September 30, 2010

ফেসবুক এবং স্কাইপি একসাথে

সোস্যাল নেটওয়াকিং সাইট ফেসবুক এবং ইন্টারনেট টেলিফোন কোম্পানী স্কাইপি একসাথে কাজ করতে যাচ্ছে। এটা কার্যকর হলে ফেসবুক থেকে কেউ স্কাইপি ব্যবহারের সুযোগ পাবেন।
দুজনের আলোচনা চলছে এবিষয়ে। আলোচনা চুড়ান্ত হলে কিংবা চুক্তি হলে দুই ব্যবস্থার ব্যবহারকারীরা নিজেদের মধ্যে টেক্সট মেসেজ পাঠানো, কথা বলা কিংবা ভিডিও সংযোগ ব্যবহার করতে পারবেন। এজন্য স্কাইপির নতুন ভার্শন ৫.০ আগামী কয়েক সপ্তাহের মধ্যে রিলিজ দেয়ার কথা।

লাইভ ষ্ট্রিমিং চালু করতে যাচ্ছে বিট টরেন্ট

পিয়ার টু পিয়ার ফাইল শেয়ারিং পদ্ধতির উদ্বাবক বিট-টরেন্ট জানিয়েছে তারা লাইভ ষ্ট্রিমিং ব্যবস্থা চালু করতে যাচ্ছে। ইচ্ছে করলে আপনি ইউটিউবের মত চ্যানেল হিসেবে ব্যবহার করতে পারনে এই প্রযুক্তিতে। এজন্য কোথাও ফাইল আপলোড করতে হবে না, আপনার হার্ডডিস্ক থেকেই ফাইল ষ্ট্রিমিং এর কাজে ব্যবহার হবে।
বিটটরেন্টের প্রধান জানিয়েছেন তারা দুবছর ধরে এটা নিয়ে কাজ করছেন। এখন সেটা শেষ পর্যায়ে। এবছর শেষদিকে এটা চালু হওয়ার কথা।

বিশ্বের সবচেয়ে বড় স্ক্রিনে নোকিয়া এন-৮ ভিডিও

আপনার কি হোম থিয়েটার সিষ্টেম প্রয়োজন আছে ? মিডিয়া প্লেয়ার, ভাল একটি সাউন্ড সিষ্টেম, বড় একটা টিভি কিংবা প্রোজেক্টর/স্ক্রিন। মিডিয়া প্লেয়ারের যায়গায় নোকিয়ার এন-৮ কে ধরে নিতে পারেন। এতে এইচডিএমআই এর মাধ্যমে পাওয়া যাবে ফুল এইচডির সাথে রয়েছে ৫.১ চ্যানেল ডলবি ডিজিটাল প্লাস।  এটাও যদি যথেষ্ট না হয়, তাহলে আপনার জন্য আরো বড় স্ক্রীন। নোকিয়া এটা পরীক্ষা করেছে ১,৪২৮ বর্গমিটার স্ক্রিনে।

নিরো মাল্টিমিডিয়া স্যুইট ১০ প্লাটিনাম এইচডি

জনপ্রিয় সিডি-ডিভিডি বার্নিং সফটঅয়্যার নিরো তাদের মাল্টিমিডিয়া স্যুইট ১০ প্লাটিনাম এইচডি এবং ভিডিও প্রিমিয়াম এইচডি নামে দুটি নতুন ভার্শনের ঘোষনা দিয়েছে। এর মাধ্যমে ভিডিও এডিটিং এর সব কাজ করা ছাড়াও ব্লুরে তৈরী করা যাবে এবং মিউজিক, ইমেজ এবং ভিডিওকে মোবাইলফোন সহ অন্যান্য পোর্টেবল মাল্টিমিডিয়া ডিভাইসে ট্রান্সফার করা যাবে।

ফটোকিনা ষ্টার পুরস্কার পেল ফুজিফিল্ম ফাইনপিক্স এক্স-১০০

ফুজিফিল্ম তাদের নতুন ক্যামেরা ফাইনপিক্স এক্স-১০০ ক্যামেরার জন্য এবছর ফটোকিনা ষ্টার পুরস্কার পেয়েছে।  সাধারনভাবে এই পুরস্কার এমন পণ্যকে দেয়া হয় যা নতুন প্রযুক্তি উদ্ভাবনীর ক্ষেত্রে ভুমিকা রাখে এবং নতুন ধারা সুচনা করে।
ফাইনপিক্স এক্স-১০০ ক্যামেরায় এসএলআর ক্যামেরার মত এপিএস-সি সেন্সর ব্যবহার করা হয়েছে। ১২.৩ মেগাপিক্সেল ক্যামেরায় রয়েছে ২৩মিমি এফ২ ফুজিনন লেন্স। অপটিক্যাল এবং ইলেকট্রনিক হাইব্রিড ভিউফাইন্ডার ছাড়াও ২.৮ ইঞ্চি এলসিডি রয়েছে এতে।

September 29, 2010

ওরাকলের সাথে সম্পর্কচ্ছেদ করেছে ওপেনঅফিস OpenOffice.org Volunteers Cut Ties with Oracle

বিনামুল্যের অফিস সফটঅয়্যার নির্মাতা OpenOffice.org ওরাকলের সাথে সম্পর্কচ্ছেদ করেছে। এরফলে নামেরও পরিবর্তন ঘটতে পারে। বলা হচ্ছে ওপেনঅফিসের নতুন নাম হতে পারে LibreOffice। তাদের নতুন সংস্থার নাম জানানো হয়েছে দ্য ডকুমেন্ট ফাউন্ডেশন হিসেবে।

ডেস্কটপ প্রসেসর দিয়ে গেমিং ল্যাপটপ

ল্যাপটপে ডেস্কটপের প্রসেসর ব্যবহার করায় একেবারে নতুনত্ব নেই। আগেও একাজ করা হয়েছে, খুব বেশিদিন চালু থাকেনি। কিন্তু অরিজিন পিসি একাজ করে যাচ্ছে। তাদের নতুন ইঅন১৭ মডেলে ব্যবহার করা হয়েছে ১৭.৩ ইঞ্চি ডিসপ্লে, সাথে ইন্টেল কোর আই-৭ ৯৮০এক্স প্রসেসর, এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ৪৮০এম গ্রাফিক্স। এতে ব্যবহার করা যাবে ২৪ গিগাবাইট পর্যন্ত, ২ টেরাবাইটের বেশি ধারনক্ষমতার হার্ডডিস্ক লাগানো যাবে ৩টি।

আমেরিকায় আইপি এড্রেস সংকট Net address shortage in USA

অধিক জনসংখ্যার ফল কি আমরা খুব ভালভাবেই জানি। আবাসন সংকট, খাদ্যসংকট, চলাচলে সংকট এগুলো নিত্যসঙ্গি। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও কি এতটাই বেড়েছে যেখানে ইন্টারনেট এড্রেস নিয়ে সংকট হতে পারে ? সেটাই হতে যাচ্ছে আমেরিকায়। বলা হচ্ছে মোবাইল ডিভাইস জনপ্রিয়তা পাওয়ায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এতটাই বেড়েছে যে আগামী বছর শেষদিকে নতুন ইন্টারনেট এড্রেস দেয়া সম্ভব হবে না।

September 28, 2010

ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকার সমস্ত কপি একসাথে The Complete National Geographic

ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকার ১২১ বছরের সমস্ত কপি একসাথে ডিজিটাল ফরম্যাটে বিক্রি করা হচ্ছে। ৬টি ডিভিডির একসেট অথবা হার্ডডিস্কে এটা কেনা যাবে। ছাপা পত্রিকার প্রতি পৃষ্ঠা ছাড়াও এতে ২ লক্ষ ছবি রয়েছে। ব্যবহারের সময় সার্চ করা যাবে, ডিভিডি থেকে হার্ডডিস্কে কপি করে ব্যবহার করা যাবে, ইচ্ছে করলে প্রিন্টও করা যাবে।
ডিভিডি ভার্শনের দাম ৭৯.৯৫ ডলার এবং হার্ডডিস্ক ভার্শনের দাম ১৯৯.৯৫ ডলার।

ফটোগ্রাফি বিবি পত্রিকার নতুন সংখ্যা PhotographyBB online Magazine

ফটোগ্রাফি বিবি পত্রিকার ৩২তম সংখ্যা ডাউনলোডের জন্য দেয়া হয়েছে। এ সংখ্যার মুল বিষয় ডিজিটাল ইমেজে নয়েজের কারন এবং প্রতিকার। এছাড়া একটি মাত্র আলোর উৎস ব্যবহার করে বিভিন্ন পণ্যের ছবি উঠানোর বিষয়টিও বর্ননা করা হয়েছে। ইউটিউব থেকে কিভাবে ফটোগ্রাফার উপকৃত হতে পারেন সে বিষয়ে লেখা রয়েছে।

এলজি থ্রিডি ল্যাপটপ LG Xnote Z510 3D laptop

থ্রিডি নিয়ে যদি আপনার আগ্রহ থাকে তাহলে আপনার জন্য আরেকটি নতুন পণ্য আসছে। এলজি এক্সনোট এ৫১০ ল্যাপটপে রয়েছে ফুল এইচডি এলইডি ব্যাকলিট ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে, সাথে নিতে পারেন ইন্টেল কোর আই-৭ ৮৪০কিউএম অথবা ৭৪০কিউএম কোয়াড কোর প্রসেসর,  গিগাবাইট এনভিডিয়া জিফোর্স জিটি ৪২৫এম গ্রাফিক্স।

এসারের কমদামি অল ইন ওয়ান কম্পিউটার

এসার দুটি কমদামী অল ইন ওয়ান ডেস্কটপ পিসির ঘোষনা দিয়েছে। এদের মধ্যে এস্পায়ার জেড৩১০০ মডেলে রয়েছে ২১.৫ ইঞ্চি ডিসপ্লে, ২ গিগাহার্টঝ এএমডি এথলন ২ ১৭০ ইউ প্রসেসর, এনভিডিয়া জিফোর্স ৯২০০ গ্রাফিক্স, ৩ গিগাবাইট র‌্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক। এছাড়া ডিভিডি ড্রাইভ, ওয়েবক্যাম, এইচডিএমআই পোর্ট, ৬টি ইউএসবি পোর্ট, উইন্ডোজ ৭ হোম প্রিমিয়াম।
তাদের আগের এজেড৫৭০০ এর সাথে মিল থাকলেও দাম তারথেকে কম। ৫৯৯ ডলার।

মোবাইল ফোন আনলক কোড জালিয়াতি, ৯ জন গ্রেপ্তার

ফ্রান্সের কর্তৃপক্ষ জানিয়েছে তারা মোবাইল ফোন আনলক করার কোড বিক্রির একটি চক্রের ৯ জনকে গ্রেপ্তার করেছে। গতবছর থেকেই তারা এনিয়ে তদন্ত করছে। অভিযুক্তদের সম্পর্কে বলা হয়েছে তারা ফোন নির্মাতা কিংবা বিক্রেতাদের কাছ থেকে ৩ ইউরো দামে কোড কিনে এনে অনলাইনে ৩০ ইউরো করে বিক্রি করত। ৫ বছর ধরে এই ব্যবসা চালিয়ে আসছিল।

ব্লাকবেরি ট্যাবলেটের নাম প্লে-বুক BlackBerry PlayBook

ব্লাকবেরি ফোনের নির্মাতা রিসার্চ ইন মোশন ট্যাবলেট তৈরী করতে যাচ্ছে, এই গুজবের সবটাই সত্য,  কেবলমাত্র নাম বাদ দিয়ে। ব্লাকপ্যাড সহ অন্যান্য নাম মিডিয়ায় প্রকাশ পেলেও তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে এর নাম প্লেবুক। ক্যামেরাসহ ৭ ইঞ্চি স্ক্রিনের এই ট্যাবলেট আগামী বছর দ্বিতীয়ভাবে আমেরিকার বাজারে বিক্রি শুরু হবে।
এর ওজন ১ পাউন্ডের কম, পুরুত্ব ৯.৭ মিমি, ৫ মেগাপিক্সেল ক্যামেরার সাথে সামনে ৩ মেগাপিক্সেল ক্যামেরা, দুটিই হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডে সক্ষম এগুলি এর বৈশিষ্ট।

September 27, 2010

একেভিস রিটাচার ৪.৫ Akvis Retoucher 4.5

একেভিস নষ্ট ছবি ঠিক করার সফটঅয়্যার রিটাচার এর নতুন ভার্শন ৪.৫ রিলিজ দিয়েছে। নতুন ফিচার হিসেবে এতে ষ্ট্যাম্প ব্যবহার করে ভার্টিক্যাল অথবা হরাইজন্টাল মিরর ক্লোন করা যাবে। এছাড়া ছবির নানাধরনের দাগ দুর করার ব্যবস্থা তো রয়েছেই।
ছবির কোন অংশ নষ্ট হয়ে গেলে পাশের যায়গা থেকে হিসেব করে তা পুরন করবে এই সফটঅয়্যার। এভাবে কোন অংশ ছিড়ে যাওয়া ছবিও মেরামত করা যাবে। ছবি থেকে কিছু বাদ দেয়ার কাজও করা যাবে এর মাধ্যমে।
ষ্ট্যান্ডএলোন হিসেবে ছাড়াও ফটোশপের নতুন ভার্শনের সাথে ব্যবহার করা যাবে এটা প্লাগইন হিসেবে। উইন্ডোজ এবং ম্যাক দু অপারেটিং সিষ্টেমেই কাজ করবে।
সফটঅয়্যারের দাম ৮৭ ডলার। রেজিষ্টার্ড ব্যবহারকারীরা বিনামুল্যে আপগ্রেড করার সুযোগ পাবেন। আর কাজ করার মত ট্রায়াল ভার্শন ডাউনলোড করা যাবে তাদের ওয়েবসাইট থেকে।
http://akvis.com/en/retoucher/index.php

৮ ঘন্টার ব্যাটারীসহ এসার নোটবুক Acer unveils Aspire TimelineX notebooks

যারা মোটামুটি কমদামের মধ্যে সবথেকে ভাল স্পেসিফিকেশনের পোর্টেবল কম্পিউটার চান তাদের জন্য এস্পায়ার টাইমলাইনএক্স কম্পিউটার বাজারে এনেছে এসার। Aspire TimelineX 1830T-68U118 মডেলের নোটবুক ব্যাটারীর একচার্জে কাজ করবে ৮ ঘন্টা। ৩ পাউন্ড ওজনের এই কম্পিউটারে রয়েছে ইন্টেল কোর আই-৭ ৬৮০ইউ প্রসেসর, ১১.৬ ইঞ্চি এলইডি ব্যাকলিট এইচডি ডিসপ্লে, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক। দাম ৬০০ ডলার থেকে অপশন অনুযায়ী বাড়তে পারে।

এইচটিসি সিফটে ম্যাক লেপার্ড Mac OS X Leopard on HTC Shift

এপল নিজের তাদের ট্যাবলেটে ম্যাক অপারেটিং সিষ্টেমের বদলে ব্যবহার করেছে মোবাইল ফোনের অপারেটিং সিষ্টেম। কিন্তু অন্যরা থেকে নেই।  বছর তিনেক আগে ম্যাক ওএস এক্স হ্যাক করে ব্যবহার করা হয়েছিল সনির ভাইও কম্পিউটারে। এবার ম্যাক ওএস এক্স ১০.৫.৬ ইনষ্টল করা হয়েছে এইচটিসি সিফট নামের ডিভাইসে।
এইচটিসি সিফট মোবাইল কম্পিউটিং ডিভাইস। এতে ফুল কিবোর্ড, ৭ ইঞ্চি টাচ সেনসিটিভ স্ক্রীন রয়েছে। উইন্ডোজ ভিসতা বিজনেস এডিশন ব্যবহার করা যায় এতে।

ইন্টেলের নতুন মোবাইল প্রসেসরের ঘোষনা Intel new mobile processors

ইন্টেল কোর-আই সিরিজের নতুন প্রসেসরের ঘোষনা দিয়েছে। এরমধ্যে জনপ্রিয় কোর আই-৫, আই-৭ এর আপডেটও রয়েছে।
নতুন ঘোষনা করা প্রসেসরের মধ্যে রয়েছে ল্যাপটপের জন্য দুটি কোর আই-৫ মোবাইল প্রসেসর i5-580M এবং i5-560M এদের দাম ২৬৬ ডলার এবং ২২৫ ডলার।
এছাড়া আলট্রা লো পাওয়ার (ইউএল) ১.৩৩ গিগাহার্টজ কোর প্রসেসর i5-560UM এর কথাও জানানো হয়েছে। এটা ব্যবহার করা যাবে ল্যাপটপ এবং ট্যাবলেটে।

September 26, 2010

ইরানের পারমানবিক শক্তি কেন্দ্রে ভাইরাসের আক্রমন

ইরানের প্রথম পারমানকির শক্তি কেন্দ্রের কর্মকর্তার কম্পিউটারে ভাইরাসের আক্রমন ঘটেছে। কাজ শুরুর কয়েক সপ্তাহ আগে এই ঘটনা ঘটল। ইরানের সরকারী সংবাদ সংস্থা ইরনা এই সংবাদ দিয়েছে।
পারমানবিক কেন্দ্রের প্রধান মাহমুদ জাফারীর কম্পিউটারে একধরনের জটিল ওয়ার্ম আক্রমন করেছে বলে জানানো হয়েছে। একটি দল আরো কয়েকটি কম্পিউটার থেকে এই ভাইরাস সরানোর চেষ্টা করছে। তবে এই আক্রমনে কোন ক্ষতি হয়নি বলেও জানানো হয়েছে।
জার্মানীর বিশেষজ্ঞরা গত জুলাইতে প্রথম এই ভাইরাস শনাক্ত করেন। মুলত ইরান, ইন্দোনেশিয়া, ভারত এবং আমেরিকায় এটা পাওয়া গেছে।

ক্যাননের ছোট আকারের প্রফেশনাল ক্যামেরা Canon compact professional camcorders XF100 & XF105

ক্যানন দুটি কম্প্যাক্ট প্রফেশনাল ভিডিও ক্যামেরার ঘোষনা দিয়েছে। এক্সএফ-১০০ এবং এক্সএফ-১০৫ মডেলদুটি তাদের আগের এক্সএফ৩০০ এবং এক্সপফে ৩০৫ প্রো মপেলের উত্তরসুরী। ক্যামেরাদুটি আকারে ছোট করা হয়েছে, থ্রিডি এসিষ্ট্যান্স ফিচার এবং ইনফ্রারেড শ্যুটিং অপশন যোগ করা হয়েছে।
ক্যামেরাদুটিতে ক্যাননের এক্সএফ কোডেক ভিত্তিক এমপেগ-২ কম্প্রেশন ব্যবহার করা হবে। ৫০ মেগাবিট/সে বিটরেট ব্যবহার করে ফুল হাইডেফিনিশন থেকে শুরু করে ষ্ট্যান্ডার্ড ডেফিনিশন পর্যন্ত বিভিন্ন বিটরেটে বিভিন্ন রেজ্যুলুশনের ভিডিও রেকর্ড করা যাবে এতে।

ক্যাননের ক্যালকুলেটর মাউস Canon X Mark 1 Mouse

ক্যামেরা তৈরীতে বিশ্বসেরা ক্যানন। প্রিন্টারের ক্ষেত্রেও তাদের অবহেলা করার উপায় নেই। কিন্তু ছবিটি দেখুন। অদ্ভুত এই যন্ত্রটি ক্যাননের তৈরী। একনজরে মনে হবে মাউস, আরেকবার দেখলে মনে হবে ক্যালকুলেটর। আসলে দুটোই। ফটোকিনায় এক্স মার্ক মাউস  নামের এই ডিভাইস এনেছে ক্যানন।
মাউস হিসেবে ব্যবহার ছাড়াও ক্যালকুলেটরের সবকাজ করা যাবে এতে। মাউসটি আকারে বেশ বড় এবং ভারী। কারো কাছে হাতে ধরা অসুবিধেজনক মনে হতে পারে। এর দাম ৬৩ ডলার।

ইন্টারনেটে টাকা আয় করতে চান ? যোগ্যতা যাচাই করে নিন

আউটসোর্সিং, ফ্রিল্যান্সান্সিং ইত্যাদি থেকে ইন্টারনেটে সহজে অর্থ উপার্জন, এধরনের বিজ্ঞাপন দেখে হয়ত মনে মনে বলছেন, বেশ তো ভাল পদ্ধতি চাকরী খোজা প্রয়োজন নেই ঘরে বসেই কাজ পাওয়া যায়, করা যায় ডলারে আয় মানে টাকায় হিসেব করলে বহু টাকা হাজার ডলারে ৭০ হাজার যেহেতু সহজে শব্দ উল্লেখ করা হয়েছে কাজেই কাজটা সহজই হবে
কিন্তু, বাস্তবতা একটু যাচাই করে নিন

September 25, 2010

চীনে আইফোন ৪ : ক্রেতাদের ভীড়

বিশ্বের সবচেয়ে বড় ইন্টারনেট এবং মোবাইল ফোন ব্যবহারকারীর দেশ চীনে আইফোন বিক্রি শুরু হয়েছে। বেইজিং এবং সাংহাই এ নতুন দুটি দোকানের মাধ্যমে বিক্রি শুরু হলে সেখানে বিপুল পরিমান ক্রেতা ভীড় জমান। কেউ কেউ আগের দিন ভোর ৫টার সময় এসে লাইনে দাড়িয়েছেন। কাউকে কাউকে আইফোন হাতে পেতে লাইনে অপেক্ষা করতে হয়েছে ৬০ ঘন্টা।
চীনের অনেকের কাছে আইফোন আভিজাত্যের প্রতিক। ১৬ গিগাবাইট ভার্শনের দাম নেয়া হচ্ছে ৭৪৪ ডলার।

এলকম-সফট ওয়াইফাই হ্যাকিং সফটঅয়্যার One touch WiFi cracking System

এলকম সফট বহুদিন ধরেই ওয়াই-ফাই হ্যাক করার সফটঅয়্যার বিক্রি করছে। এই কাজকে আরো সহজ করে নতুন সফটঅয়্যার ছেড়েছে তারা। অয়্যারলেস সিকিউরিটি অডিটর নামের ওয়ান টাচ ওয়াইফাই  ক্রাকিং সিষ্টেম ব্যবহার করে ল্যাপটপ কম্পিউটার থেকে অয়্যারলেস নেটওয়ার্ক খোজা, ডাটা গ্রহন করা, পাশওয়ার্ড ভাঙা সব কাজই করা যাবে।

ব্যবহারকারীর সন্তুষ্টির শীর্ষে আইফোন

বর্তমানের মোবাইল ফোন ব্যবহারকারীরা তাদের হ্যান্ডসেট আগের থেকে বেশি সময় ব্যবহার করছেন। অর্থাৎ নতুন মডেল বাজারে এলেই আগেরটা বাতিল করে দিচ্ছেন না। সন্তুষ্টির দিক থেকে শীর্ষে রয়েছে আইফোন। জেডি পাওয়ার এন্ড এসোসিয়েটস তাদের জরিপ থেকে একথা জানিয়েছে।

স্যামসাং এর ৪জি-সহ ফোন Samsung SCH-r900 Craft

বিজ্ঞাপনে ফোর-জি শব্দটি ব্যবহার করা হয় এলটিই এবং ওয়াইম্যাক্স দুধরনের ব্যবস্থার জন্যই। অর্ধাত এটা এইচএসপিএ কিংবা ওয়াইম্যাক্স যেকোনটি হতে পারে। আপনি বিভ্রান্ত হতে পারেন অনায়াসেই। স্যামসাং জিএসএম ভিত্তিক সত্যিকারের ফোর-জি ব্যবহারযোগ্য হ্যান্ডসেট বাজারে এনেছে। মাল্টিমোড এসসিএইচ-আর৯০০ ক্রাফট মডেলে সিডিএমএ এবং ফোরজি জিএসএম ব্যবহার করা যাবে।

প্যানাসনিকের চুল ধোয়ানো রোবট

আপনি হয়ত আপনার চুল নিজেই ধুয়ে নিতে পারেন, নিতান্তই শখ হলে দোকানেও যেতে পারেন। জাপানের ক্রমবর্ধমান বয়স্কদের জন্য এটাই সমস্যা। সেকারনেই প্যানাসনিক তৈরী করেছে রোবট যা যত্ন নিয়ে চুলে শ্যাম্পু লাগিয়ে পরিস্কার করে দেবে। এর সাথেই রয়েছে চেয়ার এবং বেসিন।
রোবটের রয়েছে ১৬টি আঙুল। প্যানাসনিকের বক্তব্য অনুযায়ী প্রথমে ব্যক্তির মাথার থ্রিডি স্ক্যান করা হয়। প্রত্যেকের জন্য পৃথকভাবে মাথার সঠিক আকৃতি জানা হয় যেন কোথায় কতটুকু চাপ দেয়া যাবে সেটা জানা যায়। যেখাতে যতটুকু চাপ দিলে সবথেকে ভাল কাজ হবে সেভাবে ম্যাসাজ করা হবে এই ব্যবস্থায়।

কানাডায় ১২০ মেগাবিট/সে ব্রডব্যান্ড ইন্টারনেট


এর নাম আলটিমেট স্পিড ১২০। ভিডিওট্রনের এই ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করে ব্যবহারকারী সেকেন্ডে ১২০ মেগাবিট হারে তথ্য ডাউনলোড করার সুযোগ পাবেন। সাথে ২০ মেগাবিট/সে আপলোড। কিউবেক সিটিতে এই সেবা চালু করা হয়েছে, ক্রমান্বয়ে তা আরো বিস্তৃত করা হবে।

সনি এরিকসন সিমবিয়ান ফোন তৈরী করবে না

এধরনের স্পষ্ট বক্তব্য সাধারনত শোনা যায় না, মোবাইল ফোনের অত্যন্ত জনপ্রিয় অপারেটিং সিষ্টেম ব্যবহার করে নতুন ফোন তৈরী করবে না আরেক বড় কোম্পানী সনি এরিকসন। সনি এরিকসনের মুখপাত্র আলডো লিগোরি সরাসরি জানিয়েছেন তারা সিমবিয়ান ফাউন্ডেশনের ষ্ট্যান্ডার্ড কিংবা সিমবিয়ান অপারেটিং সিষ্টেম ব্যবহার করে নতুন কিছু তৈরী করবেন না।

September 24, 2010

মোবাইলের জন্য ১.৫ গিগাহার্টজ ট্রিপল কোর প্রসেসর

ট্রিপল কোর ১.৫ গিগাহার্টজের প্রসেসর নিয়ে মোবাইল ফোন, একথা শুনে আপনার কাছে নিশ্চয়ই বর্তমানের মোবাইল ফোনকে বাতিল বলে মনে হচ্ছে।
এটাই হতে যাচ্ছে। কম শক্তির ৬২৪ মেগাহার্টজকে তিনগুন করে ১.৫ গিগাহার্টজ তৈরী করা হয়েছে। সেকেন্ডে ২০ কোটি ট্রায়াঙ্গল ব্যবহারে সক্ষম, মোবাইল ফোনে ফুল হাই ডেফিনিশন থ্রিডি ভিডিও (যেখানে দুটি ফুল হাই ডেফিনিশন ষ্ট্রিমিং প্রয়োজন হয়) সম্ভব হতে যাচ্ছে এর মাধ্যমে।
এর অতিরিক্ত আরো কিছু রয়েছে এতে। ইউএসবি ৩.০, এইচডিএমআই এসবও ব্যবহার করা যাবে।

সিমবিয়ান সফটঅয়্যার তৈরী প্রতিযোগিতা : কোটি ডলার পুরস্কার

আপনি কি সফটঅয়্যার তৈরীতে আগ্রহি। আরো নির্দিষ্ট করে সিমবিয়ান অপারেটিং সিষ্টেমের জন্য। আরো সুনির্দিষ্টভাবে নোকিয়া এন-৮ এর সাথে কাজ করবে এমন। সফটঅয়্যার অথবা গেম। তাহলে আপনি পুরস্কার হিসেবে পেতে পারেন ১ কোটি আমেরিকান ডলার। নোকিয়া ইউএসএ এবং এটিএন্ডটি এই ঘোষনা দিয়েছে।

ফেসবুকে ৪ বছরের সবচেয়ে বড় বিপর্যয়

গত ৪ বছরের মধ্যে সবচেয়ে বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়েছিল জনপ্রিয় সোস্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। বৃহস্পতিবার প্রায় আড়াই ঘন্টা এটা ব্যবহার করা যায়নি। কারন খুজতে গিয়ে পাওয়া গেছে এটা ফেসবুকের আভ্যন্তরিন পরিবর্তনের ফল।
ফেসবুকে ইনভালিড ডাটা পাওয়া গেলে নির্দিষ্ট একটি তথ্য ব্যবহারের পদ্ধতির কারনে এই সমস্যা তৈরী হয়েছিল বলে জানানো হয়েছে। সেই তথ্য নিজেই ইনভ্যালিড ডাটা হিসেবে শনাক্ত হয়ে সমস্যা তৈরী করেছে। ফল হিসেবে ডিএনএস এরর মেসেজ পাওয়া গেছে। ফেসবুকের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এজন্য।

চাহিদা কমায় উৎপাদন কমাচ্ছে এএমডি, পিসির দাম কমার সম্ভাবনা

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিপ নির্মাতা এডভান্সড মাইক্রো ডিভাইসেস তাদের আগের লক্ষমাত্রা পরিবর্তন করে আরো কম চিপ তৈরীর কথা জানিয়েছে। পিসির বিক্রি কমে যাওয়ার কারনে এই পদক্ষেপ। বলা হচ্ছে বিশ্বব্যাপি মন্দার কারনে মানুষের সমস্ত অর্থ খরচ হয়ে গেছে। অন্তত কম্পিউটার বিক্রির পরিমান দেখে সেটাই মনে হয়।

September 23, 2010

বাংলাদেশে পাইরেসি : অভিশাপ না আশির্বাদ Effect of piracy in Bangladesh

আমেরিকায় মোট জাতিয় আয়ের ৪ ভাগ আসে হলিউড থেকে। এই ৪ ভাগ কি পরিমান অর্থ তা হয়ত উল্লেখ করা প্রয়োজন নেই। ধরে নিন, বিশাল পরিমান। এই আয়ের মধ্যে রয়েছে হলিউডের চলচ্চিত্র, টিভি-শো, ভিডিও গেম, মিউজিক ইত্যাদি। এককথায় এদের সবাইকেই হলিউডের প্রোডাক্ট বলা হয়। এরসাথে জড়িত রয়েছেন ...
হলিউডের কথা থাক। বাংলাদেশে টিভি নাটকের সাথে জড়িত মানুষের সংখ্যাও অনেক। প্রোডাকশন হাউজের সংখ্যাই হাজার ছাড়িয়ে। বাংলাদেশও নিশ্চয়ই পিছিয়ে নেই। কেউ হয়ত অংক কশে বলে দিতে পারবেন জাতিয় আয়ের কতভাগ আসে এখান থেকে। কত লক্ষ মানুষের কর্মসংস্থান হয়।

বিনামুল্যের এন্টিভাইরাস : সিমেনটেককে চ্যালেঞ্জ করেছে কোমোডো

সম্প্রতি এন্টিভাইরাস নির্মাতা সিমেনটেক এর প্রোডাক্ট ম্যানেজার এক প্রতিবেদনে লিখেছিলেন বিনামুল্যের এন্টিভাইরাস যথেষ্ট নিরাপত্তা দেয় না। বিনামুল্যের এন্টিভাইরাস সরবরাহকারী কোমোডো চ্যালেঞ্জ করে সিমেনটেককে। তাদের বক্তব্য, তার বক্তব্যের যথার্থতা প্রমান করতে হবে।
কোমোডো-র পক্ষ থেকে সিমেনটেকের বক্তব্যকে বলা হয়েছে অগ্রহযোগ্য, ভুল এবং মিথ্যে। এর প্রধান বলেছেন তিনি দেখিয়ে দেবেন টাকা দিয়ে কেনা নরটনের থেকে তাদের বিনামুল্যের এন্টিভাইরাস ভাল কাজ করে। তৃতীয় পক্ষের কাছে পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন তিনি।

সনির সুপার-স্লিম ওয়াকম্যান Sony's new Walkman S750

সনি তাদের ডিজিটাল মিডিয়া প্লেয়ার ওয়াকম্যান এর একেবারে পাতলা সংস্করন বাজারে ছাড়তে যাচ্ছে। অডিও-ভিডিও ব্যবহার উপযোগি ওয়াকম্যান এস৭৫০ এর পুরুত্ব মাত্র ৭.২ মিলিমিটার। এতে নয়েজ ক্যানসেলিং, অডিও এনহ্যান্সমেন্ট টেকনোলজি, কারাওকি মোড রয়েছে। এক চার্জে ৫০ ঘন্টা গান শোনা যাবে এই ওয়কম্যানে।
এর সাথে দেয়া ইএক্স ইন-এয়ার হেডফোন ৯৮ ভাগ বাইরের শব্দ বাদ দিতে পারে। কাজেই হট্টগোলের মধ্যেই নিখুত শব্দ শোনা যাবে। এছাড়া ক্লিয়ার বাস এবং ক্লিয়ার ষ্টেরিওসহ ক্লিয়ার অডিও টেকনোলজি ব্যবহার করায় শব্দের মান হবে উন্নত। কারাওকি মোডে গানের কথাগুলি লেখা দেখা যাবে, শুধুমাত্র মিউজিক শোনা যাবে। ফলে এরসাথে মিল করে নিজেই ঠোট মেলানোর সুযোগ পাবেন।

মাইনক্স থ্রিডি ক্যামেরা Minox PX3D 3D camera

মাইনক্স পিএক্সথ্রিডি ক্যামেরার বৈশিষ্ট হচ্ছে  এতে থ্রিডি ছবি পাওয়ার জন্য অন্য কিছু প্রয়োজন নেই। একেবারে নতুন ধরনের প্রযুক্তির এই ক্যামেরায় ৪টি লেন্স ব্যবহার করা হয়েছে, ৪টি ক্যামেরা মডিউল একসাথে ৪টি ছবি উঠায়। ফল হিসেবে পাওয়া যায় অসামান্য বাস্তবধর্মী ছবি।

September 22, 2010

ফটোকিনায় আসা নতুন যত ক্যামেরা Photokina: New-camera roundup

সবচেয়ে বেশি নতুন ক্যামেরার প্রদর্শনী হয় দ্বিবার্ষিক মেলা ফটোকিনায়। এবছর সেখানে আনা হয়েছে এসএলআর, এসএলডি, পেলিকাল মিরর সহ নানাধরনের লেন্স পরিবর্তনযোগ্য কামেরা, ফিক্সড লেন্স ক্যামেরাসহ একেবারে নতুন প্রযুক্তির বহু ক্যামেরা। একনজরে ডিজিটাল ক্যামেরাগুলি সম্পর্কে জানার জন্য এখানে একটি তালিকা দেয়া হচ্ছে।

লেইকা ভি-লাক্স ২ এবং ডি-লাক্স ৫ ক্যামেরা Leica V-Lus 2, D-Lux 5 and M9 Titanium

নতুন দুটি সাধারন মানের ক্যামেরার ঘোষনা দিয়েছে লেইকা। এদের মধ্যে রয়েছে ভি-লাক্স ২ নামের সুপারজুম ক্যামেরা। মুলত যারা ভ্রমন করেন এবং প্রকৃতির ছবি উঠাতে পছন্দ করেন তাদের জন্য এই ক্যামেরা। এতে রয়েছে ২৪এক্স জুম (২৫-৬০০ মিমি) লেন্স, ১৪ মেগাপিক্সেল সেন্সর, ৩ ইঞ্চি রোটেটিং ডিসপ্লে এবং ১০৮০আই এভিসিএইচডি ফুল এইচডি ভিডিও রেকর্ডের ব্যবস্থা। এরসাথে এডবি ফটোশপ এবং প্রিমিয়ার এলিমেন্টস ৮ দেয়া হবে।

মোবাইলের জন্য ব্লুটুথ কিবোর্ড Jorno Folding Bluetooth keyboard

মোবাইল ফোনে এসএমএস করার সময় কি টাইপ করতে সমস্যাবোধ করেন ?
এজন্য ব্লুটুথ কিবোর্ড পাওয়া যায় আগে থেকেই। তাদের সবাইকে ছাড়িয়ে গেছে জরনো। একে ভাজ করে একেবারে ছোট বানিয়ে রাখা যায়, অধিকাংশ মোবাইল ফোন রাখার জন্য ক্রাডল রয়েছে এবং অধিকাংশ মোবাইল ফোনের সাথে কাজ করবে।
এর দাম ৯৯ ডলার। আগামী বছরের শুরুতে বাজারে পাওয়া যাবে।এখনই প্রি-অর্ডার দিলে দাম ৭৯ ডলার।
এরপর পিসি কেন, হয়ত নোটবুক-নেটবুক কিছুই প্রয়োজন হবে না।

এক মোবাইলে ৩ সিম কার্ড Spreadtrum technology enables three SIM cards in one phone

গতবছর থেকে ডুয়াল সিম মোবাইল সেট জনপ্রিয় হতে শুরু করেছে। স্প্রেডট্রাম মনে করছে এটাও যথেষ্ট না, এক হ্যান্ডসেটে একসাথে ৩টি সিম কার্ড লাগানো প্রয়োজন। এজন্য তারা এমন চিপ তৈরী করেছে যা একসাথে ৩টি সিম চালূ রাখবে।
SC6600L7 নামের এই চিপের  সবধরনের পরীক্ষা শেষ হয়েছে বলে জানিয়েছে তারা। অবশ্য এটা ব্যবহার করা মোবাইল ফোন কখন তৈরী হবে সেটা জানানো হয়নি।

September 21, 2010

আক্রমনের শিকার টুইটার Twitter sufferer security attack

ছোট আকারের মেসেজ পাঠানোর জনপ্রিয় সোস্যাল মিডিয়া সার্ভিস টুইটার জানিয়েছে তারা আক্রমনের শিকার হয়েছে। ব্যবহারকারীরা অভিযোগ করার পর তারা প্যাচ ব্যবহার করে এর সমাধান দেয়ার চেষ্টা করছে। ব্লগ নিরাপত্তা সংস্থা সোফোস এর তথ্য অনুযায়ী এই আক্রমনের ফলে একটি পপ-আপ পাওয়া যাচ্ছে এবং তার ওপর মাউস আনলেই আরেকটি ওয়েবসাইট ওপেন হচ্ছে। সোফোস এর মতে ব্যবহারকারীর অজান্তেই ভাইরাসের মত এটা ছড়িয়ে পড়ছে।

সিগমা এসডি-১ ক্যামেরায় কোনধরনের ভিডিও ব্যবস্থা নেই

এসএলআর ক্যামেরায় ভিডিও করুন বা নাই করুন, তাতে ভিডিও করা যায়না শুনলে নিশ্চয়ই সেখান থেকে সরে যাবেন। সেক্ষেত্রে সিগমার বাজারে আসতে যাওয়া এসডি-১ ক্যামেরা আপনার জন্য না। যারা সত্যিকারের ষ্টিল ফটোগ্রাফি পছন্দ করেন তাদের জন্য।
ওয়েদারপ্রুফ ম্যাগনেশিয়ামের তৈরী ক্যামেরার ভেতরে রয়েছে ১৫.৩ মেগাপিক্সেল ২৪মিমি-১৬মিমি এক্স৩ সিমোস সেন্সর। এক্স৩ সেন্সর হচ্ছে রেড-গ্রীন-ব্লু  তিনরঙের আলোর জন্য তিনটি সেন্সরকে লেয়ারের মত ব্যবহার করা। এছাড়া রয়েছে ডুয়াল ট্রু-২ ইমেজ প্রসেসর। ১১ পয়েন্ট অটোফোকাস।

ক্যাসিও পকেট সুপারজুম ক্যামেরা Casio HG20

ক্যাসিওর ১০এক্স জুমের এই পকেট সুপারজুম ক্যামেরায় রয়েছে বিশ্বের প্রথম হাইব্রিড জিপিএস। যার অর্থ যেখানে স্যাটেলাইট সিগন্যাল নেই সেখানেও ক্যামেরা সঠিক অবস্থান রেকর্ড করতে সক্ষম। ভিডিও কিংবা ছবি উঠানোর অবস্থান ডিসপ্লেতে দেখাতে সক্ষম এই ক্যামেরা।
এতে রয়েছে ১৪.১ মেগাপিক্সেল সেন্সর, ২৪-২৪০মিমি জুম লেন্স, ৩ ইঞ্চি হাই রেজ্যুলুশন ডিসপ্লে। যারা ক্যামেরা ব্যবহারে নতুন তাদের জন্য প্রিমিয়াম অটো ফাংশন বলে একটি ব্যবস্থা।

বিশ্বের সবচেয়ে বেশি রেজ্যুলশনের ক্যামেরা Leaf Aptus-II 12

আপনি কি বিশ্বের সবচেয়ে বেশি রেজ্যুলুশনের ক্যামেরা কিনতে আগ্রহি। হয়ত না, নিতান্ত জানার খাতিরে জেনে রাখতে পারেন। লিফ এপটাস-২ ১২ নামের এই ক্যামেরার সেন্সর ৮০ মেগাপিক্সেল। ব্যবহার করা হয়েছে ৫৩.৭ ৪০.৩মিমি ফুল ফ্রেম সিসিডি সেন্সর। ব্যবহারকারী ইচ্ছে করলে পুরো রেজ্যুলুশন ব্যবহার করতে পারেন অথবা ডায়াল ঘুরিয়ে পছন্দমত এসপেক্ট রেশিও ব্যবহার করতে পারেন, যেমন ৬০ মেগাপিক্সেল ১:১।

এইচপি-র অল-ইন-ওয়ান পিসি HP TouchSmart 310 and Omni100 all-in-one PC

এইচপি টাচস্মার্ট ৩১০ এবং অমনি১০০ নামে দুটি অল-ইন-ওয়ান পিসির ঘোষনা দিয়েছে। টাচস্মার্ট ৩১০ কম্পিউটারে রয়েছে ২.৮ গিগাহার্টজ এথলন ২, ২৪০ই ডুয়াল কোর প্রসেসর, ৪ গিগাবাইট র‌্যাম, রেডঅন এইচডি ৪২৭০ গ্রাফিক্স, ১ টেরাবাইট হার্ডডিস্ক, ২০ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, সরাসরি ফেসবুক, টুইটার ইত্যাদি ব্যবহারের ব্যবস্থা এবং বিল্টইন হাইডেফিনিশন টিভি টিউনার।
অমনি১০০ মডেলেও ২০ ইঞ্চি ডিসপ্লে তবে এটা টাচস্ক্রিন ছাড়া। এতে ১.৮ গিগাহার্টজ এথলন ২ ২৬০ইউ প্রসেসর, ৩ গিগাবাইট র‌্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, রেডঅন ৪২৭০ গ্রাফিক্স রয়েছে।
এদের দাম যথাক্রমে ৬৯৯ এবং ৪৯৯ ডলার।

সরাসরি স্যাটেলাইটের সাথে যোগাযোগ করবে এটিএন্ডটি মোবাইল ফোন

মোবাইল ফোন ব্যবহারকারীদের অনেক সময়ই দুর্বল সিগন্যালের সমস্যার পরতে হয়। এটিএন্ডটি-র জন্য অভিযোগ একটু বেশিই। তারওপর যদি আমেরিকার মত বিশাল দেশে কয়েকশ মাইল ভ্রমন করতে হয় তাহলে নেটওয়ার্কের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই সমস্যা সমাধানে সরাসরি স্যাটেলাইট ব্যবহারযোগ্য হ্যান্ডসেট আনতে যাচ্ছে এটিএন্ডটি। বলা হচ্ছে যারা মাছ ধরতে বা বেড়াতে গভীর সমুদ্রে যান, গভীর বনে কিংবা মরুভুমিতে যান সবাই মোবাইল ফোনের আওতায় আসবেন এর মাধ্যমে।

এডবি ফটোশপ এলিমেন্টস ৯ এবং প্রিমিয়ার এলিমেন্টস ৯

এডবি তাদের প্রিমিয়ার এলিমেন্ট এবং ফটোশপ এলিমেন্টর এর নতুন ভার্শন ঘোষনা করেছে। এই সফটঅয়্যারদুটি তাদের মুল ফটোশপ এবং প্রিমিয়ার সফটঅয়্যারের সহজ সংস্করন। যারা ফটোশপ কিংবা প্রিমিয়ারের মুল ভার্শনকে জটিল মনে করেন তারা খুব সহজে এগুলি ব্যবহার করে নিজের কাজ করে নিতে পারেন।
ফটোশপ এলিমেন্ট ফটোশপ সিএস৫ থেকে কন্টেন্ট এওয়ার ফিল আনা হয়েছে। নষ্ট হয়ে যাওয়া কিংবা সমস্যাযুক্ত ছবি ঠিক করার জন্য স্পট হিলিং ব্রাস ব্যবহার করা যাবে। প্যানোরমা তৈরী করা যাবে সহজে। এছাড়া ফটোশপের অতিরিক্ত হিসেবে ফাইল ম্যানেজমেন্ট, সরাসরি ফেসবুকের মত সাইটে আপলোড করার ব্যবস্থা ইত্যাদি রয়েছে ফটোশপ এলিমেন্টস সফটঅয়্যারে।

September 20, 2010

পেনট্যাক্সের কে-৫ ঘোষনা

জার্মানীতে ফটোকিনা শুরু হতে যাওয়ার ঠিক আগমুহুর্তে বহুল আলোচিত কে-৫ ক্যামেরার ঘোষনা দিয়েছে পেনট্যাক্স। এর সেন্সর ১৬.২ মেগাপিক্সেল সিমোস, অটোফোকাস আগের মডেল থেকে অনেক দ্রুত। মিডরেঞ্জ ক্যামেরায় এনহ্যান্সড এইচডিআর আনা হয়েছে এই ক্যামেরার মাধ্যমে।
অন্যান্যদের মধ্যে রয়েছে ১০০ থেকে ১২৮০০০ আইএসও (কাষ্টম মোডে ৫১২০০০), ৭ ফ্রেম/সে রেকর্ডিং, ৩ ইঞ্চি ডিসপ্লে, ১০০% ভিউফাইন্ডার কাভারেজ, এসডিএইচসি কার্ড সাপোর্ট। ওয়েদারপ্রুফ এই ক্যামেরাকে তাদের উন্নতমানের কে-৭ থেকে একনজরে পৃথক করা কঠিন।

৭২০পি ভিডিও, প্রজেক্টর সহ থ্রিএম শ্যুট এন্ড শেয়ার 3M Shoot-N-Share , 720p video capture plus a pocket projector

হাই ডেফিনিশন ভিডিও এখন অনেক মোবাইল ফোনেই রেকর্ড করা যায়। সমস্যা হচ্ছে এর সত্যিকারের ব্যবহারের জন্য প্রয়োজন হাই ডেফিনিশন টিভি যা অনেকেরই নেই। তাহলে সমাধান ?
থ্রিএম সহজ সমাধান দিচ্ছে। রেকর্ড করার পর শ্যুট এন্ড শেয়ার ডিভাইসকেই প্রজেক্টর হিসেবে ব্যবহার করুন। সরাসরি দেয়ালে ফেলেই দেখুন ভিডিও। ডিভাইসটি অনায়াসে পকেটে পুরে রাখা যাবে।
এতে অবশ্যই হাই ডেফিনিশন টিভির মান পাওয়া যাবে না। এজন্য টিভি সংযোগ দিকে এইচপিএমআই পোর্ট রয়েছে। ভিডিও রাখার জন্য মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে।

September 19, 2010

বৃটেনের বিজ্ঞানীর দাবী : অচিরেই কোয়ান্টাম কম্পিউটার Quantum computing within 5 years

কোয়ান্টাম বিষয়টি অনেকের কাছেই জটিল নিশ্চয়ই। সাধারন কম্পিউটার ব্যবহারকারীদের সেটা জানারও প্রয়োজন নেই। ১৯৬৮ সাল থেকে আলোচনায় এলেও বাস্তবে এর ব্যবহার নিয়ে কোন অগ্রগতি হয়নি। কিন্তু বৃটেনের সেন্টার ফর কোয়ান্টাম ফোটোনিকস এর একটি দলের পক্ষে জেরেমি ওব্রায়ান চমকে দিয়েছেন এক খবরে। তারা এমন এক পদ্ধতি আবিস্কার করেছেন যারফলে আগামী ৫ বছরের মধ্যে কোয়ান্টাম কম্পিউটার তৈরী সম্ভব হবে।
আবারো কোন জটিলতায় না গিয়ে সরাসরি এর সুবিধের কথা উল্লেখ করা যাক। এটা বর্তমানের প্রযুক্তর ইলেকট্রিসিটির পরিবর্তে কাজ করবে আলোর সাহায্যে। এজন্য তারা ফোটোনিক চিপ তৈরী করেছেন। ফলে এই কম্পিউটার এমন গতিতে কাজ করবে যা বর্তমানের কম্পিউটারে কল্পনাও করা যায় না।

বৃটেনের ব্রডব্যান্ড ব্যবহারকারীদের জন্য বিনামুল্যে ফাইবার অপটিক আপগ্রেড Free fiber upgrade for British broadband users

বৃটিশ টেলিকম জানিয়েছে তারা তাদের ব্রডব্যান্ড এবং ল্যান্ডফোন ব্যবহারকারীদের বিনামুল্যে ফাইবার অপটিক কেবলে আপগ্রেড করে দেবে। এর ফরে তারা ৪০মেগাবিট/সে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন।
এরপরও, বৃটেনে এবা সবচেয়ে কম খরচের ইন্টারনেট ব্যবস্থা না। অন্য কোম্পানী ২৫ পাউন্ডে মাসে ৪০গিগাবাইট ব্যবহারের অফার দিচ্ছে। তারপরও অনেকই উপকৃত হবেন দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের নতুন এই ব্যবস্থায়। শর্ত একটাই, ব্যবহারকারীকে তাদের নির্দিষ্ট সীমানার মধ্যে থাকতে হবে।

জেমস ক্যামেরন অবতারের শ্যুটিং করবেন সমুদ্রে তলায় James Cameron Plans to Shoot Avatar Sequel 6.8 Miles Underwater

টাইটানিক এবং অবতারের পরিচালক জেমস ক্যামেরন যদি কিছু করেন সেটা খবর না হয়ে যায় না। আর খবরটা যদি এমন হয়, অবতারের মত ছবির শ্যুট করা হচ্ছে সমুদ্রের তলায়, যেখানে পুরো এভারেষ্ট তলিয়ে যাবে, তাহলে তো কথাই নেই। অবতারের পরবতী সংস্করনে সেকাজটিই করবেন তিনি। প্যানডোরা গ্রহের ভিডিও তিনি করবেন সমুদ্রের একেবারে তলায়, সমুদ্রপৃষ্ঠ থেকে ৬.৮ মাইল নিচে।
একাজে ব্যবহারের জন্য সাবমেরিন তৈরী করছেন তিনি। অবশ্য এতে খুব অবাক হবেন না। অবতার থ্রিডি শ্যুটিং এরজন্য থ্রিডি ক্যামেরা ডিজাইন করেছিলেন তিনি নিজেই। অবতার ব্যবসা করেছে রেকর্ড ২০০ কোটি ডলারের। কাজেই সামথ্যের দিক থেকে তিনি একমাত্র ব্যক্তি। আর একাজ করে পুরস্কার হিসেবে পাবেন ১ কোটি ডলার।

প্যানাসনিক জিএইচ২ মডেলে ১৬ মেগাপিক্সেল, ফুল হাই ডেফিনিশন Panasonic GH2 with 16 megapixel and 1080/60p video

প্যানাসনিকের অত্যন্ত জনপ্রিয় মাইক্রো ফোর থার্ড সেন্সরের ক্যামেরা জিএইচ১ এর পরবর্তী মডেল জিএইচ২ আসতে যাচ্ছে ফটোকিনায়। জানা গেছে এতে ১২ মেগাপিক্সেল সেন্সরের যায়গায় আনা হচ্ছে ১৬ মেগাপিক্সেল, ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে যোগ হচ্ছে ১০৮০পি ফুল হাই ডেফিনিশন। সাথে কিটলেন্স হিসেবে থাকবে শক্তিশালি ১৪-১৪০ মিমি লেন্স।

হ্যাকার সন্মেলন Hacktivity 2010 - computer hackers conference

হ্যাকটিভিটি ২০১০ নামে পুর্ব ইউরোপের সবচেয়ে বড় কম্পিউটার হ্যাকার সন্মেলন শুরু হয়েছে বুদাপেষ্টে। আয়েজকদের বক্তব্য অনুযায়ী দুদিনের এই সন্মেলনে ১ হাজার প্রতিনিধির অংশ নেয়ার কথা।
হাংঘেরী এবং বিরেশ্বর বিভিন্ন দেশ থেকে আসা কম্পিউটার বিশেষজ্ঞরা সেখানে নানা বিষয়ে গুরুত্বপুর্ন বক্তব্য দেবেন, আলোচনা করবেন।  ইন্টারনেট নিরাপত্তা থেকে গেম পর্যন্ত সবকিছুই আলোচিত হবে  সেখানে।
সন্মেলনে লিজার জোনে অংশগ্রহনকারীরা বিভিন্ন দেশের কম্পিউটার হ্যাক করার দক্ষতা দেখানো প্রতিযোগিতায় নামতে পারবেন। অবশ্য গেমের মাধ্যমে। এজন্য হ্যাক দি ভেন্ডর, ক্যাপচার দি ফ্লাগ ইত্যাদি গেম রয়েছে।
বিখ্যাতদের মধ্যে এতে যোগ দিচ্ছে ওরাকল এর আলেকজান্ডা কর্নব্রাষ্ট, ই-সেট কম্পিউটার সিকিউরিটি কোম্পানীর রবার্ট লিপোভস্কি, আমেরিকান হ্যাকার মিচ অলটম্যান।
তাদের ওয়েবসাইটে সন্মেলনের বিস্তারিত জানা যাবে

September 18, 2010

নাইকনের সাড়ে ৫ কোটি নিকর লেন্স Nikon Produces 55 Millionth Nikkor Lens

শীর্ষস্থানীয় ক্যামেরা নির্মাতা নাইকন তাদের নিকর লেন্স তৈরী করেছে সাড়ে ৫ কোটি। এদের মধ্যে ২ কোটি অটোফোকাস সহ। তাদের প্রথম এফ-মাউন্ট নিকর লেন্স ছিল অটো ৫ সেমি এফ/২, তৈরী করা হয়েছিল ১৯৫৯ সালে। তাদের প্রথম এসএলআর ক্যামেরাও তৈরী হয় তখনই। সে হিসেবে সাড়ে ৫ কোটি লেন্স তৈরীতে তাদের সময় লেগেছে ৫০ বছর।
তারা প্রথম অটোফোকাস লেন্স তৈরী করে ১৯৯৬ সালে। এতে সাইলেন্ট ওয়েভ মোটর (এসডব্লিউএম) ব্যবহার করা হয়। এর পরের ১৪ বছরের তারা তৈরী করেছে ২ কোটি লেন্স। তৈরী হয়েছে নানাধরনের ৫৪টি লেন্স। ২০০৭ থেকে পরবর্তী লেন্সগুলির ৯০% এই ধরনের।

এইচপি পকেট ভিডিও ক্যামেরায় ফুল হাই ডেফিনিশন HP v5020u camcorder with full-HD

এইচপি-র একেবারে নতুন ভি৫০২০ইউ পকেট ক্যামকোর্ডারে ১৯২০-১০৮০ রেজ্যুলুশনে ১০৮০পি হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে। অন্যান্যদের মধ্যে রয়েছে ইমেজ ষ্ট্যাবিলাইজেশনের জন্য বিল্টইন গাইরোস্কোপ, ১০এক্স ডিজিটাল জুম, ৫ মেগাপিক্সেল সেন্সর, মোশন ডিটেক্টর, ২ ইঞ্চি এলসিডি এবং অতিরিক্ত যায়গার জন্য এসডিএইচসি কার্ড স্লট।
অক্টোবর থেকে এটা বাজারে পাওয়া যাবে। দাম ১৫৯ ডলার।

ভিডিও গেম উপকারী Gamers make accurate decisions faster

গেম খেলা ক্ষতিকর না উপকারী এনিয়ে মতভেদ রয়েছে শুরু থেকেই। ব্রেইন গেম নামে বুদ্ধি ব্যবহার করে খেলতে হয় এমন গেম চিন্তাশক্তি বাড়ায় একথাই বলা হয়। আবার বিপরীতভাবে মারামারি-গোলাগুলি মানুষকে সহিংস মনোভাবাপন্ন করে এর বাস্তব উদাহরন রয়েছে। কেউ কেউ ভিডিও গেমে এতটাই নেশাগ্রস্থ হয়ে পড়ে যে অভিভাবকরা সাধারনভাবেই গেমের বিরুদ্ধে অবস্থান নেন। কারেন্ট বায়োলজি-তে প্রকাশিত নতুন এক গবেষনা তাদের মত দিয়েছে গেমের পক্ষে।
এই গবেষনায় পুরো তথ্য না দিয়ে কোন সমস্যার বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। দেখা গেছে যারা গেম খেলে তারা দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে পারে। যারা ভিডিও গেম খেলে না তারা বরাবরই পিছিয়ে পড়েছে তাদের তুলনায়।

September 17, 2010

ইন্টারনেটে কাজ করে টাকা আয় : অর্থগ্রহনের কাজ করা যেতে পারে মানিবুকারসে Using Moneybookers in Bangladesh for outsourcing job

ইন্টারনেট ব্যবহার করে কিভাবে কাজ পাওয়া যায় কিংবা কি কি কাজ করা যায় সে সম্পর্কে  অনেকগুলি পোষ্ট লেখা হয়েছে। একটি বিষয়ে অনেকেই সমস্যায় পরেন, টাকা কিভাবে হাতে পাবেন। মাষ্টারকার্ড ব্যবহার করা কঠিন, পে-পল বাংলাদেশে ব্যবহার করা যায় না। পে-পলের মত আরেকটি ব্যবস্থা মানিবুকারস ব্যবহার করা যেতে পারে এজন্য।

চশমায় ১৬ ইঞ্চি ডিসপ্লে 16-inch display onto your eye

গত জুলাইতে চোখে লাগানোর মত ডিসপ্লের ঘোষনা দিয়েছিল জাপানের প্রিন্টার নির্মাতা ব্রাদার্স। অবশেষে তারা এর এক প্রদর্শনীর আয়োজন করেছে জাপানে। রেটিনাল ইমেজ ডিসপ্লে (আরআইডি) নামের এই ডিভাইস চশমার মত চোখে লাগানো হবে। এটা থেকে চোখে যে আলো পাঠানো হবে তাতে মনে হবে ৩ ফুট দুরত্বে ১৬ ইঞ্চি ডিসপ্লে রয়েছে।

কোডাকের ১২৫ বছর Kodak Celebrates 125 Years of Innovation at Photokina

আগামী সপ্তাহে ফটোকিনা মেলায় ১২৫তম বার্ষিকী পালন করতে যাচ্ছে কোডাক। এউপলক্ষে তারা তাদের নতুন পন্য প্রদর্শন করবে। যার মধ্যে রয়েছে ক্যামেরা, প্রিন্টার, ফিল্ম, ফটোবুক প্রিন্টার ইত্যাদি। কোডাকের দাবী তাদের তৈরী কোডাক প্রফেশনাল পোর্ট্রা ৪০০ ফিল্ম বিশ্বের সেরা কালার নেগেটিভ ফিল্ম (ছবি)।
ফটোগ্রাফির ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন আনা কোডাক সাধারন ফটোগ্রাফার, পেশাদার এবং ব্যবসায়ীদের জন্য নানা ধরনের ক্যামেরা, প্রিন্টার, পকেট ভিডিও ক্যামেরা ইত্যাদি তৈরী করে আসছে। অনলাইনে ফটো ম্যানেজ, শেয়ার এবং ফটো গিফটের জন্য কোডাক গ্যালারী ব্যবহার করে সাড়ে ৭ কোটি মানুষ।
আপনিও যোগ দিতে পারেন সেখানে।

ইয়াহু তাদের মেইলে পরিবর্তন আনছে, সার্চ যোগ হচ্ছে Yahoo mail’s new look, faster Mail service

একসময়ের ইন্টারনেটের শীর্ষশক্তি ইয়াহু তার অবস্থান হারালেও তাদের বিনামুল্যের মেইলের অবস্থান ঠিক রেখেছে। এখনও গুগলের জি-মেইল থেকে অনেক বেশি তাদের ব্যবহারকারী। তারা তাদের মেইল ব্যবস্থাকে নতুনভাবে সাজাতে যাচ্ছে। এর ইন্টারফেসে যেমন পরিবর্তন আনা হচ্ছে, কাজের গতি বাড়ানো হচ্ছে তেমনি এতে সার্চ ব্যবস্থা যোগ করা হচ্ছে।

September 16, 2010

বিনামুল্যে আসামপু সফটঅয়্যার ডাউনলোড Get five Ashampoo software downloads for free

বিনামুল্যে কি কিছু পাওয়া যায় ?
যায়। সফটঅয়্যার নির্মাতা আসামপু তাদের ৫টি সফটঅয়্যার বিনামুল্যে ডাউনলোডের সুযোগ দিয়েছে। সবগুলি ফুল ভার্শন, সাধারনভাবে এগুলি বিক্রি করা হয়। এরমধ্যে রয়ে সিডি-ডিভিডি-ব্লুরে বার্নিং সফটঅয়্যার বার্নিং ষ্টুডিও ২০১০, থ্রিডি হোম প্লানিং সফটঅয়্যার হোম ডিজাইনার, ফটো এবং ভিডিও ম্যানেজমেন্ট সফটঅয়্যার ফটো কমান্ডার ৭, স্ক্রীন এবং ভিডিও ক্যাপচার সফটঅয়্যার স্নাপ ৩ এবং উইন্ডোজের ইউটিলিটি উইঅপটিমাইজার ৬।

ইন্টারনেট এক্সপ্লোরার ৯ বেটা Internet Explorer 9 Beta

মাইক্রোসফট তাদের ইন্টারনেট ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারের নতুন ভার্শন রিলিজ দিয়েছে। এতে পুরো হার্ডঅয়্যার এক্সিলারেশনের সুযোগ আনা হয়েছে। বর্তমানের অন্যান্য জনপ্রিয় ওয়েব ব্রাউজার ফায়ারফক্স কিংবা ক্রোম থেকে অনেক কম রিসোর্স ব্যবহার করবে, কারন এগুলি আংশিক এক্সিলারেশন ব্যবহার করে।