March 24, 2010

ক্যামেরার জন্য ৪এক্স সেন্সর camera sensors with 4x light sensitivity

যারা ছবি উঠান তারা ভালভাবেই জানেন ভাল ছবির জন্য আলোর প্রয়োজনীয়তা কতখানি। খালিচোখে ঠিক দেখা গেলেও ছবি আসে অন্ধকার অথবা গুড়িগুড়ি দাগ। এই সমস্যা সমাধানে নতুন ধরনের সেন্সর তৈরীর কথা জানিয়েছে প্রযুক্তি নির্মাতা ইন-ভিসেজ। আলোকে চারগুন বৃদ্ধি করলে যে ফল পাওয়া যায় সেই ফল পাওয়া যাবে এই সেন্সর ব্যবহার করলে। বর্তমানের সিসিডি এবং সিমোস সেন্সর তৈরী হয় সিলিকন ফটোডায়োড ব্যবহার করে। আর এই সেন্সর তৈরী হবে কোয়ান্টাম ডট বা ন্যানোকৃষ্টাল ব্যবহার করে।
ইন-ভিসেজ টেকনোলজির বক্তব্য অনুযায়ী কোয়ান্টাম ডট নিজে থেকেই ফটোডায়োডের তুলনায় দ্বিগুন ক্ষমতাসম্পন্ন। বর্তমানের সার্কিটের ওপরই নতুন এই কৃষ্টালের ফিল্ম ব্যবহার করা যাবে। এই ব্যবস্থার ফলে সেন্সর তৈরীর খরচ বর্তমানের সেন্সরের তুলনায় অনেক কম হবে।
এই সেন্সর শুরুতে ব্যবহার করা হবে উচু মানের মোবাইল ফোনে এবং এবছরই শেষদিকে বাজারে পাওয়া যাবে বলে বলা হয়েছে।

No comments:

Post a Comment