July 31, 2010

৭২০পি ভিডিও নিয়ে নোকিয়ার আরেকটি ফোন নোকিয়া সি৭-০০ Next Nokia C7-00

নোকিয়া আরেকটি ফোন আনতে যাচ্ছে হাই ডেফিনিশন ৭২০পি ভিডিও সহ। এতে সিমবিয়ার ৩ অপারেটিং সিষ্টেম এবং ৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। ৩.৩ ইঞ্চি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ভবিষ্যতের এনএইচডি রেজ্যুলুশনের উপযোগি।
নোকিয়া ঘোষনা না দিলেও এ সম্পর্কে যে তথ্য পাওয়া গেছে তাতে এতে মাইক্রোইউএসবি পোর্ট, ৩.৫ মিমি অডিও জ্যাক, ৭২০পি ভিডিও রেকর্ডিং, ৩জি রেডিও এবং মাইক্রোএসডি কার্ড স্লট থাকবে ১১মিমি পুরুত্বের পাতলা এই সেটে। সবদিক দিয়েই এটা এন৮ এর ছোট ভার্শন।

ইন্টেলের অপটিক্যাল ডাটা কানেকশন উদ্ভাবন Intel creates first silicon-based optical data connection with transmission rates up to 50Gbps

বর্তমানের কম্পিউটারগুলিতে সংযোগের জন্য ব্যবহার করতে হয় তামার তার। এরমধ্যে যাতায়াতের সময় সিগন্যাল বাধাগ্রস্থ হয়। দুরত্ব বৃদ্ধির সাথেসাথে এর পরিমানও বাড়তে থাকে। বোর্ডের মধ্যে বিভিন্ন প্রসেসর, মেমোরী ইত্যাদি চীপকে বসাতে হয় গা ঘেসাঘেসি করে। ইন্টেল জানিয়েছে তারা এই সিমাবদ্ধতা ভেঙে নতুন পদ্ধতি বের করেছে। এই পদ্ধতিতে ইলেকট্রনের বদলের আলোর মাধ্যমে ডাটা ট্রান্সফার করা যাবে। ডাটা ট্রান্সফার রেট হবে ৫০ গিগাবিট/সেকেন্ড।

July 30, 2010

অয়্যারলেস চার্জারের স্পেসিফিকেশন নির্ধারন Qi wireless power specification to standardize wireless charging

মোবাইল ফোন, ক্যামেরা অথবা অথবা অন্য ডিভাইসগুলি চার্জ করার জন্য ব্যবহারকারীকে নানারকম সমস্যার মুখে পড়তে হয়।  একাধিক ডিভাইসের জন্য একাধিক চার্জার, কেবল ইত্যাদি। এই সমস্যা সমাধানে তারের সংযোগ ছাড়াই সব ডিভাইসকে চার্জ করার যন্ত্র তৈরীতে একমত হয়েছে অয়্যারলেস পাওয়ার কনসোর্টিয়াম (ডব্লিউপিসি)। বর্তমানে এধরনের চার্জিং এর ব্যবস্থা থাকলেও প্রতিটি ডিভাইসের জন্য বিশেষ চার্জার প্রয়োজন হয়। এদেরকে একই ষ্টান্ডার্ডে আনায় একই চার্জারে একসংগে অনেকগুলি ভিন্ন ভিন্ন ডিভাইস চার্জ করা সম্ভব হবে।

এপলের নতুন আইম্যাক, ম্যাক প্রো এবং সিনেমা ডিসপ্লে Apple new iMac, Mac Pro and Cinema Display

আইপ্যাড-আইফোনের ভীড়ে অনেকে এপলের ডেস্কটপ ডিভাইসগুলির কথা ভুলেই গেছেন। তাদের মনে করিয়ে দিতে এপল তাদের আইম্যাক, ম্যাক-প্রো, মনিটর ইত্যাদিতে পরিবর্তন এনেছে।
তাদের আইম্যাকে রয়েছে ২১.৫ ইঞ্চি এবং ২৭ ডিসপ্লের মডেল। ২১.৫ ইঞ্চি মডেলে কোর আই৫ প্রসেসর এবং ২৭ ইঞ্চি মডেলে কোয়াড কোর আই৭ প্রসেসর রয়েছে।
ম্যাক প্রো মডেলে রয়েছে দুটি ২.৯৩ গিগাহার্টজ ৬ কোর জিওন প্রসেসর। সাথে ৩২ গিগাবাইট র‌্যাম, ৪এক্স ২ টেরাবাইট হার্ডডিস্ক।

ইউটিউব ভিডিওর সময় বৃদ্ধি YouTube increases clip limit

ইউটিউবের সাথে যাদের বানিজ্যিক সম্পর্ক রয়েছে তারা এমন অনেক সুবিধে পান যা বিনামুল্যের ব্যবহারকারীরা পান না। যার একটি হচ্ছে বেশী সময়ের ভিডিও আপলোড করা। এখন বিনামুল্যের ব্যবহারকারীদের জন্য সময়সীমা ৫০% বাড়ানো হয়েছে। আগে ১০ সর্বোচ্চ মিনিট ভিডিও ব্যবহার করা যেত, এখন ব্যবহার করা যাবে ১৫ মিনিট।

July 29, 2010

নোকিয়া এস৪০ ফোনের জন্য অভি ব্রাউজার Ovi Browser beta for S40

নোকিয়া তাদের এস৪০ সেটের সাথে অপেরা মিনি ব্রাউজার ইনষ্টল করে দিচ্ছে বেশ কিছুদিন ধরেই। সেটা শেষ হওয়ার সময় এসেছে। নোকিয়া বেটা ল্যাব এস৪০ এর জন্য অভি ব্রাউজার তৈরী করেছে।
এটা কাজ করে অপেরা মিনির মতই। কাষ্ট সার্ভার পেজকে ওপেন করে, তাকে কম্প্রেস করে, এরপর হ্যান্ডসেটে পাঠায়। অপেরা মিনি একাজই করে।
ব্রাউজারটি এখনও বেটা পর্যায়ে রয়েছে। আপাতত এটা দেখতে একেবারেই অপেরা মিনির মত। বেটা হিসেবে কিছু ফিচার এতে পাওয়া যাবে না, আশা করা যায় ফাইনাল ভার্শনে সেগুলি যোগ করা হবে। আপাতত এটা ৯০% দ্রুত পেজ লোড করে, ইউআরএল এবং ফর্ম অটোফিলিং রয়েছে, ইয়াহু-গুগল-বিং সার্চ ইঞ্জিন কাজ করে, বুকমার্ক ব্যবহার করা যায়।

মেমোরী কার্ডের মধ্যে কম্পিউটার Tegra T20 SODIMM module is a dual-core 1GHz computer

দশক দুয়েক আগে কম্পিউটার ব্যবহারকারীর কাছে ২৫৬ মেগাবাইট র‌্যাম ছিল স্বপ্নের বিষয়। বর্তমানে অনায়াসে আপনি গিগাবাইট মেমোরী লাগাতে পারেন একটি মডিউল ব্যবহার করেই। কিন্তু তাই বলে মেমোরী মডিউলে পুরো কম্পিউটার!
কলিব্রির তৈরী টেগরা টি২০ দেখতে সাধারন মেমোরী মডিউলের মত হলেও আসলে পুরোপুরি কম্পিউটার। এতে রয়েছে ডুয়াল কোর ১ গিগাহার্টজ প্রসেসর। এতে ব্যবহার করা যাবে টাচস্ক্রিনসহ ১০৮০পি ফুল হাই ডেফিনিশন ভিডিও। এমনকি থ্রিডি রেন্ডারিং সহ ১৬৮০-১০৫০ এলসিডি ব্যবহার করা যাবে।

শরীরে মোড়ানো কম্পিউটার BeagleBoard wearable computer

যায়গা সংকটে ভুগছেন ? কম্পিউটার কোথায় রাখবেন ঠিক করতে পারছেন না ?
নিজের শরীরের সাথেই জড়িয়ে রাখুন। ছবির এই কম্পিউটার তৈরী করেছেন মার্টিন ম্যাগনুসন। এতে অপারেটিং সিষ্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে লিনাক্স। ইনপুট হিসেবে কিবোর্ড সংযোগে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ আর ইন্টারনেটের জন্য যোগ করা হয়েছে আইফোন। আর ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে মাইভু ক্রিষ্টাল ভিডিও গ্লাস।

এএমডি ছাড়িয়ে গেছে এনভিডিয়াকে AMD tops Nvidia in graphics chip shipments

অন্যভাবে বলা যেতে পারত, এটিআই ছাড়িয়ে গেছে এনভিডিয়াকে। বাস্তবে বিষয়টি একই কারন এটিআই এর বর্তমান মালিকানা এএমডির।
নিশ্চয়ই বুঝে গেছেন কথা হচ্ছে গ্রাফিক্স চীপ নিয়ে। বিশ্বের প্রধান  নির্মাতাদের মধ্যে এই দুজনার প্রতিদ্বন্দিতা ক্রমেই জোরালো হচ্ছে। এবছর তৈমাসিক হিসেবে দ্বিতীয় ভাগে দুজনার অবস্থা এএমডির পক্ষে ৫১, এনভিডিয়ার ৪৯। যেখানে গতবছর এনভিডিয়া ৫৯ ভাগ এবং এএমডি ৪১ ভাগে অবস্থান করছিল।

এটিএম হ্যাকিং Hacker breaks into ATM

পকেটে টাকা নিয়ে বেড়ানোর চেয়ে বরং একটা কার্ড নিয়ে বেড়ানো নিরাপদ। যখন প্রয়োজন একটা এটিএম বুথে ঢুকে কার্ড ব্যবহার করে পেয়ে যাবেন টাকা। অত্যন্ত নিরাপদ বলে পরিচিত এই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে সারা বিশ্বে। বাংলাদেশেও অন্তত ঢাকা শহরে এটিএম বুথের অভাব নেই। কিন্তু কতটুকু নিরাপদ এই পদ্ধতি ?
অন্তত বার্নাবি জ্যাক দেখিয়েছেন তিনি ইচ্ছে করলেই এটিএম থেকে টাকা সরাতে পারেন।
তিনি চোর নন, আইওএকটিভ ল্যাব নামে একটি গবেষনা প্রতিস্ঠানের প্রধান। তিনি নিজের ল্যাপটপ এবং নিজের তৈরী সফটঅয়্যার ব্যবহার করে দেখিয়েছেন এটিএম এর নিজস্ব অপারেটিং সিষ্টেমকে নির্দেশ দিয়ে টাকা সরানো যায়। ব্লাক হ্যাট সিকিউরিটি কনফারেন্সে তিনি সেটা করে দেখিয়েছেন।

July 28, 2010

স্যামসাং এর ওয়াই-ফাই সহ ক্যামেরা Samsung WiFi-enabled ST80 camera, swiveling-lens HMX-E10 pocket camcorder

ক্যামেরা কোম্পানীগুলি যে পরিমান নতুন ক্যামেরা বাজারে আনে তারসাথে তাল মেলানো যে কারো জন্যই কঠিন। এটুকুই লক্ষ্য করার থাকে, তাতে বিশেষভাবে কি বৈশিষ্ট রয়েছে। স্যামসাং এর নতুন ক্যামেরাদুটি সে হিসেবে কিছুটা বৈশিষ্টের দাবীদার। তাদের এসপি৮০ মডেলে রয়েছে ওয়াইফাই, ইমেইল ব্যবহারের সুযোগ, সরাসরি ছবি আপলোড করার ব্যবস্থা। এতে ৩এক্স অপটিক্যাল জুমও রয়েছে। এর ইমেজ সেন্সর ১৪.২ মেগাপিক্সেল, ডিসপ্লে ৩ ইঞ্চি ডাব্লিউকিউভিজিএ টাচস্ক্রিন। এতে ৭২০পি হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে। আরেকটি বড় বৈশিষ্ট, অনায়াসে পকেটে পুরে বয়ে বেড়ানো যাবে।

তোসিবার থ্রিডি এলসিডি টিভি Toshiba Cell Regza 3D LCD

তোসিবা ৩টি নতুন টিভির মডেলের কথা জানিয়েছে। এদেরকে জাপানের সর্বশেষ প্রযুক্তি বলতে আপত্তি থাকার কথা না। ৫৫ইএক্স২, ৪৬এক্সই২ এবং ৫৫এক্স২ মডেল তিনটির বর্ননা সেকথাই বলে। মডেল থেকে এটুকু ধারনা করতে পারেন এগুলি যথাক্রমে ৫৫, ৪৬ এবং ৫৫ ইঞ্চি। এর বাইরে যা জানতে চান তা হচ্ছে, ২৪০ হার্টজ রিফ্রেস রেট, ১,০০০ নিট ব্রাইটনেস, ৯,০০০,০০০:১ ডায়নামিক কন্ট্রাষ্ট রেশিও এবং টুডি-থ্রিডি কনভার্শন। আপনার পুরনো টুডি ভিডিওগুলিকেও থ্রিডিতে পরিনত করে দেখাবে।

বিশ্বের সবচেয়ে বড় ছবি 71-Gigapixel Photo Sets New Record

হাঙ্গেরীর কয়েকজন তরুন সবচেয়ে বড় ছবি উঠানোর রেকর্ড গড়েছে। ৭১ গিগাপিক্সেল এই ছবি উঠাতে তাদের সাহায্য করে এপশন, মাইক্রোসফট এবং সনি। বুদাপেষ্টের সবচেয়ে উচু যায়গা ১০০ বছরের পুরনো অবজারভেটরী থেকে শহরের ৩৬০ ডিগ্রী প্যানোরমিক ছবি উঠিয়েছে তারা। এতে ব্যবহার করা হয়েছে সনি এ৯০০ ক্যামেরা বডি, মিনোল্টা এএফ ৪০০ মিমি লেন্স, সাথে ১.৪এক্স টেলিকনভার্টার। উচু মানের ট্রাইপড এবং বিশেষভাবে তৈরী রোবোটিক হেড ব্যবহার করেও ছবি উঠাতে সময় লেগেছে ৩ ঘন্টা।

প্যানাসনিকের থ্রিডি ইন্টারচেঞ্জেবল লেন্স Panasonic Interchangeable 3D Lens For Lumix G Micro System

থ্রিডি প্রযুক্তিতে নিজেদের আধিপত্য বজায় রাখতে আরেকটি নতুন পদক্ষেপ নিয়েছে প্যানাসনিক। তাদের এবারের আয়োজন থ্রিডি ইন্টারচেঞ্জেবল লেন্স। শুধুমাত্র লেন্স পাল্টে আপনার ক্যামেরাকে থ্রিডি ক্যামেরায় পরিনত করা যাবে। আপাতত তাদের জি-সিরিজের ক্যামেরার জন্য আনা হচ্ছে এই লেন্স।

প্যানাসনিকের পকেট সাইজ ফুল এইচডি ক্যামেরা Panasonic High Definition Pocket-Sized Mobile Video Camera

পকেট সাইজ ক্যামেরা আছে অনেকেরই, ফ্লিপ ডিজিটাল থেকে শুরু করে ক্রিয়েটিভ পর্যন্ত। এবার প্যানাসনিকও সেই দলে যোগ দিল তাদের প্রথম পকেট সাইজ ক্যামেরা টিএ১ এনে। এতে ফুল হাই ডেফিনিশন ১৯২০-১০৮০ ভিডিও রেকর্ড করা যাবে। কম্পিউটারে লাগিয়ে উচুমানের ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করা যাবে, স্কাইপি ব্যবহার করা যাবে। সরাসরি ইউটিউবে ভিডিও আপলোড করা যাবে। ম্যাকের আইফ্রেম ফরম্যাট সাপোর্ট করবে।
২.০৯-০.৭০-৪.০৯ ইঞ্চি মাপের এই ক্যামেরা হাতের মধ্যে রেখে ব্যবহার করা যাবে। এর ব্যবহার একেবারেই সহজ। একেবারে স্পষ্টভাবে রয়েছে পাওয়ার, প্লে, রেকর্ড, ষ্টিল ফটো, এলইডি লাইট এবং ডিলিট বাটন। বিভিন্ন সেটিং সিলেক্ট করার জন্য সেন্টারপ্যাড রয়েছে।

July 27, 2010

চীনে এইচটিসি HTC branded mobile phones in China

তাইওয়ানের কোম্পানী এইচটিসি জানিয়েছে তারা চায়না মোবাইলের সাথে এক চুক্তির মাধ্যমে চীনে এইচটিসি মুলনামে তাদের হ্যান্ডসেট বিক্রি করতে যাচ্ছে। তাদের বক্তব্য, তাদের পন্যের নাম ইতিমধ্যেই চীনে যথেষ্ট পরিচিত কাজেই বিক্রিতে কোন সমস্যা নেই। প্রথম সেট হিসেবে এইচটিসি ওয়াইল্ডফায়ার বিক্রি করতে যাচ্ছে তারা। এছাড়া এইচটিসি ডিজায়ারও বিক্রি করা হবে।
এইচটিসি মাত্রই ঘোষনা করেছে তারা ডিসপ্লে হিসেবে এমোলেড এর পরিবর্তে সুপার-এলসিডি ব্যবহার করতে যাচ্ছে। তারপরই এই খবর দেয়া হল।

সনি ফটোগ্রাফি প্রতিযোগিতার বিজয়ী Sony World Photography Awards 2010 Student Winners

সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি এওয়ার্ড এর ২০১০ ষ্টুডেন্ট ফোকাস বিভাগের বিজয়ীর নাম ঘোষনা করা হয়েছে। আর্জেন্টিনার এসকুয়েলা আর্জেন্টিনা ডি ফটোগ্রাফিয়া-র ছাত্র ভিক্টোরিয়া এবং রডরিগো ২০১০ সালের পুরস্কার জিতেছেন। প্রতিযোগিতার মোট পুরস্কারের পরিমান ৪৫ হাজার ইউরো। ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২ জন এই পুরস্কার পাবে।
২০১০ এর প্রতিযোগিতার বিষয় ছিল ৬টি ধারাবাহিক ছবির মাধ্যমে পাওয়ার (শক্তি) তুলে ধরা। বিজয়ীরা তাদের ছবিকে পাওয়ার হিসেবে পানিকে উল্লেখ করেছে। তাদের ছবির বিষয় আর্জেন্টিনার ভিলা এপেকুয়েন নামে একটি শহর।

ফটোগ্রাফি বিবি পত্রিকার ৩০তম সংখ্যা PhotographyBB Online Magazine 30th edition available

বিনামুল্যের ফটোগ্রাফি বিবি পত্রিকার ৩০তম সংখ্যা ডাউনলোডের জন্য দেয়া হয়েছে। বর্তমান সংখ্যায় মুল বিষয় ন্যাচার ফটোগ্রাফি। সম্পাদক ডেভ সিরাম ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফির বিভিন্ন দিক তুলে ধরেছেন। এছাড়া ফেসবুক অটোমেশন এর টিউটোরিয়াল রয়েছে এই সংখ্যায়।
উল্লেখ্য বিনামুল্যের এই পত্রিকা নবীন এবং মধ্যম পর্যায়ের ফটোগ্রাফারদের নানারকম শিক্ষামুলক বিষয় তুলে ধরে। তাদের ওয়েবসাইট থেকে আগের সংখ্যাগুলিও ডাউনলোড করা যায়।

১২ বছর পর বাজারে আসছে ষ্টারক্রাফট নতুন ভার্শন Starcraft II Releasing today

ব্লিজার্ডের তৈরী রিয়েল টাইম ষ্ট্রাটেজি গেম ষ্টারক্রাফট বাজারে এসেছিল ১৯৯৮ সালে। এরপর কিছু এক্সপানশন প্যাক ছাড়া নতুন ভার্শন তৈরী করা হয়নি। অত্যন্ত জনপ্রিয় এই গেমের পরবর্তী ভার্শন ষ্টারক্রাফট ২ রিলিজ হচ্ছে ২৭ জুলাই। ২৬ শতকের দুরের এক গ্যালাক্সির ঘটনা নিয়ে এই গেমে ৩টি অধ্যায় থাকবে। প্রথম অধ্যায় উইংস অব লিবার্টি ছাড়া হচ্ছে আজ, ২৭ তারিখে। বাকি দুটি অধ্যায় এক্সপানশন প্যাক হিসেবে ছাড়া হবে।
এর বেটা ভার্শন থেকে দেখা গেছে এর উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে গ্রাফিক ইঞ্জিনে। উচু মানের কম্পিউটারে এটা যেমন সুন্দর দেখাবে তেমনি ব্যবহার করতে খুব শক্তিশালী কম্পিউটার প্রয়োজন হবে এমন কথা নেই।

সোসাল নেটওয়ার্কিং সাইট ব্যবহারের হ্রাসবৃদ্ধি winners and losers in social networks

ফেসবুকের ব্যবহারকারী ৫০ কোটি ছুয়েছে কিছুদিন আগে। সব সোস্যাল নেটওয়ার্কিং সাইট তাদের মত দ্রুতহারে জনপ্রিয়তা পাচ্ছে এমনটা নিশ্চয়ই না, কোন কোন প্রতিষ্ঠিত সাইট তাদের জনপ্রিয়তা হারাচ্ছে। সাম্প্রতিক একটি জরিপ সেকথাই বলে। জনপ্রিয়তা বাড়ছে যেমন ফেসবুক, টুইটার, অরকুটের তেমনি কমছে মাইস্পেস, ফ্লিকার এর।

উইকিলিকস নিয়ে বিতর্ক The Inevitability of Wikileaks

গত কয়েকদিনে উইকিলিকসে মার্কিন সামরিক তথ্য প্রকাশ করার বিষয়টি যতটা আলোচিত হয়েছে অন্য কোন খবর ততটা প্রাধান্য পায়নি। বিষয়টি স্বাভাবিক। আফগানিস্তানের মার্কিন বাহিনীর পরিকল্পনার কথা পর্যন্ত প্রকাশ করা হয়েছে এতে। প্রকাশ পেয়েছে এমন অনেক তথ্য যা গোপন করে রাখা হয়েছিল। একটি বিষয় হয়ত ততটা গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়নি, উইকিলিকস এর এই তথ্য প্রকাশ কতটুকু অবস্যম্ভাবী?
বর্তমান উইকিলিকস পরিচালনা করছেন একজন অষ্ট্রেলিয়ান, জুলিয়ান এসাঞ্জি। সারা বিশ্বের নানারকম গোপন তথ্য প্রকাশ করে যাচ্ছে তারা। বর্তমান ঘটনাকে স্বাগত জানিয়েছে  এমনেষ্টি ইন্টারনাশনাল, আর মার্কিন সরকারের ভাষ্যমতে এটা জাতিয় নিরাপত্তার জন্য হুমকি। সাধারন মানুষ পক্ষে-বিপক্ষে অবস্থান নেবেন এটাই স্বাভাবিক। তারপরও, কিছু বিষয় এখানে উল্লেখ করতেই হয়,

আইফোন আনলক করা বৈধ iPhone unlock is legal

আইফোন আনলক করে ব্যবহার করা (জেলব্রেকিং) বৈধ হিসেবে রায় দিয়ে নতুন আইন করা হয়েছে। নতুন এই আইনে ব্যবহারকারী এক্সেস কন্ট্রোল ভেঙে অন্য নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন, টেকনিক্যাল প্রোটেকশন ভেঙে গেম বা অন্যকিছুর ত্রটি ঠিক করতে পারবেন, শিক্ষক-ছাত্র-ডকুমেন্টারী নির্মাতা প্রোটেকটেড ভিডিও শিক্ষামুলক কাজে ব্যবহার করতে পারবেন, কম্পিউটার ব্যবহারকারী ডংগল এর মত এক্সটারনাল সিকিউরিটি বাদ দিতে পারবেন, রিড-এলাউড এর মত সফটঅয়্যারে ব্যবহারের জন্য ই-বুকের প্রোটেকশন ভাঙতে পারবেন।
১৯৯৮ সালের আইনে এধরনের কাজে যে বিধিনিশেধ ছিল সেগুলি বাতিল করা হয়েছে এই নতুন আইনে। আইফোনের ক্ষেত্রে বিষয়টি গুরুত্বপুর্ন কারন বর্তমানে জেলব্রেক না করা পর্যন্ত শুধুমাত্র এপলের অনুমোদিত সফটঅয়্যার ব্যবহার করা যায়।

অনলাইনের ছবি বা ভিডিও থেকে লোকেশন জানা যাবে

আপনি হয়ত ইন্টারনেটে ছবি কিংবা ভিডিও পোষ্ট করেছেন নিজের পরিচয় গোপন রেখে। আপনি কোথায় ছবি বা ভিডিও করেছেন সেটা জানাতে চান না। সেক্ষেত্রে আপনার আরো সাবধান থাকা উচিত, ডিজিটাল ছবি কিংবা ভিডিও থেকে জানা সম্ভব সেটা কোথায় উঠানো হয়েছে। অনেক ডিজিটাল ক্যামেরা এবং স্মার্টফোনের ছবি উঠানোর সময় সেখানকার অক্ষাংশ-দ্রাঘিমাংশের তথ্য ছবির সাথে যুক্ত হয়। আপলোড করার পরও সেটা থেকে যায়।

মিডিয়া কনভার্টার সাইবারলিংক মিডিয়াএসপ্রেসো ৬ CyberLink MediaEspresso 6

সাইবারলিংক কর্পোরেশন তাদের দ্রুতগতির মিডিয়া কনভার্শন সফটঅয়্যার মিডিয়া শো এসপ্রেসো এর নাম পরিবর্তন করে মিডিয়াএসপ্রেসো ৬ নামে রিলিজ দিয়েছে। এতে যে কোন ফরম্যাটের ভিডিও, ছবি, অডিও ফাইন কনভার্ট করা যায়। বিভিন্ন ধরনের স্মার্টফোন, আইফোন, এন্ড্রয়েড থেকে শুরু করে আইপড, আইপ্যাড এমনকি এক্সবক্স, প্লেষ্টেশন সব ফরম্যাটই ব্যবহার করা যায় এতে। এছাড়া ট্রুথিয়েটার টেকনোলজি নামে বিশেষ প্রযুক্তি যোগ করা হয়েছে যা ভিডিওর মানকে উন্নত করবে।

প্লাষ্টিকের বোতলে চেপে প্রশান্ত মহাসাগর পাড়ি Plastic-bottle boat completes voyage across Pacific

১২ হাজার সফট ড্রিংকের খালি প্লাষ্টিকের বোতলের তৈরী নৌকায় চেপে ১১ হাজার মাইল সমুদ্র পাড়ি দেবার রেকর্ড গড়েছে ৬ জনের এক দল। ক্যালিফোর্নিয়ার গোল্ডেন গেট ব্রিজ থেকে শুরু করে যাত্রা শেষ করেছে অষ্ট্রেলিয়ার সিডনিতে। সময় লেগেছে ৪ মাস।
প্লাষ্টিকি নামের ৬০ ফুটের এই নৌকা তৈরী হয়েছে রিসাইকেল করা ১২ হাজার ২ লিটার খালি বোতল দিয়ে। অবশ্য এই কারনে তাদের নৌকাকে একেবারে সেকালের বলে ধরে নেবেন না। এতে ছিল সোলার প্যানেল, দুটি উইন্ড টারবাইন এবং একটি টারবাইন এবং প্রোপালশান সিষ্টেম। এছাড়া পাতন পদ্ধতিতে পানি বিশুদ্ধ করার যন্ত্র এবং মুত্র থেকে পানি শোধন যন্ত্র।

July 26, 2010

নাইকল লেন্স ক্যানন ক্যামেরায় ব্যবহারের জন্য নোভোফ্লেক্স এডাপটার Novoflex Adapter To Use Nikon Lenses on Canon Bodies

আপনি হয়ত নাইকন এবং ক্যানন দুই ব্যবহার করেন। যা করতে পারেন না তা হচ্ছে নাইকনের যে জুম লেন্স রয়েছে তাকে ক্যানন ক্যামেরায় লাগিয়ে ছবি তোলা। একাজটি করতে পারেন নোভোফ্লেক্স এর এডাপটার ব্যবহার করে। নাইকনের জি-সিরিজ লেন্স ব্যবহার করে ক্যানন ক্যামেরায় এপারচার কন্ট্রোল, স্টপডাউন মিটারিং, এপারচার প্রায়োরিটি ইত্যাদি ব্যবহার করা যাবে। উল্লেখ করা যেতে পারে জি-সিরিজের লেন্সে এপারচার রিং থাকে না। এটা ব্যবহার করে সেই সুবিধে যোগ করা যাবে।

প্যানাসনিকের থ্রিডি ক্যামেরা Panasonic consumer-grade 3D camcorder HDC-SDT750

প্যানাসনিকের প্রফেশনাল লেভেলের থ্রিডি ভিডিও ক্যামেরা পাওয়া যায় অনেকদিন থেকেই। শোনা যাচ্ছিল সাধারন ব্যবহারকারীদের জন্য কনজুমার লেভেলের থ্রিডি ক্যামেরা আনতে যাচ্ছে তারা। সেসম্পর্কে আরো তথ্য পাওয়া গেছে। তাদের ক্যামেরার নাম এইচডিসি-এসডিটি৭৫০। বিশ্বের প্রথম থ্রিডি শ্যুটিং ক্যামকোর্ডার বলে উল্লেখ করা এই ক্যামেরার আনুষ্ঠানিক ঘোষনা দেয়া হবে ২৮ জুলাই।

July 25, 2010

পুলিশের হাতে আসছে লেজারগান Police to experiment blinding Dazer Laser

লেজার গানের কথা এতদিন বৈজ্ঞানিক কল্পকাহিনীতে পড়েছেন। অচিরেই পুলিশের কাছে আসছে এধরনের অস্ত্র। সবুজ রঙের আলো ছড়াবে এটা। যার চোখে তাক করা হবে সে মুহুর্তের মধ্যে অন্ধ হয়ে যাবে। পুলিশের পক্ষে হাতকড়া লাগানো তখন কোন ব্যাপারই না।

ফটোউইক ডিসি ফটোগ্রাফি প্রতিযোগিতা FotoWeek DC International Awards Competition

ফটোগ্রাফি উসব ফটোউইক এর পক্ষ থেকে আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতার জন্য ছবি আহ্বান করা হয়েছে। ১২টি ভিন্ন ভিন্ন বিভাগে প্রথম পুরস্কার ৫ হাজার ডলার সহ প্রতিটি বিভাগে ২য়, ৩য় পুরস্কার রয়েছে। এছাড়া স্পিরিট অব ওয়াশিংটন পুরস্কারও রয়েছে। সৌখিন এবং পেশাদার সবধরনের ফটোগ্রাফার অংশ নিতে পারবেন এতে। অংশ নেয়ার জন্য এন্ট্রি ফি দিতে হবে। জুলাই ৩১ এর মধ্যে জমা দিলে বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে।

অনিরাপদ সফটঅয়্যারের শীর্ষে এপল Apple takes top spot in software insecurity

এপল ভাইরাস আক্রমনের শিকার হয়না এই প্রচলিত ধারনাকে একেবারে উল্টে দিয়েছে সিকিউরিটি কোম্পানী সিকুনিয়া। তাদের দেয়া তথ্য অনুযায়ী ২০১০ এর প্রথমার্ধে অন্য যে কোন কোম্পানীর চেয়ে বেশি আক্রমনের শিকার হয়েছে এপল। এর আগে সবচেয়ে নিরাপদ তালিকার একেবারে নিচে ছিল ওরাকল। বর্তমানে সেটা ১ নম্বর স্থান দখল করে সবচেয়ে নিরাপদ বলে বিবেচিত হচ্ছে। ২০০৭ এ এপলের অবস্থান ছিল ৩ নম্বরে।

July 24, 2010

ওয়াকম অয়্যারলেস ট্যাবলেট Wacom Intuos4 Wireless

গ্রাফিক ডিজাইনার কিংবা ডিজিটাল আর্টিষ্টের কাছে গ্রাফিক ট্যাবলেট অত্যন্ত প্রয়োজনীয় একটি ডিভাইস। এক্ষেত্রে সকলের আগে নাম করতে হয় ওয়াকমের। নানা আকারের নানা ধরনের ট্যাবলেট রয়েছে তাদের। সৌখিন থেকে শুরু করে পেশাদার সকলের জন্য। তাদের ইনটুওস৪ এর অয়্যারলেস ভার্শন বাজারে ছাড়ার কথা জানিয়েছে তারা।
সাধারন ট্যাবলেটের মধ্যে স্মল, মিডিয়াম, লার্জ, এক্স-লার্জ ইত্যাদি বেশ কয়েকটি আকারে তাদের ট্যাবলেট পাওয়া যায়। অয়্যারলেস ভার্শন পাওয়া যাবে একটিমাত্র আকারের, ৮-৫ ইঞ্চি (২০৩.২ ১২৭ মিমি), সাধারন মিডিয়াম সাইজের সমান। কাজের দিক থেকে অবশ্য ইউএসবি ভার্শনের সাথে অয়্যারলেস ভার্শনে কোন পার্থক্য নেই। মুলত কাজের পরিবেশের জন্যই সহায়ক হতে পারে এটা।

৩৫ ডলারের কম্পিউটার তৈরী করছে ভারত India unveils prototype of $35 tablet computer

৩৫ ডলার দামে বিক্রি করা যাবে এমন কম্পিউটার তৈরী করছে ভারত। দেখতে অনেকটাই আইপ্যাডের মত, দাম ১৪ ভাগের একভাগ। টাচস্ক্রিনভিত্তিক এই ট্যাবলেট ছাত্রদের হাতে তুলে দেয়ার লক্ষ্যে আগামীবছর তৈরী শুরু হবে।
লিনাক্স অপারেটিং সিষ্টেমভিত্তিক এই কম্পিউটার ১৫০০ ভারতীয় রুপিতে বিক্রি করা হবে। এটা বাস্তব হলে বিশ্বের সবচেয়ে কমদামী কম্পিউটার হবে নিশ্চয়ই। তবে কথা হচ্ছে, এধরনের কথা আগে একাধিকবার বলা হয়েছে। একবার ঘোষনা দেয়া ১০ ডলারের নোটবুকের খবরও হয়ত পড়েছেন এই ওয়েবসাইটে।

আইফোন ব্যবহারকারীর জন্য বিনামুল্যে স্যামসাং গ্যালাক্সি এস

আপনার ত্রুটিযুক্ত আইফোনের জন্য আমরা দুঃখিত। আমাদের সাথে যোগাযোগ করলে বিনামুল্যে গ্যালাক্সি এস দেব। টুইটার ব্যবহারকারী হিসেবে এধরনের মেসেজ পেলে কতটা খুশী হবেন ?
বৃটেনের কিছূ আইফোন ব্যবহারকারী এধরনের মেসেজ পেয়েছেন এবং পরবর্তীতে বিনামুল্যে গ্যালাক্সি এস হ্যান্ডসেটও পেয়েছেন। কারন সহজেই অনুমেয়, অল্প খরচে বড় প্রচার।

এইচপি স্লেটের আদলে চীনের ১০ ইঞ্চি ট্যাবলেট HP slate lookalike tablet in China

চীন তৈরী করতে পারে না এমন কিছু নেই, এটা আক্ষরিক অর্থেই সত্য মনে করেন অনেকে। সন্দেহ থাকলে ছবির ১০ ইঞ্চি উইন্ডোজ ৭ ট্যাবলেট দেখুন। এইচপির ৮.৯ ইঞ্চি স্লেট পিসির হুবহু নকল। সাথে এমনকিছু রয়েছে যা এইচপির পিসিতে নেই। ১০ ইঞ্চি ১৩৬৬-৭৬৮ রেজ্যুলুশনের রেজিষ্টিভ মাল্টিটাচ ডিসপ্লে চীনের নিজস্ব ভাষা ব্যবহারের জন্য উপযোগি। সেইসাথে রয়েছে ওয়েবক্যাম।

July 23, 2010

ফোনের দাম কমায় নোকিয়ার লাভ কমেছে Nokia profits fall as smartphones get cheaper

বছরের দ্বীতিয় ত্রৈমাসিক হিসেব প্রকাশ করছে বিভিন্ন কোম্পানী। এই ৩ মাসে বিশ্বের সবচেয়ে বড় মোবাইল ফোন নির্মাতা নোকিয়া বিক্রি করেছে ১২৮৪ কোটি ডলারের। এই পরিমান আগের ৩ মাসের তুলনায় ৫ ভাগ বেশি, আগের বছরের তুলনায় ১ ভাগ বেশি। তারপরও ফোনের দাম কমে যাওয়ায় সত্যিকারের লাভ কমে গেছে। আগের ৩ মাসের তুলনায় কমার পরিমান ২৩ ভাগ, আগের বছরের তুলনায় ১৬ ভাগ।

নতুন প্রজন্মের ই-বুক আনছে শার্প Sharp preps next-gen E-book format

আমাজন কয়েকমাস আগে জানিয়েছিল তাদের ই-বুকের বিক্রি প্রিন্টড বইকে ছাড়িয়ে গেছে। সম্প্রতি তারা জানিয়েছে এই বৃদ্ধি ছাপানো বইয়ের থেকে ৫০ ভাগ বেশি।  যেভাবে বিভিন্ন কোম্পানী ইবুক রিডার, ট্যাবলেট ইত্যাদি তৈরী করছে তাতে আগামীতে ডিজিটাল পাবলিশিং কিংবা ইবুকের চাহিদা আরো বাড়বে এটাই স্বাভাবিক। এমন সময়ে শার্প জানিয়েছে তারা নতুন প্রজন্মের ইবুক ফরম্যাট বাজারে আনতে যাচ্ছে এবছরই।

সবধরনের সুবিধে নিয়ে ৭ ইঞ্চি এন্ড্রয়েড ট্যাবলেট ভারতে 7 Inch Android Tablet Olive Pad VT100 in India

বিশ্বের বড়বড় প্রায় সব কোম্পানীই ট্যাবলেট পিসি বাজারে আনার কাজ করে যাচ্ছে। পিছিয়ে নেই ভারতও। তাদের অলিভ টেলিকম ভারতের প্রথম ৩.৫জি এন্ড্রয়েড (আপাতত ২.১) পিসির কথা জানিয়েছে। অলিভ প্যাড ভিটি১০০ নামের এই ট্যাবলেট পিসিতে ব্লুটুথ, ওয়াইফাই, এসডি কার্ড স্লট, ৫১২ মেগাবাইট মেমোরী, ৫১২ মেগাবাইট রম, ৩.৫ মিমি অডিও জ্যাক, ৩ মেগাপিক্সেল ক্যামেরা, ইউএসবি সকেট সবকিছুই রয়েছে।
৭ ইঞ্চি ডিসপ্লের রেজ্যুলুশন ৮০০-৪৮০। ভিডিও কলের জন্য সামনের দিকে ক্যামেরা রয়েছে। এতেও সন্তুষ্ট না হলে আরো রয়েছে ভয়েস ব্যবহারের সুযোগ। ফলে একে সবচেয়ে বড় স্মার্টফোনও বলতে পারেন।

স্যামসাং এর কমদামী ক্যামেরা Samsung PL200

ডুয়ালভিউ বিষয়টি যদি আপনাকে আকৃষ্ট না করে, যদি দাম বেশি মনে হয় তাহলে আপনার জন্য স্যামসাংএর পিএল-২০০ আদর্শ ক্যামেরা হতে পারে। ১৪.২ মেগাপিক্সেলের এই ছোট আকারের ক্যামেরায় সাধারনভাবে যাকিছু সুবিধে থাকা প্রয়োজন সবই রয়েছে, হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা পর্যন্ত। তারপরও দাম ২০০ ডলারের নিচে।

এমএসআই থ্রিডি ল্যাপটপ, একটিভ সাটার গ্লাস প্রয়োজন হবে না MSI TriDef 3D Laptop

থ্রিডি দেখার জন্য চশমা প্রয়োজন হবেনা এধরনের প্রযুক্তির কথা শোনা যাচ্ছে বেশ কিছুদিন থেকে। সবশেষ খবর, এমএসআই অন্যদের থেকে এবিষয়ে এগিয়ে রয়েছে। এই সেপ্টেম্বরেই তারা এমন থ্রিডি ল্যাপটপ বাজারে আনতে যাচ্ছে যেখানে থ্রিডি দেখার জন্য একটিভ সাটার গ্লাস প্রয়োজন হবে না। এতে এনভিডিয়া থ্রিডি ভিশন ব্যবহার করা হয়েছে। মুলত ডায়নামিক ডিজিটাল ডেপথ এর ট্রাইডেফ থ্রিডি সফটঅয়্যার ২ডি ইমেজকে থ্রিডি ইমেজ করে দেখাবে।

July 22, 2010

বোকার মত ছিনতাই Bicyclist steals iPhone during GPS demo

ছিনতাইকারী কি বোকার মত কাজ করে ? অন্ততমোবাইল ফোন ছিনতাইকারী ?
ঢাকার অধিবাসিরা বলবেন করে না। ছিনতাইয়ের আগেই হিসেব করে নেয় ধরা পরার সম্ভাবনা কতটুকু। এমনকি ধরা পরলে কতটুকু গনপিটুনি খাওয়ার মধ্যে পুলিশ এসে তাকে রক্ষা করবে সেটাও নাকি ঠিক করা থাকে।

স্যামসাং নতুন দুটি ডুয়ালভিউ ক্যামেরা Samsung ST100, ST600

স্যামসাং এর ডুয়াল ভিউ ক্যামেরার বৈশিষ্ট হচ্ছে এর সামনের দিকে দ্বিতীয় একটি ডিসপ্লে রয়েছে। নিজের ছবি উঠানোর জন্য সেটা যেমন কার্যকর তেমনি শিশুর ছবি উঠানোর সময় এতে কার্টুন দেখিয়ে তাকে ক্যামেরার দিকে আকৃষ্ট করা যায়। এধরনের দুটি নতুন মডেলের ক্যামেরার ঘোষনা দিয়েছে স্যামসাং। এসটি-১০০ এবং এসটি-৬০০ নামে ক্যামেরাদুটির দাম যথাক্রমে ৩৫০ এবং ৩৩০ ডলার। বাজারে পাওয়া যাবে সেপ্টেম্বর থেকে।

ফুজিফিল্মের নতুন সুপারজুম ক্যামেরা Fujifilm Finepix S2800HD / S2900HD

ফুজিফিল্মের নতুন সুপারজুম ক্যামেরা ফাইনপিক্স এ২৮০০এইচডি (আরেক নাম এস২৯০০এইচডি)। এতে আগের মডেল থেকে রেজ্যুলুশন বাড়িয়ে সেন্সরকে ১৪ মেগাপিক্সেল করা হয়েছে। এছাড়া ১৮ এক্স অপটিক্যাল জুমের এই ক্যামেরায় ম্যানুয়াল, প্রোগ্রামড অটোএক্সপোজার, সাটার এবং এপারচার প্রায়োরিটি মোড রয়েছে। সুপার ম্যাক্সো মোডে লেন্স থেকে মাত্র ২ সেমি দুরত্বে ফোকাস করা যাবে। এইচডি ভিডিও রেকর্ডিং সুবিধে, এইচডিএমআই পোর্ট সহ এই ক্যামেরার দাম মাত্র ২৬০ ডলার।
এর ১৮ এক্স ফুজিনন লেন্স ব্যবহার করে ২৮মিমি ওয়াইড এঙ্গেল থেকে ৫০৪ মিমি টেলিফটো পর্যন্ত ছবি উঠানো যাবে। এছাড়া এতে ইনষ্ট্যান্ট জুম নামে একটি ফিচার রয়েছে যা ব্যবহার করে ওয়াইড এঙ্গেলেও দুরের বস্তুর নির্দিষ্ট অংশ তুলতে পারবেন।

বিশ্বের সবচেয়ে দ্রুতগতির মেমোরী World’s fastest 4GB DDR3, 2133MHz memory

বিশ্বের সবচেয়ে দ্রুতগতির মেমোরী মডিউল তৈরী করেছে  ওসিজেড। ৪ গিগাবাইট ডিডিআর ৩ ধরনের এই মেমোরী চিপ কাজ করবে ২০৩৩ মেগাহার্টজ গতিতে। এগুলি পাওয়া যাবে ৪ গিগাবাইট, ৮ গিগাবাইট ডুয়াল চ্যানেল এবং ১২ গিগাবাইট ট্রিপল চ্যানেল কিট হিসেবে। তাপমাত্রা কমানোর জন্য এতে লিকুইড কুলিং সিষ্টেম এবং এল্যুমিনাম কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে।

July 21, 2010

ডিজিটাল এসএলআর এর বৈশিষ্ট নিয়ে কম্প্যাক্ট ক্যামেরা Fuji F300EXR

ফুজিফিল্মের ফাইনপিক্স এফ৩০০০ইএক্সআর ক্যামেরা এমন কিছু বৈশিষ্ট রয়েছে যা ডিজিটাল এসএলআর ক্যামেরায় দেখা যায়। এতে তাদের নতুন তৈরী সুপার সিসিডি ইএক্সআর ইমেজ সেন্সরের সাথে ফেজ ডিটেকশন অটোফোকাস যোগ করা হয়েছে। সেন্সর নিজেই এই ফোকাসের কাজ করায় খুব দ্রুত ফোকাস করা সম্ভব হবে। সঠিকভাবে উল্লেখ করলে ০.১৫৮ সেকেন্ডে। সাধারনভাবে কন্ট্রাষ্ট ডিটেকশন অটোফোকাস থেকে অনেক দ্রুত।
ছোট আকারের এই ক্যামেরায় ১৫ এক্স অপটিক্যাল জুম (২৪-৩৬০ মিমি) ফুজিনন লেন্স রয়েছে। ইমেজ সেন্সর ১২ মেগাপিক্সেল। ক্যামেরার পুরুত্ব মাত্র ০.৯ ইঞ্চি।

ছোট আকারের ডিজিটাল এসএলআর ক্যামেরা আনছে ক্যানন Canon developing smaller DSLRs

নাইকন জানিয়েছে তারা অলিম্পাস, প্যানাসনিক, সনির মত ছোট আকারের মিররলেস ক্যামেরা আনছে। তখন থেকেই অপেক্ষা তাদের প্রধান প্রতিদ্বন্দি ক্যানন কি বলে জানার। সেই অপেক্ষার পালা শেষ করে তারা জানিয়েছে তারা মিররলেস মাইক্রোফোরথার্ড সেন্সরের ক্যামেরা আনছে না, পরিবর্তে এসএলআর ক্যামেরাকেই আরো ছোট আকারে আনছে।

প্যানাসনিক নতুন সুপারজুম ক্যামেরা Panasonic Lumix DMC-FZ45 (FZ40)

বর্তমানে সুপারজুম ক্যামেরার তালিকায় প্যানাসনিকের এফজেড-৩৫/৩৮ জনপ্রিয়তার শীর্ষে। তাকে আরো উন্নত করে নতুন মডেলের ঘোষনা দিয়েছে তারা। এফজেড-৪৫ এ উল্লেখযোগ্য পরিবর্তন অবশ্যই এতে জুম রেঞ্জ বাড়ানো হয়েছে। এর ২৪এক্স জুম ২৫-৬০০ মিমি পর্যন্ত কাজ করবে (আগের মডেল ছিল ১৮ এক্স)। সেইসাথে সেন্সরকে ১৪.১ মেগাপিক্সেল করা হয়েছে, ১২৮০-৭২০ এভিসিএইচডি লাইট মোডে ভিডিও করা যাবে। এছাড়া সনিক স্পিড অটোফোকাস, ম্যানুয়েল কন্ট্রোলের উন্নতি, ইন্টেলিজেন্ট অটো মোডের উন্নতি ইত্যাদি পরিবর্তন আনা হয়েছে।
এই ক্যামেরায় ইমেজ প্রসেসিং এর জন্য ব্যবহার করা হয়েছে ভেনাস ইঞ্জিন এইচডি ২। বলা হচ্ছে এর ফলে এমনকি ডিজিটাল জুম ব্যবহজার করে ৩২এক্স জুমে অপটিক্যাল জুমের মানের ছবি পাওয়া যাবে।

প্যানাসনিকের নতুন সুপারজুম ক্যামেরা Panasonic Lumix DMC-FZ-100

সিসিডি সেন্সরভিত্তিক সুপারজুম ক্যামেরা এফজেড ৪৫ (এফজেড-৪০) এর পাশাপাশি একই জুমের সিমোস সেন্সরভিত্তিক আরেকটি ক্যামেরার কথা জানিয়েছে প্যানাসনিক। এফজেড-১০০ নামের এই ক্যামেরায় একই ২৪এক্স জুম (২৫-৬০০ মিমি) ব্যবহার করা হয়েছে, ১৪.১ মেগাপিক্সেল রেজ্যুলুশন। এতেও ১২৮০-৭২০ হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে।
স্পেসিফিকেশন, আকার-আকৃতি, সুযোগ সুবিধে কোনদিকেই এফজেড-৪৫ থেকে পার্থক্য বের করা কঠিন। এতেও লেইকা ডিসি ভেরিও এলমারিট লেন্স ব্যবহার করা হয়েছে। এপারচার পুরো জুম রেঞ্জে এফ/২.৮ থেকে এফ/৫.২। এছাড়া পাওয়ার ওআইএস ইমেজ ষ্ট্যাবিলাইজেশন।

ট্রেন্ডনেট ইউএসবি ৩.০ এডাপটার TRENDnet USB 3.0 adapters for laptops and desktop PC

আপনার ল্যাপটপ কিংবা পিসি যদি কয়েক মাস পুরনোও হয় তাহলে খুবই সম্ভাবনা সেখানে ইউএসবি ৩.০ পোর্ট নেই। কাজেই ইউএসবি ৩.০ এর দ্রুতগতির সুবিধে পাচ্ছেন না। বিকল্প হিসেবে ট্রেন্ডনেটের ইউএসবি ৩.০ এডাপটার ব্যবহার করে আপনি সেখানেই ৪.৮ গিগাবিট/সে গতি পেতে পারেন। ল্যাটপটের জন্য এডাপটারে রয়েছে দুই পোর্টের এক্সপ্রেস কার্ড মডিউল এবং পিসির জন্য ২ পোর্টের পিসিআই এক্সপ্রেস এডাপটার।

সেভওয়াটার ফটোগ্রাফি প্রতিযোগিতা Savewater Photoghaphic Competition

অষ্ট্রেলিয়ার সবচেয়ে বড় ফটোগ্রাফি প্রতিযোগিতা প্রথমবারের মত সারা বিশ্বের জন্য প্রতিযোগিতার আয়োজন করেছে। মুলত নবীন ফটোগ্রাফার এবং পরিবেশ সচেতন ফটোগ্রাফাররা এতে অংশ নেবেন। এতে ৩টি বিভাগ রয়েছে, ১২ বছর বয়স পর্যন্ত জুনিয়র ষ্টুডেন্ট, ১৩ থেকে ১৭ বছর পর্যন্ত সিনিয়র ষ্টুডেন্ট এবং তৃতীয়টি ওপেন ক্যাটাগরী সকলের জন্য। অংশগ্রহনের জন্য পানি বিষয়ক কিছুর ছবি উঠিয়ে তাদের ঠিকানায় আপলোড করতে হবে ৯ আগষ্ট ২০১০ এর মধ্যে।

মুভি পাইরেসি রোধে নতুন ব্যবস্থা আলট্রা-ভায়োলেট Digital movie locker UltraViolet

হলিউড ষ্টুডিও ওয়ার্নার ব্রস, মাইক্রোসফটের মত আরো কিছু কোম্পানী ভিডিওর পাইরেসি রোধে নতুন একটি পদ্ধতি চালু করতে যাচ্ছে। এর নাম দেয়া হয়েছে আলট্রা-ভায়োলেট। ডিভিডি, ব্লুরে অথবা ইন্টারনেট থেকে ডাউনলোড, যেখান থেকেই কেনা হোক, বলা হচ্ছে একবার কিনলে সেটা যে কোন প্লেয়ারে, যে কোন ফরম্যাটে ব্যবহার করা যাবে।

July 20, 2010

চীনের সাথে বিরোধ মিটছে গুগলের China-Google saga appears at an end

চীনের সাথে গুগলের বিরোধ অবশেষে মিটতে যাচ্ছে। আজই চীনের পক্ষ থেকে একজন উর্ধতন সরকারী কর্মকর্তা গুগলের সাম্প্রতিক পদক্ষেপকে সন্তোষজনক বলে মন্তব্য করায় এই সম্ভাবনা দেখা দিয়েছে। কদিন আগে চীন গুগলের লাইসেন্স নবায়ন করায় এটাই সম্ভাব্য বলে ধরে নেয়া হয়েছিল।

২০ ডলারের হিউম্যান পিসি Humane Reader is a $20 PC

আপনি এর প্রশংসা করতে পারেন, বিরক্ত হয়ে সমালোচনাও করতে পারেন। বাস্তবতা হচ্ছে হিউম্যান পিসি নামের ওপেন সোর্স হার্ডঅয়্যারের এই ডিভাইস ২০ ডলার দামে বিক্রি করা সম্ভব। এতে ২ গিগাবাইট মাইক্রোএসডি কার্ড রয়েছে ষ্টোরেজ হিসেবে, এছাড়া ইউএসবি, পিএস/২ পোর্ট। মুল সুবিধে হচ্ছে এটা থেকে অল্প রেজ্যুলুশনের সাদা-কালো টেক্সট ব্যবহার করা যায় টিভিতে।

আসুসের থ্রিডি মনিটর ASUS 23-inch VG236H 3D monitor

আসুস তাদের ২৩ ইঞ্চি থ্রিডি মনিটর VG236H প্রথম ঘোষনা করেছিল সি-বিট মেলায়। বর্তমানে মনিটরটি বিক্রি হচ্ছে ৫০০ ডলারে, সাথে এনভিডিয়ার ১৮০ ডলার দামের থ্রিডি ভিশন কিটও দেয়া হচ্ছে। যারা বেঞ্চমার্ক টেষ্ট করেন তারা বলছেন ১০৮০পি ফুল হাই ডেফিনিশন রেজ্যুলুশনের এই ডিসপ্লে সম্পর্কে অভিযোগ করার মত কিছূ নেই।

এলজি থ্রিডি নোটবুক, মনিটর, প্রজেক্টর LG 3D Notebook, Monitor and Projector

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টিভি নির্মাতা এলজি দ্রুতগতিতে থ্রিডির দিকে যাত্রা করেছে। থ্রিডি টিভির বাইরে ১৫ ইঞ্চি ডিসপ্লের থ্রিডি ল্যাপটপ, থ্রিডি মনিটর এবং থ্রিডি প্রজেক্টরের কথা জানিয়েছে তারা।
তাদের LG R590 থ্রিডি নোটবুকে ১৫.৬ ইঞ্চি ডিসপ্লের সাথে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোরআই৭ প্রসেসর, ১ গিগাবাইট ডেডিকেটেড ডিডিআর৩ মেমোরীসহ এনভিডিয়া জিফোর্স জিটি৩৩৫এম গ্রাফিক্স কার্ড। এছাড়াও এসআরএস সারাউন্ড এইচডি সাউন্ড থাকবে সত্যিকারের থ্রিডির মজা পেতে। এমাসেই কোরিয়ায় এটা বিক্রি শুরু হবে। এরপর বিক্রি হবে বাকি বিশ্বে। দাম ১২০০ থেকে ১৮০০ ডলার

সিগেট অয়্যারলেস হার্ডডিস্ক Seagate GoFlex Home Wireless Harddisk

সিগেট গোফ্লেক্স হোম নামে নতুন হার্ডডিস্ক বাজারে এনেছে সিগেট। এর একটি বড় বৈশিষ্ট এতে অয়্যারলেস ডাটা ট্রান্সফার করা যাবে। যার অর্থ একে বাড়ির যে কোন যায়গায় রেখে যে কোন কম্পিউটার বা অন্য ডিভাইস (যেমন গেম কনসোল বা মিডিয়া প্লেয়ার) থেকে অয়্যালেস নেটওয়ার্কে মাধ্যমে ব্যবহার করা যাবে। উইন্ডোজ এবং ম্যাক দুধরনের অপারেটিং সিষ্টেমে কাজ করবে এটা।

উইনএম্পে ওয়েবএম ফরম্যাট Winamp adds WebM support

নতুন ভার্শনের উইনএম্পে ওয়েবএম ভিডিও ফরম্যাট সাপোর্ট যোগ করা হয়েছে।  ওয়েব-এম হচ্ছে এইচটিএমএল৫ ভিত্তিক ভিডিও ফরম্যাট যা ফ্লাশের পরিবর্তে ব্যবহার করা হয়। এই ফরম্যাট নিয়েই এপল-এডবি বিরোধ তুঙ্গে। ওয়েবএম এর একটি বড় বৈশিষ্ট এটি ওপেনসোর্স। কোন প্লাগ-ইন ব্যবহার না করেই উচু মানের ভিডিও ব্যবহার করা যায় এতে।

ফোরজি এলটিই সিম 4G LTE SIM

পরবর্তী প্রজন্মের অয়্যারলেস নেটওয়ার্ক পদ্ধতি ফোরজি কিংবা এলটিই ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরী সিম এখনও চালু হয়নি। কিন্তু হতে যাচ্ছে নিশ্জিতভাবেই। ভেরিজোন এর এই সিমের ছবি সেটাই প্রমান করে। এবছরই শেষদিকে এর ব্যবহার চালু হওয়ার কথা।
ছবিতে এটা নিশ্চিত এটা গত ২০ বছর ধরে প্রচলিত মোবাইল ফোনের সিমের মত। ষ্পষ্টভাবেই এতে ফোরজি লোগো ব্যবহার করা হয়েছে। ভেরিজোনের এলটিই ব্যবহারযোগ্য ফোরজি ডিভাইসে এটা সরাসরি ব্যবহার করা যাবে।

July 19, 2010

ইন্টেলের ৬-কোর আই-৭ ৯৭০ বিক্রি শুরু হয়েছে ntel's 3.2GHz hexacore i7-970

ইন্টেল তাদের ৬-কোর আই৭-৯৭০ প্রসেসর বিক্রি শুরু করেছে। ৩.২ গিগাহার্টজ এই প্রসেসর নিয়ে বেশ কিছুদিন থেকে গুজব শোনা যাচ্ছিল।  এতে সাধারনভাবে ৩.২ গিগাহার্টজ এর সাথে টার্বো বুষ্ট মোড কাজ করবে।
৩২ ন্যানোমিটার গালফটাউন আর্কিটেকচারে তৈরী এই প্রসেসরে ক্যাশ মেমোরী রয়েছে ১২ মেগাবাইট। সেইসাথে ট্রিপল চ্যানেল ডিডিআর৩ মেমোরী কন্ট্রোলার।

আফগানিস্তানে নতুন অস্ত্র রে-গান Raytheon's pain gun finally gets deployed in Afghanistan

৬ বছর আগে এর কথা প্রথম জানা গিয়েছিল যা পেন্টাগন সরাসরি অস্বিকার করে। ৪ বছর আগে ইরাকে এটা ব্যবহার করার কথাও অস্বিকার করেছে তারা। বর্তমানে আফগানিস্তানে ব্যবহারের জন্য পাঠানো হয়েছে রে-গান। এবারে তাদের বক্তব্য, এখনো ব্যবহার করা হয়নি। ব্যবহারের সিদ্ধান্ত নেবে যুদ্ধক্ষেত্রের সেনাবাহিনী। কথা ঘুরিয়ে বলার ক্ষেত্রে মার্কিনীদের জুড়ি নেই নিশ্চয়ই। ভিয়েতনামে মুলাই ম্যাসাকার নামে পরিচিত গনহত্যার পর বলা হয়েছিল সেখানে নন-কমব্যাটান্ট মারা গেছে।