October 31, 2010

ভিউসনিকের থ্রিডি পকেট ভিডিও ক্যামেরা, চশমা প্রয়োজন নেই

ভিউসনিক একটি পকেট থ্রিডি ভিডিও ক্যামেরা আনতে যাচ্ছে যেখানে থ্রিডি দেখতে চশমা প্রয়োজন হবে না। থ্রিডিভি৫ নামের ক্যামেরা ৭২০পি হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করবে। সাথে ২.৪ ইঞ্চি অটো-ষ্টেরিওস্কোপিক ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেকে নিনটেনডো থ্রিডিএস এর সাথে তুলনা করতে পারেন।

October 30, 2010

ঢাকায় আজ থেকে বিসিএস আইসিটি তথ্যপ্রযুক্তি মেলা

আগারগাও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সন্মেলন কেন্দ্রে আজ শুরু হচ্ছে ৪ দিনের তথ্যপ্রযুক্তি বিষয়ক মেলা আইসিটি ওয়ার্ল্ড ২০১০। এবারের স্লোগান, নতুন প্রজন্মের জন্য ডিজিটাল বাংলাদেশ। এতে অংশ নিচ্ছে ৬৬টি প্রতিস্থান, ৬৯টি ষ্টল এবং ২৬টি প্যাভেলিয়ন। মেলার প্রবেশমুল্য ২০ টাকা তবে স্কুলের ছাত্রছাত্রীরা বিনামুল্যে প্রবেশের সুযোগ পাবে। মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।

October 29, 2010

ড্রাইভারছাড়া গাড়ির ৮ হাজার মাইল ভ্রমন

ইটালি থেকে চীন, ৮ হাজার মাইল দুরত্ব অতিক্রম করেছে চালকবিহীন একটি গাড়ি। সাংহাইয়ের ওয়ার্ল্ড এক্সপোতে যোগ দিতে। যাত্রায় সময় লেগেছে ৩ মাস। মস্কোর মত শহর ছাড়াও জলাশয়, গোবি মরুভুমি সবকিছুই পাড়ি দিতে হয়েছে যাত্রাপথে। গাড়ির সবকিছু জিপিএস এর সাহায্যে নিয়ন্ত্রন করেছে লেজার স্ক্যানার।
৮ হাজার ৭৮ মাইল যাত্রায় এই গাড়ি সত্যিকার অর্থে থেকে একবার। জ্বালানী নেবার জন্য। এছাড়া প্রতি ৪ ঘন্টা চলার পর চার্জ দেয়ার জন্য থামতে হয়েছে। বুঝতেই পারছেন এটা ব্যাটারীতে চলে।

ফিউচার সনিকের প্রফেশনাল এয়ারফোন

হাজার ডলারের নিচে প্রফেশনাল এয়ারফোন খুজছেন ? ফিউচার সনিকের আট্রিও স্পেশাল এডিশন প্রফেশনাল এয়ারফোন আপনার পছন্দ হতে পারে। ২২৯ ডলার দামের এই এয়ারফোনে রয়েছে এমজি৭ ট্রান্সডিউসার এবং ট্রু-টিমবার টেকনোলজি। তাদের ভাষার এতে পাওয়া যাবে রিচ, ডায়নামি এবং ফুল সাউন্ড।

মোবাইল বিক্রিতে ৪ নম্বরে এপল

সনি এরিকশন এবং ব্লাকবেরিকে পেছনে ফেলে মোবাইল ফোন বিক্রির তালিকায় ৪ নম্বরে উঠে এসেছে এপল। প্রথম বছরে ১ কোটি ফোন বিক্রি করে চমক সৃষ্টি করেছিল তারা। বর্তমানে প্রতি ৩ মাসে বিক্রি করছে ১ কোটি ৪১ লক্ষ। ২০০৪ সালের পর এই প্রথমবারের মত শীর্ষ পাচ থেকে বাইরে চলে গেছে সনি এরিকশন।

মেধা প্রয়োজন, যন্ত্র নামমাত্র

এই সাইটে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে বহু পরামর্শ দেয়া হয়েছে। সবকিছু প্রযুক্তি নির্ভর। অমুক হার্ডঅয়্যার ব্যবহার করে ওটা করা যায়, তমুক সফটঅয়্যার দিয়ে সেটা করা যায় এইসব। কাজেই ধারনা হতে পারে কাজ করার জন্য অমুক জিনিষটা আমার আগে চাই। 
বাস্তবতা অনেক ক্ষেত্রেই ভিন্ন। আপনি কি জানেন টারমিনেটর ২ এনিমেশনের কারনে বিশ্ব কাপিয়ে দিয়েছিল, এবং সেটা তৈরী হয়েছিল ৩৩ মেগাহার্টজ ৪৮৬ প্রসেসর (পেন্টিয়াম এর আগের প্রসেসর) ব্যবহার করে। বর্তমানে গিগাহার্টজ প্রসেসর, গিগাবাইট র‌্যাম আপনার হাতের নাগালে থাকার পরও আপনি তেমন কিছু করতে পারছেন না।

মাইক্রোসফটের আয়ে নতুন রেকর্ড

বিশ্লেষকদের অবাক করে দিয়ে ত্রৈমাসিক হিসেবে লাভের নতুন রেকর্ড গড়েছে মাইক্রোসফট। তাদের ২০১১ অর্থবছরের প্রথম ৩ মাসে তারা আয় করেছে ১৬২০ কোটি ডলার। এথেকে তাদের লাভ ৫৪১ কোটি ডলার। মাইক্রোসফট জানিয়েছে অফিস ২০১০ এর বিক্রির কারনে এটা সম্ভব হয়েছে। আগের ভার্শনের ব্যবহারকারীরা নতুন ভার্শনে আপগ্রেড করছেন। এছাড়া উইন্ডোজ ৭ এর বিক্রিও বেড়েছে। একই সময়ে গেম কনসোল এক্সবক্স ৩৬০ এর বিক্রি বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় আয়ের বৃদ্ধি শতকরা ২৫ ভাগ, লাভের বৃদ্ধি ৫১ ভাগ।

October 28, 2010

সনির এন্ড্রয়েডভিত্তিক প্লেষ্টেশন মোবাইল ফোন

একইসাথে কম্পিউটার, মোবাইল ফোন, গেম কনসোল, মিডিয়া প্লেয়ার, ই-রিডার এসব নিয়ে সাধারন মানুষের আগ্রহের কমতি নেই, আর নির্মাতারাও দেখাচ্ছেন কতকিছু করা সম্ভব। সনি তাদের পোর্টেবল গেম ডিভাইস প্লেষ্টেশনে মোবাইল ফোন আনতে যাচ্ছে। এটা করতে তারা ব্যবহার করছে এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেম।

এডবির এইচটিএমএল৫ এনিমেশন সফটঅয়্যার এজ

ইন্টারনেটে বহুল ব্যবহৃত এডবির ফ্লাশ এবং এইচটিএমএল৫ এনিমেশন এর বিরোধের কথা সবারই জানা। এপল ব্যবহার করে এইচটিএমএল৫, বাকিরা ফ্লাশ। অনেকের মতে এপল ফ্লাশ ব্যবহার ঘোষনা দিয়ে বন্ধ করায় ফ্লাশের দিন ঘটিয়ে আসছে।
সবাইকে চমকে দিয়ে নতুন সফটঅয়্যারের কথা জানিয়েছে এডবি। তারা এইচটিএমএল৫ এনিমেশন তৈরী সফটঅয়্যর বানাচ্ছে যেখানে লাইনের পর লাইন কোড না লিখে সহজে এনিমেশন তৈরী করা যাবে। এর নাম এজ।

October 27, 2010

উইন্ডোজ ৭ সার্ভিস প্যাক ১

বেটা ভার্শন রিলিজ দেয়ার পর থেকেই ব্যবহারকারীরা অপেক্ষা করে রয়েছে কখন উইন্ডোজ ৭ এর সার্ভিস প্যাক ছাড়া হবে। সেই প্রতিক্ষার দিন শেষ হয়েছে। উইন্ডোজ ৭ এবং সার্ভার ২০০৮ রিলিজ ২ এর সার্ভিস প্যাক ১ এর রিলিজ ক্যান্ডিডেট (ফাইনালের আগের ভার্শন) ডাউনলোডের জন্য দেয়া হয়েছে।
আগের ঘোষনা অনুযায়ী সার্ভার ২০০৮ এর একমাত্র নতুন সংযোজন ভিজ্যুয়ালাইজেশন টেকনোলজি, ডায়নামিক মেমোরী এবং রিমোট এফএক্স সম্পর্কিত এবং উইন্ডোজ ৭ এর পরিবর্তন এইসব সার্ভারভিত্তিক ফিচারগুলি ব্যবহারের সুযোগ। এর বাইরে উইন্ডোজ ৭ এ নতুন কিছু যোগ করা হয়নি।

এন্ড্রয়েডের সফটঅয়্যার ১ লক্ষ ছাড়িয়ে গেছে

এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেমের জন্য তৈরী সফটঅয়্যার ১ লক্ষ ছাড়িয়ে গেছে। এন্ড্রয়েড ডেভেলপমেন্ট টিম টুইটারে একথা জানিয়েছে। কাজেই একে আনুষ্ঠানিক ঘোষনা বলে ধরে নেয়া যায়।
একথা ঠিক একটিমাত্র এন্ড্রয়েড ডিভাইসে সব সফটঅয়্যার ব্যবহার করা যাবে না। বিভিন্ন মাপের ডিসপ্লের বিভিন্ন ধরনের ডিভাইসের জন্য এগুলি তৈরী। তারপরও যেকোন ডিভাইসের জন্যই বেছে নেয়ার মত বহু সফটঅয়্যার রয়েছে।

বার্নেস এন্ড নোবল এর রঙিন নুক ই-রিডার

নুক ই-রিডারের নির্মাতা বার্নেস এন্ড নোবল রঙিন টাচস্ক্রিনের রিডার আনতে যাচ্ছে। আমাজনের জনপ্রিয় ই-রিডার সাদা-কালো কিন্ডলে থেকে নুককালার অনেকটাই আলাদা হবে। সেইসাথে এপলের আইপ্যাড থেকেও তারা শিক্ষা নিয়েছে। এতে আনা হচ্ছে আরো গেম, ইন্টারনেট ব্যবহার, মিউজিক ষ্ট্রিমিং ইত্যাদি। অন্যান্য ভার্শনের মত এটাও চলবে গুগলের এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেমে।

পকেটে মোবাইল রাখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

অধিকাংশ মানুষ মোবাইল ফোন পকেটে রাখতেই অভ্যস্থ। এবিষয়ে শতর্কবার্তা প্রচার করলে তাতেও কান দেয়া হয় না। এপল তাদের আইফোন ৪ ম্যানুয়েলে উল্লেখ করেছে একে সবসময় ক্যারিং কেসে রাখতে হবে এবং ব্যবহারের সময় শরীর থেকে ১৫ মিমি দুরত্বে রাখতে হবে।
ব্লাকবেরি ৯০০০ এর ম্যানুয়েলে আরো নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে বিষয়টি। হোলষ্টারের বাইরে রাখলে এবং শরীরের ১ ইঞ্চি দুরত্বে রাখলে আপনি এফসিসি নিয়ম ভংগ করছেন। এতে রেডিও ফ্রিকোয়েন্সি আপনার শরীরে প্রবেশ করতে পারে।

October 26, 2010

এইচপি স্লেট ৫০০ ট্যাবলেট পিসি

এপলের আইপ্যাড নিয়ে শুরুতে যতটা মাতামাতি হয়েছিল সেটা কমে গেছে দ্রুতই। মানুষ যতটা আশা করেছিল ততটা পুরন হয়নি সেটা দিয়ে। স্যামসাং এর গ্যালাক্সি ট্যাব নিয়েও যথেষ্ট হৈচৈ হয়েছে। ব্যবহারকারীরা সত্যিকার অর্থে এখনও ট্যাবলেটের দিকে ততটা আগ্রহ দেখাননি। বড় কারন অবশ্যই পরিচিত উইন্ডোজের পরিবেশ না থাকা।  এই যায়গা পুরন করতে পারে এইচপি স্লেট ৫০০।

এসিডিসি প্রো ৪

এসিডি সিষ্টেমস তাদের জনপ্রিয় সফটঅয়্যার এসিডিসি প্রো এর ভার্শন ৪ বেটা রিলিজ দিয়েছে। একসময় ইমেজ ভিউয়ার হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে বিপুল সংখ্যক ফটোগ্রাফার এটা ব্যবহার করেন। এতে রয়েছে ওয়ার্কফ্লো এক্সিলারেশন টুল, জিওট্যাগিং, ম্যাপ ভিউয়ার, ভিগনেট, ক্রোমাটিক এবারেশন কারেকশন ইত্যাদি ফিচার।
র ফাইল প্রসেসিং এর ব্যবস্থাকে আগের থেকে উন্নত করা হয়েছে এই ভার্শনে। ছবির রঙ নিখুত দেখানোর জন্য রঙের পরিমান বাড়ানো হয়েছে।
সফটঅয়্যারটি ডাউনলোড করা যাবে তাদের ওয়েবসাইট থেকে

October 25, 2010

১২০ গিগাবাইট ব্লুরে রাইটার

কম্পিউটারের রাইটার ব্যবহার করে এক ডিস্কে ১২০ গিগাবাইট রাইট করা এখনও স্বপ্নের মত। এধরনের ইন্টারনাল এবং এক্সটারনাল ইউএসবি ২ ইন্টারফেসের রাইটারের ঘোষনা দিয়েছে বাফেলো। নাম বিআরএক্সএল-৬ইউ২, এক্সটারনাল এবং বিআরএক্সএল-৬এফবিএস-বিকে, সাটা, ইন্টারনাল। একই সময়ে ঘোষনা দিয়েছে পাইওনিয়ারও। তাদের রাইটারের নাম বিডিআর-২০৬ এমবিকে।

বিশ্বের ক্ষুদ্রতম ফুল এইচডি ডিসপ্লে

অরটাচটেক নামটি কি আগে শুনেছেন। সম্ভবত না। তবে ক্যাসিও নামটি পরিচিত। অরটাচটেক ক্যাসিওর সাথে জয়েন্ট ভেনচারে ছোট এবং মাঝারি আকারের ডিসপ্লে তৈরী করে। তারা ৪.৮ ইঞ্চি ফুল হাই ডেফিনিশন রেজ্যুলুশনের ডিসপ্লের ঘোষনা দিয়েছে। ১৯২০-১০৮০ পিক্সেল রেজ্যুলুশনের এই ডিসপ্লেতে হাইপার এমোরফাস সিলিকন টিএফটি ব্যবহার করা হয়েছে। এরকাছে এপলের রেটিনা ডিসপ্লেকে হাস্যকর মনে হবে।

ভিউসনিক মাল্টিটাচ মনিটর

উন্নতমানের কম্পিউটার মনিটর তৈরীর জন্য পরিচিত ভিউসনিক। তারা একটি ২২ ইঞ্চি মাল্টিটাচ মনিটর বিক্রি শুরু করেছে। ইনফ্রারেড অপটিক্যাল ইমেজিং ব্যবস্থায় কাজ করে উইন্ডোজ সার্টিফায়েড এই মাল্টিটাচ ব্যবস্থা। ভিএক্স২২৫৮ ডব্লিউএম নামের ২২ ইঞ্চি  এই মনিটরে ফুল হাই ডেফিনিশন রেজ্যুলুশন ব্যবহার করা যাবে।
অন্যান্য সুবিধের মধ্যে রয়েছে ক্লিয়ার মোটিভ ২ প্রযুক্তি, ৫ মিলিসেকেন্ড রেসপন্স, ১০০,০০০:১ ডায়নামিক কন্ট্রাষ্ট রেশিও, ব্লুরে ডিভাইসের জন্য হাই ব্যান্ডউইডথ ডিজিটাল প্রটেকশন সাপোর্ট।
এর দাম ৩০০ ডলারের কাছাকাছি।

এডবি ডিজিটাল পাবলিশিং স্যুইট

ডিজিটাল পাবলিশিং স্যুইট নামে একটি ব্যবস্থার কথা জানিয়েছে ফটোশপ নির্মাতা এডবি। এর মাধ্যমে প্রকাশক ইবুক তৈরী, প্রকাশ সহ সরাসরি ক্রেতার কাছে বিক্রি করার সুবিধে পাবেন। অন্য বিক্রেতার মাধ্যমে কিংবা এপল এপ ষ্টোরের মত মোবাইল মার্কেটেও বিক্রি করা যাবে। তাদের ক্রিয়েটিভ স্যুইট৫, মুলত ইনডিজাইন ৫ ভিত্তিক এই সফটঅয়্যারের সাহায্যে ই-কমার্স প্রযুক্তি, এনালাইটকস রিপোটিং ব্যবহার করা যাবে।
এডবির বক্তব্য, প্রকাশনা শিল্প নতুনভাবে গড়ে উঠছে। যেকারনে পেশাদার প্রকাশক সহ সকলের জন্য উন্নতমানের কিছু প্রয়োজন।

October 24, 2010

সব ডিসপ্লেতে ব্যবহার উপযোগি থ্রিডি চশমা

সব ধরনের প্রচারনা সত্ত্বেও মানুষ থ্রিডি টিভি কিংবা মনিটর কিনতে খুব আগ্রহ দেখায়নি মুলত এক কারনে, এজন্য চশমা ব্যবহার করতে হয় এবং এক চশমা অন্য ডিসপ্লেতে কাজ করে না। এর সমাধান দিতে যে কোন থ্রিডি ডিসপ্লের সাথে ব্যবহার উপযোগি চশমা বিক্রি শুরু করেছে এক্সপান্ড (XpanD)।

October 23, 2010

উইকিলিকসে ইরাক যুদ্ধের গোপন তথ্য প্রকাশ

হোয়াইট হাউস এবং পেন্টাগনের বারবার শতর্ক করার পরও উইকিলেকসে বিপুল পরিমান ইরাক যুদ্ধের গোপনীয় দলিল প্রকাশ করা হয়েছে।  মার্কিন সামরিক বাহিনীর তথ্যমতে এতে ৪ লক্ষের কাছাকাছি গোপন কাগজপত্র প্রকাশ করা হয়েছে। গতকাল থেকে এই তথ্যগুলি ইন্টারনেটে প্রকাশ করা শুরু হয়েছে।

ক্যাসেট ওয়াকম্যান বন্ধ করে দিচ্ছে সনি

একসময় সঙ্গিতপ্রেমীদের নিত্যসঙ্গি ছিল ওয়াকম্যান নামের ছোট আকারের পকেট ক্যাসেট প্লেয়ার। বর্তমানে আরো অনেক বেশি ছোট, ব্যবহার সহজ এবং অন্যান্য নানারকম সুবিধে নিয়ে মিডিয়া প্লেয়ার সেই যায়গা দখল করেছে। ক্যাসেট ওয়াকম্যান একসময় বিদায় নেবে এটাই স্বাভাবিক ছিল। অবশেষে অবধারিত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সনি। জাপানে তারা ক্যাসেট ওয়াকম্যানের বিক্রি বন্ধ করে দিচ্ছে। বর্তমানের ষ্টক শেষ হলে এগুলি আর বিক্রি করা হবে না।
সনি নাম ব্যবহার করে ওয়াকম্যান তৈরী সম্ভবত চালু থাকবে চীনে।  তবে সেটাও কতদিন চলবে বলা কঠিন। মিডিয়া প্লেয়ারের লড়াইয়ে সনির ডিজিটাল ওয়াকম্যান ক্রমেই প্রচার পাচ্ছে।

এন্ড্রয়েডে উইনএ্যাম্প

বর্তমানে অনেকের মনে হতে পারে এমপিথ্রি-র ব্যবহার হয়ত সবসময়ই এমনই ছিল। এমপিথ্রি ব্যবহারের সফটঅয়্যারেরও অভাব নেই। অনেকেরই হয়ত জানা নেই এক্ষেত্রে বিপ্লব এনেছিল উইনএ্যাম্প নামের ছোট একটি সফটঅয়্যার। যেটা ব্যবহার করে ছোট আকারে ফাইলে অডিও সিডির মানের গান শোনা যায়। এখনও যারা উইনএ্যাম্প ব্যবহার করেন তাদের জন্য সুসংবাদ, এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেমেও ব্যবহার করা যাবে এই সফটঅয়্যার।

October 22, 2010

এক্সটেনশন সাপোর্ট সহ অপেরা ১১

গুগলের ক্রোম কিংবা অপেরার তুলনায় মজিলার ফায়ারফক্স অনেক বেশি জনপ্রিয় একটি কারনে, এর রয়েছে বিশাল এড-অন সংগ্রহ। ব্রাউজারকে ইচ্ছেমত সাজিয়ে নেয়া যায় এগুলি ব্যবহার করে। কিছুদিন আগে গুগল ক্রোমের এক্সটেনশন যোগ করেছে। আর বহু প্রতিক্ষার পর অপেরা সেটা করতে যাচ্ছে ভার্শন ১১ এর মাধ্যমে।

ভিডিও এডিটিং : সনি ভেগাস প্রো ১০ বের হয়েছে

সনি তাদের পুরম্কার পাওয়া নন লিনিয়ার ভিডিও এডিটিং সফটঅয়্যার ভেগাস প্রো এর নতুন ভার্শন ১০ রিলিজ দিয়েছে। নতুন ভার্শনে ষ্টেরিওস্কোপিক থ্রিডি ভিডিও এডিট করার ব্যবস্থা রাখা হয়েছে।  সেইসাথে দ্রুত কাজের জন্য গ্রাফিক্স প্রসেসর ভিত্তিক এভিসি এনকোডিং যোগ করা হয়েছে।
ভেগার প্রো প্রফেশনাল ভিডিও এডিটিং সফটঅয়্যার যা ব্যবহার সহজ এবং এর মধ্যে থেকেই সারাউন্ড সাউন্ড এডিটিং, ডিভিডি-ব্লুরে সাপোর্ট ইত্যাদি রয়েছে। নতুন ভার্শনে ডিজিটাল এসএলআর ভিডিও সাপোর্ট উন্নত করা হয়েছে এবং বিভিন্ন প্লাগইন উন্নত করা হয়েছে।

October 21, 2010

এপলের নতুন ম্যাকবুক এয়ার, ওএস এক্স-লায়ন ঘোষনা

কয়েক সপ্তাহ ধরে এপলের নতুন পাতলা ম্যাকবুক এয়ারের কথা শোনা যাচ্ছিল। এপলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নতুন এই ল্যাপটপগুলি আগের মডেল থেকে আরো পাতলা, পুরুত্ব মাত্র ০.৬৮ ইঞ্চি।  ১১.৬ ইঞ্চি এবং ১৩ ইঞ্চি এই দুটি মাপের স্ক্রিনে এগুলি বাজারে পাওয়া যাবে।
৩ পাউন্ডের কম ওজনের এই কম্পিউটারে ফুল সাইজ কিবোর্ডের সাথে ক্লিকেবল গ্লাস ট্রাকপ্যাড আনা হয়েছে। দুটি মডেলে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর টু ডুয়ো প্রসেসর ১.৮৬ গিগাহার্টজ। ইচ্ছে করলে ২.১৩ গিগাহার্টজও অর্ডার দিয়ে নেয়া যাবে। এছাড়া এনভিডিয়া জিফোর্স ৩২০এম গ্রাফিক্স, ষ্টেরিও স্পিকার, ফেসটাইম ক্যামেরা, ৭ ঘন্টার ব্যাটারী ইত্যাদি রয়েছে এতে।

October 20, 2010

আইফোন বিক্রিতে এপলের নতুন রেকর্ড

যত দিন যাচ্ছে আইফোনের জনপ্রিয়তা তত বাড়ছে। ত্রৈমাসিক হিসেবে আইফোনের বিক্রি নতুন রেকর্ড গড়েছে। গত ৩ মাসে বিক্রি হয়েছে ১ কোটি ৪১ লক্ষ। এই সময়ে এপল আয় করেছে ২ হাজার কোটি ডলারের বেশি। লাভ ৪৩১ কোটি ডলার। গতবছর এই পরিমান ছিল প্রায় অর্ধেক।
সংখ্যার হিসেবে তারা সনি এরিকশনকে পেছনে ফেলেছে। বিশ্বের সেরা ৫ মোবাইল নির্মাতার তালিকায় নিজেদের অবস্থান নিশ্চিত করেছে তারা।
তাদের অন্যান্য পন্যও বিক্রি হয়েছে আশাতীত রকমের, একমাত্র আইপ্যাড বাদ দিয়ে। এর বিক্রি ১১ ভাগ কমে গেছে।

ক্যাসপারস্কাই এন্টিভাইরাস সাইটে ভাইরাসের আক্রমন

হ্যাকাররা আক্রমন করতে পারে না এমন যায়গা নেই। এটা প্রমান করতেই আক্রমন চালানো হয়েছিল জনপ্রিয় এন্টিভাইরাস নির্মাতা ক্যাসপারস্কাই এর ওয়েবসাইটে। তাদের সাইট ব্যবহার করে ভুয়া সফটঅয়্যার ডাউনলোড করার ব্যবস্থা করা হয়েছে।

কমদামে হাইড্রোজেন তৈরীর পদ্ধতি বের করেছে জাপান

ভবিষ্যতের জ্বালানী হাইড্রোজেন। বর্তমানে ব্যবহারযোগ্য হাইড্রোজেনের অন্তত অর্ধেক তৈরী করা হয় ষ্টিম রিফরমিং নামের পদ্ধতি ব্যবহার করে। এতে প্রাকৃতিক গ্যাসের সাথে জলীয় বাষ্পের বিক্রিয়া ঘটানো হয়। ছোট আকারের প্রকল্পে সরাসরি পানি থেকে এর মুল উপাদান হাইড্রোজেন এবং অক্সিজেন পৃথক করা হয়। সাধারনভাবে ব্যবহারের জন্য হাইড্রোফিল নামে এধরনের ইলেকট্রোলাইসিস ভিত্তিক যন্ত্র কিনতে পাওয়া যায়। কিন্তু জাপানের ফুকাই ইনভারনমেন্টাল রিসার্চ ইনষ্টিটিউট জানিয়েছে তারা হাইড্রোজেন বের করার এমন পদ্ধতি বের করেছে যা এযাবতকালের সবচেয়ে কম খরচের এবং সবচেয়ে কার্যকর।

October 19, 2010

স্যামসাং এস৮৫৩০ ওয়েভ ২ আসছে আগামী মাসে

নভেম্বরে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করছে স্যামসাং এর জনপ্রিয় মোবাইল হ্যান্ডসেট ওয়েভ এর পরবর্তী সংস্করন ওয়েভ ২। এতে ব্যবহার করা হয়েছে তাদের নিজস্ব অপারেটিং সিষ্টেম বাডা। তাদের প্রথম বাডা ফোন এস৮৫০০ এর বড় স্ক্রিন ভার্শন বলা যেতে পারে একে। এতে ব্যবহার করা হয়েছে ৩.৭ ইঞ্চি সুপার ক্লিয়ার এলসিডি টাচস্ক্রিন।
এর প্রসেসর ১ গিগাহার্টজ, ১.৫ গিগাহার্টজ ইন্টারনাল ষ্টোরেজ, সাথে ৫ মেগাপিক্সেল ক্যামেরা, সাথে এলইডি ফ্লাশ এবং ৭২০পি হাই ডেফিনিশন ভিডিও অপশন এবং সব ধরনের কানেকটিভিটি।

এন্ড্রয়েডে এ্যাংরি বার্ডস, দুদিনে ২০ লক্ষ ডাউনলোড

জনপ্রিয় গেম এ্যাংরি বাডর্স এর এন্ড্রয়েড ভার্শন ডাউনলোডের জন্য দেয়া হয়েছে দুদিন আগে। এরই মধ্যে ২০ লক্ষ ডাউনলোড করা হয়েছে। এই ভীড় এতটাই যে একসময় সার্ভার বন্ধ হয়ে গিয়েছিল। ব্যবহারকারীদের অপেক্ষা করতে হয়েছে আবার কখন চালু হয়।
জনপ্রিয় এই গেমটি বিনামুল্যে ডাউনলোড করা যাচ্ছে এন্ড্রয়েড মার্কেট থেকে। ব্যবহারের জন্য এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেমের কোন ডিভাইস প্রয়োজন হবে। যদি থাকে তাহলে ডাউনলোড করে দেখতে পারেন মানুষ কেন ভীড় করেছে।

October 18, 2010

এডবি রিডার ১০ আসছে ৩০ দিনের মধ্যে

পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট (পিডিএফ) ব্যবহারের জনপ্রিয় সফটঅয়্যার এডবি রিডার এর নতুন ভার্শন আসতে যাচ্ছে মাসখানেকের মধ্যে। নতুন ভার্শনে স্যান্ডবক্সিং সিকিউরিটি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে আক্রমন ঠেকাতে। উল্লেখ করা যেতে পারে এডবি রিডার সবচেয়ে বেশি আক্রমনের শিকার সফটঅয়্যারের একটি।

এপলের সফটঅয়্যার ৩ লক্ষ

সফটঅয়্যার সংখ্যার বিচারে এপলের প্রতিদ্বন্দি নেই। গতকাল এপল এপ ষ্টোরের সফটঅয়্যারের সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়ে গেছে। মাসদুয়েক আগে আড়াই লক্ষে ছিল এই সংখ্যা। কারে হিসেবে বর্তমানে এই সংখ্যা ৩ লক্ষ, কারো হিসেবে ৩ লক্ষ ৩৩ হাজার।

October 16, 2010

এমএসআই মাল্টিমিডিয়া ল্যাপটপ এফএক্স৭০০ এবং এফআর৭০০

এমএসআই দুটি নতুন ল্যাপটপের ঘোষনা দিয়েছে। এফএক্স৭০০ এবং এফআর৭০০ দুটি মডেলেই রয়েছে ১৭.৩ ইঞ্চি ওয়াইডস্ক্রিন ডিসপ্লে, কোর আই৫ প্রসেসর, এনভিডিয়া জিফোর্স জিটি ৪৪৫এম ১ গিগাবাইট ভিডিও, এইচডিএমআই/ভিজিএ আউটপুট, ৩২০/৫০০/৬৪০ গিগাবাইট হার্ডডিস্ক, ডিভিডি, ৪টি ইউএসবি, ওয়েবক্যাম, ওয়াইফাইম ব্লুটুথ, গিগাবিট ইথারনেট, ৬ সেল ব্যাটারী ইত্যাদি আকর্ষনীয় সবকিছু।
এফআর৭০০ মডেলের এই সবকিছুর সাথে ইচ্ছে করলে ইন্টেল গ্রাফিক্স নেয়ার সুযোগ রয়েছে। সম্ভবত দাম কমানোর জন্য এই ব্যবস্থা রাখা হয়েছে। এখনো এর দাম জানানো হয়নি। বড়দিনের আগেই এগুলি বাজারে পাওয়া যাবে।

দ্বিতীয় প্রজন্মের গ্রাফিক্স কার্ড আনছে এএমডি

এএমডি (এটিআই) ভাল না-কি এনভিডিয়া ভাল এই বিতর্কের সমাধান হয়ত পাওয়া যাবে না। গেমারদের কাছে এএমডি বেশি পছন্দ। তাদের ৫৯৭০ কে ডেস্কটপের ক্ষেত্রে বিশ্বের দ্রুততম গ্রাফিক্স কার্ড বলা হয়। এসপ্তাহেই পরবর্তী প্রজন্মের কার্ড আনতে যাচ্ছে তারা। এবছরের মধ্যেই লক্ষ লক্ষ কার্ড বিক্রি হবে বলে তাদের ধারনা।
এএমডি তাদের রেডঅন এইচডি ৫০০০ সিরিজের কার্ড বাজারে এনেছে বছরখানেক আগে। ডিরেক্টএক্স ১১ ব্যবহারে সক্ষম এই কার্ড এই সময়ে বিক্রি হয়েছে আড়াই কোটির বেশি। তাদের আগামী কার্ড সম্পর্কে স্পষ্টভাবে না জানালেও অনেকে ধারনা করছেন এটা হতে পারে ৬০০০ নামের সিরিজ।

October 15, 2010

নোকিয়া সি৫-০৩, কমদামে সবকিছু

নোকিয়ার হ্যান্ডসেটগুলির অন্ভুত নাকরনের কিছু ব্যাখ্যা পাওয়া যাচ্ছে তাদের নতুন সেটগুলি থেকে। তাদের সি৫ সিরিজের নতুন আরেকটি ফোন ০৩ এর ঘোষনা দেয়া হয়েছে যেখানে সবধরনের কানেকটিভিটি রয়েছে। সেইসাথে জিপিএস এবং ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
এর অপারেটিং সিষ্টেম হিসেবে উল্লেখ করা হয়েছে সিমবিয়ান ১। একে সিমবিয়ান এস৬০ ৫ম এডিশন বললেও ক্ষতি নেই। রয়েছে ৩.২ ইঞ্চি এনএইচডি রেজিষ্টিভ টাচস্ক্রিন, রেজ্যুলুশন ৩৬০-৬৪০। ফোনটির মাপ ১০৫.৮-৫১.০-১৩.৮ মিমি, এবং ওজন মাত্র ৯৩ গ্রাম।

October 14, 2010

একেভিসের নতুন ফটোশপ প্লাগ-ইন ন্যাচার আর্ট

প্লাগইন নির্মাতা একেভিস একেবারে নতুন একটি প্রাগইন বাজারে ছেড়েছে ফটোশপ  ব্যবহারকারীদের জন্য। ছবিতে খুব সহজে বৃষ্টি, সুর্য, পানি, বজ্রপাত, মেঘ, আগুন ইত্যাদি ইফেক্ট যোগ করা যাবে এর সাহায্যে। ফটোশপ ছাড়াও অন্যান্য ফটোএডিটর এবং পৃথক সফটঅয়্যার হিসেবে ন্যাচার আর্ট ব্যবহার করা যাবে।

October 13, 2010

বৃটেনে বিনামুল্যে অমনিয়া ৭

আগের দিন ঘোষনা দেয়া হয়েছে উইন্ডোজ মোবাইল ৭ ভিত্তিক স্যামসাং এর নতুন ফোন অমনিয়া ৭  (আই৮৭০০)। আগামী দুসপ্তাহের মধ্যে এটা বাজারে আসতে যাচ্ছে। এটা নিয়ে মোবাইল অপারেটরদের পরিকল্পনা অন্যরকম। ৩টি মোবাইল অপারেটর জানিয়েছে ২ বছর ব্যবহারের সর্তে তারা বিনামুল্যে এই সেট দেবে।
থ্রি এবং টি-মোবাইলের মাসিক খরচ ৩৫ পাউন্ড, অরেঞ্জের ৪০ পাউন্ড।
এদিকে আমাজন তাদের সাইটে এই সেটের দাম ৫২৫ পাউন্ড (৬০০ ডলার) উল্লেখ করে বিক্রির কথা জানিয়েছে।

হুন্দাই ৭০ ইঞ্চি মাল্টিটাচ টেবল

বিষয়টি সম্পর্কে এখনো বিস্তারিত জানানো হয়নি, এটুকু জানা গেছে কোরিয় নির্মাতা হুন্দাই এ সপ্তাহে  কোরিয়া ইলেকট্রনিক্স শো-তে ৭০ ইঞ্চি মাল্টিটাচ টেবিল প্রদর্শন করতে যাচ্ছে। এটা এইচডি, এটুকুই বলা হয়েছে। একে টেবিলের মত আকারে দেখানো হতে পারে, অথবা টিভির মত হতে পারে।

ইন্টেলের রেকর্ড পরিমান লাভ

ইন্টেল তাদের সবচেয়ে ভাল সময় কাটাচ্ছে। গত ৩ মাসের হিসেবে তারা লাভ করেছে ৩০০ কোটি ডলার। আয় করেছে ১১১০ কোটি ডলার। এই বৃদ্ধির পেছনে রয়েছে ল্যাপটপ এবং সার্ভারের জন্য চিপের চাহিদা বেড়ে যাওয়া।
অবশ্য নেটবুকের এটম প্রসেসর বিক্রির কারনে এটা হয়েছে ধরে নেবেন না। বাস্তবে সামগ্রিকভাবে তাদের বিক্রি ৩ ভাগ বাড়লেও এটমের বিক্রি ৪ ভাগ  কমেছে। তাদেরকে ১৩০০ নতুন কর্মী নিয়োগ দিতে হয়েছে বাজারের সাথে তাল রাখতে।

October 12, 2010

মটোরোলার ঘাতসহ ফোন মটোরোলা ডিফাই

টাচস্ক্রিন ফোন নিয়ে অনেকেই দুশ্চিন্তায় ভোগের, ঘসা লাগলে কি হবে। এছাড়া পানি কিংবা ধুলাবালির চিন্তা তো থাকেই। এসব চিন্তামুক্ত করতে মটোরোলার ফোন ডিফাই। এন্ড্রয়েড সবশেষ ভার্শনের এই ফোন পানি, ধুলাবালি কিংবা হাত থেকে পড়ে যাওয়া কোন কিছুতেই ক্ষতিগ্রস্থ হবে না।
মাসখানেক আগে প্রথম এই ফোনের কথা জানানো হয়। জার্মানীতে বিক্রি শুরু হয়েছে ৩৫০ ইউরো দামে। আইপি৬৭ স্পেসিফিকেশনের এই ফোন বিরুপ পরিবেশে ক্ষতিগ্রস্থ হবে না, তেমনি এর ৩.৭ ইঞ্চি ক্যাপাসিটিভ টাচস্ক্রিনের গরিলা গ্লাসে কোনরকম দাগ পড়বে না।

কম্পিউটার-টিভির অতিরিক্ত ব্যবহার শিশুর জন্য ক্ষতিকর

যেসব শিশু দিনে দুঘন্টার বেশি সময় কম্পিউটার মনিটর কিংবা টিভির সামনে কাটায় তাদের মানসিক সমস্যার ঝুকি বেশি। এতে তাদের আচরন পরিবর্তিত হতে পারে। বাইরের খেলাধুলা বা অন্য কাজে এরথেকে বেশি সময় দিয়েও সেটা পুরন হয় না। বৃটেনের বৃষ্টল বিশ্ববিদ্যালয়ের এক গবেষনায় একথা বলা হয়েছে।

উইন্ডোজ ফোন ৭ উদ্বোধন : ১১টি ফোনের ঘোষনা

মাইক্রোসফট মোবাইল ফোনের জন্য তাদের নতুন অপারেটিং সিষ্টেম উইন্ডোজ মোবাইল ৭ এর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। একই সময়ে মোবাইল নির্মাতারা এই অপারেটিং সিষ্টেমে তাদের মোবাইল ফোনের ঘোষনা দিতে শুরু করেছে। স্যামসাং অমনিয়া ৭, এইচটিসি এইচডি ৭, ডেল ভেনু প্রো ইত্যাদি ফোনের ঘোষনা দেয়া হয়েছে এরই মধ্যে। উইন্ডোজ ফোন ৭ এর আনুষ্ঠানিক ঘোষনার সময়ই ১১টি ফোনের ঘোষনা দেয়া হয়েছে।

লোপ্রো নতুন ক্যামেরা ব্যাগ Lowepro Launches New Adventura

লোপ্রো তাদের এডভেনচুরা সিরিজের ৩টি সহ মোট ৫টি নতুন হাল্কা ওজনের কমদামের ব্যাগ বাজারে ছেড়েছে। এদের মধ্যে টিএলজেড ১৫ এবং ২৫ কম্প্যাক্ট ক্যামেরাকে সহজে বয়ে বেড়ানোর জন্য। এডভেনচুরা সিরিজের ১২০, ১৪০ এবং ১৭০ এসএলআর ক্যামেরার জন্য। সবগুলিই ওপরদিক থেকে খোলার ব্যবস্থা।
এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অবশ্যই ১৭০ মডেল। সাধারন লেন্স লাগানো অবস্থা একটি এসএলআর, সাথে আরো দুটি লেন্স বা ফ্লাশ রাখার যায়গা রয়েছে এতে। তারপরও আকারে ছোট এবং কাধে রাখা সুবিধেজনক।
লোপ্রো ক্যামেরার বৈশিষ্ট হচ্ছে এরমধ্যে ক্যামেরা নিরাপদ থাকে, বৃষ্টি বা বাইরের পানি ভেতরে ঢোকে না, ধুলাবালি-আর্দ্রতা থেকে ক্যামেরাকে মুক্ত রাখে। এছাড়া দেখতে আকর্ষনীয় এবং দাম তুলনামুলকভাবে অন্যদের থেকে কম।

সোস্যাল নেটওয়ার্কের ব্যবহার মোবাইল ফোনের থেকে বেশি

সোস্যাল নেটওয়ার্ক ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে এটা জানা। এর পরিমান কত সেটা হয়ত অনেকের ধারনার বাইরে। মোবাইল ফোনের ব্যবহারকেও ছাড়িয়ে গেছে সোস্যাল নেটওয়ার্কের ব্যবহার। মানুষ গড়ে সপ্তাহে ৩.১ ঘন্টা সময় কাটায় এধরনের কাজে, যেখানে মোবাইল ফোন ব্যবহার হয় ২.২ ঘন্টা।
প্রযুক্তির সবচেয়ে বেশি আমেরিকায়। সেখানে চিত্র অন্যরকম। মানুষ ইমেইল ব্যবহার করে ৫.১ ঘন্টা। সেতুলনায় সোস্যাল নেটওয়ার্ক ব্যবহার করে ৩.৮ ঘন্টা।

ইমেজ ফাইলকে একেবারে ছোট আকারে আনবে হাইপিক্স

ইমেজ ফাইলের আকার যত বড় হয় রাখতে তত সমস্যা হয়, আর ইন্টারনেটে ব্যবহার তত কঠিন হয়ে দাড়ায়। এর সমাধান দিতে নতুন ইমেজ কম্প্রেসর বাজারে এনেছে হাইপিক্স। এটা ব্যবহার করে জেপেগ ইমেজের আকার ১৫ থেকে ৫০ ভাগ পর্যন্ত কমানো যাবে।

এনভিডিয়া জিফোর্স জিটি ৪৩০ : কমদামে ভাল কার্ড

এনভিডিয়া তাদের ফারমি ভিত্তিক কমদামের ছোট আকারের কার্ড বাজারে ছেড়েছে। কিউডা কোর ব্যবহার করা জিটি-৪৩০ নামের এই কার্ডের দাম মাত্র ৮০ ডলার। ডিরেক্টএক্স ১১ কম্পাটিবল ৬.৩ ইঞ্চি মাপের এই কার্ডে সিংগেল স্লট কুলার ব্যবহার করা হয়েছে।
এর প্রধান সুবিধে অবশ্যই এর দাম, কারন এই প্রথম তারা ১০০ ডলারের নিচে উন্নতমানের কার্ড বাজারে আনল। তাদের জিটিএক্স ৪৫০, জিটিএক্স ৪৮০ এদের দাম তুলনামুলক বেশি।

October 11, 2010

উবুন্টু ১০.১০ রিলিজ দেয়া হয়েছে

এবছরের অক্টোবরের তারিখ লেখার সময় হয়ত লক্ষ্য করেছেন সংখ্যাটি কেমন। ১০-১০-১০। এই দিনে রিলিজ দেয়া হয়েছে উবুন্টু ১০.১০। নতুন এই ভার্শনে ইউনিটি ডেস্কটপ ইন্টারফেস ব্যবহার করা হয়েছে যা ছোট আকারের নেটবুক স্ক্রীনকে আরো সহজে ব্যবহার করা যাবে। এতে ফুল মাল্টিটাচ সাপোর্ট রয়েছে।

October 10, 2010

নিজস্ব অপারেটিং সিষ্টেম তৈরীর চেষ্টা করছে ভারত সরকার

নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে ভারত সরকার নিজেদের তৈরী অপারেটিং সিষ্টেম তৈরীর চেষ্টা করছে। সরকারের তথ্যপ্রযুক্তিকে আক্রমন করার একাধিক খবর প্রকাশ পাওয়ার পর এবিষয়কে গুরুত্ব দেয়া হয়েছে। কয়েকমাস আগে সরকার প্রকাশ করে এজন্য তারা নিজেদের অপারেটিং  তৈরী করবে। ফেব্রুয়ারীতে এজন্য প্রধানমন্ত্রীর অফিস এবং প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, টেলিকম মন্ত্রনালয়ের সমম্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

October 9, 2010

বিরুপ আবহাওয়ার ফোন সোনিম এক্সপি১৩০০ কোর

মোবাইল ফোন নির্মাতা হিসেবে নোকিয়া কিংবা স্যামসাং এর মত পরিচিতি হয়ত সোনিমের নেই, তারপরও তাদের যা আছে তা অন্য কারো নেই। ফোনকে আছড়ে ফেলুন, পানিতে ফেলুন, ধুলাবালির মধ্যে রাখুন, কিছুতেই ফোনের ক্ষতি হবে না। তাদের নতুন ফোন এক্সপি১৩০০ কোর সাথে নিয়ে পানিতে ডুবসাতারও দিতে পারেন।
জিএসএম নেটওয়ার্কের এই ফোনে ২ ইঞ্চি কিউভিজিএ গোরিলা গ্লাশ ডিসপ্লে রয়েছে। বলা হয়েছে সুর্যের আলোতেও এতে স্পষ্ট দেখা যায়। এছাড়া এফএম রেডিও এবং মাইক্রোএসডি কার্ড স্লট রয়েছে। ব্যাটারীর টক টাইম ১৮ ঘন্টা এবং ষ্ট্যান্ডবাই ৮০০ ঘন্টা।

পাতলা বা মোটা হতে চান ? সফটঅয়্যার সাহায্য করবে

আপনি নিশ্চয়ই চান না ভিডিওতে আপনাকে মেদভুড়িসহ স্থুল দেখাক, কিংবা একেবারে রোগাপটকা দেখাক। সকলেই চান সুন্দর দেখা যাক তাকে। আপনাকে কষ্ট করে খাওয়া-দাওয়া নিয়ন্ত্রন, ব্যায়াম, ডাক্তারের কাছে দৌড়ানো কিছুই করতে হবে না। আপনাকে সাহায্য করতে তৈরী হয়েছে সফটঅয়্যার। জার্মান গবেষকদের তৈরী সফটঅয়্যার আপনার ইচ্ছেমত শারীরিক গঠন বানিয়ে দেবে। পেশদার কিংবা সৌখিন ভিডিও-চলচ্চিত্র নির্মাতারা এটা সহজেই ব্যবহার করতে পারবেন।

October 8, 2010

কাতারে তৈরী হচ্ছে সৌরশক্তির ষ্টেডিয়াম

২০২২ সালের বিশ্বকাপের আয়োজক হতে চায় মধ্যপ্রাচ্যের দেশ কাতার। এরই আয়োজন হিসেবে তারা তৈরী করছে অভিনব এক ষ্টেডিয়াম। ৮৬,২৫০ জন দর্শকের উপযোগি এই ষ্টেডিয়ামের শক্তি নেয়া হবে সোলার সেল ব্যবহার করে। আর যখন ষ্টেডিয়াম ব্যবহার করা হবে না তখন এই বিদ্যুত সরবরাহ করা হবে পাশের এলাকায়।
লন্ডনের ওয়েম্বলি ষ্টেডিয়ামের স্থপতি ফষ্টার + পার্টনার এটা তৈরী করছে কাতারের রাজধানী দোহায়। এখানে এমন ব্যবস্থা রাখা হবে যা অত্যথিক তাপমাত্রা থেকে খেলোয়ার এবং দর্শকদের রক্ষা করবে, এবং সেটা করা হবে পরিবেশবান্ধব পদ্ধতিতে। উল্লেখ করা যেতে পারে সেখানকার তাপমাত্রা কখনো কখনো ৫০ ডিগ্রী ছাড়িয়ে যায়।

সনির ১৬.৪ মেগাপিক্সেল মোবাইল ক্যামেরা সেন্সর

এলটেক লিও কিংবা প্যানাসনিক লুমিক্স ফোন মোবাইল ফোনের ক্যামেরাকে বহুদুর দিয়ে গেছে। কিন্তু সেখানে থেকে থাকতে রাজী না সনি। তারা ১৬.৪ মেগাপিক্সেল এবং একটি কমদামী ৮ মেগাপিক্সেল নতুন সেন্সর তৈরীর কথা জানিয়েছে। দুটিতেই ফুল হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে।
সনি তাদের ষ্টিল এবং ভিডিও ক্যামেরায় যে এক্সমোর আর প্রযুক্তি ব্যবহার করে সেই প্রযুক্তিতে তৈরী করা হয়েছে সেন্সরদুটি। ১৬.৪ মেগাপিক্সেল  মডিউলের মাপ ১/২.৮ ব্যাক ইল্যুমিনেটেড সিমোস, পিক্সেল সাইজ ১.১২ মাইক্রন, অপরটি ১/৩.২ সেন্সর, পিক্সেল ১.৪ মাইক্রন।

বাসের ছাদে চাষাবাদ

ঘনবসতির শহরে বাগান করার মত যায়গা বের করা কঠিন। যদি নিউইয়র্কের মত শহর হয় তাহলে তো কথাই নেই। কিন্তু সেখানেই যায়গা বের করেছেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ছাত্র মার্কো ক্যাষ্ট্রো ক্যাসিও। তার পরিকল্পনা নিউইয়ার্কে বাসের ছাদের ওপর গাছ লাগানো। নিউ ইয়র্ক শহর কর্তৃপক্ষ ৪,৫০০ বাস চালায় শহরে। প্রতিটি বাসের ছাদে রয়েছে ৩৪০ বর্গফুট যায়গা। এগুলি ব্যবহার করলে পাওয়া যাবে ৩৫ একর পরিমান যায়গা।

এডবি-কে কিনে নিচ্ছে মাইক্রোসফট

ফটোশপ এবং ফ্লাশ নির্মাতা এডবি-কে কিনতে যাচ্ছে মাইক্রোসফট। অন্তত এধরনের ইঙ্গিত পাওয়া গেছে। মাইক্রোসফট প্রধান ষ্টি বালমার এডবি প্রধান সান্তনু নারায়নের সাথে দেখা করে আলাপ করেছেন এপল কিভাবে মোবাইল ফোনের বাজার দখল করে রেখেছে এবং এডবি-মাইক্রোসফট একসাথে কিভাবে আইফোনের সাথে প্রতিদ্বন্দিতা করতে পারে। টাইমস পত্রিকার মতে এটা মাইক্রোসফটের এডবি কেনার লক্ষন।

October 7, 2010

ই-বুক পাইরেসি বাড়ছে, দায়ী আইপ্যাড

ই-বুক পাইরেসি ঠেকাতে কাজ করছে এট্রিবিউটর নামে এক কোম্পানী। তাদের এক গবেষনা থেকে তারা জানিয়েছে ই-বুকের পাইরেসি বৃদ্ধি পাচ্ছে। তাদের গবেষনার শিরোনাম ছিল, প্যাড কি আ-বকি পাইরেসি পাড়াচ্ছে। বেশকিছু উল্লেখযোগ্য তথ্য বেরিয়ে আসে এই গবেষনা থেকে।
বলা হচ্ছে গত ১ বছরে অনলাইনে পাইরেটেড ইবুকের সার্চ করার প্রবনতা বৃদ্ধি পেয়েছে শতকরা ৫০ ভাগ। প্রতিদিন গুগল ব্যবহার করে এধরনের ১৫ থেকে ৩০ লক্ষ সার্চ করা হয়।

স্যামসাং আই৫৫১০ গ্যালাক্সি ৫৫১ আনুষ্ঠানিক

মাসখানেক আগে স্যামসাং এর এই মোবাইল হ্যান্ডসটটির কথা জানা যায় আইএফএ ২০১০-এ। এখন সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষনা করেছে স্যামসাং। ফ্রোয়ো ভিত্তিক এই সেটে তাদের গ্যালাক্সি আই৫৮০০, গ্যালাক্সি ৩ এবং আই৫৮০১ গ্যালাক্সি এপোলোর মত ফুল কিবোর্ড রয়েছে।
এতে সাইড স্লাইড ফুল কিবোর্ড রয়েছে, সাথে ৩,২ ইঞ্চি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন (২৪০-৪০০ পিক্সেল), অপারেটিং সিষ্টে এন্ড্রয়েড ২.২।

October 6, 2010

চশমাছাড়া থ্রিডি টিভি আনছে তোসিবা

টিভি নির্মাতা খুব জোরেসোরে থ্রিডি নিয়ে কাজ করে গেলেও ব্যবহারকারীদের দিক থেকে ঠিক সেই অনুপাতে সাড়া পাওয়া যায়নি। অনেকেই বলছেন এর পেছনে মুল কারন থ্রিডি দেখার জন্য চশমার ব্যবহার। বাড়িতে একসাথে সবাই বসে টিভি দেখবেন আর সবাইকে চশমা ব্যবহার করতে বিষয়টি সহজভাবে নিতে পারছেন না দর্শকরা। এর সমাধান দিতে প্রথম কোম্পানী হিসেবে চশমা ছাড়াই থ্রিডি দেখার টিভি আনছে তোসিবা। এবছরই এটা বাজারে পাওয়া যাবে।
এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। চশমাবিহীন বলে একে ব্যক্তিগত ব্যবহারের উপযোগি আকারে তৈরী করা হচ্ছে। ১২ ইঞ্চি এবং ২০ ইঞ্চি মাপে।  নিনটেনডো তাদের থ্রিডিএস এ যে লেনটিকুলার সিট ব্যবহার করেছে সেই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এতে।

ইউএসবি ৩.০ কানেকটিভিটির ওয়েষ্টার্ন ডিজিটাল হার্ডডিস্ক

হার্ডডিস্ক নির্মাতা ওয়েষ্টার্ন ডিজিটাল তাদের মাইবুক এবং মাই পাসপোর্ট নামের পোর্টেবল হার্ডডিস্ক এর ইউএসবি ৩.০ ভার্শনের ঘোষনা দিয়েছে। ৩ টেরাবাইট পর্যন্ত ধারনক্ষমতার পাওয়া যাবে এগুলি। এরসাথে দেয়া ডব্লিউডি স্মার্টঅয়্যার নামের সফটঅয়্যার ভিজ্যুয়াল এবং অটোমেটিক ব্যাকআপ নেবে।
নতুন এই হার্ডডিস্কের ডাটা ট্রান্সফার রেট ১৫০ মেবা/সে পর্যন্ত। এদের মধ্যে সবচেয়ে ছোট আকারের মাই পাসপোর্ট এসেন্সিয়াল ৫০০ গিগাবাইটের দাম ১০০ ডলার। মাই পাসপোর্ট এসেন্সিয়াল এসই ৭৫০ গিগাবাইট এবং ১ টেরাবাইটের দাম যথাক্রমে ১৩০ এবং ১৭০ ডলার।

সবচেয়ে পাতলা, সবচেয়ে শক্ত কার্বনের জন্য নোবেল পুরস্কার

সভ্যতার ইতিহাসে সবচেয়ে পাতলা দ্রব্য, আরো স্পষ্ট করে বললে একটি এঅনুর সমান পুরুত্ব, ইস্পাতের থেকে ১০০ গুন শক্ত, হতে যাচ্ছে আগামী দিনের প্লাষ্টিক। এভাবেই ব্যাখ্যা করেছেন এর গবেষনার জন্য এবছর নোবেল পুরস্কার পাওয়া দুজন রাশিয়ার পদার্থবিদের একজন।
ইংল্যান্ডের ইউনিভার্সি অব ম্যানচেষ্টারে গবেষনা করছেন আন্দ্রে গিম  এবং কনষ্টানটিন নোভোসেলভ। তাদের গবেষনার বিষয় গ্রাফেন (পেনসিলের শীষ) থেকে কার্বন সিট তৈরী করা। ৬ বছর আগে জানানো হয়েছিল এটা ব্যবহার করা হতে পারে ইলেকট্রনিক্স শিল্পে। এছাড়া অন্যান্য শক্ত বস্তু নির্মানে কাজে ব্যবহার করা যাবে।

October 5, 2010

ইন্টারনেট এক্সপ্লোরারের ব্যবহার কমছে


বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ইন্টারনেট ব্রাউজার মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরারের ব্যবহার কমছে। এই প্রথমবারের মত মোট ব্যবহারের ৫০ ভাগের নিচে নেমে গেছে। অন্যদিকে ক্রমেই ব্যবহার বৃদ্ধি পাচ্ছে গুগলের ক্রোমের। এক বছরে বৃদ্ধি পেয়েছে ৩ গুন।
সাম্প্রতিক জরিপে ইন্টারনেট এক্সপ্লোরারের ব্যবহার ৪৯.৮৭ ভাগ। তাদের ব্যবহার যেমন হ্রাস পেয়েছে সেটা অনেকটা গেছে ফায়ারফক্সের হিসেবে। তাদের অংশ বৃদ্ধি পেয়ে ৩১.৫ ভাগে পৌছেছে। ক্রোম ব্যবহার হচ্ছে বর্তমানে ১১.৫৪ ভাগ।

এন্ড্রয়েডের জন্য স্কাইপি

বহু প্রতিক্ষার পর অবশেষে এন্ড্রয়েডে স্কাইপির ব্যবহার চালু হয়েছে। আপাতত এটা শুধুমাত্র ওয়াইফাই নেটওয়ার্কে ব্যবহার করা যাচ্ছে তবে স্কাইপি জানিয়ে দ্রুতই আমেরিকার বাইরে এর থ্রিজি ভার্শন চালু করা হবে। সাধারন মোবাইলের একচ্ছত্র আধিপত্য খর্ব হতে যাচ্ছে এর মাধ্যমে।

লেনোভো থিংকপ্যাড ল্যাপটপ ৬ কোটি বিক্রি

গত বছরগুলিতে লেনোভো থিংকপ্যাড বহুবার আলোচিত হয়েছে বিভিন্ন কারনে। তাদের এক্স৩০০ থেকে শুরু করে বিশ্বের প্রথম ডুয়াল স্ক্রীন ডব্লিউ৭০০ ওয়ার্কশেস্টশন, সবসময়ই ব্যস্ত রেখেছে প্রযুক্তি সংবাদকে। এবারে একেবারে ভেতরের একটি খবর, এমাসেই থিংকপ্যাডের মোট বিক্রি ৬ কোটি ছাড়িয়ে গেছে। অন্যভাবে দেখলে প্রতি ৬০ সেকেন্ডে তাদের ১৪টি থিংকপ্যাড বিক্রি হয়।

October 4, 2010

স্যামসাং এর ৩৩০ এমবিপিএস ওয়াইম্যাক্স ২ মোবাইল ব্রডব্যান্ড

ওয়াইম্যাক্স ২ নামটি নিশ্চয়ই এখনো শোনেননি। কারন এর অস্তিত্ব নেই। ভবিষ্যতের এই প্রযুক্তির প্রদর্শন করছে কোরিয়ার কোম্পানী স্যামসাং এবছর সিয়াটেক মেলায়। এতে কি করা সম্ভব দেখাচ্ছে তারা। এটা ব্যবহার করে ৪টি হাইডেফিনিশন টিভিতে ফুল এইচডি এবং থ্রিডি ডাটা ব্যবহার করেছে তারা। এরফলে মোবাইল ব্রডব্যান্ড স্পিড ৩৩০ মেগাবিট/সে ব্যবহার করা সম্ভব। এটাও ওয়াইম্যাক্স ২ নামের প্রযুক্তির তাত্ত্বিক মানের ৩ ভাগের ১ ভাগ।

কমদামে এসার এস্পায়ার নেটবুক Acer aspire one D255

এসার তাদের এস্পায়ার ওয়ান ডি২৫৫ নেটবুকের দাম এবং প্রাপ্যতার সময় জানিয়েছে। ডুয়াল কোর এটম প্রসেসরের এই নেটবুক কেনা যাবে ৩৩০ ডলারে, সিংগেল কোর ভার্শনের দাম ২৭০ ডলার। বর্তমানে এটা বিশ্বের সবচেয়ে কমদামী ডুয়াল কোর নেটবুক।
দাম কম হলেও মানের দিক থেকে ছাড় দেয়া হয়নি। এমুর সিষ্টেমে রয়েছে ১ গিগাবাইট র‌্যাম, ২৫০ গিগাবাইট হার্ডডিস্ক, ৬-সেল ব্যাটারী।

ইন্টারনেটের ভুয়া বিল : ৯ কোটি ডলার ফেরত দিচ্ছে ভেরিজোন

টেলিযোগাযোগ ব্যবস্থার সবথেকে বড় অর্থ ফেরত দেয়ার হতে যাচ্ছে এই ঘটনা। ভেরিজোন অয়্যারলেস গ্রাহকদের কাছে ইন্টারনেট ব্যবহারের বিল পাঠিয়ে যে টাকা নিয়েছিল তার ৯ কোটি ডলার ফেরত দিতে হচ্ছে তাকে। কারন যাদের কাছে অর্থ নেয়া হয়েছে তারা আদৌ ইন্টারনেটে তথ্য আদান-প্রদান করেনি।

October 3, 2010

শিশুকে চলাচলে সাহায্য করবে রোবট

শিশুকে দেখাশোনা করা নিশ্চয়ই কঠিন কাজ। শুধু যে সময় দিতে হয় তাই না, সে কোথায় যেতে চায়, কি করতে চায় সেটা বোঝার চেষ্টা করতে হয়। রোবট যদি একাজ করে দেয় তাহলে কেমন হয়।
কিডস ওয়াকার নামের রোবট একাজের জন্যই তৈরী। শিশু যেদিকে যেতে চায় সেদিকে নিয়ে যাবে, যা করতে চায় সেটা করে দেবে। আসলে এটা ঠিক পা ফেলে হাটে না, পায়ের নিচে চাকা ব্যবহার করে। শিশুকে এরমধ্যে বসালে সে সহজেই নিয়ন্ত্রন করবে এই রোবটকে। প্রায় ৫ ফুট উচু এই রোবটের ওজন ৪০০ পাউন্ড।