July 29, 2010

শরীরে মোড়ানো কম্পিউটার BeagleBoard wearable computer

যায়গা সংকটে ভুগছেন ? কম্পিউটার কোথায় রাখবেন ঠিক করতে পারছেন না ?
নিজের শরীরের সাথেই জড়িয়ে রাখুন। ছবির এই কম্পিউটার তৈরী করেছেন মার্টিন ম্যাগনুসন। এতে অপারেটিং সিষ্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে লিনাক্স। ইনপুট হিসেবে কিবোর্ড সংযোগে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ আর ইন্টারনেটের জন্য যোগ করা হয়েছে আইফোন। আর ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে মাইভু ক্রিষ্টাল ভিডিও গ্লাস।
ডু ইট ইওরসেলফ প্রোজেক্টের এই কম্পিউটারের নির্মাতা মারর্টিন বলছেন নিজের শরীরে না জড়াতে চাইলে সাধারন সিডি কেস এর সাথে লাগিয়ে এই কম্পিউটার ব্যবহার করা যাবে।
উল্লেখ করা যেতে পারে বিগলবোর্ড আগেও নানাধরনের ছোট আকারের কম্পিউটার তৈরী করেছে।

No comments:

Post a Comment