March 29, 2010

এএমডি ১২ কোর প্রসেসর 12 core processor from AMD, 8 core from Intel

মাইক্রোপ্রসেসর নির্মাতা এডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি) এবং ইন্টেল দুজনেই বহুকোর বিশিষ্ট প্রসেসর তৈরীতে প্রস্তুত। ইন্টেল ৮ কোর প্রসেসর তৈরী করবে বলে ধারনা করা হচ্ছে আর তাদের প্রধান প্রতিদ্দন্দী এএমডি তৈরী করছে ১২ কোর প্রসেসর।

March 28, 2010

মোবাইল বিজ্ঞাপন ব্যবস্থা চালু করতে যাচ্ছে এপল iAd, mobile ad platform is Apple's next big thing

আগামী সপ্তাহে বাজারে আসতে যাচ্ছে এপলের আইপ্যাড। এরই মধ্যে খবর বেরিয়েছে এপ্রিলের ৭ তারিখে নতুন একটি বড় পদক্ষেপ নিতে যাচ্ছে এপল। মোবাইল ফোনে বিজ্ঞাপনের ব্যবস্থা। নাম আই-এ্যাড। বর্তমানে এক্ষেত্রে একচ্ছত্র আধিপত্য গুগলের। কাজেই এটা সরাসরি এপল-গুগল প্রতিদ্বন্দিতা মনে করছেন অনেকেই।
এতে একেবারে অবাক হওয়ার কিছু নেই। গুগল মোবাইল বিজ্ঞাপন সংস্থা এডমব কেনার পর গত জানুয়ারীতে এপল কোয়াট্রো নামের মোবাইল বিজ্ঞাপন কোম্পানী কিনেছে সাড়ে ২৭ কোটি ডলারে। কিছুদিন ধরেই তাদের এপ ষ্টোরে এপ ষ্টোর টিপ নামে একটি বিষয় চালু রয়েছে।

March 27, 2010

বিনামুল্যে অনলাইন ফটোগ্রাফি পত্রিকা PhotographyBB Online Magazine

বিনামুল্যের অনলাইন ফটোগ্রাফি পত্রিকা ফটোগ্রাফি-বিবি এর ২৬তম সংখ্যা প্রকাশ করা হয়েছে। যারা সৌখিন থেকে পেশাদার ফটোগ্রাফার হতে আগ্রহী তাদের জন্য অত্যন্ত উপযোগি এই পত্রিকার বর্তমান সংখ্যায় অনেকগুলি টিপস এবং টেকনিক দেয়া হয়েছে। এছাড়া এডবি লাইটরুম ৩ সম্পর্কে বিস্তারিত রিভিউ রয়েছে এতে। ল্যান্ডস্কেপ ছবির জন্য সেরা ৫টি বিষয় উল্লেখ করা হয়েছে। এছাড়াও রয়েছে র এবং জেপেগ মোডের সুবিধা-অসুবিধা সম্পর্কে লেখা।
মুলত ডিজিটাল ফটোগ্রাফির পদ্ধতি, পরামর্শ, ডিজিটাল এসএলআরের বিভিন্ন ধরনের কাজ সম্পর্কে জানানো এই পত্রিকার কাজ। ফটোগ্রাফি বিষয়ক বিভিন্ন সফটঅয়্যারের টিউটোরিয়ালও এতে দেয়া হয়। পত্রিকাটি পুরোপুরি অলাভজনক, এমনকি এতে বিজ্ঞাপন পর্যন্ত দেয়া হয় না।

হ্যাকারের ২০ বছর জেল hacker sentenced in third credit card theft case

আমেরিকার ইতিহাসে সবচেয়ে কুখ্যাত হ্যাকিংএর ঘটনায় হ্যাকারকে ২০ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। ক্রেডিট কার্ড জালিয়াতি এবং আরো দুটি জালিয়াতি মামলায় মোট ২০ বছর কারাবাসের নির্দেশ দেয় বোষ্টনের আদালত। বর্তমানে হ্যাকার আলবার্ট গন্জালেজ এর বয়স ২৮ বছর।
গতবছর সে স্বীকার করে বিভিন্ন খুচরা বিক্রেতার কম্পিউটার সিষ্টেম হ্যাক করে সে বহু ক্রেতার ক্রেডিট কার্ডের তথ্য চুরি করেছে। একে বলা হচ্ছে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় জালিয়াতি। লক্ষ লক্ষ ক্রেডিট কার্ডের টাকা চুরির দলের নেতা ছিল গঞ্জালেস। অনুমান করা হচ্ছে বছরে ৭৫ হাজার ডলার আয় করত সে। এই তথ্য জানার পর তার দন্ডাদেশ আরো ২৪ ঘন্টা বাড়িয়ে ২০ বছর ১ দিন করা হয়েছে।

March 26, 2010

সনি ওয়াকম্যান এমপিথ্রি প্লেয়ার Sony Walkman NWZ-X1050

১৯৪৬ সালে যাত্রা শুরুর পর সনি বহুকিছুই তৈরী করেছে। তাদের টিভি, ক্যামেরা, ল্যাপটপ, প্লেষ্টেশন এগুলোর পাশাপাশি একেবারে শুরু থেকেই তাদের একটি বড় যায়গা দখল করে ছিল মিউজিক। তাদের ওয়াকম্যান নামটি সাধারনভাবে ব্যবহার করা হয় বহনযোগ্য প্লেয়ারের ক্ষেত্রে। তাদের ওয়াকম্যানের রয়েছে ডব্লিউ, এ, এস এবং বি সিরিজ। এরসাথে সম্প্রতি যোগ করা হয়েছে এক্স সিরিজ। তারই একটা মডেল এনডব্লিউজেড-এক্স১০৫০।
এতে রয়েছে ৩ ইঞ্চি ওএলইডি টাচস্ত্রিন ডিসপ্লে। ফলে বাটনের আধিক্য নেই। একেবারে সাদামাটা, দেখতে আকর্ষনীয়। এর মাপ ৫২.৫ ৯৭.৪ ১০.৫ মিমি। এর ধারনক্ষমতা ১৬ গিগাবাইট। তাদের বক্তব্য অনুযায়ী ৮ হাজার গান রাখা যাবে। আর ব্যাটারীর আয়ু তাদের অন্য যেকোন ওয়াকম্যান থেকে বেশি। ৩০ ঘন্টা অনবরত গান শোনা যাবে এবং ৯ ঘন্টা ভিডিও দেখা যাবে।

বিশ্বের প্রথম এলইডি-থ্রিডি টিভি আনছে এলজি World's First 3D LED-backlit TV Coming Courtesy Of LG

কোরিয়ান কোম্পানী এলজি জানিয়েছে তাদের আগামী টিভি মডেল এলএক্স-৯৫০০ বিশ্বের প্রথম হাই ডেফিনিশন টিভি যেখানে পুরোপুরি এলইডি ব্যাকলিট এলসিডি এবং থ্রিডি থাকবে। গতমাসে এই টিভির কথা প্রকাশ পায়। এলজির পক্ষ থেকে সেটা নিশ্চত করা হল। এক্ষেত্রে তারা এগিয়ে যাচ্ছে তাদের প্রতিদ্বন্দী স্যামসাং থেকে। কারন স্যামসাং এর বাজারে আসার কথা মে মাসে।

হাই ডেফিনিশন ভিডিও নিয়ে স্যামসাং ওয়েভ এবং গ্যালাক্সি এস Samsung Wave and Galaxy S play 720p DivX

একেবারে চমকে দেয়া স্পেসিফিকেশনের স্মার্টফোন গ্যালাক্সি এস বাজারে আনছে স্যামসাং। বলা হচ্ছে আজ পর্যন্ত বাজারে আসা এন্ড্রয়েড ফোনের মধ্যে সবাইকে পেছনে ফেলেছে এটা। এতে রয়েছে বিশাল ৪ ইঞ্চি সুপার এমোলেড ডিসপ্লে, ১ গিগাহার্টজ প্রসেসর, তারপরও একেবারে পাতলা গড়ন।
এরজন্য এন্ড্রয়েড ২.১ কে বিশেষভাবে কাষ্টমাইজ করা হয়েছে। অন্যান্য সবকিছুর সাথে রয়েছে ৫ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা যা ৭২০পি, ৩০ ফ্রেম/সে হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করতে সক্ষম। ডিসপ্লের মান অসাধারন। কানেকটিভিটি হিসেবে ওয়াইফাই, থ্রিজি, এ-জিপিএস সবই রয়েছে এতে। এছাড়া ইউএসবি, ব্লুটুথ ৩.০ কানেকটিভিটি রয়েছে।

ট্যামরন ফটোগ্রাফি প্রতিযোগিতা Tamron Announces 2010 Photo Contest

লেন্স নির্মাতা ট্যামরন তাদের বার্ষিক ফটোগ্রাফি প্রতিযোগিতার জন্য ছবি আহ্বান করেছে। ছবির বিষয় ব্যাকইয়ার্ড ওয়াইল্ডলাইফ। আপনার বাড়ির আশেপাশের প্রানীর ছবি উঠিয়ে পাঠাতে হবে প্রতিযোগিতায়। মুলত নিজ এলাকার প্রানী মুখ্য বিষয়, তবে চিড়িয়াখানার প্রানী কিংবা এ্যকুয়ারিয়ামের মাছের ছবি গ্রহনযোগ্য হবে না। যে কোন ক্যামেরা ব্যবহার করে ছবি উঠানো যাবে।

March 25, 2010

ফেসবুক ন্যাচার ফটোগ্রাফি প্রতিযোগিতা Facebook Nature Photo Contest

প্রথমবারের মত ফেসবুক ব্যবহারকারীদের জন্য ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অংশগ্রহনের জন্য ৩০ নভেম্বর ২০১০ এর মধ্যে আপনার উঠানো ছবি আপলোড করতে হবে। এজন্য কোন ফি দিতে হবে না। প্রথম পুরস্কার ক্যানন ৭ডি এসএলআর ক্যামেরা।
কাজেই আপনার উঠানো প্রকৃতির ছবি পাঠিয়ে দিন। শর্ত একটাই, ফেসবুক একাউন্ট থাকতে হবে। যদি এখনও না থাকে তাহলে একাউন্ট খুলে নিন। এটাও বিনামুল্যের।

ইউনিফাইড কালার ফটোগ্রাফি প্রতিযোগিতা True Vision HDR Photo Contest

ইউনিফাইড কালার প্রথমবারের মত তাদের ট্রু ভিশন এইচডিআর ফটো কন্টেষ্ট এর জন্য ফটোগ্রাফারদের ছবি জমা দিতে বলেছে। শর্ত, ছবিগুলিতে তাদের এইচডিআর ফটোষ্টুডিও সফটঅয়্যার ব্যবহার করতে হবে। ভয় পাবার কারন নেই, সফটঅয়্যারটি তাদের ওয়েবসাইট থেকে বিনামুল্যে ডাউনলোড করে নেয়া যাবে।
ছবির বিষয় ৩টি,  ল্যান্ডস্কেপ বা প্রকৃতি, আর্কিটেকচার এবং ফ্রিষ্টাইল বা এই দুইয়ের বাইরে অন্য যে কোন ছবি। যে কোন একটি বিষয়ে ছবি পাঠাবেন। প্রতিটি বিষয়ের জন্য বছরে ৩ বার পুরস্কার দেয়া হবে। বছর শেষে ১ ডিসেম্বর সেরা ছবির পুরস্কার দেয়া হবে। ৩টি বিভাগের জন্যই পুরস্কার প্রায় ২০ হাজার ডলার মুল্যের ফটো সামগ্রী, নাইকন ডি-৯০ ক্যামেরা কিট, গিটজো কার্বন ফাইবার ট্রাইপড, লোপ্রো ক্যামেরা ব্যাগ, লেক্সার ক্লাশ ১০ এসডিএইচসি মেমোরী কার্ড। 

নিজের ভাষায় ইন্টারনেট ডোমেইন Internet agency approves domains in native scripts

অল্পদিনের মধ্যেই ইংরেজির বাইরে অন্য নতুন ভাষায় ইন্টারনেটের ডোমেইন চালু হতে যাচ্ছে। অন্তত ৪টি দেশকে এজন্য অনুমতি দিয়েছে ইন্টারনেট এজেন্সি। এবছরই এই ব্যবস্থা চালু হওয়ার কথা। ৮০র দশকে চালু হওয়া ইন্টারনেট ব্যবস্থায় এতদিন ডোমেইন নেম এক্সটেনশন (যেমন .com)  সীমাবদ্ধ ছিল ৩৭টি অক্ষরের মধ্যে।  ১০টি অংক, হাইফেন এবং ইংরেজিতে ব্যবহৃত ২৬টি ল্যাটিন বর্নমালার মধ্যে।

March 24, 2010

ক্যামেরার জন্য ৪এক্স সেন্সর camera sensors with 4x light sensitivity

যারা ছবি উঠান তারা ভালভাবেই জানেন ভাল ছবির জন্য আলোর প্রয়োজনীয়তা কতখানি। খালিচোখে ঠিক দেখা গেলেও ছবি আসে অন্ধকার অথবা গুড়িগুড়ি দাগ। এই সমস্যা সমাধানে নতুন ধরনের সেন্সর তৈরীর কথা জানিয়েছে প্রযুক্তি নির্মাতা ইন-ভিসেজ। আলোকে চারগুন বৃদ্ধি করলে যে ফল পাওয়া যায় সেই ফল পাওয়া যাবে এই সেন্সর ব্যবহার করলে। বর্তমানের সিসিডি এবং সিমোস সেন্সর তৈরী হয় সিলিকন ফটোডায়োড ব্যবহার করে। আর এই সেন্সর তৈরী হবে কোয়ান্টাম ডট বা ন্যানোকৃষ্টাল ব্যবহার করে।

১২ মেগাপিক্সেল ফোনসহ নোকিয়া এন৮-০০ 12 MP Symbian^3-running Nokia N8-00

নোকিয়ার ১২ মেগাপিক্সেল ফোন নিয়ে জল্পনা কল্পনা বহুদিনের। সিমবিয়ান ৩ অপারেটিং সিষ্টেমের ১২ মেগাপিক্সেল ক্যামেরা সহ তাদের এন-৮-৯৯ মডেলের কথা প্রকাশ পেয়েছে। স্পেসিফিকেশনেরর দিক থেকে এটা সম্ভবত সবচেয়ে চমক লাগানো ফোন। বিশাল আকারের ৪ ইঞ্চি ডিসপ্লে, ক্যামেরায় কার্ল জিস লেন্স, জিনন ফ্লাশ, অটোফোকাস ইত্যাদি রয়েছে এই ফোনে।

এডবি সিএস৫ আসছে আগামী মাসে Adobe will unveil Creative Suite 5 next month

এডবি তাদের ক্রিয়েটিভ স্যুট এর নতুন ভার্শন রিলিজ দিচ্ছে এপ্রিলের ১২ তারিখে। ফটোশপ, ইলাষ্ট্রেটর, ইনডিজাইন, প্রিমিয়ার সহ এই প্যাকেজ প্রিন্ট, ওয়েব কিংবা ভিডিও কাজে সবচেয়ে জনপ্রিয় সফটঅয়্যার। এডবি অগ্রিম এই ঘোষনা দিল কারন উদ্বোধন অনুষ্ঠান হবে অনলাইনে। ইন্টারনেটে এডবি টিভি ব্যবহার করে যেকেউ সরাসরি এই অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন। অনুষ্ঠানে নতুন ভার্শনের নতুন ফিচারগুলি তুলে ধরা হবে।

March 23, 2010

এডবি লাইটরুমে ভিডিও যোগ হচ্ছে Adobe Lightroom to add video features

সাম্প্রতিক সময়ে ফটোশপের তুলনায় লাইটরুমের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। মুলত ফটোগ্রাফাররা এই সফটঅয়্যার ব্যবহার খুব সহজে ছবির আলো পরিবর্তন সহ সব ধরনের সমস্যা সমাধানে। আগামীতে ভিডিওর সমস্যা সমাধানের জন্যও এই সফটঅয়্যার ব্যবহার করা যাবে। ভিডিওর নয়েজ রিডাকশন সহ আরো কিছু প্রাথমিক কাজ করা যাবে এতে।

সনি ফটোগ্রাফি পুরস্কার ২০১০ বিজয়ী Sony World Photography Awards 2010 Winners

সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি এওয়ার্ড ২০১০ এর এমেচার বিভাগের বিজয়ীদের নাম প্রকাশ করা হয়েছে। এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ১৪৪টি দেশের ৪৩,৭৪৫ জন সৌখিন ফটোগ্রাফার। এদের মধ্যে থেকে ৯টি বিভাগের ৯ জন বিজয়ী হয়েছেন। পোর্ট্রেট বিভাগে বিজয়ী হয়েছেন নেদারল্যান্ডের রিচার্ড ব্রোকেন তার ইভা নামের ছবিটির জন্য।

উইন্ডোজ ফোন ৭ ইমুলেটর Windows Phone 7 emulator now available

মাইক্রোসফটের উইন্ডোজ ফোন ৭ এখনও তৈরী শেষ হয়নি। এবছরের শেষদিকে শেষ হওয়ার কথা। আপনি যদি এতদিন ধৈর্য্য ধরতে না পারেন, এখনই জানতে চান সেটা কেমন তা করতে পারেন। আপনার কম্পিউটারে সেটা দেখার সুযোগ করে দিয়েছে মাইক্রোসফট। মুলত প্রোগ্রামারদের সুবিধে করার জন্যই এটা করা হয়েছে।
এটা রিলিজ হওয়ার পরপরই একটি আনলক ইমেজ প্রকাশ পায়। তবে মাইক্রোসফট জানিয়েছে উইন্ডোজ ফোন ৭ এর কাজ এখনো অনেক বাকি।

March 22, 2010

ক্যাননের নতুন ক্যামেরা এসএক্স২১০ Canon PowerShot SX210 IS

ক্যানন তাদের সুপারজুম ক্যামেরা এসএক্স২০০ কে আপডেট করে নতুন মডেল ছেড়েছে এসএক্স২১০ নামে। ৩ ইঞ্চি এলসিডি, ১৪ এক্স জুম সহ এই ক্যামেরাটি আকারে ছোট। ক্যামেরার রঙেও বৈচিত্র আনা হয়েছে। বিভিন্ন বাটন এবং ডায়ালকে নতুন যায়গা সাজানো হয়েছে।
প্রথমেই যা চোখে পড়বে তা হচ্ছে আগের চেয়ে ছোট এবং পাতলা আকার। অপটিক্যাল জুম ১২এক্স এর যায়গায় ১৪ এক্স করা হয়েছে। অপটিক্যাল ইমেজ ষ্ট্যাবিলাইজেশন রয়েছে। মোড ডায়ালকে ওপর থেকে পেছনে আনা হয়েছে। ওপরে থেকে গেছে শুধু অন-অফ সুইচ, সাটার রিলিজ এবং জুম। ছবি উঠানোর সময় আরো সহজে মোড ডায়াল ঘুরানো যাবে নতুন ব্যবস্থায়।

ওয়েষ্টার্ন কাহিনী নিয়ে ভিডিও গেম রেড ষ্টিল ২ Red Steel 2 videogame an homage to spaghetti westerns

ওয়েষ্টার্ন ছবির কিংবদন্তি পরিচালক সার্জিও লিওনি-র নাম জানেন নিশ্চয়ই। ক্লিন্ট ঊষ্টউডের গুড-ব্যাড-আগলি, ফিষ্টফুল অব ডলারস ইত্যাদি ছবির নির্মাতা। তার বৈশিষ্ট হচ্ছে এই ছবিগুলোতে মুল চরিত্রের কোন নাম ব্যবহার করা হয়নি। ছবিতে কখনো ব্লন্ডি, কখনো ম্যাংকো নামে ডাকা হয়েছে। রেড ষ্টিল গেমের নির্মাতা ইউবিআই-সফট বলছে তারা প্রয়াত এই পরিচালককে সন্মান জানাতে এই গেমে নায়কের জন্য কোন নাম ব্যবহার করেনি।

মোবাইল ফোনের মেমোরী কার্ড থেকে ভাইরাস Memory card exposed 3,000 phones to virus

ভোডাফোন জানিয়েছে তাদের সরবরাহ করা ৩ হাজার এইচটিসি ফোনে যে ভাইরাস পাওয়া গেছে তার উস সেখানে ব্যবহার করা মেমোরী কার্ড। তারা ব্যবহারকারীদের কাছে বদলী নতুন কার্ড পাঠানোর ব্যবস্থা নিয়েছে বলেও জানিয়েছে। মোবাইল ফোন ব্যবহারকারীদের অবশ্য এতে ভয় পাওয়ার কারন নেই কারন এই ভাইরাস এন্ড্রয়েড বা মোবাইল ফোনের ক্ষতি করতে সক্ষম না।

March 21, 2010

ক্যানন ৭০-২০০ মিমি লেন্সের ঘাটতি Canon 70-200mm Lens shortage

ক্যাননের ৭০-২০০ মিমি লেন্সের চাহিদা একটাই বেশি যে কোম্পানী বাজারের চাহিদা পুরন করতে পারছে না।  এবছের শুরুতে এই লেন্সের ঘোষনা দেয়া হয়। এফ/২.৮ ইমেজ ষ্ট্যাবিলাইজড এই লেন্সের উল্লেখযোগ্য উন্নতির মধ্যে রয়েছে দ্রুত অটোফোকাস, বড় আকারের ফোকাস রিং, পাতলা গড়ন।
ক্যানন এই লেন্সের ঘাটতির কথা প্রকাশ করলেও অনলাইনে কয়েকটি দোকানে পাওয়া যাচ্ছে।

March 20, 2010

ভারতে আইফোন আনছে এয়ারটেল Airtel says it will bring iPhone 3GS to India

ভারতী এয়ারটেল জানিয়েছে তারা ভারতে আইফোন থ্রিজিএস বিক্রির বিষয়ে এপলের সাথে চুক্তি করেছে। আইফোনের ৮জি থ্রিজি ভার্শন এর সাথে এই সর্বশেষ ভার্শনের ৮, ১৬ এবং ৩২ জিবি ভার্শন বিক্রি করবে। এয়ারটেলের নেটওয়ার্কের সাথে লকড অবস্থায় এগুলি বিক্রি করা হবে। 
এর দাম এখনো জানানো হয়নি। এয়ারটেল ব্যবহারকারীরা বর্তমানে প্রচলিত তাদের যেকোন ব্যবস্থার সাথে এই ফোন ব্যবহারের সুযোগ পাবেন।

সিগমার ১৫০-৫০০ মিমি লেন্স Sigma APO 150-500mm f/5-6.3 DG OS HSM

সিগমা জাপান তাদের ১৫০-৫০০ মিমি টেলিজুম লেন্স বাজারে ছাড়ছে। আপাতত এই লেন্স পেনট্যাক্স এবং সনির জন্য পাওয়া যাবে। এর অপটিক্যাল ষ্ট্যাবিলাইজেশন (ওএস) সাটার স্পিডকে অন্তত চারগুন বেশি ব্যবহারের সুযোগ দেবে বলে বলা হচ্ছে। এতে হাইপারসনিক মোটর ব্যবহার করা হয়েছে, যার অর্থ ফোকাসের সময় শব্দ হবে না এবং ম্যানুয়েল মোডে না গিয়ে সবসময়ই পুরোপুরি ম্যানুয়েল ফোকাস করা যাবে।

সনি এরিকশন এক্সপেরিয়া এক্স-১০ এর দাম এবং রিলিজের সময় ঘোষনা Prices and release dates for SE X10, X10 mini and X10 mini pro

সনি এরিকশনের এক্সপেরিয়া এক্স-১০ সিরিজের ৩টি মোবাইল ফোন এসই-এক্স১০, এক্স-১০ মিনি এবং এক্স১০ মিনি প্রো এর দাম এবং রিলিজের সময় জানানো হয়েছে। আগের অনুমানের চেয়ে আরো কিছু বেশি দেরী হবে এগুলো হাতে পেতে। এখনও অন্তত মাসদুয়েক অপেক্ষা করতে হবে।

নোকিয়া মোবাইলে সমস্যা সমাধানে সফটঅয়্যার Nokia Diagnostics beta app is now available

নোকিয়া তাদের সফটঅয়্যারের ভান্ডার বাড়িয়েই চলেছে। এরমধ্যে রয়েছে বেশকিছু অভাবনীয় সফটঅয়্যার। যেমন ধরুন ডায়াগনষ্টিক সফটঅয়্যার। আপনার হ্যান্ডসেটে কোন সমস্যা হলে এই সফটঅয়্যার বলে দেবে সমস্যাটি কোথায়। নোকয়া ল্যাব থেকে এর বেটা ভার্শন ডাউনলোড করা যাবে। আপাতত এস৬০ অপারেটিং সিষ্টেমে কাজ করবে।
তাদের পক্ষ থেকে বলা হয়েছে সফটঅয়্যারটি ব্যবহারের আগে সেই হ্যান্ডসেটের সর্বশেষ ফার্মঅয়্যার আপগ্রেড করে নিতে। পুরনো ফার্মঅয়্যার সঠিক ফল নাও দিতে পারে।

March 19, 2010

পুরস্কার পেল অলিম্পাস ই-পিএল-১ Olympus E-PL1 Receives Red Dot Award

অলিম্পাস পেন ই-পিএল-১ রেড ডট পুরস্কার পেয়েছে। ডিজাইনের জন্য বিশ্বের সবচেয়ে খ্যাতিমান এই পুরস্কারের তালিকায় ৬০টি দেশ থেকে ১২ হাজার প্রতিযোগির নাম ছিল। সবাইকে পেছনে ফেলে জয়ী হল অলিম্পাসের কমদামের মাইক্রোথার্ড নামে পরিচিত সেন্সরের ছোট আকারের ক্যামেরা। এর বৈশিষ্ট এতে এসএলআর মানের ছবি পাওয়া যায়।

নিজেদের নামে ডোমেইন পাচ্ছে ক্যানন Canon want to get .canon top-level domain

ওয়েবসাইটের ডোমেইন হিসেবে ডট, নেট, অর্গ এসব দেখতেই আমরা অভ্যস্থ। জাপানের কোম্পানী ক্যানন প্রথমবারের মত তাদের নিজেদের নামে ডোমেইন ব্যবহার করতে যাচ্ছে। নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল কর্পোরেশন ফর এসাইনড নেমস এন্ড নাম্বারস (আইসিএএনএন) তাদের এজন্য অনুমতি দিয়েছে। তাদের সাইটেন নাম হবে .canon । যদিও এখনই এটা চালু হচ্ছে না। ২০১১ এর শেষদিকে হয়ত পুরোপুরি ব্যবহার করা হবে এই ডোমেইন।

পাইরেসির বিরুদ্ধে হলিউড-বলিউড একসাথে Hollywood and Bollywood to fight piracy

হলিউড এবং বলিউড একসাথে পাইরেসির বিরুদ্ধে কাজ করার অঙ্গিকার করেছে। মোশন পিকচার এসোসিয়েশন অব আমেরিকা এবং ভারতের ৭টি কোম্পানী একসাথে নকল সিডি-ডিভিডি তৈরীর বিরুদ্ধে কাজ করার কথা ঘোষনা করেছে। এজন্য ভারত প্রধানত সিনেমা হলে ক্যামেরা ব্যবহার করা বন্ধ করার জন্য চেষ্টা চালাবে। ৯০ ভাগ ডিভিডি তৈরী করা হয় সিনেমা হলে ক্যামেরা ব্যবহার করে।

March 18, 2010

তিন মাসে এন্ড্রয়েড সফটঅয়্যার বৃদ্ধি দ্বিগুন Number of apps in the Android Market doubled in three months

গত ৩ মাসে এন্ড্রয়েড এর জন্য সফটঅয়্যারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২০০ ভাগ। ২০০৯ সালের ডিসেম্বরে যেখানে সফটঅয়্যারের সংখ্যা ছিল ১৬ হাজারের মত এখন সেই সংখ্যা ৩০ হাজার। অন্যভাবে দেখলে গুগল প্রতিমাসে ৫ হাজার সফটঅয়্যার বাজারে ছাড়ছে। যার অর্থ এই অপারেটিং সিষ্টেমের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
জানুয়ারীর শেষে শীর্ষে থাকা কোম্পানী এপল জানিয়েছে তাদের সফটঅয়্যারের সংখ্যা ১ লক্ষ ৪০ হাজার। বর্তমানে সেই সংখ্যা দাড়িয়েছে দেড় লক্ষে।

দ্রুপল হোষ্ট চালু হচ্ছে Hosted Drupal CMS Planned

ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিষ্টেম (সিএমএস)  দ্রুপল হোষ্ট সার্ভিস চালু করতে যাচ্ছে। তাদের নাম হয়ত অনেকের কাছে ততটা পরিচিত নয় যতটা পরিচিতি রয়েছে ওয়ার্ডপ্রেস কিংবা গুগলের ব্লগারের। মুল কারন একটি, ব্লগার এবং ওয়ার্ডপ্রেস বিনামুল্যে আপনার ওয়েবপেজ রাখার সুযোগ দেয়। অতিরিক্ত সুবিধা পাবার জন্য ওয়ার্ডপ্রেসে কিছু ফি দিতে হয়, কিছু সিমাবদ্ধতা মেনে নিতে হয়, কিন্তু ব্লগার পুরোপুরি ফ্রি। এদের সাথে প্রতিযোগিতায় আসতেই এ পদক্ষেপ নিতে যাচ্ছে দ্রুপল। আগামী মাস তিনেকের মধ্যেই তাদের বিনামুল্যের হোষ্টিং চালু হবে। তাদের নতুন ব্যবস্থার নাম দ্রুপল গার্ডেন।

March 17, 2010

এপল আইপ্যাড, দুঘন্টায় বিক্রি ৫১ হাজার 120 000 iPads pre-ordered in just one day

এপল তাদের আইপ্যাড বিক্রির অনলাইন অর্ডার নিতে শুরু করেছে। ঘোষনা দেয়ার প্রথম দুঘন্টায় বিক্রি হয়ে ৫১ হাজার। দিনশেষে এই সংখ্যা দাড়ায় ১ লক্ষ ২০ হাজারে। যার অর্থ ১ লক্ষ ২০ হাজার মানুষ এমন যন্ত্র কেনার জন্য টাকা দিচ্ছে যা কেউই চোখে দেখেনি।

স্যামসাং থ্রিডি ফোন Samsung 3D phone SCH-W960

স্যামসাং এর এই ফোন দেখে অন্যান্য সাধারন ফোন থেকে পৃথক কিছু মনে হবে না, কিন্তু এক বিষয়ে এটা অতুলনীয়। অন্তত এখন পর্যন্ত অন্যকেউ যা করেনি সেই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এতে। এটা বিশ্বের প্রথম থ্রিডি ফোন। অবতারের যুগে থ্রিডি কি নিশ্চয়ই বলে দেয়া প্রয়োজন নেই। এই ফোনে একটামাত্র বাটন চাপ দিয়ে ভিডিওকে থ্রিডিতে পরিনত করা যায়।

March 16, 2010

অপেরা মিনি ৫ এবং অপেরা মোবাইল ১০ ফাইনাল ভার্শন বাজারে Final versions of both Opera Mini 5 and Opera Mobile 10 released

অপেরা মিনি ৫ এবং অপেরা মোবাইল ১০ দুইয়েরই ফাইনাল ভার্শন রিলিজ দেয়া হয়েছে। বর্তমান বাজারে প্রচলিত প্রায় সব অপারেটিং সিষ্টেমের ফোনেই এগুলি ব্যবহার করা যাবে। যারমধ্যে রয়েছে সিমবিয়ান, এন্ড্রয়েড, উইন্ডোজ মোবাইল।

মোবাইলে বিজ্ঞাপনের হার ইন্টারনেটে বিজ্ঞাপনের চেয়ে বেশি mobile ad rates passing PC rates

সার্চ ইঞ্জিন ব্যবহার করে সবচেয়ে বেশি আয়ের প্রতিষ্ঠান গুগল জানাচ্ছে তারা আশা করে মোবাইল ফোনে সার্চের মাধ্যমে বিজ্ঞাপনের হার কম্পিউটারে সার্চ করে বিজ্ঞাপনের হারকে ছাড়িয়ে যাবে। মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার বৃদ্ধির কারনে এটা ঘটতে যাচ্ছে। কোন সময়ে এটা ঘটবে সেটা স্পষ্ট করে না জানালেও বলা হয়েছে মোবাইল ফোনে বিজ্ঞাপনের হার খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত দুবছরের মোবাইল ফোনে সার্চের পরিমান ৫ গুন বৃদ্ধি পেয়েছে বলেও জানানো হয়েছে।

পাইরেট বে বন্ধ হয়ে যাচ্ছে End of Pirate Bay ??

বিশ্বের সবচেয়ে বড় পিয়ার টু পিয়ার ওয়েবসাইট পাইরেট বে যারা ব্যবহার করেন তারা হয় বেশ কিছুদিন থেকেই অনিয়ম লক্ষ্য করেছেন। ফেব্রুয়ারীর শেষদিক থেকে প্রায়ই এই সাইটে ঢোকা যায়না, ডাউনলোড করা যায় না, অস্বাভাবিক আচরন করে। এসব সত্ত্বেও মাঝেমাঝে ব্যবহার করা যেত। এরপর দুদিন ধরে সেখানে নতুন কোন ফাইল আপলোড হচ্ছে না। অনেকে ধারনা করছেন পাইরেট-বে সাইটের হয়ত সমাপ্তি এখানেই।

ডটকম ওয়েবসাইটের ২৫ বছর 25 years of dotcom

২৫ বছর আগে ঠিক এই দিনে কেমব্রিজের সিমবোলিক কম্পিউটারস তাদের ওয়েবসাইট রেজিষ্টার করেছিল নামের শেষে ডটকম ব্যবহার করে। একই বছরে আরো অনেকে এই দলে যোগ দেয়। ১২ বছরে এই সংখ্যা দাড়ায় ১০ লক্ষে। আর বর্তমানে প্রতিমাসে নতুন ডটকম ওয়েবসাইটের সংখ্যা প্রায় ৭ লক্ষ।

March 15, 2010

ডেলের স্মার্টফোন ট্যাবলেট Dell Streak smartphone tablet

বিশ্বের অন্যতম বৃহত ল্যাপটপ নির্মাতা কিছুদিনের মধ্যেই স্মার্টফোন-ট্যাবলেট বাজারে ছাড়তে যাচ্ছে। ৫ ইঞ্চি ডিসপ্লের এই ডিভাইসকে ফোন হিসেবে এবং ট্যাবলেট পিসি হিসেবে ব্যবহার করা যাবে। এর অপারেটিং সিষ্টেম হবে এন্ড্রয়েড ২.১। ৫ মেগাপিক্সেল ক্যামেরা সহ এই ফোনে কানেকটিভিটি হিসেবে  ফোনের সবকিছুর সাথে থ্রিজি থাকবে।

March 14, 2010

টাচস্ক্রিন-ফুল কিবোর্ডসহ নোকিয়ার সি সিরিজের আরেকটি ফোন Nokia C6

নোকিয়ার সি সিরিজের আরেকটি ফোনের খবর জানা গেছে। ফুল টাচস্ক্রিনের সাথে স্লাইডিং কিবোর্ড রয়েছে এতে। প্রথমদর্শনে নোকিয়া এন-৯৭ মিনির কথাই মনে হবে। এন-৯৭ এর সব সুবিধা সাথে দাম কম, এই দুই এক করে বাজারে আনা হচ্ছে এই ফোনে।

March 13, 2010

বেনকিউ ডিজিটাল ক্যামেরা BenQ C1250 digital camera

বেনকিউ নতুন একটি ক্যামেরার ঘোষনা দিয়েছে। সি-১২৫০ মডেলের এই কম্প্যাক্ট ক্যামেরায় রয়েছে ১২ মেগাপিক্সেল সেন্সর, স্মার্ট সিন ডিটেকশন টেকনোলোজি, ৩-এক্স অপটিক্যাল জুম এবং ২.৭ ইঞ্চি ডিসপ্লে। এতে ভিডিও এবং এইচডি ভিডিও রেকর্ড করা যাবে। সহজে বহনযোগ্য ছোট আকারের এই ক্যামেরায় দুটি এএ ব্যটারী ব্যবহার করতে হবে।

অনওয়ানের বিনামুল্যের ফটোশপ প্লাগইন Free Versions of Photoshop Plug-ins PhotoTools 2.5 and PhotoFrame 4.5

অনওয়ান তাদের জনপ্রিয় ফটোশপ প্লাগইন ফটোটুলস ২.৫ এবং ফটোফ্রেম ৪.৫ এর বিনামুল্যের ভার্শনের ঘোষনা দিয়েছে। এছাড়া লাইটরুম এবং ক্যামেরা র এর জন্য বিনামুল্যের প্রিসেটও দেয়া হবে। পুরস্কার পাওয়া সফটঅয়্যারদুটি ফটোশপের সিএ২, সিএ৩ এবং সিএস৪ এর সাথে ব্যবহার করা যাবে।

March 12, 2010

এন্ড্রয়েডের জন্য অপেরা মিনি বেটা Opera Mini 5 beta is now available for Android

এন্ড্রয়েড ভিত্তিক মোবাইল ফোনের জন্য অপেরা মিনি ব্রাউজার এর বেটা ভার্শন ডাউনলোডের জন্য দেয়া হয়েছে। গত সপ্তাহে উইন্ডোজ মোবাইলের জন্য অপেরা মিনি ৫ রিলিজের পরপরই এই পদক্ষেপ নেয়া হল।
অপেরা মিনি ৫ এর এন্ড্রয়েড ভার্সনে এর সবকিছুই রয়েছে। ট্যাবড ব্রাউজিং, স্পিড ডায়াল, পাশওয়ার্ড ম্যানেজার, বুকমার্ক ইত্যাদি রয়েছে এতে। তবে ব্যবহারকারীদের জন্য সবচেয়ে যা গুরুত্বপুর্ন ফিচার তা হচ্ছে দ্রুত পেজ লোড করার পদ্ধতি। প্রায় ৯০ ভাগ ডাটা কম্প্রেশন ব্যবহার করায় মুহুর্তে পেজ লোড হয়।

ইন্টারনেটের গতি মাপার সফটঅয়্যার FCC releases Internet speed test tool

ইন্টারনেটের গতি মাপার একটি সফটঅয়্যার প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কম্যুনিকেশনস কমিশন (এফসিসি)। তাদের ওয়েবসাইট থেকে এই সফটঅয়্যার ডাউনলোড করে একজন ব্যবহারকারী তার ইন্টারনেট লাইনের গতি জানতে পারবেন। তাদের যে গতির ইন্টারনেট দেবার বিজ্ঞাপন দেয়া হয় ঠিক সেটা দেয়া হয় কিনা যাচাই করার জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে।

March 11, 2010

ছবি উঠানো অপরাধ নয় UK minister aims to reassure photographers

সন্ত্রাসী আক্রমনে ব্যবহার হতে পারে, এই অজুহাতে ফটোগ্রাফারদের ছবি উঠাতে বাধা দেয়া যাবে না, বলেছেন বৃটেনের পুলিশ এবং অপরাধ বিষয়ক মন্ত্রী ডেভিড হ্যানসন। ২০০০ সালের সন্ত্রাস সংক্রান্ত এক আইনের উল্লেখ করে তিনি বলেন সাধারন মানুষ, ফটোগ্রাফার, সাংবাদিক, পর্যটক এদের গুরুত্বপুর্ন স্থাপনার ছবি তোলার ক্ষেত্রে এই আইন প্রয়োগ করা যাবে না।

হুয়াই এন্ড্রয়েডভিত্তিক ইন্টারনেট ট্যাবলেট পিসি Huawei SmaKit S7

হুয়াই এর এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেমের এই ডিভাইসকে দেখে বড় আকারের ফোন মনে হতে পারে, আসলে থ্রিজি কানেকটিভিটি সহ ট্যাবলেট পিসি। একে বলা হচ্ছে ইন্টারনেট পিসি হুয়াই স্মা-কিট এস-৭। ৭ ইঞ্চি ওয়াইস্ক্রিন ডিসপ্লেতে ৭২০পি হাইডেফিনিশন ভিডিও দেখা যাবে, সরাসরি টিভির সাথে কানেক্ট করে ব্যবহার করা যাবে, এরসাথে পৃথক হার্ডডিস্ক লাগানো যাবে ইত্যাদি সুবিধে রয়েছে এতে।

এইচপি স্লেটে ফ্লাশ প্লেয়ার Adobe show how HP Slate does Flash

এপল তাদের আইপ্যাডের প্রদর্শনীতে ফ্লাশের ব্যবহার দেখিয়ে বিতর্কের জন্ম দিয়েছিল। আসলে তাদের আইপ্যাডে ফ্লাশ প্লেয়ার নেই। একসময় এপলকে তাদের বিজ্ঞাপন থেকে ফ্লাশভিত্তিক সবকিছু সরিয়ে নিতে হয়। আইপ্যাডের মত এইচপি-র যে ট্যাবলেট পিসি তাতে ফ্লাশ প্লেয়ার রয়েছে। ফ্লাশ প্লেয়ারের নির্মাতা এডবি নিজেই এটি প্রদর্শন করেছে।

ব্লুটুথ ৩.০ ভিত্তিক প্রথম এন্ড্রয়েড ফোন First Android phone with Bluetooth 3.0, Samsung SHW-M120S

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ব্লুটুথ ৩.০ ব্যবহার করা ফোন বাজারে আসতে যাচ্ছে। স্যামসাং এর তৈরী এসএইচডাব্লিউ-এম১২০এস স্মার্টফোনে এই নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফিচার অনুযায়ী এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেমের এই ফোনে ৩.৩ ইঞ্চি এমোলেড ডিসপ্লে, ৫ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা এবং ভিজিএ ভিডিও রেকর্ডিং সুবিধে থাকবে।

March 10, 2010

পেনট্যাক্সের মিডিয়াম ফরম্যাট ক্যামেরা Pentax unveils 40MP 645D medium format DSLR

ঘোষনা দেয়া হয়েছিল ৫ বছর আগে, প্রচার শুরু হয়েছে অন্তত মাসখোনেক আগে। অবশেষে পেনট্যাক্সের মিডিয়াম ফরম্যাট ক্যামেরা ৬৪৫ডি বিক্রি শুরু হয়েছে। ৪০ মেগাপিক্সেল সুপার হাই রেজ্যুলুশন, ৪৪-৩৩ সিসিডি সেন্সর, ৩ ইঞ্চি ডিসপ্লের এই ক্যামেরায় তাদের ৬৪৫ সিষ্টেমের আগের লেন্স ব্যবহার করা যাবে।

ট্যামরন ৭০-৩০০ মিমি লেন্স Tamron SP 70-300mm f/4-5.6 Di VC USD

লেন্স নির্মাতা ট্যামরন জানিয়েছে তারা ফুলফ্রেম ডিজিটাল এসএলআরের জন্য একটি প্রিমিয়াম টেলিজুম লেন্স তৈরী করছে। এর নাম এসপি ৭০-৩০০ মিমি এফ/৪-৫.৬ ডিআই ভিসি ইউএসডি। এর ভিসি-র অর্থ ভাইব্রেশন কমপেনশেসন (নাইকনের ভাষায় যা ভাইব্রেশন রিডাকশন, ক্যাননের ইমেজ ষ্ট্যাবিলাইজেশন)। ইউএসডি অর্থ এতে আলট্রাসনিক সাইলেন্ট অটোফোকাস মোটর ব্যবহার করা হয়েছে। ফলে ফোকাস হবে খুব দ্রুত। এছাড়া ম্যানুয়েস ফোকাস মোডে না গিয়েই পুরোপুরি ম্যানুয়েল ফোকাস ব্যবহার করা যাবে।

পরিবেশবান্ধব প্লাষ্টিক আবিস্কার করেছে আইবিএম IBM makes Earth-friendly plastic from plants

আইবিএম জানিয়েছে তারা গাছ থেকে পরিবেশবান্ধব প্লাষ্টিক তৈরীর পদ্ধতি বের করেছে। বর্তমানে প্লাষ্টিক তৈরী হয় পেট্রোলিয়ামভিত্তিক পদার্থ দিয়ে যা পরিবেশের জন্য ক্ষতিকর। আইবিএম-এর একজন ব্যবস্থাপক চন্দ্রশেখর নারায়ন একথা জানিয়ে বলেছেন এরফলে মাটিতে মিশে যেতে পারে এমন প্লাষ্টিক তৈরীর সম্ভাবনা দেখা দিয়েছে।

March 9, 2010

ইন্টেল কোর-আই ৭ প্রসেসরের নকল shipments of fake Intel chips

ইন্টেলের সর্বাধুনিক কোর-আই৭ ৯২০ প্রসেসরের নকল ধরা পরেছে। প্রতিষ্ঠিত বিক্রেতা নিউ এগ এগুলি বিক্রি করে। উত্তরে নিউ-এগ জানিয়েছে তারা বিষয়টি তদন্ত করে দেখছে। খবরটি প্রথম প্রকাশ করে ওভারক্লকারস ফোরাম।
নিউ-এগ বলেছে খবর পাওয়ার পর তারা প্রথমে ধরে নেয় কোনভাবে ডেমো প্রসেসরের চালান তাদের মাধ্যমে ক্রেতার কাছে পৌছেছে। পরে নিশ্চিত হওয়া গেছে যে সেগুলি নকল। তারা সরবরাহকারীর সাথে সম্পর্কচ্ছেদ করার কথা জানিয়েছে এবং নিজ খরচে প্রসেসরগুলি পাল্টে দেয়ার কথা বলেছে। কয়েকশ নকল প্রসেসর এভাবে ক্রেতার হাতে পৌছে গেছে বলে জানা গেছে।

সনি থ্রিডি টিভি বিক্রি করবে জুন থেকে Sony to Begin Worldwide 3D TV Launch in June

প্যানাসনিক থ্রিডি টিভি বিক্রি শুরু করছে আগামীকাল থেকে, আর জুনের ১০ তারিখ থেকে বিক্রি শুরু করবে সনি। শুরুতে তাদের ৪০ ইঞ্চি এবং ৪৬ এই দুই মাপের দুটি মডেল ছাড়া হবে। একই সময়ে ফার্মঅয়্যার আপগ্রেড করে তাদের প্লেষ্টেনকেও থ্রিডি উপযোগি করা হবে।
জুনে ছাড়া ৪০ ইঞ্চি মডেলের দাম ২,৯০,০০০ ইয়েন (৩,২১৫ ডলার) এবং ৪৬ ইঞ্চি মডেলের দাম ৩,৫০,০০০ ইয়েন। এগুলির সাথে দুটি করে থ্রিডি চশমা দেয়া হবে। জুলাইতে ৫২ এবং ৬০ ইঞ্চি মডেল ছাড়া হবে। এছাড়া আরো ৪টি থ্রিডি-রেডি মডেল ছাড়া হবে যারজন্য পৃথকভাবে চশমা এবং ট্রান্সমিটার কিনতে হবে। পৃথকভাবে একেকটি চশমার দাম ১২,০০০ ইয়েন।

অস্কারে চমক – ৩টি পুরস্কার পেল অবতার Oscar winning movies 2010

অস্কারের আগে অনেক কথা উঠেছিল জেমস ক্যামেরনের থ্রিডি মুভি অবতার নিয়ে। ৩টি পুরস্কার পেয়েছে অবতার। এরমধ্যে স্পেশাল ইফেক্টের জন্য পুরস্কার পাওয়ায় অবাক হওয়ার কিছু নেই। এমনকি সিনেম্যাটোগ্রাফির পুরস্কার নিয়েও। তবে সেরা ছবির পুরস্কার পায়নি। যদিও অস্কার না পেলেও গোল্ডেন গ্লোব পুরস্কারে সেরা ছবি এবং সেরা পরিচালক দুইই তাদের দখলে।

March 8, 2010

এলজি-র প্রথম উইন্ডোজ ফোন ৭ : প্যানথার Panther is the first LG Windows Phone 7 device

এলজি মাইক্রোসফট উইন্ডোজ ফোন ৭ ব্যবহার করে যে স্মার্টফোন তৈরী করতে যাচ্ছে তার কোডনেম প্যানথার। এবছরই সেপ্টেম্বরে বাজারে পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে। দেখা যাচ্ছে উইন্ডোজ ফোন ৭ ব্যবহারযোগ্য ফোন নির্মানের ক্ষেত্রে এলজি প্রথম থেকেই এগিয়ে থাকতে যাচ্ছে।

প্যানাসনিকের জি-২ ক্যামেরা Panasonic Lumix DMC-G2

প্যানাসনিক তাদের মাইক্রো ফোর থার্ড ক্যামেরা জি-১ এর উন্নত সংস্করন জি-২ ছেড়েছে। এর উল্লেখযোগ্য পবের্তন হচ্ছে ৩ ইঞ্জি ডিসপ্লেকে যেকোনদিকে ঘুরানো যায় এবং এটি টাচস্ক্রিন। অটোফোকাস থেকে শুরু করে সাটার রিলিজের কার্জ করা যায় এই টাচ প্যানেল থেকেই। এছাড়া এতে ভিউ ফাইন্ডার যোগ করা হয়েছে।

মাইক্রোসফট অফিস ২০১০ বাজারে আসবে জুনে Business users to get Office 2010 on May 12

মাইক্রোসফট অফিসের নতুন ভার্শন ২০১০ বিক্রি হবে জুন থেকে। এর আগে মে মাসের ১২ তারিখে সফটঅয়্যারটি হাতে পাবেন বিজনেস ইউজাররা।  মাইক্রোসফট তাদের ব্লগের মাধ্যমে একথা জানিয়েছে।

March 7, 2010

প্যানাসনিকের জি সিরিজ ক্যামেরা Panasonic DMC-G10 Micro Four Thirds camera

প্যানাসনিক জি সিরিজের নতুন লেন্সপরিবর্তনযোগ্য ক্যামেরা বাজারে ছেড়েছে। তাদের ভাষায় মাইক্রো ফোর থার্ড সেন্সর এবং ইন্টারচেঞ্জেবল লেন্স এই বিচারে বিশ্বের সবচেয়ে হালকা ওজনের ক্যামেরা।  সাধারনত এই ধরনের ক্যামেরায় ভিউ ফাইন্ডার থাকে না। এতে ভিউ ফাইন্ডার রয়েছে। ১২.১ মেগাপিক্সেল লাইভ মোস সেন্সর এবং ভেনাস ইঞ্জিন এইচডি ২ ব্যবহার করা এই ক্যামেরায় ৭২০পি হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে।

ভারতে সফটঅয়্যার কাজের সুদিন ফিরছে Good times return for India's IT workers

বিশ্ব অর্থনীতি চাঙ্গা হওয়ার সাথে সাথে ভারতের সফটঅয়্যার শিল্প ঘুরে দাড়াচ্ছে। অর্থনৈতিক মন্দায় যারা চাকরী হারিয়েছিলেন তারা তো বটেই, নতুন নতুন সফটঅয়্যার ইঞ্জিনিয়ারের চাহিদা বেড়ে গেছে। ভারতের প্রধান তিন আউটসোর্সিং কোম্পানী টাটা কন্সালটেন্সি সার্ভিস, ইনফোসিস এবং উইপ্রো মুল নিযোগদাতা। ভারতের সফটঅয়্যার সেবাখাতে ১৫ ভাগ বৃদ্ধি হবে এবং এথেকে আয় ১ বছরে ৫৭০০ কোটি ডলারে পৌছুবে বলে ধারনা করা হচ্ছে।

ম্যাজিক্স মুভি এডিট এর নতুন ভার্শন Magix Movie Edit Pro 16

গতবছর ভিডিওমেকার সেরা সফটঅয়্যারের খ্যাতি পাওয়া ভিডিও এডিটিং, স্পেশাল ইফেক্ট এবং ডাবিং সফটঅয়্যার মুভি এডিট প্রো ১৬ রিলিজ হয়েছে। এতে খুব সহজে ভিডিও ক্যাপচার, সহজ এডিটিং, আকর্ষনীয় থ্রিডি ইফেক্ট ব্যবহার থেকে শুরু করে ইন্টারএকটিভ সিডি/ডিভিডি তৈরী কিংবা ইন্টারনেট ভিডিও এক্সপোর্ট করা যায়। দুধরনের ভার্শনে এটা পাওয়া যাবে, মুভি এডিট প্রো ১৬ ক্লাসিক এবং মুভি এডিট প্রো ১৬ প্লাশ।

March 6, 2010

নতুন উইন্ডোজ ফোনে বর্তমানের সফটঅয়্যার চলবে না New Windows phones won't run current apps

মাইক্রোসফট জানিয়েছে তাদের নির্মিতব্য উইন্ডোজ ফোন ৭ এতটাই নতুন যে সেখানে বর্তমানের প্রচলিত সফটঅয়্যারগুলি চলবে না। আগের সব ভার্শন থেকে এটা একেবারেই পৃথকভাবে তৈরী। এবছরই শেষদিকে বাজার আসার কথা উইন্ডোজ ফোন ৭ এর। মাইক্রোসফটের চার্লি কিন্ডেল এক ব্লগ পোষ্টে একথা প্রকাশ করেছেন।

এপল আইপ্যাড বিক্রি শুরু হচ্ছে ৩ এপ্রিল IPad to hit stores April 3

এপল জানিয়েছে তাদের আইপ্যাড বিক্রি শুরু হবে এপ্রিলের ৩ তারিখে, তাদের আগের ঘোষনার চেয়ে সামান্য দেরীতে। আমেরিকার বাজারে ৩ তারিখ থেকে বিক্রি করলেও বাকি বিশ্বে পাওয়া যাবে মাসের শেষদিকে। এই খবর জানানোর পরই এপলের শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে ৪.৩ ভাগ, আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

March 5, 2010

উত্তর কোরিয়ার তৈরী লিনাক্স উইন্ডোজের মত North Korea Develops Own Linux Distribution

উত্তর কোরিয়া গ্রাফিকাল ইউজার ইন্টারফেসসহ তাদের নিজস্ব লিনাক্স অপারেটিং সিষ্টেম তৈরী করেছে যা অনেকটাই মাইক্রোসফট উইন্ডোজের মত। এর নাম রেড ষ্টার। মিখাইল নামের এক রাশিয়ান ছাত্র উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়াং থেকে এর কপি কিনেছে ৫ ডলারে। সে এর একটি সংক্ষিপ্ত রিভিউ প্রকাশ করেছে রাশিয়ান এম্বাসীর ইন্টারনেট সংযোগ ব্যবহার করে। প্রকাশিত হয়েছে রাশিয়ার ওয়েবসাইট রাশিয়া-টুডেতে এবং এই খবর দিয়েছে রাশিয়ার টেলিভিশন।

March 4, 2010

প্যানাসনিকের থ্রিডি টিভি বিক্রি শুরু হচ্ছে Panasonic 3D TV starts selling

আগামী সপ্তাহেই থ্রিডি টিভি বাজারে আসছে। প্যানাসনিকের তৈরী এই টিভি ১০ মার্চ থেকে  বিক্রি শুরু করবে বেষ্ট-বাই। প্যানাসনিক এবং বেষ্ট-বাই দুজনার পক্ষ থেকে যৌথভাবে একথা জানানো হয়েছে। এটা হবে বিশ্বের প্রথম ফুল হাই ডেফিনিশন টিভি যেখানে থ্রিডি দেখা যাবে।

অপেরা ১০.৫ বাজারে Opera 10.5 hits desktop Windows

ব্রাউজার ব্যবহারের দিক থেকে অপেরা জনপ্রিয়তায় অন্যদের থেকে পিছিয়ে থাকতে পারে তাই বলে এতে চমকের অভাব নেই। বাজারে আসা নতুন অপেরা ১০.৫ কে বলা হচ্ছে সবচেয়ে দ্রুতগতির ব্রাউজার। এর নতুন জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন ৭ গুন দ্রুতগতিতে কাজ করে, যার সাথে তুলনা করার মত অবস্থানে নেই কোন প্রতিযোগি।
অপেরা ১০.৫ ভার্শনে প্রাইভেট ট্যাব এবং প্রাইভেট উইন্ডো ব্রাউজিং বলে ফিচার রয়েছে। এই ফিচার আপনি কোন সাইটে গেছেন সেই তথ্য অপেরা নিজেই মুছে দেয়।

নাইকনের রিমোট হিসেবে নোকিয়া এন৯০০ Nokia N900 hacked into remotely controlling your Nikon DSLR

হ্যাকারদের নানারকম ভাল-মন্দ কাজের খবর শুনেছেন বিভিন্ন সময়, এমন খবর শুনেছেন কি যে কোন যন্ত্রকে অভাবনীয় কাজে ব্যবহার করেছে। নোকিয়ার আধুনিক ফোন এন৯০০কে হ্যাক করে নাইকন ডিজিটাল এসএলআর ক্যামেরার রিমোট হিসেবে ব্যবহার করা হয়েছে। অবাক হওয়ার বিষয় সন্দেহ নেই।

ব্লুটুথ ৪.০ চালূ হবে এবছরই Bluetooth 4.0 to Reach Devices in Fourth Quarter

তারহীন যোগাযোগ ব্যবস্থা ব্লুটুথের ব্যবহার চালু হবে এবছরই শেষের দিকে। হেডসেট, মোবাইল ফোন এবং পিসিতে বছরের চতুর্থভাগে এর ব্যবহার শুরু হবে, জানিয়েছে ব্লুটুথ স্পেশাল ইন্টারেষ্ট গ্রুপ।
নতুন এই প্রযুক্তির ফলে আগের চেয়ে কম শক্তির যন্ত্রপাতি ব্যবহার করা যাবে। যেমন কয়েন ব্যাটারী ব্যবহার করা ঘড়ি এবং বিভিন্ন ধরনের ছোট যন্ত্রপাতি। উল্লেখ্য আগের ভার্শনের ব্লুটুথ ব্যবহার করা যেত ৩এ অথবা বড় ব্যাটারী ব্যবহার করে এমন যন্ত্রে।

March 3, 2010

দশক জুড়ে বিস্বস্ত ক্যামেরা ক্যানন Canon celebrates a decade of ‘most trusted’ camera brand in Europe

গত এক দশক ধরে ইউরোপে বিস্বস্ততায় শীর্ষে রয়েছে ক্যানন। রিডার্স ডাইজেষ্টের বিভিন্ন পন্যের ওপর ব্যবহারকারীদের আস্থার বিষয়ে বাসরিক জরিপে টানা দশবার শীর্ষস্থান লাভের গৌরব অর্জন করল ক্যামেরা নির্মাতা ক্যানন। ইউরোপের ১৬টি দেশে ১৪টি ভাষায় এই জরিপ চালানো হয়। এই জরিপে অন্যান্য পন্যের পাশাপাশি ক্যামেরাও ছিল। রিডার্স ডাইজেষ্টের ৪৫ লক্ষ পাঠকের ডাটাবেজ থেকে উত্তরদাতাদের নেয়া হয় এবং ৩২০০০ উত্তরদাতার মত বিশ্লেষন করা হয়।

নোকিয়া মোবাইল সি-৫ এর আনুষ্ঠানিক ঘোষনা Nokia C5 goes official

নোকিয়া সি-সিরিজের ফোনের বিষয়টি এতদিন ছিল জল্পনা, এখন আনুষ্ঠানিকভাবে তার কথা জানিয়েছে নোকিয়া। এই সিরিজের প্রথম ফোন সি-৫। এতে সিমবিয়ান এস-৬০ থার্ড এডিসন ব্যবহার করা হবে এবং বর্তমানের যোগাযোগের সবধরনের সুযোগ থাকবে।
সি-৫ এর ডিজাইন একেবারে সাধারন এবং ছোট। বার আকারের এই ফোনে বড় ধরনের কি রয়েছে। যারা এখনও সাধারন ফোন ব্যবহার করেন তাদের জন্য এই ফোন। টাচস্ক্রিন নেই, বদলে ২.২ ইঞ্চি কিউভিজিএ রেজুলুশন ডিসপ্লে।
ফোনটি ১২.৩ মিমি পুরু, ওজন মাত্র ৮৯ গ্রাম। যদিও বাইরের অধিকাংশ যায়গা ধাতব পদার্থ দিয়ে তৈরী। এর ১০৫০ মিলিএম্পিয়ারআওয়ার ব্যাটারী থেকে ২৬ দিনের ষ্ট্যান্ডবাই এবং ১২ ঘন্টা টক টাইম ব্যবহার করা যাবে।

March 2, 2010

বিশ্বের বৃহত্তম আইটি মেলা সিবিট শুরু World's top high-tech fair CeBIT

বিশ্বের সবচেয়ে বড় আইটি মেলা সিবিট শুরু হয়েছে জার্মানীর হ্যানোভারে। মেলার এবছরের থিম, কানেকটেড ওয়ার্ল্ড। কম শক্তি এবং কম জ্বালানী ব্যবহার করা পন্য নিয়ে হাজির হয়েছে বিভিন্ন কোম্পানী। জেমস ক্যামেরনের অবতারের সাফল্যের পর নানারকম পন্যের মধ্যে  থ্রিডি বড় ভুমিকা রাখবে এটা ধরে নেয়াই যায়।
মেলার উদ্বোধন করেছেন জার্মানীর চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল এবং স্পেনের প্রধানমন্ত্রী জোসে রডরিগেজ জাপাতেরো। মেলায় ৪২০০ এর মত কোম্পানী অংশ নিয়েছে। এটা সংখ্যাকে নিতান্তই কম বলা হচ্ছে কারন ২০০০ সালের ডটকম বুমের সময় অংশগ্রহনকারীর সংখ্যা ছিল এর দ্বিগুন।