December 31, 2010

সব মোবাইলে মাইক্রো ইউএসবি চার্জিং ব্যবস্থা

মোবাইল ফোনে মাইক্রো ইউএসবি চার্জিং ব্যবস্থা বাজারে চালু হয়েছে বছরখানেক আগে। কিছু কিছু মোবাইল কোম্পানী এই ব্যবস্থা ব্যবহার করলেও এখনও অনেকে ভিন্ন ভিন্ন ধরনের চার্জার সরবরাহ করে। গত জুনে ইউরোপীয় ইউনিয়ন সব মোবাইলে এই চার্জার ব্যবহারের ঘোষনা দিয়েছিল। অধিকাংশ বড় কোম্পানী এই চুক্তিতে সম্মতি দিয়েছে। ২০১১ এর শুরু থেকে এধরনের ব্যবস্থা নিশ্চিত হচ্ছে।

পুরস্কার পেল নাইকন ডি৩১০০

নাইকনের কমদামী এসএলআর ক্যামেরা ডি৩১০০ এবং প্রজেক্টরসহ কম্প্যাক্ট ক্যামেরা কুলপিক্স এস১১০০পিজে জার্মানীর আইএফ প্রোডাক্ট ডিজাইন পুরস্কার পেয়েছে। হ্যানোভারের ইন্টারনাশনাল ফোরাম ডিজাইন (আইএফ) এর পৃষ্ঠপোষক। ১৯৫৩ সাল থেকে তারা উন্নত ডিজাইনের জন্য এই পুরস্কার দেয়। এবছর ৪৩টি দেশের ২৭৫৬ টি পন্য বিবেচনায় আনা হয়েছে। পরস্কার দেয়া হয়েছে মোট ৯৯৩ পন্যকে। পুরস্কারের জন্য বিবেচনার বিষয় হচ্ছে ডিজাইনের মান, কাজের মান, নতুনত্ব, সহজ ব্যবহার এবং পরিবেশের ওপর প্রভাব।

December 30, 2010

স্যামসাং পকেট সুপারজুম ক্যামেরা ডব্লিউবি৭০০

ডব্লিউবি-৭০০ নামে নতুন একটি পকেট সুপারজুম ক্যামেরার কথা জানিয়েছে স্যামসাং। তারা প্রচারে ২৪এক্স জুম হিসেবে উল্লেখ করলেও আসলে এতে রয়েছে স্নাইডার ক্রুজনাচ ১৮ এক্স ২৪-৪৩২ মিমি লেন্স, সাথে ১.৩এক্স স্মার্ট জুম। অপটিক্যাল ইমেজ ষ্ট্যাবিলাইজেশন সহ এই ক্যামেরায় ৭২০পি হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে।
১৬ মেগাপিক্সেল সিসিডি সেন্সরের এই ক্যামেরার আকার লক্ষ্যনীয়। পুরুত্ব মাত্র ০.৯ ইঞ্চি। বিভিন্ন ধরনের অটোমোড ছাড়া এপারচার, সাটার এবং ম্যানুয়েল মোড ব্যবহার করা যাবে।

December 29, 2010

মোবাইলে থ্রিডি টিভি আনছে এলজি

আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া কনজুমার ইলেকট্রনিক শো-তে থ্রিডি-টিভি সহ মোবাইল ফোন আনতে যাচ্ছে কোরীয় কোম্পানী এলজি। মোবাইল ডিজিটাল টিভি (এমডিটিভি) বিষয়টি খুব আকর্ষনীয় মনে না হতে পারে। অন্তত থ্রিডি টিভি সম্প্রচার যখন যথেষ্ট নেই। কিন্তু টিভি দেখার পাশাপাশি থ্রিডি ভিডিও প্লেয়ার হিসেবেও ব্যবহার করা যাবে এটা।

বিশ্বের প্রথম বিদ্যুতচালিত বানিজ্যিক বাস কোরিয়ায়

সিউলের মেট্রেপলিটান গভর্নমেন্ট (এসএমজি) বিশ্বের প্রথম বিদ্যুতশক্তি ব্যবহার করা বাসের বানিজ্যিক ব্যবহার শুরুর দাবী করেছে। এর আগে পর্যন্ত সব ধরনের বাসের ব্যবহার ছিল পরীক্ষামুলক এবং সাংহাই এক্সপো ২০১০ এ সীমিত ছিল পর্যটকদের জন্য। ২১ ডিসেম্বর থেকে এই সার্ভিস চালু করা হয়েছে।
হুন্দাই হেভি ইন্ডাষ্ট্রিজ এবং হ্যানকুক ফাইবারের সাথে সন্মিলিতভাবে তৈরী এই বাস এক চার্জে ৮৩ কিলোমিটার চলবে। লিথিয়াম আয়ন ব্যাটারী চার্জ হতে সময় নেবে ৩০ মিনিটের কম সময়। বাসের সর্বোচ্চ গতি ঘন্টায় ১০০ কিলোমিটার।

December 27, 2010

গার্টনারের আউটসোর্সিং দেশের তালিকায় বাংলাদেশ

আইটি বিষয়ে পরামর্শক প্রতিস্থান গার্টনার। তাদের প্রকাশিত আইটি আউটসোর্সিংএর জন্য সুবিধেজনক ৩০ দেশের একটি বাংলাদেশ। এতে এশিয়ার অন্যান্য দেশের মধ্যে রয়েছে ভারত, চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, শ্রীলংকা, থাইল্যান্ড ও ভিয়েতনাম। প্রথমবারের মত এই তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ।

December 26, 2010

ইলেকট্রনিক জুম লেন্স আনছে নাইকন

বর্তমানের প্রায় এসএলআরে ক্যামেরাই উচুমানের ভিডিও করা যায়। ভিডিও করার সময় কি সমস্যায় পড়তে হয় সেটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। একদিকে ক্যামেরা স্থির রাখার জন্য সাবধানে ক্যামেরা ধরে রাখতে হয়, অন্যদিকে জুম করার জন্য হাতে জুম ডায়াল ঘুরাতে হয়। ফল, দক্ষ ফটোগ্রাফারের হাতেও একেবারে নবীনদের মত কাপা ভিডিও। এই সমস্যা সমাধানে নতুন ধরনের লেন্স আনতে যাচ্ছে নাইকন। এতে ফটোগ্রাফির জন্য ম্যানুয়াল জুম যেমন ব্যবহার করা যাবে তেমনি ভিডিও জন্য ইলেকট্রনিক জুম ব্যবহার করা যাবে।

December 24, 2010

ফায়ারফক্স ৪ বেটায় থ্রিডি গ্রাফিক্স

মোজিলা ফায়ারফক্স ৪ এর নতুন একটি বেটা রিলিজ দিয়েছে যা থ্রিডি গ্রাফিক্স সাপোর্ট করে। পিসি এবং ল্যাপটপের জন্য ওয়েবজিএল ভিত্তিক এই সুবিধে আনা ছাড়াও মোবাইল ফোনের ক্ষেত্রে বেশকিছু নতুনত্ব আনা হয়েছে।
এটা ব্যবহারে ওপেন ষ্টান্ডার্ড থ্রিডি গ্রাফিক্স রেন্ডারিং পদ্ধতি ওয়েবজিএল ব্যবহারের জন্য পৃথক প্লাগইন প্রয়োজন হবে না। বর্তমানের অধিকাংশ বিল্টইন গ্রাফিক্স কার্ড ওয়েবজিএল ব্যবহার করে। ফলে থ্রিডি গ্রাফিক্স ব্যবহার কিংবা গেম খেলা আগের থেকে অনেক সহজ হবে।

December 23, 2010

এলজি অপটিমাস ২এক্স বাজারে আসছে আগামী মাসে

বাজারে আসার আগেই আলোচনায় বিষয়ে পরিনত হয়েছে এলজির শক্তিশালী ফোন ডুয়াল কোর টেগরা২ প্রসেসরের অপটিমাস ২এক্স। আগামী মাসে ইউরোপে বিক্রি শুরু হতে যাচ্ছে এই ফোন। সাথে দেয়া হবে অস্কার বিজয়ী বিশ্বখ্যাত ইতালিয়ান সুরকার এনিও মোরিকোনির সুর।

ব্লাকবেরির সবচেয়ে জনপ্রিয় সফটঅয়্যার তৈরী করেছে পাকিস্তান

পাকিস্তানি প্রযুক্তির কথা খুবএকটা শোনা যায় না। ব্লাকবেরির জন্য তৈরী সফটঅয়্যারগুলির মধ্যে সবচেয়ে বেশি বিক্রি র রেকর্ড গড়ে খবরে এসেছে পাকিস্তানি প্রতিস্ঠান ফাইভ রিভারস। লাহোর ভিত্তিক এই প্রতিষ্ঠানের ফটো এডিটিং সফটঅয়্যার ফটো এডিটর স্যুইট ব্যবহার করে ছবির অপ্রয়োজনীয় অংশ বাদ দেয়া, ঘুরানো, ব্রাইটনেস-কন্ট্রাষ্ট পরিবর্তন, নতুনভাবে রং করা ইত্যাদি কাজ করা যায়।

December 22, 2010

ট্যাবলেটের জন্য নতুন উইন্ডোজ বানাতে যাচ্ছে মাইক্রোসফট

বিশ্বের সবেচেয়ে বেশি ব্যবহৃত অপারেটিং সিষ্টেম উইন্ডোজের ট্যাবলেট ভার্শন বানাতে যাচ্ছে মাইক্রোসফট। পিসির ক্ষেত্রে অপ্রতিদ্বন্দি এই অপারেটিং সিষ্টেম এর মোবাইল ফোন ভার্শন উইন্ডোজ ফোন ৭ যখন দ্রুত জনপ্রিয় হচ্ছে তখন একথা জানানো হয়েছে মাইক্রোসফটের পক্ষ থেকে।
নতুন এই অপরেটিং সিষ্টেম আরম এর তৈরী প্রসেসরে কাজ করবে। বিশ্বের অধিকাংশ ট্যাবলেট এবং স্মার্টফোনের প্রসেসর এদের তৈরী। এরফলে ট্যাবলেট জাতিয় ডিভাইসে মাইক্রোসফট নিজের অবস্থান শক্তিশালী করার সুযোগ পাবে।

মোবাইল ফোন ব্যবহারের খরচ বাড়তে পারে

বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারের খরচ বাড়তে পারে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন বিটিআরসির মোবাইল ফোন লাইসেন্স নবায়ন নীতিমালার কারনে এমন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। নীতিমালা মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। এতে মোবাইল ফোন অপারেটরদের নবায়নের শুরুতেই ফ্রিকোয়েন্সি ফিসহ বিভিন্ন ফি হিসেবে ১৪ হাজার কোটি টাকা এককালীন দিতে হবে। পরবর্তী ১৫ বছরে দিতে হবে আরো ১৪ হাজার কোটি টাকা।

December 20, 2010

প্যানাসনিক টিভি থেকে মেমোরী কার্ডে রেকর্ড করা যাবে

সম্প্রচারের সময় দেখা সম্ভব না এই কারনে টিভি অনুষ্ঠান রেকর্ড করে রাখার ব্যবস্থা পুরনো। ভিসিআর এর যুগ থেকে মানুষ নানাভাবে একাজ করেছে। এর সবশেষ সংস্করন প্যানাসনিকের মেমোরীকার্ডে রেকর্ড করার ব্যবস্থা। হার্ডডিস্কে রেকর্ড করার ব্যবস্থা তো আছেই, ইচ্ছে করলে এসডি কার্ডে রেকর্ড করতে পারেন। ৬৪ গিগাবাইট এসডিএক্সসি কার্ডে রাখা যাবে ৫ ঘন্টার ফুল এইচডি ভিডিও।

December 19, 2010

সনির সাপ্তাহিক ফটোগ্রাফি প্রতিযোগিতা

সনি একটি সাপ্তাহিক ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতি সপ্তাহের জন্য বিষয় ভিন্ন। বিষয়গুলি হচ্ছে, ১৫ ডিসেম্বর : ন্যাচার, ২২ ডিসেম্বর : পিপল, ২৯ ডিসেম্বর : ট্রাভেল এবং ৫ জানুয়ারী : স্পোর্টস। পুরস্কার বিশ্বের সবচেয়ে ছোট ইন্টারচেঞ্জেবল লেন্স ডিজিটাল ক্যামেরা, তাদের তৈরী এনইএক্স-৫। প্রতিটি বিষয়ের জন্য একটি করে পুরস্কার দেয়া হবে।

December 18, 2010

মোবাইল এপ্লিকেশন তৈরীর গাইডলাইন ডব্লিউথ্রিসি-তে

ওয়েব পেজ তৈরীর জন্য এইচটিএমএল শেখার জনপ্রিয় সাইট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়ামের ডব্লিউথ্রিসি। বর্তমানে ওয়েব এপ্লিকেশন ব্যবহার কম্পিউটারে সিমাবদ্ধ নেই, মোবাইল ফোন, ট্যাবলেট ইত্যাদিতে জনপ্রিয় হচ্ছে। তারাও তাদের সাইটে এই বিষয়ে তথ্য যোগ করেছে।  মোবাইল ফোনের জন্য কিভাবে সফটঅয়্যার তৈরী করতে হবে সে বিষয়ে তথ্য পাওয়া যাবে তাদের কাছেই।  আগ্রহ এবং চেষ্টা থাকাই যথেষ্ট,  পদ্ধতিগত সবধরনের সহায়তা পাওয়া যাবে তাদের সাইট থেকে।

সাইবারলিংক মিডিয়া স্যুইট ৯

মাল্টিমিডিয়া বিষয়ক ১২টি সফটঅয়্যার একসাথে করে সাইবারলিংক তাদের মিডিয়া স্যুইট ৯ রিলিজ দিয়েছে। এটা ব্যবহার করে অডিও, ভিডিও ইত্যাদি তৈরী, এডিট, প্লে, শেয়ার, প্রিন্ট সবকিছু করা যাবে একই যায়গা থেকে। এরসাথে রয়েছে পাওয়ারডিভিডি, পাওয়ার ডিরেক্টর, পাওয়ার প্রডিউসার, ওয়েভএডিটর, মিডিয়াএসপ্রেসো, পাওয়ার ব্যাকআপ, পাওয়ার ডিভিডি কপি, ইনষ্ট্যান্ট বার্ন, লেবেল প্রিন্ট ইত্যাদি সফটঅয়্যার।

December 17, 2010

এন্ড্রয়েড নতুন ভার্শন জিঞ্জারব্রেড বাজারে

জিঞ্জারব্রেড নামে এন্ড্রয়েডের নতুন ভার্শন ২.৩ বাজারে আনা হয়েছে গুগল নেক্সাস এস নামের সেটের মাধ্যমে। বেষ্টবাইসহ অন্যান্য অনলাইন দোকানে বিক্রি করা হচ্ছে। ৪ ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনের দাম ৫৩০ ডলার।
হ্যান্ডসেটের অন্যান্য তথ্য হচ্ছে এটা স্যামসাং গ্যালাক্সি এস এর কিছু পরিবর্তিত সংস্করন।  ৪৮০-৮০০ পিক্সেল ডিসপ্লে, আরম ১ গিগাহার্টজ প্রসেসর, সবধরনের কানেকটিভিটি, ১৬ গিগাবাইট ষ্টোরেজ (কার্ডস্লট নেই), অটোফোকাস সহ ৫ মেগাপিক্সেল ক্যামেরা, জিপিএস ইত্যাদি রয়েছে এই সেটে।

অপেরা ১১ ডাউনলোডের জন্য দেয়া হয়েছে

অপেরা ব্রাউজারের ফুল ভার্শন ১১ ডাউনলোডের জন্য দেয়া হয়েছে। বলা হচ্ছে এতে দুটি বড় ধরনের পরিবর্তণ এবং অন্যান্য ফিচারের কিছু উন্নতি করা হয়েছে। সবচেয়ে বড় সংযোজন ট্যাব ষ্ট্যাকিং। অনেকগুলি ট্যাবকে গ্রুপে ভাগ করে ব্যবহার করা যাবে এর সাহায্যে। এছাড়া ভিজ্যুয়াল জেষ্চার নামে মাউস ব্যবহার করে মাল্টিটাচ জেষ্চারের সুবিধে আনা হয়েছে।
অন্যান্যদের মধ্যে রয়েছে উন্নত এড্রেসবার, ইমেইলের জন্য মেইল প্যানেল ইত্যাদি। ডাউনলোড করা যাবে এখান থেকে।

December 15, 2010

২০০ ডলারে পাইওনিয়ারের বিডিএক্সএল রাইটার

ঘোষনা দেয়ার দুমাসের মধ্যে বিক্রি শুরু, বিষয়টা তাড়াতাড়িই ঘটেছে। বিশ্বের প্রথম বিডিএক্সএল ব্লুরে রাইটারের ঘোষনা দেয়ার দুমাসের মধ্যে এগুলি বিক্রি শুরু করেছে নির্মাতা পাইওনিয়ার। দামও একেবারে কম, মাত্র ২০০ ডলার। এই রাইটার ব্যবহার করে এক ডিস্কে ১২৮ গিগাবাইট পর্যন্ত রাইট করা যাবে। এছাড়া আগের সাধারন ডিস্ক, ডিভিডি, সিডি সবকিছুই রাইট করা যাবে এতে।

December 14, 2010

মোবাইল জিমেইল ৪৪টি ভাষায়

এপলের আইওএস এবং গুগলের এন্ড্রয়েড ভিত্তিক মোবাইল ডিভাইসের জন্য জিমেইলকে আপডেট করা হয়েছে। নতুন ভার্শনে বিশ্বের ৪৪টি ভাষা ব্যবহারের সুযোগ আনা হয়েছে। আরবী, হিন্দী, উর্দু ইত্যাদি বহু ভাষা যোগ হলেও বাংলাভাষীদের সুযোগ এখনো আসেনি।

সিইএস-এ উইন্ডোজ ৮ ভিত্তিক ট্যাবলেট পিসি আনছে মাইক্রোসফট

উইন্ডোজ ৮ এখনও জল্পনার বিষয়। কিন্তু আগামী মাসে অনুষ্ঠিতব্য কনজুমার ইলেট্রনিক্স শোতে মাইক্রোসফট এই অপারেটিং সিষ্টেম এর নমুনা দেখাতে যাচ্ছে, জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। তারা দেখাতে যাচ্ছে স্যামসাং, ডেল এদের সাথে একত্রে কিভাবে তারা এপলের আইপ্যাডের মুখোমুখি হতে যাচ্ছে।

ইয়াহুতে ছাটাই

৬০০ থেকে ৭০০ কর্মী ছাটাইয়ের প্রস্তুতি নিচ্ছে ইন্টারনেট কোম্পানী ইয়াহু। যেকোন মুহুর্তে তাদের বিষয়টি জানানো হতে পারে। গত ৩ বছরে এটা হবে ইয়াহুর ৪র্থ বড় ধরনের ছাটাই। বর্তমানে তাদের কর্মীসংখ্যা ১৪ হাজারের কিছু বেশি।

December 13, 2010

এলজি পি-৯৯০ ষ্টার ডুয়াল-কোর স্মার্টফোন

এখনও এই ফোনের আনুষ্ঠানিক ঘোষনা দেয়া হয়নি, কিন্তু যে তথ্য পাওয়া গেছে সেটা অনেককেই আকৃষ্ট করেছে। গ্রাফিক্সের জন্য টেগরা-২ ভিত্তিক এই সেটে রয়েছে ডুয়াল কোর প্রসেসর। সাথে ফুল হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং সুবিধে সহ ৮ মেগাপিক্সেল ক্যামেরা। টিভির সাথে সংযোগ দেয়ার জন্য এইচডিএমআই পোর্ট।

December 10, 2010

ট্যামরন ১৮-২৭০মিমি লেন্স বিশ্বের ক্ষুদ্রতম, সবচেয়ে হাল্কা

ট্যামরন তাদের ৬০তম বার্ষিকি উপলক্ষে ১৫এক্স জুমের একটি বিশেষ লেন্স ছেড়েছে। ইমেজ ষ্ট্যাবিলাইজেশন সহ (তাদের ভাষায় ভাইব্রেশন কমপেনশেসন) ১৮-২৭০মিমি এই লেন্স সবচেয়ে ছোট, ওজনে হাল্কা এবং পিয়েজো ড্রাইভ নামের ওয়েভ আলট্রাসনিক মোটর সমৃদ্ধ। ডিসেম্বরেই ক্যানন এবং নাইকনের জন্য এই লেন্স বাজারে পাওয়া যাবে। সনির জন্য পাওয়া যাবে আরো কিছুদিন পর।

December 9, 2010

পেডিগ্রী স্পিকারসহ তোসিবা নোটবুক

শতকরা ৮০ ভাগ নোটবুক ব্যবহারকারী নোটবুকের স্পিকারে সন্তুষ্ট নন। মুলত এর শব্দের মান স্মার্টফোনের শব্দের কাছাকাছি। অনেকেই নোটবুকে অন্য ডিভাইসের মত জোড়ালো এবং স্পষ্ট শব্দ আশা করেন। এই আশা পুরন করতে তোসিবা তাদের নতুন নোটবুক এনবি৫২০ মডেলে যোগ করছে হারমান-কারডন স্পিকার। এটা হতে যাচ্ছে বিশ্বের প্রথম নোটবুক যেখানে একজোড়া ২ ওয়াটের প্রিমিয়াম স্পিকার যোগ হতে যাচ্ছে। সেটাও একটি বিখ্যাত কোম্পানীর।
এতে এমপিথ্রি শোনার জন্য নোটবুক চালু করতে হবে না, স্লিপ এন্ড মিউজিক নামের ফিচার ব্যবহার করে গান শোনা যাবে। আর হাই ডেফিনিশন ভিডিও দেখার সময় ডলবি এডভান্সড অডিও টেকনোলজী ব্যবহার করা নিখুত শব্দ পাওয়া যাবে।

আসাঞ্জ গ্রেফতারের প্রতিবাদে মাষ্টারকার্ড-ভিসায় হ্যাকারদের আক্রমন

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জ গ্রেফতারের পর তার পক্ষ নিয়েছে হ্যাকাররা। যারা আসাঞ্জএর বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের সাইটে আক্রমন করেছে তারা। এই তালিকায় রয়েছে মাষ্টারকার্ড, ভিসা, সুইডেনের আইনজীবী, সুইডেনের ব্যাংক, সারাহ পলিন এদের নাম। বলা হচ্ছে উইকিলিকসের পরবর্তী লক্ষ হতে যাচ্ছে ক্রেডিট কার্ড কোম্পানী ভিসা।
অপারেটিং পে-ব্যাক নামে হ্যাকটিভিষ্টরা টুইটারের মাধ্যমে মাষ্টারকার্ডের প্রযুক্তিগত বড় ধরনের সমস্যা তৈরী করার কথা স্বিকার করেছে। মাষ্টারকার্ড তাদের কাজে বড় ধরনের সমস্যার কথা উল্লেখ করলেও জানিয়েছে এখনও ব্যবহারকারীরা তাদের সেবা নিচ্ছেন।

December 4, 2010

ফটোশপ প্লাগইন অনওয়ান পারফেক্ট ফটো স্যুইট ৫.৫

প্লাগইন নির্মাতা অনওয়ান পারফেক্ট ফটো স্যুইট ৫.৫ নামে তাদের প্লাগইনের নতুন ভার্শন রিলিজ দিয়েছে। ফটোশপ, লাইটরুম, এপারচার ইত্যাদি সফটঅয়্যারের সাথে কাজ করবে এই প্লাগইন। এতে রয়েছে ৫টি পৃথক প্লাগইনের ফুল ভার্শন, ফোকালপয়েন্ট  ২, ফটোটিউন ৩, ফটোফ্রেম ৪.৬, ফটোটুলস ২.৬, মাস্ক প্রো ৪.১ এবং পারফেক্ট রিসাইজ ৭। এছাড়া সম্প্রতি ঘোষনা করা পারফেক্ট লেয়ার যোগ করা হবে আগামী বছরের শুরুতেই।

December 3, 2010

২ টেরাবাইট মেমোরীকার্ড আনছে সানডিস্ক, নাইকন এবং সনি

ক্যামেরায় মেমোরী কার্ড ব্যবহারের সময় যায়গার স্বল্পতা নিয়ে যারা এখনও চিন্তিত তাদের জন্য সুখবর জানাচ্ছে মেমোরীকার্ড নির্মাতা সানডিস্ক। ক্যামেরা নির্মাতা নাইকন এবং সনির সাথে তারা তৈরী করতে যাচ্ছে ২ টেরাবাইট ধারনক্ষমতার কমপ্যাক্ট ফ্লাশ (সিএফ) কার্ড। এর ডাটা ট্রান্সফার রেট হবে ৫০০ মেবা/সে। ধারনক্ষমতা ছাড়িয়ে যাবে ২ টেরাবাইট।

আমাজন উইকিলিকসের সাইট বন্ধ করেছে

আমাজন তাদের ওয়েব সার্ভার থেকে উইকিলিকসের সাইট বন্ধ করেছে গতকাল বৃহষ্পতিবার। আমেরিকার চাপ এর কারন এমন খবর প্রকাশ পেলে তারা সেটা অস্বিকার করেছে। এছাড়া উইকিলিকস যেন ব্যবহার করা না যায় এজন্য ডিষ্ট্রিবিউটেড ডিনায়েল অব সার্ভিস (ডিডিওএস) আক্রমনের কথাও অস্বিকার করেছে তারা।

December 2, 2010

ফ্লাশ ১০.২ প্রসেসর ব্যবহার না করেই হাইডেফিনিশন ভিডিও দেখাবে

ফ্লাশ প্লেয়ার ১০.২ বেটা ভার্শন ডাউনলোডের জন্য দেয়া হয়েছে। বলা হচ্ছে এতে হাই ডেফিনিশন ভিডিও ব্যবহারের সময় প্রসেসরের কোন শক্তি ব্যবহার করবে না। পুরো কাজ করা হবে গ্রাফিক্স কার্ড ব্যবহার করে। অন্যান্য সুবিধের মধ্যে রয়েছে একাধিক মনিটর ব্যবহার এবং ভিডিও ছাড়াও অন্য সবকিছুই দ্রুত রেন্ডার করা।

ফেজ ওয়ানের ক্যাপচার ওয়ান ৬

ফটোগ্রাফির ক্ষেত্রে ফেজওয়ানের ক্যাপচার ওয়ান সফটঅয়্যারকে বলা হয় সবচেয়ে কার্যকর সফটঅয়্যার। এর নতুন ভার্শন ৬ রিলিজ দেয়া হয়েছে। নতুন ভার্শনে আরো উন্নতমানের ছবি পাওয়া যাবে, ক্রিয়েটিভ কন্ট্রোল আগের থেকে বেশি, কাজ করবে আগের চেয়ে দ্রুত।

December 1, 2010

বার্ধক্য প্রতিরোধের পদ্ধতি বের করেছে হার্ভার্ডের একটি দল

বার্ধক্য পছন্দ করে এমন মানুষ খুজে পাওয়া কঠিন। নানারকম রোগ এবং মৃত্যুর সম্পর্ক এর সাথে। মানুষ যুগ যুগ ধরে বার্ধক্য প্রতিরোধের নানারকম চেষ্টা করেছে। মানুষের শরীরের কোষ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, তাহলে এই কোষের সমম্বয়ে তৈরী শরীরের অংশগুলিকে কেন রক্ষা করা যাবে না। এই চিন্তাকে সফলভাবে বাস্তবে রূপায়িত করেছেন হার্ভার্ড এর কিছু বিজ্ঞানী। তারা ইদুরের ওপর প্রয়োগ করে শুধু যে বার্ধক্য প্রকিরোধ করেছেন তাই না, একে বিপরীতমুখী করেছেন।