December 29, 2010

বিশ্বের প্রথম বিদ্যুতচালিত বানিজ্যিক বাস কোরিয়ায়

সিউলের মেট্রেপলিটান গভর্নমেন্ট (এসএমজি) বিশ্বের প্রথম বিদ্যুতশক্তি ব্যবহার করা বাসের বানিজ্যিক ব্যবহার শুরুর দাবী করেছে। এর আগে পর্যন্ত সব ধরনের বাসের ব্যবহার ছিল পরীক্ষামুলক এবং সাংহাই এক্সপো ২০১০ এ সীমিত ছিল পর্যটকদের জন্য। ২১ ডিসেম্বর থেকে এই সার্ভিস চালু করা হয়েছে।
হুন্দাই হেভি ইন্ডাষ্ট্রিজ এবং হ্যানকুক ফাইবারের সাথে সন্মিলিতভাবে তৈরী এই বাস এক চার্জে ৮৩ কিলোমিটার চলবে। লিথিয়াম আয়ন ব্যাটারী চার্জ হতে সময় নেবে ৩০ মিনিটের কম সময়। বাসের সর্বোচ্চ গতি ঘন্টায় ১০০ কিলোমিটার।
বাসের ওজন কমানোর জন্য ইস্পাতের বদলে কার্বন ব্যবহার করা হয়েছে। ওজন কমার পাশাপাশি এর স্থায়িত্বও বাড়বে একারনে। এতে হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। আপাতত ৫টি বাস চালু করা হয়েছে, আগামীতে এই সংখ্যা ১৪তে উন্নিত করা হবে। ২০২০ সালের মধ্যে যানবাহনের অর্ধেককে এই ব্যবস্থায় আনার পরিকল্পনা রয়েছে তাদের। সংখ্যার হিসেবে সেটা ১ লক্ষের বেশি।

No comments:

Post a Comment