September 21, 2010

আক্রমনের শিকার টুইটার Twitter sufferer security attack

ছোট আকারের মেসেজ পাঠানোর জনপ্রিয় সোস্যাল মিডিয়া সার্ভিস টুইটার জানিয়েছে তারা আক্রমনের শিকার হয়েছে। ব্যবহারকারীরা অভিযোগ করার পর তারা প্যাচ ব্যবহার করে এর সমাধান দেয়ার চেষ্টা করছে। ব্লগ নিরাপত্তা সংস্থা সোফোস এর তথ্য অনুযায়ী এই আক্রমনের ফলে একটি পপ-আপ পাওয়া যাচ্ছে এবং তার ওপর মাউস আনলেই আরেকটি ওয়েবসাইট ওপেন হচ্ছে। সোফোস এর মতে ব্যবহারকারীর অজান্তেই ভাইরাসের মত এটা ছড়িয়ে পড়ছে।
চার বছর আগে শুরু হওয়া টুইটার বর্তমানে বিশাল কোম্পানীতে পরিনত হয়েছে। এর ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৫ কোটি এবং দৈনিক গড়ে ৩ লক্ষ ৭০ হাজার নতুন ব্যবহারকারী যোগ দেয়।গুগল এবং ইয়াহুর রীতিমত প্রতিদ্বন্দি হয়ে উঠেছে টুইটার।

No comments:

Post a Comment