েছে ১৭ লক্ষ। অনেক যায়গাতেই চাহিদা অনুযায়ী সরবরাহ করা সম্ভব হয়নি।

গুগল ক্রোম সাফারীকে ছাড়িয়ে গেছে Google's Chrome Passes Safari

গুগলের ক্রোম ব্রাউজার ব্যবহারের দিক থেকে বর্তমানে আমেরিকায় তৃতীয়। মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লেঅরার এবং মোজিলা ফায়ারফক্সের পরই এর অবস্থান। এই প্রথমবারের মত তারা এপলের সাফারীতে ছাড়িয়ে গেছে।

পর্ন সাইটের জন্য নিজস্ব ডোমেইন '.xxx' porn domain arrives

অনেক বিতর্কের পর পর্নগ্রাফিক সাইটের জন্য নিজস্ব ডোমেইন ডট-এক্সএক্সএক্স ঘোষনা দেয়া হয়েছে। এর পক্ষে বিপক্ষে জোড়ালো বক্তব্য রয়েছে। মোট ইন্টারনেট ব্যবহারের এক-চতুর্থাংশ ব্যবহার হয় পন্যগ্রাফিক পন্য খোজার কাজে। কাজেই তাদেরকে পৃথক করার ব্যবস্থায় কেউ কেউ সন্তুষ্ঠ হতে পারেন। এখন খুব সহজে শিশু কিংবা অফিসের জন্য ফিল্টার ব্যবহার করা যাবে। যে সাইটগুলির শেষে এক্সএক্সএক্স রয়েছে সেগুলি বাদ দিলেই চলবে।

June 28, 2010

গুগল ক্রোমে ফ্লাশ Google Chrome Integrates Flash

গুগল তাদের ক্রোম ব্রাউজারে এডবি ফ্লাশ যোগ করেছে। উইন্ডোজ, ম্যাক কিংবা লিনাক্সের জন্য ডাউনলোডে দেয়া এই ভার্শনে পৃথকভাবে ফ্লাশ উনষ্টল করতে হবে না। নতুন আপডেটে ভিডিও ব্যবহারের কিছু সমস্যাও ঠিক করা হয়েছে। এতদিন ক্রোমের সাথে ব্যবহারের জন্য পৃথকভাবে ফ্লাশ ইনষ্টল করা প্রয়োজন হত।

June 27, 2010

স্যামসাং নতুন নোটবুক এবং নেটবুক Samsung New Consumer Notebooks and Netbooks

স্যামসাং দুটি নতুন নোটবুক এবং দুটি নেটবুকের ঘোষনা দিয়েছে। নোটবুকগুলি হচ্ছে R40 এবং R530, নেটবুকদুটি N220 এবং N230
আর৪০ সিরিজে দুটি মডেলে ৩টি নোটবুক রয়েছে, ১৪ ইঞ্চি আর৪৪০ এবং ১৫.৬ ইঞ্চি আর৫৩০/আর৫৪০। দুটি মডেলেই ডিসপ্লে রেজ্যুলুশন ১৩৬৬-৭৬৮। সাথে উইন্ডোজ ৭ হোম প্রিমিয়াম, ৪ গিগাবাইট র‌্যাম। বড় আকারের আর৫৪০ মডেলে নিউমেরিক কিপ্যাড রয়েছে।
আর৪৪০ মডেলে রয়েছে ইন্টেল কোর আই৩-৩৩০এম (২.১৩ গিগাহার্টজ) প্রসেসর, ৩২০ গিগাবাইট হার্ডড্রাইভ, ইন্টেল গ্রাফিক্স। ৪.৮৫ পাউন্ড ওজোন এই নোটবুকের ব্যাটারী ৪ ঘন্টা ব্যাকআপ দেবে।

এসডিএক্সসি/এসডিএইচসি মেমোরী কার্ডের নতুন ষ্ট্যান্ডার্ড SD association defines new standards for SDXC & SDHC cards

দ্রুতগতির এসডিএইচসি এবং এসডিএক্সসি মেমোরী কার্ডের জন্য নতুন ষ্ট্যান্ডার্ড ঘোষনা করেছে এসডি এসোসিয়েশন। এখন থেকে এধরনের মেমোরী কার্ডে নতুন প্রতিক ব্যবহার করা হবে যা দেখে বোঝা যাবে সেই কার্ডের কর্মদক্ষতা। নতুন আলট্রা হাই স্পিড (ইউএইচএস) প্রতিকে আই (I) বুঝাবে এতে ১০৪মেবা/সে ডাটা ট্রান্সফার করা যাবে। আর অতিরিক্ত ১ প্রতিক বুঝাবে এতে রিয়েল টাইম এইচডি ভিডিও রেকর্ড করা যাবে।

জিমেইলে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট পড়া যাবে Gmail now supports all Microsoft Word docs

এখন থেকে গুগলের ইমেইল সফটঅয়্যার জি-মেইলে সব ধরনের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট পড়া যাবে। মাইক্রোসফট অফিস এর ওয়াড অথবা ওপেনঅফিস এর ওয়ার্ড যাই হোক না কেন, যদি এটাচমেন্ট হিসেবে কোন ফাইল থাকে তাহলে জি-মেইলের ভেতর থেকেই সেটা ওপেন করা যাবে।

ফেসবুকে ১ কোটির দৌড়ে ওবামা-লেডি গাগা Lady Gaga vs. Obama on Facebook

ডিজিটাল যুগে আপনি অনায়াসে আপনি একজনের ভক্ত হিসেবে নিজের নাম লেখাতে পারেন। সেজন্য সবচেয়ে ভাল যায়গা নিশ্চয়ই ফেসবুক। কারো ভক্ত হিসেবে নাম লিখিয়ে বলতে পারেন আমি তোমার সাথে আছি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা নিশ্চয়ই এজন্য আদর্শ ব্যক্তি। ফেসবুকে তার ভক্তের সংখ্যা ১ কোটির কাছাকাছি। কিন্তু তিনি সেখানে একা একথা মনে করারও কারন নেই।  গায়িকা লেডি গাগা তারথেকে পিছিয়ে নেই এতটুকুও। বরং ওবামার আগে তার ভক্ত ১ কোটিতে যাওয়ার সম্ভাবনা প্রবল।
বারাক ওবামার ভক্তসংখ্যা ৯১,১৬,৬৭২ আর লেডি গাগার ৯১,৫২,৫১৭। এর আগে জীবিত কোন ব্যক্তির ভক্তসংখ্যা এত বেশি  দেখা যায়নি (মাইকেল জ্যাকসনের ভক্তসংখ্যা ১ কোটি ৩০ লক্ষ) ।

June 25, 2010

ইউএনডিপি ‘পিকচার দিস’ ফটোগ্রাফি প্রতিযোগিতা UNDP’s Picture This: We Can End Poverty Photo Contest

ইউএনডিপি ক্যামেরা নির্মাতা অলিম্পাস এবং ফরাসী সংবাদ সংস্থা এএফপি এর সাথে মিলে পিকচার দিস : উই ক্যান এন্ড পোভার্টি নামে তাদের ত্বীতিয় বার্ষিক ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছে। বিশ্বের যে কোন দেশ থেকে সৌখিন এবং পেশাদার ফটোগ্রাফাররা এতে অংশ নেয়ার সুযোগ পাবেন। প্রতিযোগিকে ৩টি ছবি পাঠাতে হবে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এর পক্ষে বিভিন্ন দেশে যে কাজগুলি করা হচ্ছে তা তুলে ধরার এর বিষয়। ছবি পাঠাতে হবে ১৬ জুলাই ২০১০ এর মধ্যে।

অবহেলায় হারিয়ে যায় এক তৃতিয়াংশ মুল্যবান ছবি

পরিবারের প্রিয়জনদের ছবি, জন্মদিন-পিকনিক কিংবা কোথাও বেড়াতে যাওয়ার সময় সেখানকার ছবি খুব যত্ন করে উঠান সকলেই। সম্ভব হলে ভিডিও করেন। তারপর সেই ছবি কিংবা ভিডিওর কতটুকু যত্ন নেয়া হয় ?
ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডে চালানো এক জরিপে দেখা যাচ্ছে যত্ন নেয়া মানুষের সংখ্যা খুবই কম। এক তৃতিয়াংশের ছবি বা ভিডিও নষ্ট হয়ে যায় কম্পিউটারের সমস্যার কারনে। এক পঞ্চমাংশ আদৌ কোনরকম ব্যাকআপ নেন না, এক ডতুর্থাংশ ব্যাকআপ নেন সিডি, পিন ড্রাইভ কিংবা এক্সটারনাল হার্ড ড্রাইভে।

June 24, 2010

আইফোন ৪ সকলে হাতে পাচ্ছে না iPhone 4 in low supply everywhere

নির্ধারিত সময়ের দুদিন আগে মানুষের হাতে আইফোন যেতে শুরু করেছে। আর সব যায়গাতেই সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। ইউরোপে যারা প্রি-অর্ডার দিয়েছেন তাদের সকলের হাতে আইফোন তুলে দিতে পারছে না এপল। জাপানে দীর্ঘ লাইন। এপল জানিয়েছে তারা যতটা আশা করেছিল তার ১০ গুন বেশি প্রিঅর্ডার পেয়েছে।
বৃটেনে যারা অন্য অপারেটরের কানেকশন ব্যবহার করেন তারাও আইফোন কেনার জন্য সংযোগ নিচ্ছেন ও২ থেকে। কিন্তু আইফোন স্বল্পতার কারনে তারা শুধুমাত্র আগের্র ব্যবহারকারীদের কাছে সেট দিচ্ছে। ফ্রান্সের ৬০ হাজার মানুষ এটা পেতে চায় কিন্তু তাদের হাতে রয়েছে মাত্র ২০ হাজার। আর আইফোনের দেশ আমেরিকায় আপাতত প্রিঅর্ডার নেয়া বন্ধ রয়েছে।

June 23, 2010

নোকিয়া সি-৩ বিক্রি শুরু হয়েছে Nokia C3 now available

বিপুল আগ্রহ সৃষ্টি করা হ্যান্ডসেট নোকিয়া সি-৩ বিক্রি শুরু হয়েছে। কতটা আগ্রহ সৃষ্টি করেছে জানার জন্য ইন্দোনেশিয়ার উদাহরন দেখাই যথেস্ট। বলা হচ্ছে বিক্রি শুরু দিনকে তুলনা করা যায় একমাত্র এপলের আইফোন বিক্রি শুরুর দিনের সাথে। অনায়াসে এটা বছরের সবচেয়ে জনপ্রিয় ফোন হতে যাচ্ছে।
আগ্রহের মুল কারন, অল্প দামের মধ্যে সবধরনের সুবিধা। ফুল কিবোর্ড রয়েছে এতে। ডিসপ্লে ২.৪ ইঞ্চি, ৩২০-২৪০ পিক্সেল। ৫৫ মেগাবাইট ইন্টারনাল মেমোরী ১৬ গিগাবাইট পর্যন্ত মেমোরী কার্ড ব্যবহার, ওয়াই-ফাই কানেকটিভিটি ইত্যাদি রয়েছে এতে। এছাড়া ২ মেগাপিক্সেল ক্যামেরা, ভিডিও রেকর্ডিং, ৩.৫ মিমি অডিও জ্যাক ইত্যাদি রয়েছে।

তোসিবার এন্ড্রয়েড স্মার্টবুক Toshiba AC100 smartbook runs Android 2.1

তোসিবার এসি-১০০ নামের ডিভাইসটি দেখলে মনে হবে নেটবুক, আসলে এটা স্মার্টবুক। এতে ব্যবহার করা হয়েছে আরম ভিত্তিক এনভিডিয়া টেগরা ২৫০, অপারেটিং সিষ্টেম হিসেবে এন্ড্রয়েড ২.১। বেশি শক্তি ব্যবহার করা প্রসেসর ব্যবহার করা হয়নি, কাজেই এর ব্যাকআপ সময় অনেক বেশি ধরে নিতেই পারেন। কাজ করা যপাবে ৮ ঘন্টা, আর ষ্ট্যান্ডবাই ৭ দিন।
৮৭০ গ্রাম ওজনের এসি-১০০ অধিকাংশ নেটবুক থেকে হাল্কা। এর স্ক্রিন ১০.১ ইঞ্চি, ১০২৪-৬০০ পিক্সেল রেজ্যুলুশন। এটাও নেটবুকের সাথে তুলনীয়।
এনভিডিয়া টেগরা তুলনামুলক ধীরগতির চীপ। এর সুবিধের দিক হচ্ছে কম শক্তি ব্যবহার করে এবং এইচডি ভিডিও ব্যবহার করতে সক্ষম। এন্ড্রয়েড ২.১ এর যায়গায় কয়েকমাস আগে রিলিজ হওয়া ২.২ ফ্রোয়ো ব্যবহার নিয়ে কাজ চলছে। আশা করা যায় ফ্লাশ ১০.১ ও যোগ হবে। এরফলে এক্সিলারেটেড এইচডি ভিডিও ব্যবহার সম্ভব হবে।

June 22, 2010

ইন্টেলের নতুন দুটি এটম প্রসেসর Atom D525 and D425 available

ইন্টেল দুটি নতুন এটম প্রসেসরের ঘোষনা দিয়েছে। ডি৫২৫ এবং ডি৪২৫ নামের এই প্রসেসরদুটি নেটটপে ব্যবহৃত হবে। দুটি প্রসেসরই ১.৮ গিগাহার্টজের। মাল্টিথ্রেডিং ফিচার সহ। এদের মধ্যে ডি৫২৫ ডুয়াল কোর কাজেই সেখানে ৪টি থ্রেড কাজ করবে। এতে ১ মেগাবাইট এল২ ক্যাশ মেমোরী রয়েছে। অন্যদিকে ডি৪২৫ সিংগেল কোর, ৫১২ কিলোবাইট এল২ ক্যাশ। দুটি চিপেই ডিডিআর৩ সাপোর্ট করবে।

সনি এরিকশন এক্সপেরিয়া এক্স৮ এর দাম ২৫০ ডলার Sony Ericsson XPERIA X8

সনি এরিকশন তাদের ফ্লাগশীপ স্মার্টফোন এক্সপেরিয়া এক্স১০ এর কমদামী সংস্করন এক্সপেরিয়া এক্স৮ এর একটি ভিডিও প্রকাশ করেছে। অল্প সময়ের ভিডিও হলেও দেখা গেছে এর ইউজার ইন্টারফেস তারদের এক্সপেরিয়া এক্স১০ এবং এক্সপেরিয়া এক্স১০ মিনি এর মতই।  এর দাম ২৫০ ডলার হবে বলেও জানা গেছে।
৩ ইঞ্চি এইচভিজিএ ডিসপ্লেতে পোর্ট্রেট অনস্ক্রিন ফুলকিবোর্ড থাকবে (এক্স১০ মিনিতে নেই)। এছাড়া ল্যান্ডস্কেপ মোডেও কিবোর্ড ব্যবহার করা যাবে।

হলিউডের নতুন পাইরেসি সমস্যা Hollywood faces new piracy threat

অবৈধভাবে মুভি ডাউনলোড হলিউডের ব্যবসাকে রীতিমত হুমকির মুখে ঠেলে দিয়েছে। মানুষ সিনেমা হলে গিয়ে যতটা ছবি দেখে কিংবা ডিভিডি-ব্লুরে ডিস্ক কেনে তারচেয়ে অনেক বেশি মুভি ডাউনলোড করা হয়। কিন্তু এটা পুরনো কথা। এরচেয়েও ভয়ংকর সমস্যা হিসেবে তারা শনাক্ত করেছে ইন্টারনেটে মুভি ভাড়া দেয়ার ব্যবস্থাকে। এই পদ্ধতিতে মাসে মাত্র ৫ ডলার দিয়ে নতুন ছবি মুক্তি পাওয়ার দিন থেকেই যে কোন ছবি ব্যবহার করা যায়।

প্যানাসনিক মাইক্রো ফোর থার্ড ক্যামকোর্ডার Panasonic AG-AF100 Micro Four Thirds camcorder

ডিজিটাল এসএলআর ক্যামেরায় ব্যবহৃত মাইক্রো ফোর থার্ড সেন্সর ব্যবহার করা ভিডিও ক্যামেরা এজি-এএফ-১০০ এর আরো তথ্য প্রকাশ করেছে প্যানাসনিক। ৪/৩ ইঞ্চি ডিজিটাল ষ্টিল ক্যামেরার এই সেন্সরের ফলে এই ক্যামেরায় ৩৫ মিমি মুভির মানের ভিডিও পাওয়া যাবে। সেইসাথে ষ্ট্যান্ডার্ড এসএলআর ক্যামেরার লেন্স ব্যবহার করা যাবে এই ক্যামেরায়।
এতে মাল্টি এইচডি ফরম্যাট এবং মাল্টি ফ্রেম রেট ব্যবহার করা হয়েছে। ৭২০পি মোডে রেকর্ড করার সময় স্লো এবং কুইক মোশন ব্যবহার করা যাবে। এছাড়া ডায়নামিক রেঞ্জ ষ্ট্রেচার, গামা সিলেক্ট এবং অন্যান্য ইমেজ ফিচার ব্যবহার করা যাবে।

মোবাইলের জন্য এডবি ফ্লাশ ১০.১ Adobe launches Flash 10.1 for Mobile

মোবাইল ফোন নির্মাতাদের জন্য ফ্লাশ প্লেয়ার ১০.১ রিলিজ দিয়েছে এডবি। আপাতত এন্ড্রয়েড ব্যবহারকারীরা ফ্লাশ ব্যবহার করার সুযোগ পাবেন এবং দ্রুতই উইন্ডোজ ফোন ৭, মি-গো, লিমো, সিমবিয়ান ইত্যাদি অপারেটিং সিষ্টেমের জন্যও ছাড়া হবে। উল্লেখ করা যেতে পারে এপলের আইফোনে ফ্লাশ ব্যবহার করা যায় না। এর বাইরে মোবাইল ফোনের বিশাল বাজারে আধিপত্য করতে যাচ্ছে এডবি জনপ্রিয় এই ভিডিও এবং মাল্টিমিডিয়া প্লাটফর্ম নিয়ে।
এন্ড্রয়েড এর নতুন ভার্শন ফ্রোয়ো দিয়ে যাত্রা শুরু করছে ফ্লাশ। মটোরোলার ড্রয়েড, এইচটিসি-র কয়েকটি ডিভাইস, ডেল স্ট্রিক ইত্যাদিতে ব্যবহার করা হবে শুরুতে। পরে ব্লাকবেরি, ওয়েবওএস এদেরকেও ফ্লাশের আওতায় আনা হবে।

June 21, 2010

তোসিবা কমদামী আলট্রা-পোর্টেবল ল্যাপটপ Toshiba Portégé R700 ultra-portable laptop

পোর্টেজ আর৭০০ নামে বিশ্বের সবচেয়ে হাল্কা ল্যাপটপ কম্পিউটারের ঘোষনা দিয়েছে তোসিবা। ১৩.৩ ইঞ্চি ডিসপ্লের এই ল্যাপটপ যেমন সহজে বহনযোগ্য তেমনি পারফরমেন্সের দিক থেকে অত্যন্ত উচু মানের। সেইসাথে দাম কম। অতিরিক্ত হিসেবে এতে হার্ডড্রাইভ ইমপ্যাক্ট সেন্সর এবং স্পিল-রেজিষ্ট্যান্ট কিবোর্ড যোগ করা হয়েছে। কাজেই আঘাত পেলে বা ভিজলেও ক্ষতি হবে না।
পেশাদারদের কথা মাথায় রেখে এটা তৈরী। ইন্টেল কোর আই৩/আই৫/আই৭ এই তিন ধরনের কনফিগারেশনে এটা পাওয়া যাবে। 

June 20, 2010

ফেসবুকের গতবছরের আয় ৮০ কোটি ডলার Facebook earns $800M

জনপ্রিয় সোস্যাল নেটওয়ার্কিং সাইট ২০০৯ সালে ৮০ কোটি ডলার আয় করেছে। আগের ধারনার চেয়ে তা ১০ কোটি ডলার বেশি। ব্যক্তিমালিকানাধীন ফেসবুক নিজেদের হিসেব প্রকাশ করে না। সেকারনে এই তথ্য তাদের কাছ থেকে আসেনি, সংবাদ সংস্থা রয়টার সুত্র উল্লেখ না করে এই তথ্য প্রকাশ করেছে।
এর আগের বছর তাদের আয় ৭০ কোটি ডলার ছিল বলে বলা হয়। বর্তমান বছরের তার শতকোটি ডলারে যেতে পারে বলেও বলা হয়েছে।

এসারের নতুন ফোন বি-টাচ ই১২০ এবং বি-টাচ ই-১৩০ Acer beTouch E120 and beTouch E130

এসার এন্ড্রয়েডভিত্তিক দুটি নতুন ফোনের ঘোষনা দিয়েছে। ক্যান্ডিবার বি টাচ ১২০ এবং ফুল কিবোর্ডের বি টাচ ১৩০। দুটি ফোনের এন্ড্রয়েড ১.৬ ডুনাট ব্যবহার করা হয়েছে। এছাড়া ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা, এসটি এরিকশন ৪১৬ মেগাহার্টজ প্রসেসর, ২৫৬ মেগাবাইট র‌্যাম, ৫১২ মেগাবাইট রম এবং থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এফএম রেডিও, ৩.৫ মিমি অডিও জ্যাক ইত্যাদি রয়েছে। এছাড়া অটো-রোটেশনের জন্য এক্সিলারোমিটার, মাইক্রোএসডি কার্ড স্লটও রয়েছে দুটি ফোনেই।
বি টাচ ই-১২০ ফোনে ২.৮ ইঞ্চি কিউভিজিএ টাচস্ক্রিন ডিসপ্লে আর বি টাচ ই-১৩০ মডেলে ২.৬ ইঞ্চি ল্যান্ডস্কেপ কিউভিজিএ ডিসপ্লে, সাথে ফুল কিবোর্ড রয়েছে। এদের মধ্যে ই-১৩০ আগেই কম্পিউটেক্সে দেখানো হয়েছিল।

মাইক্রোসফটের চশমা ছাড়া থ্রিডি দেখার প্রযুক্তি Microsoft’s New Way of Watching 3-D

সিনেমা হলের থ্রিডি বাড়ির ড্রইংরুমে আসতে শুরু করেছে। তারপরও থ্রিডি কেনার বিষয়ে মানুষের মধ্যে একধরনের শংকোচ কাজ করছে। এজন্য একটা বড় অভিযোগ, থ্রিডি দেখার জন্য বিশেষ চশমা ব্যবহার করতে হয়। এরই মধ্যে চশমা ছাড়া থ্রিডি ডিসপ্লে নিয়ে কাজ করার কথা জানিয়েছে শার্প। মোবাইল ফোনে তারা ব্যবহার করেও দেখিয়েছে। মাইক্রোসফটের এপ্লাইড সাইন্স বিভাগও কাজ করছে চশমাবিহীন থ্রিডি ডিসপ্লে নিয়ে।

জারা ফটো এন্ড গ্রাফিক ডিজাইনার ৬ Xara Photo & Graphic Designer 6 and Xara Designer Pro 6

ইমেজ এডিটিং সফটঅয়্যার হিসেবে জারা নামটি খুব বেশি পরিচিত হয়ত না, কিন্তু দ্রুত জটিল কাজ করার ক্ষমতা এবং সহজ ব্যবহার দুদিকেই এ এগিয়ে আছে অন্য যে কোন সফটঅয়্যার থেকে। শুধু বিটম্যাপ নিয়েই কাজ করে না, এখানে ব্যবহার করা যায় ড্রইং, টেক্সট এসবও। সামান্য কয়েকটা ক্লিকেই তৈরী করতে পারেন বাটন- লোগো এর মত সাধারন কাজ থেকে জটিল এবং বিশাল ইলাষ্ট্রেশন কিংবা পোষ্টার কিংবা কয়েক পৃষ্ঠার লিফলেট। এমনকি ফ্লাশ এনিমেশনও তৈরী করতে পারেন।
এই সফটঅয়্যারের নতুন ভার্শন রিলিজ দেয়ার সময় নামেও পরিবর্তন আনা হয়েছে। জারা এক্সট্রিম এর নাম এখন জারা ফটো এন্ড গ্রাফিক ডিজাইনার আর জারা এক্সট্রিম প্রো এর নাম জারা ডিজাইনার প্রো।

June 19, 2010

এপল স্নো-লেপার্ডে এন্টিভাইরাস Apple quietly adds anti-malware in Snow Leopard

এপল তাদের স্নো-লেপার্ড এর আপডেটে এন্টি-মালঅয়্যার যোগ করেছে। অথচ এবিষয়ে তারা কোন বক্তব্য দেয়নি। নতুন আপডেটে কিছু কম্পাটিবিলিট বিষয়ক পরিবর্তনের কথা উল্লেখ করলেও এই বিষয়টি তারা গোপন করে গেছে।
নতুন আপডেটে কিছুদিন আগে আইফটো পরিচিতি ব্যবহার করে আক্রান্ত হওয়া ট্রোজান হর্স প্রতিহত করার কোড যোগ করা হয়েছে। এটা দেখিয়েছে যে সহজেই ম্যাক অপারেটিং সিষ্টেম আক্রমনের শিকার হতে পারে।
আপডেটের কোডের মধ্যে কয়েকমাস আগে শনাক্ত করা ট্রোজান হর্স (ওএসএক্স/পিনহার্ড-বি নামে পরিচিত) শনাক্ত করার কোড রয়েছে। এই ভাইরাস কম্পিউটারের নিয়ন্ত্রন নিয়ে স্প্যাম পাঠানো, স্ক্রিনশট নেয়া, ফাইল ব্যবহার করা সবকিছুই করতে পারে।

পুরস্কার পেল অলিম্পাসের ডাষ্ট রিমোভাল সিষ্টেম Olympus dust reduction system wins award

যারা নিয়মিত ছবি উঠান তারা ডাষ্ট রিমোভাল সিষ্টেম সম্পর্কে নিশবচয়ই জানেন। ক্যামেরার সেন্সরের ওপর যদি কোন কারনে ময়লা জমা হয় তাহলে ছবিতে কালো দাগ পাওয়া যায়। এটা পরিস্কার পদ্ধতিই ডাষ্ট রিমোভাল। বর্তমানের ক্যামেরাগুলিতে একাজ হাতে করতে হয় না, ক্যামেরা নিজেই পরিস্কার করতে পারে। ডাষ্ট রিমোভালের পদ্ধতি একে কোম্পানীর একেকরকম। উন্নতভাবে একাজ করার জন্য জাপানের প্রযুক্তি আসাহি সিমবুন ইনভেনশন পুরস্কার পেয়েছে ক্যামেরা নির্মাতা অলিম্পাস।

ভিএসও ইমেজ রিসাইজার ৪ VSO Image Resizer 4

ডিজিটাল ক্যামেরায় উঠানো বিশাল আকারের ছবিগুলি কিভাবে ছোট আকারে আনবেন ভাবছেন ? এই সমস্যার সমাধান দিতে পারে ভিএসও ইমেজ রিসাইজার। আপনাকে একটি একটি করে ছবিকে ইমেজ এডিটিং সফটঅয়্যারে এনে আকার পরিবর্তন করার প্রয়োজন নেই। এই সফটঅয়্যার এক বা বহু ছবি একবারে ব্যবহার করবে। পরিবর্তন করার পর সেগুলি সরাসরি ইমেইল করতে পারেন কিংবা কম্প্রেস করে জিপ ফোল্ডারে রাখতে পারেন।
ছোট আকারের এই ষ্ট্যান্ড এলোন সফটঅয়্যারটি ব্যবহার করে ছবিকে কম্প্রেস করা, ফরম্যাট কনভার্ট করা, কপি তৈরী করা, এডিট ইত্যাদি কাজ করা যাবে। কনভার্ট কিংবা সাইজ পরিবর্তনের পর কেমন হবে সেটা কাজ করার আগেই দেখে নেয়া যাবে। খুব সহজে ওয়াটারমার্ক ব্যবহার করে ছবিতে নিজের পরিচিতি রেখে দেয়া যাবে।

ইউটিউবে অনলাইন ভিডিও এডিটর YouTube adds an online video editor

ইউটিউব ব্যবহারকারীরা এখন ইউটিউবের ভেতর থেকেই আপলোড করার ভিডিও এডিট/ মুভি তৈরীর কাজ করার সুযোগ পাবেন। কাজটি করা সহজ, পৃথক কোন সফটঅয়্যার প্রয়োজন নেই। আর কাজ শেষে নিজে থেকেই সেটা ইউটিউবে দেখা যাবে।
ইউটিউব এডিটর ব্যবহার করে পৃথক পৃথক ভিডিও ক্লিপ জোড়া দেয়া যাবে, শুরু অথবা শেষের অপ্রয়োজনীয় অংশ বাদ দেয়া যাবে, অডিও ট্রাক পরিবর্তন করা যাবে। মুভি তৈরী বা এডিট করার জন্য মুলত এটাই প্রয়োজন হয়। নতুন ভিডিওকে সরাসরি ইউটিউবে আপলোড করা হয় কাজেই যায়গা কিংবা প্রসেসিং কিংবা ভিডিও ফরম্যাট নিয়ে চিন্তার কিছু নেই।

ইন্টারনেটে টাকা আয়ের শতপথ : Ways to earn money online, part- 4

আপনি কি গ্রাফিক ডিজাইনে আগ্রহি ? ডেস্কটপে সুন্দর সুন্দর ছবি দেখতে পছন্দ করেন এবং সময়ে নিজে ফটোশপে সুন্দর কিছু তৈরী করেন। কিংবা সুন্দর কিছু দেখলে ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি ছবি উঠান। এরপর সেগুলি আরো সুন্দর করেন ফটোশপে।
ফটোশপ ব্যবহার করে ব্যানার বিজ্ঞাপন তৈরীর কথা আগে উল্লেখ করা হয়েছে। নিজের ডিজাইন কিংবা ক্যামেরায় উঠানো ছবি বিক্রি করাও ইন্টারনেটে আয়ের একটি পথ হতে পারে।

June 18, 2010

স্যামসাং ৫১২ গিগাবাইট সলিডষ্টেট ড্রাইভ Samsung to ship fast 512GB solid-state drive

৫১২ গিগাবাইট ধারনক্ষমতার দ্রুতগতির সলিড ষ্টেট ড্রাইভ বাজারে আনছে স্যামসাং।  এতে টগলড মোড ডিডিআর (ডাবল ডেট রেট) এনএএনডি নামে নতু প্রযুক্তি ব্যবহারের ফলে কম শক্তি ব্যবহার করেই অত্যন্ত দ্রুতগতিতে কাজ করবে। এই প্রযুক্তিকে স্মার্টফোনে ব্যবহৃত ফ্লাশ মেমোরীর সাথে তুলনা করা যেতে পারে।

ব্লগিং সফটঅয়্যার ওয়ার্ডপ্রেসের নতুন ভার্শন ৩.০ WordPress 3.0 Blogging Software Released

জনপ্রিয় ব্লগিং সফটঅয়্যার ওয়ার্ডপ্রেসের নতুন ভার্শন ৩.০ রিলিজ দেয়া হয়েছে। এটা এই সফটঅয়্যারের ১৩তম পরিবর্তন। জানানো হয়েছে এতে ২৭০০ পরিবর্তন আনা হয়েছে যার মধ্যে ত্রটি দুর করা হয়েছে ১২১৭টি। একাজ করেছে ২১৮ জন সেচ্ছাকর্মী। ওয়ার্ডপ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে এর ফলে এটা বিশ্বের অন্যতম প্রধান ব্লগিং সফটঅয়্যারে পরিনত হল।

১৪ মেগাপিক্সেল এলটেক লিও পাওয়া যাবে এবছরই Price and launch date announced for 14MP Altek Leo

এন্ড্রয়েড মোবাইল ফোনে অপটিক্যাল জুম সহ ১৪ মেগাপিক্সেল ক্যামেরা, নাকি ডিজিটাল ক্যামেরায় মোবাইল ফোন এনিয়ে আপনি বিতর্ক করতে পারেন। এটা বাজারে আসার সময় এবং দাম জানিয়েছে এর নির্মাতা এলটেক। তারা মুলত ক্যামেরা তৈরী করে, কাজেই ক্যামেরা উন্নত হবে এতে সন্দেহ নেই। সাধারন ডিজিটাল ক্যামেরার মতই এতে রয়েছে ১৪ মেগাপিক্সেল ১/২.৩ ইঞ্চি সিসিডি সেন্সর, ৩এক্স অপটিক্যাল জুম, জিনন ফ্লাশ। এছাড়া স্মাইল ডিটেকশন, সুইপ প্যানোরমার মত ফিচার রয়েছে এতে।

June 17, 2010

এলজি ডুয়াল সিম ফোন জিএক্স-৩০০ Dual-SIM LG GX300

এলজি জিএক্স৩০০ নামে একটি ডুয়াল সিম মোবাইল বিক্রি শুরু করেছে। এতে উল্লেখ করার মত বিশেষ ফিচার নেই। তবে দীর্ঘ ব্যবহারের জন্য ১৫০০ মিলিএম্পিয়ারআওয়ার ব্যাটারী রয়েছে এবং স্পষ্ট শব্দের জন্য নয়েজ রিডাকশন ব্যবস্থা রয়েছে।
ফোনটি দেখতে একেবারেই সাধারন। ২.২ ইঞ্চি টিএফটি ডিসপ্লে, ১৭৬-২২০ রেজ্যুলুশন, ২ মেগাপিক্সেল ক্যামেরা, ব্লুটুথ, এফএম রেডিও, ৩০ মেগাবাইট ইন্টারনাল মেমোরী এবং মাইক্রোএসডি কার্ড স্লট রয়েছে এতে। দুটি সিমই কোয়াড ব্যান্ড জিএসএম নেটওয়ার্ক ব্যবহার করবে।
এর দাম জানা যায়নি। তবে ধারনা করা যায় দাম কমই হবে।

তোসিবার ১২৮ গিগাবাইট মেমোরী চিপ Toshiba 128 GB chip for smart phones

তোসিবা জানিয়েছে তারা ১২৮ গিগাবাইট মেমোরী চিপ তৈরী করেছে যা মোবাইল ফোন, ডিজিটাল ক্যামেরা, ট্যাবলেট পিসি ইত্যাদিতে ব্যবহার করা যাবে। তাদের তৈরী এই ফ্লাশ মেমোরী এপর্যন্ত তৈরী সবচেয়ে বেশি ধারনক্ষমতার। ১২৮ গিগাবাইট ছাড়াও ৬৪ গিগাবাইটের একটি ভার্শনও তারা তৈরী করবে।

আইফোন ৪ এর চাহিদা বিপাকে ফেলেছে এপল-এটিএন্ডটিকে iPhone preorders crashed systems

এপলের নতুন আইফোন ৪ এর চাহিদা কতটা অনুমান করতে পারেন তাদের ইনভেন্টরী ব্যবস্থা অকেজো হয়ে যাওয়া থেকে। সেখানে ধারনক্ষমতা ছাড়িয়ে যাওয়ায় নতুন করে অর্ডার নেয়া যাচ্ছে না। তাদের প্রি-অর্ডারের পরিমান বছরখানেক আগের আইফোন ৩জিএস এর ১০ গুন বেশি। এপল জানিয়েছে তারা ইতিমধ্যে যারা কিনতে চেয়েছেন তাদের যোগান দেয়ার স্বার্থে নতুন অর্ডার নিচ্ছে না। দ্রুতই অতিরিক্ত ইনভেন্টরী যোগ করে অন্যদের সুযোগ দেয়া হবে।
সংখ্যার দিক থেকে একদিনে আইফোন ৪ এর প্রিঅর্ডারের পরিমান ৬ লক্ষ।
এপলের আইফোন বিষয়ে অন্যান্য খবর হচ্ছে জুনের ২৪ তারিখ থেকে এগুলি মানুষের হাতে পৌছাতে শুরু করবে। থ্রিজি/থ্রিজিএস ব্যবহারকারীরা আইফোন ৪ আপডেট পাবেন ২১ জুন তারিখে। আর তাদের সফটঅয়্যার আইটিউনের নতুন ভার্শন ৯.২ এখনই পাওয়া যাচ্ছে।

এপলের কম দামের নতুন কম্পিউটার এপল ম্যাক মিনি Apple Mac mini

এপলের আইফোন বাজারে আসার খবর যতটা হৈচৈ ফেলেছে তাতে অন্য অনেক খবরই চাপা পরে গেছে। যেমন একই দিনে তারা নতুন একটি কম্পিউটার বাজারে আনার কথা জানিয়েছে সেই খবর। ম্যাক মিনি নামের ছোট আকারের এই কম্পিউটারে হাই-ডেফিনিশন ভিডিওর জন্য এইচডিএমআই পোর্ট রয়েছে, এসডি কার্ড স্লট রয়েছে, বলা হচ্ছে এর গ্রাফিক্স পারফরমেন্স দ্বিগুন এবং এরপরও এর দাম ৭০০ ডলার।

ডিজিটাল ক্যামেরা কেনার মাল্টিমিডিয়া গাইড Think Tank Photo Multimedia DSLR Buyers Guide

ক্যামেরা কিনতে চান অথচ কি দেখে কিনবেন জানেন না, নতুন ব্যবহারকারীদের জন্য এই সমস্যা হতেই পারে। এর সমাধান দিতে থিংক ট্যাংক ফটো চালু করেছে তাদের মাল্টিমিডিয়া গাইড। আপনার প্রয়োজন অনুযায়ী ক্যামেরা, লেন্স, মাইক্রোফোন, রেকর্ডিং এর যন্ত্রপাতি, ব্যাগ ইত্যাদি কেনার পরামর্শ পাবেন সেখান থেকে। প্রতিটি যন্ত্রের সংক্ষিপ্ত পরিচিতি, দাম এবং সাথে বিস্তারিত তথ্যের লিংক এবিষয়ে সহায়তা করবে আপনাকে।
থিংক ট্যাংক ডিজাইনার এবং পেশাদার ফটোগ্রাফারদের একটি সংস্থা যারা ফটোগ্রাফাররা কোন পরিবেশে কাজ করেন তা নিয়ে গবেষনা করে এবং তারসাথে মিল রেখে ব্যাগ এবং অন্যান্য দ্রব্যাদি তৈরী করে। তাদের ক্যামেরা ব্যাগ পরিবেশ বান্ধব, উন্নত ডিজাইন এবং উচু মানের জন্য পরিচিত।

June 16, 2010

অপেরার নতুন ভার্শন ৫০ ভাগ দ্রুতগতিতে কাজ করবে New Opera 10.60 beta offers 50% performance boost

আজই অপেরা তাদের ডেস্কটপ ব্রাউজারের নতুন ভার্শন ১০.৬০ বেটার ঘোষনা দিয়েছে এবং ডাউনলোডের জন্য দিয়েছে। বলা হচ্ছে আগের ভার্শনের থেকে ৫০% দ্রুত কাজ করবে এটা।

সনি এরিকশন শাকিরা-র নাম এক্সপেরিয়া এক্স-৮ Sony Ericsson announces XPERIA X8, Yendo and Cedar

শাকিরা নামে আগে প্রচার পাওয়া ফোনের আনুষ্ঠানিক ঘোষনা দিয়েছে সনি এরিকশন। এর নতুন নাম এক্সপেরিয়া এক্স-৮। তাদের এক্স-১০ মডেলে যখন ৭২০পি হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং যোগ হওয়ার কথা জানানো হয়েছে তখন এই ফোনকেও তার কাছাকাছি মানের মনে হতে পারে।
এই ফোনে ৩ ইঞ্চি এইচভিজিএ (৩২০-৪৮০) স্ক্রাচ রেজিষ্ট্যান্ট ডিসপ্লে, ৬০০ মেগাহার্টজ প্রসেসর, এক্স ১০ এর মত এন্ড্রয়েড ১.৬ থাকবে।
অন্যান্যদের মধ্যে ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা, ২ গিগাবাইট মাইক্রোএসডি কার্ড থাকবে। কানেকটিভিটির হিসেবে জিএসএম/এজ/থ্রিজি/ওয়াইফাই/ব্লুটুথ এবং জিপিএস সবই থাকবে।
এর দাম হবে ২৬০ ইউরো।

এলসিডি টিভি বিক্রিতে স্যামসাং শীর্ষে Samsung takes top spot in LCD TV market

বছরের প্রথম ৩ মাসে আমেরিকার বাজারে ১১ লক্ষ এলসিডি টিভি বিক্রি করে শীর্ষস্থানে রয়েছে কোরীয় কোম্পানী স্যামসাং। মোট বিক্রির ১৮ ভাগ তাদের। সনির অবস্থান ৩য় এবং এলজি-র অবস্থান ৫ম। যদিও সামগ্রিকভাবে এলসিডি টিভির পরিমান কমে গেছে। গবেষনা সংস্থা আই-সাপ্লাই এই তথ্য দিয়েছে।

স্যামসাং অনমিয়া প্রো ৪ এবং অমনিয়া প্রো ৫ Samsung announces Omnia Pro 4 and Omnia Pro 5

স্যামসাং তাদের উইন্ডোজ মোবাইল ভিত্তিক অমনিয়া প্রো সিরিজের দুটি নতুন নতুন মডেলের ঘোষনা দিয়েছে। দুটি মডেলেই ফুল কিবোর্ড রয়েছে। এছাড়া কানেকটিভিটির দিক থেকে উন্নত, ডিসপ্লে উল্লেখযোগ্য রকমের।
স্যামসাং বি৭২৫০ অমনিয়া প্রো ৪ মডেলে ২.৬ ইঞ্চি ৩২০-৩২০ পিক্সেল নন-টাচ ডিসপ্লে। সাথে ৩.২ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা।
স্যামসাং বি৬৫২০ অমনিয়া প্রো ৫ মডেলে ২.৪ ইঞ্চি নন-টাচ ডিসপ্লে্এবং ২ মেগাপিক্সেল ক্যামেরা।
এর বাইরে দুটি মডেলেই যা রয়েছে তা হচ্ছে থ্রিজি এবং ওয়াইফাই কানেকটিভিটি, এজিপিএস সহ জিপিএস, এফামে রেডিও, ব্লুটুথ, ২০০/২২০ মেগাবাইট্ইন্টারনাল মেমোরী এবং মাইক্রোএসডি কার্ড স্লট।

June 15, 2010

ফুজিফিল্ম মাই ওয়ে ফটো কন্টেষ্ট এর সময় ২ সপ্তাহ Fujifilm My Way Photo Contest

মাত্র ২ সপ্তাহ সময় রয়েছে ফুজিফিল্মের মাই ওয়ে ফটো কন্টেষ্ট -এ ছবি পাঠিয়ে অংশগ্রহন করার। মাদারস ডে, ফাদারস ডে এবং গ্রাজুয়েশন এই বিষয়গুলিকে গুরুত্ব দেয়ার জন্য এই আয়োজন। ছবি উঠাতে হবে মুলত বাবা-মার। প্রথম পুরস্কার ৫ হাজার ডলার। সেইসাথে ফুজিফিল্মি এইচএস-১০ ক্যামেরা এবং ২৫০ ডলারের ফটো উপহার। এছাড়া হাজার হাজার উপহার রয়েছে অংশগ্রহনকারীদের জন্য।

ট্রান্সসেন্ড এইচডি মিডিয়া প্লেয়ার Transcend HD Media Player DMP10

ট্রান্সসেন্ড তাদের প্রথম হাই-ডেফিনিশন মিডিয়া গ্লেয়ার বাজারে ছেড়েছে। এরসাথে প্রচলিত সব ধরনের অডিও-ভিডিও ফরম্যাট ব্যবহার করা যাবে যে কোন ইউএসবি ষ্টোরেজ ব্যবহার করা যাবে। হার্ডডিস্ক, মেমোরী কার্ড ইত্যাদিকে এরসাথে কানেক্ট করুন এবং টিভিতে ফুল হাই ডেফিনিশন ভিডিও দেখুন, এই নীতিতে তৈরী করা হয়েছে ডিএমপি-১০ নামের এই প্লেয়ারটি।

June 14, 2010

নোকিয়ার নতুন মোবাইল সেট এক্স-৫ এবং এক্স-৬ ৮ জিবি ঘোষনা Nokia announces X5-01 and Nokia X6 8GB

নোকিয়ার তাদের অন্যান্য সেট থেকে একেবারে ভিন্ন ধরনের একটি সেট বাজারে আনার ঘোষনা দিয়েছে। এক্স৫-০১ মডেলের এই সেটটি অদ্ভুত ধরনের চৌকো। এতে স্লাইডিং ফুল কিবোর্ড রয়েছে। একই সময়ে তাদের এক্স-৬ মডেলের একটি ৮ গিগাবাইট ভার্শনের কথাও জানানো হয়েছে।
এক্স৫-০১ মডেলের সেটটিতে সিমবিয়ান এস৬০ ৩য় এডিশন ব্যবহার করা হয়েছে। ২.৩৬ ইঞ্চি কিউভিজিএ রেজ্যুলুশন ডিসপ্লে। এতে জিএসএম ছাড়াও থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ ২.১, মাইক্রোএসডি কার্ড স্লট এবং ৩.৫ মিমি অডিও জ্যাক রয়েছে। অডিও জ্যাক থেকে হেডসেট ব্যবহার করে যেমন গান শোনা যাবে তেমনি বিল্ট-ইন স্পিকার থেকেও উচুমানের শব্দ পাওয়া যাবে।
এর বাইরে অতিরিক্ত হিসেবে রয়েছে ফেসবুক, টুইটার, মাইস্পেস এর মত জনপ্রিয় সোস্যাল নেটওয়ার্কি সাইট ব্যবহারের ব্যবস্থা। ইনষ্টান্ট মেসেঞ্জার, একাধিক ইমেইল একাউন্ট ব্যবহারের সুযোগ রয়েছে।
৫ মেগাপিক্সেল ক্যামেরার সাথে রয়েছে এলইডি ফ্লাশ। ক্যামেরাটি অটোফোকাস কি-না কিংবা ভিডিও রেকর্ডিং এর মান কি সেসম্পর্কে কিছু জানানো হয়নি।

ইন্টারনেটে টাকা আয় : কি প্রস্তুতি প্রয়োজন

ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসে কিভাবে টাকা আয় করা যায়, কাজ কোথায় পাওয়া যায় ইত্যাদি সম্পর্কে কিছুটা হলেও ধারনা হয়েছে ধরে নেয়া যায়। অনেকগুলি পোষ্ট লেখা হয়েছে এই বিষয়গুলি নিয়ে। তারপরও অনেকের কাছেই প্রশ্ন, চেষ্টা করেও কাজ পাচ্ছি না কেন। কাজ পাওয়ার এবং করার জন্য কোন বিষয়গুলির দিকে দৃষ্টি দেয়া প্রয়োজন একবার জেনে নিন।

উইন্ডোজ এক্সপি বন্ধ হচ্ছে ২২ অক্টোবর Microsoft support for Windows XP ends

মাইক্রোসফট মনে করিয়ে দিয়েছে এখনও যারা নেটবুক কম্পিউটারের সাথে উইন্ডোজ এক্সপি বিক্রি করেন তারা ২২ অক্টোবর থেকে সেটা করবেন না। এর বদলে উইন্ডোজ ৭ বিক্রি করতে হবে। এখনও একমাত্র নেটবুকের জন্যই এক্সপি টিকে রয়েছে, সেদিনও শেষ হতে যাচ্ছে। 
মাইক্রোসফটের দেয়া তথ্য অনুযায়ী এগ্রিল ২০১০ এ আমেরিকায় বিক্রি হওয়া ৮১ ভাগ নেটবুকে উইন্ডোজ ৭ দেয়া হয়েছে। কাজেই খুব বেশি মানুষকে যে এনিয়ে ভাবতে হবে এমন নয়।

June 13, 2010

কোরিয়ার স্যামসাং গ্যালাক্সি এ ইউরোপে গ্যালাক্সি এপোলো নামে Korean's Samsung Galaxy A comes to Europe as Galaxy Apollo

আশ্চর্য্যজনকভাবে কোনরকম ঘোষনা ছাড়াই শুধুমাত্র কোরিয়ায় বিক্রি হওয়া গ্যালাক্সি এ নামের সেটটি গ্যালাক্সি এপোলো নামে ইউরোপের ওয়েবসাইটে দেখা দিয়েছে। গত এপ্রিলে গ্যালাক্সি এ বাজারে আনা হয়। খুব দ্রুতই এটা বিক্রি শুরু হবে বলে জানা গেছে।
বৃটেনের স্যামসাং এর ওয়েবসাইটে অন্যান্য সেটের পাশে গ্যালাক্সি এপোলো নামে সেটটির কথা জানানো হয়েছে। স্যামসাং এর বাইরে অন্যকিছু জানায়নি। তবে এটা তাদের শক্তিশালি সেটগুলির সমপর্যায়ের সেটা নিশ্চিত। এতে এন্ড্রয়েড ২.১ ব্যবহার হতে পারে। ৩.৭ ইঞ্চি সুপার এমোলিড টাচস্ক্রিন ডিসপ্লের এই সেটে ৭২০ মেগাহার্টজ প্রসেসর থাকবে।

সৌরবাতি বদলে দিতে পারে বিশ্ব Nokero N100 Solar light bulb

বিশ্বের ১৬০ কোটি মানুষ নিয়মিত বিদ্যুত পায় না। আলোর জন্য তাদেরকে ব্যবহার করতে হয় কেরসিন বা অন্যকিছু। এই সমস্যার সমাধান দিতে পারে নোকিরো বাল্ব। দেখতে অনেকটাই সাধারন ইলেকট্রিক বাতির মত। এর গায়ে বসানো আছে সোলার সেল এবং ভেতরে রিচার্জেবল ব্যাটারী। ব্যবহারের নিয়ম একেবারেই সহজ। দিনের বেলা বাইরে কোথাও ঝুলিয়ে রাখবেন আর রাতে সুইচ অন করে ব্যবহার করবেন। এটা তৈরী করেছে হংকং এর কোম্পানী নোকিরো।
নোকিরো বক্তব্য অনুযায়ী পুরো চার্জ ব্যবহার করে এন-১০০ নামের এই বাতি ৪ ঘন্টা জ্বালানো যাবে, এর এলইডি বাল্ব ব্যবহার করা যাবে ৫০ হাজার থেকে ১ লক্ষ ঘন্টা এবং সোলার প্যানেল কাজ করবে ১০ বছর পর্যন্ত। কাজেই একবার কিনলে বহু বছর নিশ্চিন্তে ব্যবহার করা যাবে।
আর দাম ? একটি বাতির দাম ১৫ ডলার। ৪৮টির দাম ৪৮০ ডলার (প্রতিটি ১০ ডলার)। কাজেই একে স্বল্পমুল্যের বলার কারন নেই। আর চার্জের বিষয়টিকেও উন্নত করতে হবে। বর্তমানে একদিনের চার্জে এটা চলতে পারে ২ ঘন্টা (পুরো চার্জ হতে সময় নেয় ২ দিন, অবশ্যই সুর্যের আলোর ওপর নির্ভর করে)।

ইন্টেল নতুন ৬-কোর গালফটাউন প্রসেসর আনছে এবছরই Intel new six-core Extreme Gulftown chip

মাসদুয়েক আগে ইন্টেল ৬-কোর প্রসেসর বাজারে এনেছে। তাদের আই৭ ৯৮০এক্স গালফটাউন বর্তমানের সবচেয়ে দ্রুতগতির প্রসেসর। এর উত্তরসুরী হিসেবে আরো শক্তিশালি নতুন প্রসেসর বাজারে ছাড়া হবে এবছরই। নতুন প্রসেসর বর্তমানের ৩.৩৩ গিগাহার্টজ ক্লকস্পিডকে ছাড়িয়ে যাবে।
এক্স-বিট র‌্যাব জানিয়েছে ইন্টেল এই প্রসেসরের কাজ চুড়ান্ত করছে। তাদের কথা ঠিক হলে ইন্টেলের আগের পরিকল্পনার চেয়ে আগেই সেটা বাজারে আসছে। তারা আগে জানিয়েছিল তাদের এক্সট্রিম বাজারে আসবে আগামী বছরের শুরুতে।

মটোরোলা মাইলষ্টোন এক্সটি-৭২০ বাজারে আসছে ২ জুলাই Motorola XT720 MOTOROI

মটোরোলা মাইলষ্টোন এটি-৭২০ এর কথা প্রকাশ পেয়েছে মাত্র কিছুদিন আগে। এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে এটা দ্রুতই বাজারে আসছে। আগামী মাসের শুরুতেই এটা বিক্রি শুরু হবে। মটোরোলা এর ক্যামেরা ব্যবহার করে তোলা কিছু ছবির নমুনা প্রকাশ করেছে। ধরে নিতেই পারেন এর প্রধান আকর্ষন হচ্ছে উচুমানের ক্যামেরা। ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এতে।
ক্যামেরার বিষয়টি আগে বিস্তারিত জেনে নেয়া যাক। ৮ মেগাপিক্সেল সেন্সরের সাথে রয়েছে অটোফোকাস, জিনন ফ্লাশ এবং ৭২০পি হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং ব্যবস্থা।
অন্যান্যদের মধ্যে রয়েছে ৩.৭ ইঞ্চি ৪৮০-৮৫৪ টিএফটি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে, এক্সিলারোমিটার সেন্সর, প্রক্সিমিটার সেন্সর। এর নিজস্ব মেমোরী ১৫০ মেগাবাইট, ২৫৬ মেগাবাইট র‌্যাম, ৫১২ মেগাবাইট রম। সেইসাথে ৩২ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে।

June 12, 2010

বিশ্বকাপে ইন্টারনেট ব্যবহারে নতুন রেকর্ড World Cup sends Internet usage to record levels

ফিফা ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ইন্টারনেট ব্যবহারের পরিমান নতুন রেকর্ড তৈরী করেছে। সর্বোচ্চ ব্যবহারের পরিমান হিসেব করে মিনিটে ১ কোটি ২১ লক্ষ ব্যবহারকারীর কথা জানা গেছে। এমনকি খেলার সময় ছাড়াও স্বাভাবিক সময়ের ব্যবহারকারীও   ৬৫ লক্ষ যা অন্য সময়ের তুলনায় অনেক বেশি। এর বেশিরভাগ ব্যবহারকারী আমেরিকা এবং ইউরোপের।

থ্রিডি ছবির জন্য দুঃসংবাদ - থ্রিডি ভিউয়ারে ব্যাকটেরিয়া 3D glasses carry bacteria

থ্রিডি ছবির চাহিদা যখন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে তখন একটা প্রশ্ন অনেকের মনেই একটা প্রশ্ন খোচা মারছে, থ্রিডি চশমা কতটা নিরাপদ। এবিষয়ে গবেষনা করে গুড হাউজকিপিং বলছে এর মাধ্যমে এতে এমন ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গেছে যা থেকে চোখের সংক্রমন ঘটতে পারে, ত্বকের রোগ হতে পারে, ফুড পয়জনিং এর ঘটনা ঘটতে পারে এমনকি নিউমোনিয়া পর্যন্ত হতে পারে।
গবেষনায় পাওয়া গেছে কোন চশমাই ব্যবহারের পর ষ্টেরিলাইজ করা হয় না। একজনের ব্যবহার করা চশমা সরাসরি আরেকজনকে ব্যবহারের জন্য দেয়া হয়।

ফেজ ওয়ানের ক্যাপচার ওয়ান ৫.১.২ Capture One 5.1.2

ফেজ ওয়ান কিছুদিন আগে মাইক্রোসফটের ডিজিটাল এসেট ম্যানেজমেন্ট সফটঅয়্যার এক্সপ্রেশন মিডিয়া কিনেছে একথা আগেই জেনেছেন নিশ্চয়ই। তারা তাদের পুরস্কারজয়ী ফটো এডিটিং সফটঅয়্যার ক্যাপচার ওয়ান এর নতুন ভার্শন রিলিজ দিয়েছে। মুলত নতুন সফটঅয়্যারের সাথে মিল করার জন্যই আপডেট করা হয়েছে, সেইসাথে নতুন কিছু পরিবর্তনও আনা হয়েছে।
নতুন এই ভার্শন আপগ্রেডের ফলে যে সুবিধেগুলি পাওয়া যাবে তা হচ্ছে খুব সহজে ক্যাপচার ওয়ান থেকে ছবি এক্সপ্রেশন মিডিয়া ক্যাটালগে ব্যবহার, ড্রাগ এন্ড ড্রপ, রেটিং এবং কালার প্রোফাইল ট্রান্সফার, ক্যাপচার ওয়ান ব্যবহার করে এক্সপ্রেশন মিডিয়ার প্রিভিউ, এক্সপ্রেশন মিডিয়া সার্চ থেকে ক্যাপচার ওয়ান এলবাম তৈরী ইত্যাদি।

June 11, 2010

স্যামসাং ডুয়াল-সিম টাচফোন বি-৭৭২ Dual-SIM touch Samsung B7722

টাচস্ক্রিনের ডুয়াল-সিম ফোন বি-৭৭২২ এর ঘোষনা দিয়েছে স্যামসাং। আগেই এর কথা জানা গিয়েছিল, এবারে আনুষ্ঠানিকভাবে ঘোষনা দেয়া হল। এতে থ্রিজি (এইচএসডিপিএ), ওয়াইফাই রয়েছে কানেকটিভিটি হিসেবে। এছাড়া ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
এর ডিসপ্লে ৩.২ ইঞ্চি, ডব্লিউকিউভিজিএ টাচস্ক্রিন। ওয়াই-ফাই এবং থ্রিজি ছাড়াও ব্লুটুথ, এফএম রেডিও, মাইক্রো এসডি কার্ড স্লট ইত্যাদি রয়েছে এতে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় অবশ্যই দুটি সিম ব্যবহারের ব্যবস্থা। দুটি সিমেই জিএসএম ব্যবহার করা যাবে তবে থ্রিজি ব্যবহার করা যাবে একটিতে।

এডবি ফ্লাশ প্লেয়ারের নতুন ভার্শন ১০.১ Flash 10.1 debuts

ফ্লাশের ভবিষ্যত নিয়ে এপল যত জোড়ালো প্রচারনাই চালাক, এডবি এর নতুন ভার্শন রিলিজ দিয়েছে।  উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্সের জন্য ১০.১ ডাউনলোড করার জন্য দেয়া হয়েছে তাদের ওয়েবসাইটে।  বলা হয় বর্তমান ইন্টারনেট ভিডিও এবং গেমের তিন-চতুর্থাংশই ফ্লাশ ভিত্তিক। বর্তমান ভার্শন রিলিজ দেয়ার আগে অন্তত বেটা এবং রিলিজ ক্যান্ডিডেটসহ মোট ৬টি ভার্শন রিলিজ দেয়া হয়েছিল।

নোকিয়া সি-৭ সেটে ৮ মেগাপিক্সেল ক্যামেরা Full touch Nokia C7 wirh 8-megapixel camera

ইদানিং মোবাইল হ্যান্ডসেটে শক্তিশালী ক্যামেরা দেয়ার রীতিমত প্রতিযোগিতা চলছে। নোকিয়া ১২ মেগাপিক্সেল ক্যামেরাসহ এন-৮ তৈরী করেছে। তারপরই তাদের পরবর্তী ধাপ হচ্ছে ৫ মেগাপিক্সেল যেখানে এই দুইয়ের মাঝামাঝি মানের ক্যামেরা রয়েছে অনেকের। এই শুন্যস্থান পুরন করতেই সি-৭ আনছে নোকিয়া। এতে থাকবে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। সেইসাথে ডুয়াল এলইডি ফ্লাশ এবং ষ্টেরিও স্পিকার।
নোকিয়া আনুষ্ঠানিকভাবে ঘোষনা দেয়নি এখনো, ইন্টারনেটে ছবি প্রকাশ পেয়েছে। তাথেকে জানা যায় এতে রয়েছে ফুল টাচস্ক্রিন। এতে এস৬০ ফিফথ এডিশন অপারেটিং সিষ্টেম (সিমবিয়ার ৩ ও হতে পারে)। এছাড়া এতে সেকেন্ডারী ক্যামেরা, ৩.৫ মিমি অডিও জ্যাক ইত্যাদি রয়েছে।

June 10, 2010

এপলের ইন্টারনেট ব্রাউজার সাফারি ভার্শন ৫ Apple announce Safari 5

এপলের নতুন আইফোন বাজারে ছাড়ার ঢাকঢোলের মধ্যে তাদের ইন্টারনেট ব্রাউজার সাফারীর নতুন ভার্শনের খবর প্রায় চাপা পড়ে গেছে। বেশকিছু উল্লেখযোগ্য ফিচারের এটা আপনার আগ্রহ সৃষ্টি করতে পারে। সবচেয়ে বড় পরিবর্তন যা উল্লেখ করতে হয় তা হচ্ছে এর দ্রুতগতি। এইচটিএমএল-৫ আগের থেকে ৩০% দ্রুত কাজ করবে। আর ফুলস্ক্রিন ভিডিও প্লেব্যাক, জিওলোকেশন, ড্রাগ এন্ড ড্রপ ইত্যাদি ও উল্লেখকরার মত বিষয়।