October 27, 2010

এন্ড্রয়েডের সফটঅয়্যার ১ লক্ষ ছাড়িয়ে গেছে

এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেমের জন্য তৈরী সফটঅয়্যার ১ লক্ষ ছাড়িয়ে গেছে। এন্ড্রয়েড ডেভেলপমেন্ট টিম টুইটারে একথা জানিয়েছে। কাজেই একে আনুষ্ঠানিক ঘোষনা বলে ধরে নেয়া যায়।
একথা ঠিক একটিমাত্র এন্ড্রয়েড ডিভাইসে সব সফটঅয়্যার ব্যবহার করা যাবে না। বিভিন্ন মাপের ডিসপ্লের বিভিন্ন ধরনের ডিভাইসের জন্য এগুলি তৈরী। তারপরও যেকোন ডিভাইসের জন্যই বেছে নেয়ার মত বহু সফটঅয়্যার রয়েছে।
৭০ হাজার থেকে ১ লক্ষে পৌছাতে সময় লেগেছে ৩ মাস। অর্থাত মাসে গড়ে ১০ হাজার সফটঅয়্যার তৈরী হচ্ছে। এদের মধ্যে ৬০ ভাগই বিনামুল্যের।  এমনকি এ্যাংরি বার্ড এর মত গেমের জন্য যেখানে আই-ওএস, ওয়েব-ওএস টাকা নেয় সেটাও এন্ড্রয়েডে বিনামুল্যের।
৩ লক্ষের বেশি সফটঅয়্যার নিয়ে এপল এগিয়ে রয়েছে এই দৌড়ে। আর উইন্ডোজ ফোন ৭ ১ হাজার অতিক্রম করেছে।

No comments:

Post a Comment