March 31, 2011

মাইক্রোসফটের উইন্ডোজ ফোনে পেমেন্ট ব্যবস্থা আনা হচ্ছে

মোবাইল ফোন ব্যবহার করে অর্থ প্রদানের ব্যবস্থায় মাইক্রোসফট পিছিয়ে রয়েছে এপল এবং গুগল থেকে। জানা গেছে তারাও তাদের উইন্ডোজ ফোন ৭ ভিত্তিক অর্থ লেনদেনের ব্যবস্থা আনতে যাচ্ছে। নিয়ার-ফিল্ড কম্যুনিকেশনস (এনএফসি) ভিত্তিক প্রযুক্তিতে এই ব্যবস্থা এবং এটা ব্যবহারযোগ্য হ্যান্ডসেট বাজারে আসতে পারে এবছরই।

ইন্টারনেট থেকে আয় : ডাটা এন্ট্রি করে উপার্জন করুন

ডাটা এন্ট্রি করে অর্থ উপার্জনের জন্য আপনার একটিমাত্র দক্ষতাই প্রয়োজন, দ্রুত এবং নিখুতভাবে টাইপ করতে জানা। কাজ পাওয়া যায় খুব সহজেই।
বিশ্বের বহু কোম্পানী রয়েছে যাদের লক্ষ লক্ষ ফরম পুরন করা প্রয়োজন, অথচ একাজের জন্য পর্যাপ্ত লোক নেই। তারা দ্রুতই জেনে গেছে ইন্টারনেট এই কাজের জন্য উপযোগি মাধ্যম। খুব সহজে ব্যক্তি বা প্রতিস্ঠানের কাছ থেকে এই কাজ করিয়ে নেয়া যায়।

March 30, 2011

নয়েজ ইন্ডাষ্ট্রির এডবি আফটার ইফেক্টস, ফাইনাল কাট প্রো প্লাগ-ইন

ভিজুয়াল ইফেক্টস টুল নির্মাতা নয়েজ ইন্ডাষ্ট্রি নতুন একটি প্লাগ-ইন তৈরী করেছে এডবি আফটার ইফেক্টস, মোশন,  ফাইনাল কাট প্রো এবং ফাইনাল কাট এক্সপ্রেস এর সাথে ব্যবহারের জন্য। এটা ব্যবহার করে এনিমেটেড ফটো মোন্টাজ তৈরী করা যাবে।
ইমেজ, টাইটেল, ট্রানজিশন ইত্যাদিকে একসাথে ব্যবহার করে খুব সহজে এনিমেটেড কম্পোজিশন তৈরী করা যাবে। কোন কিফ্রেম তৈরী প্রয়োজন হবে না। ইফেক্ট প্যারামিটার পরিবর্তন করে নবীন থেকে অভিজ্ঞ যে কেউ এটা থেকে ভাল ফল পাবেন। আবার কেউ যদি কিফ্রেম ব্যবহার করতেই চান সেটা করার সুযোগও রয়েছে।

জিনিয়াস অয়্যারলেস গ্রাফিক ট্যাবলেট মাউসপেন এম৫০৮ডব্লিউ

নতুন একটি গ্রাফিক ট্যাবলেট বাজারে ছেড়েছে জিনিয়াস।  ৫-৮ মাপের অয়্যারলেস এই ট্যাবলেট ১০২৪ লেভেল প্রেসার সেনসিটিভ। সেইসাথে ৬০ ডিগ্রী পর্যন্ত টিল্ট সেনসিটিভ। এর দাম রাখা হয়েছে ১৫০ ডলার।
মাউসপেন নামের এই অয়্যারলেস ট্যাবলেট কানেকটিভিটির জন্য ব্যবহার করবে ২.৪ গিগাহার্টজ অয়্যারলেস প্রযুক্তি। একটি ইউএসবি রিসিভারের সাহায্যে পিসি বা ল্যাপটপে ব্যবহার করা যাবে। পেইন্টিং, ড্রইং থেকে শুরু করে সবধরনের কাজে ব্যবহারের সুযোগ পাবেন প্রফেশনাল ডিজাইনার।

পে-পলের প্রতিদ্বন্দি অনলাইন পেমেন্ট ব্যবস্থা আনছে আমেরিকান এক্সপ্রেস

ডিজিটাল পেমেন্ট এর ক্ষেত্রে ভিসা কিংবা মাষ্টারকার্ড থেকে পিছিয়ে রয়েছে আমেরিকান এক্সপ্রেস। কিন্তু তারা যুগান্তকারী এক পদক্ষেপ ঘোষনা করেছে। সার্ভ নামের পদ্ধতিতে সরাসরি পে-পলের জন্য হুমকি বলে মনে করছেন অনেকেই। এটা ব্যবহার করে ব্যাংক একাউন্ট অথবা ক্রেডিট কার্ড থেকে ওয়েবসাইটে অর্থ লেনদেন করা যাবে। এছাড়া মোবাইল ফোন থেকেও ব্যবহার করা যাবে (বর্তমানে এন্ড্রয়েড এবং আইওএস সাপোর্ট করে এই ব্যবস্থা)।

মোবাইলে অর্থ লেনদেনের ব্যবস্থা আনছে গুগল

মোবাইল ফোন ব্যবহার করে অর্থ লেনদেনের বিষয় নিয়ে গুগল কাজ করছে সিটিগ্রুপ এবং মাষ্টারকার্ডের সাথে। এই ব্যবস্থা চালু হলে এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেমের মোবাইল ফোনকে মানিব্যাগ হিসেবে ব্যবহার করা যাবে। ওয়াল ষ্ট্রিট জার্নাল এই খবর দিয়েছে।

নাইকন কুলপিক্স এস৮১০০ ডিজিটাল ক্যামেরা রিভিউ

আকারে ছোট, জুম যথেষ্ট পরিমান, সেইসাথে সবধরনের সুবিধে, এধরনের ক্যামেরার চাহিদা সবচেয়ে বেশি। বাজারে এধরনের ক্যামেরা যেমন বেশি তেমনি ক্যামেরা বাছাইয়ের বিষয়টিও তুলনামুলক কঠিন। নাইকনের কুলপিক্স এস৮১০০ এদিক থেকে সহায়তা করতে পারে। ১০এক্স জুম (৩০-৩০০ মিমি) এই ক্যামেরার অটোফোকাস এবং সাটার রেসপন্স এসএলআর এর মানের। সেইসাথে ফুল এইচডি ভিডিও রেকর্ডিং সুবিধে এবং আকারে পকেটে রাখার মত ছোট।
এতে ব্যবহার করা হয়েছে ১২.১০ মেগাপিক্সেল ব্যাকসাইড ইল্যুমিনেটেড সেমেসি সেন্সর। এই সেন্সরে সেনসিটিভিটি বেশি পাওয়া যায়, ফলে নয়েজ লেভেল কম।  এরসাথে রয়েছে নিকর ব্রান্ডের ১০এক্স অপটিক্যাল জুম লেন্স। মাইক্রো মোডে ০.৪ ইঞ্চি দুরত্বে ফোকাস করা যায়।
এতে রয়েছে লেন্সভিত্তিক ইমেজ ষ্ট্যাবিলাইজেশন। দুরের ছবি উঠানোর সময় হাত কাপার সমস্যা দুর করে এই ব্যবস্থা।

অর্ধেকের বেশি আমেরিকান ফেসবুক ব্যবহার করে

সাম্প্রতিক এক জড়িপের ফল হিসেবে বলা হয়েছে আমেরিকার ১২ বছরের বেশি বয়সীদের শতকরা ৫১ জন সোস্যাল নেটওয়ার্ক সাইট ফেসবুক ব্যবহার করে। ফেসবুকের নিয়ম অনুযায়ী ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৩ বছর হতে হয়। এপ্রিলের ৫ তারিখে এই রিপোর্ট প্রকাশ করা হবে।

এইচটিসি থ্রিডি ডিসপ্লে মোবাইল ফোন

আমেরিকার জন্য এইচটিসি-র ইভো থ্রিডি ফোনের কথা জানা গেছে আগেই। এবার বাকি বিশ্বের জন্য জিএসএম ভিত্তিক এই ফোনের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।  এর প্রধান বৈশিষ্ট অবশ্যই বড় আকারের থ্রিডি-এস-এলসিডি ডিসপ্লে। ৪.৩ ইঞ্চি ডিসপ্লের রেজ্যুলুশন ৫৪০-৯৬০। সেইসাথে এনড্রিনো ২২০ গ্রাফিক্স। অন্যান্যদের মধ্যে এতে রয়েছে ১.২ গিগাহার্টজ ডুয়াল কোর স্নাপড্রাগন প্রসেসর, ১ গিগাবাইট র‌্যাম।

এএমডি ৬৯৯০ এর প্রতিদ্বন্দি ডুয়াল জিপিইউ জিটিএক্স৫৯০ গ্রাফিক্স কার্ড এনেছে এনভিডিয়া

এনভিডিয়া এবং এএমডি (এটিআই) এর প্রতিদ্বন্দিতা বহুদিনের। কখনো একজন সামনে যায়, কখনো আরেকজন। কদিন আগে এএমডি রেডঅন এইচডি ৬৯৯০ কে বলা হয়েছে বিশ্বের দ্রুততম গ্রাফিক্স কার্ড। এখন তারসাথে প্রতিদ্বন্দিতায় জিটিএক্স৫৯০ নামে ডুয়াল জিপিইউ কার্ড এনেছে এনভিডিয়া।

অপেরা মিনি ৬ এবং অপেরা মোবাইল ১১

মোবাইল ওয়েব ব্রাউজিং এর ক্ষেত্রে শীর্ষস্থানীয় অপেরা আরো একধাপ এগিয়ে নতুন দুটি ভার্শন রিলিজ দিয়েছে। অপেরা মিনি ৬ এবং অপেরা মোবাইল ১১ ডাউনলোড করা যাচ্ছে বিভিন্ন ধরনের মোবাইল ডিভাইসের জন্য।
অপেরা মোবাইল ১১ ফ্লাশ সহ এইচটিএমএল৫ এর সবকিছু সার্থকভাবে ব্যবহার করে। একে ডেস্কটপ ভার্শন অপেরা ১১ এর সাথে তুলনা করা যায়।

গুগল ক্রোম ১১ বেটা ডাউনলোড করা যাচ্ছে

গুগলের ইন্টারনেট ব্রাউজার ক্রোম এর নতুন ভার্শন ১১ বেটা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন ইচ্ছে করলে। উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্সের জন্য এই ভার্শনে বেশকিছু নতুন ফিচার যোগ করা হয়েছে। এরমধ্যে রয়েছে ভয়েস সার্চ, এইচটিএমএল৫, থ্রিডি সিএসএস এর জন্য জিপিইউ-এক্সিলারেশন। সাথে নতুন আইকণ।

ইউটিউব ভিডিও এডিটরে ষ্ট্যাবিলাইজেশন এবং থ্রিডি

ইউটিউব ব্রাউজারভিত্তিক ভিডিও এডিটর আপডেট করা হয়েছে। এবং এই পরিবর্তন বেশ বড় ধরনের। ভিডিওতে হাত কাপার বিষয় থাকলে তা ঠিক করে স্থির ভিডিও পাওয়া যাবে এবং টুডি ভিডিওকে থ্রিডিতে পরিনত করা যাবে।

গুগলের অনলাইন পত্রিকা

কোন ধরনের প্রচারনা ছাড়াই অনলাইন পত্রিকা চালু করেছে গুগল। থিংক কোয়ার্টারলি নামের এই পত্রিকা বের হবে ৩ মাস পরপর। বৃটেন ভিত্তিক প্রথম সংখ্যায় ৬৮ পৃষ্ঠার এই পত্রিকায় রয়েছে ব্যবসায় তথ্যের ব্যবহার সম্পর্কে বিস্তারিত। সবচেয়ে বেশি যা আকৃষ্ট করবে তা হচ্ছে এর সৌন্দর্য্য। দৃষ্টিনন্দন ফ্লাশভিত্তিক এই পত্রিকায় ব্যবসা এবং প্রযুক্তি সংক্রান্ত নানাধরনের লেখা পাওয়া যাবে।

ক্রোম অপারেটিং সিষ্টেমে সনির নোটবুক

সনি ইনসাইডার জানিয়েছে সনি নতুন দুটি পন্য আনতে যাচ্ছে। একটি গুগলের ক্রোম অপারেটিং সিষ্টেমের নোটবুক, অপরটি ভাইও হাইব্রিড পিসি। ক্রোম অপারেটিং সিষ্টেমের নোটবুক গুগলের মুল ডিজাইন অনুসরন করে করা হয়েছে। এতে ১১.৬ ইঞ্চি ডিসপ্লে, এনভিডিয়া টেগরা ২ গ্রাফিক্স এবং ১ গিগাবাইট মেমোরী থাকছে। সাথে ১৬ গিগাবাইট ফ্লাশ মেমোরী। এর ওজন ২.২ পাউন্ড, ব্যাটারী লাইফ ৮ ঘন্টা।

সল্যুশন মানে সমাধান , উদাহরন গ্রামীন ফোন ইন্টারনেট

বিজনেস সল্যুশন, এটাই নাম গ্রামীন ফোনের একটি সার্ভিসের। মাসে প্রায় হাজার টাকা বিল দেবেন  বদলে আনলিমিটেড এজ কানেকটিভির সার্ভিস পাবেন। চালু হয়েছে বেশ কয়েকবছর আগে। কাজেই আপনি ধরে নিতেই পারেন, দেশের সবচেয়ে বড় কোম্পানী, সবচেয়ে বড় ব্রান্ড, সবচেয়ে বড় ট্যাক্সদাতা যখন বিজনেস সল্যুশন, সার্ভিস, এজ এই কথাগুলি বলছে তখন ইন্টারনেটের সমাধান হয়েই গেল।
যদি সেটা হত তাহলে এই লেখা প্রয়োজন হত না।

লজিটেকের নতুন স্পিকার জেড-৯০৬

লজিটেক জানিয়েছে তারা তাদের জনপ্রিয় ৫.১ স্পিকার জেড-৫৫০০ এর যায়গায় নতুন স্পিকার আনছে এমাসেই। জেড-৯০৬ টিএইচএক্স সার্টিফায়েড এই স্পিকারে অবশ্য সত্যিকারের পরিবর্তন সামান্যই, বরং আরএমএস পাওয়ারের ক্ষেত্রে কিছুটা কম। তারপরও, তাদের ভাষায়  বাড়ি কাপানোর জন্য যথেষ্ট। এতে একাধিক ডিজিটাল এবং এনালগ ইনপুটের ব্যবস্থা, অয়্যারলেস রিমোট কন্ট্রোল ইত্যাদি রয়েছে।

আফটার ইফেক্টস এর জন্য থ্রিডি মুভি এডিটিং প্লাগইন

এডবি আফটার ইফেক্টস এর জন্য আইএসপি ষ্টেরিওস্কোপিক থ্রিডি নামে একটি প্লাগইন বাজারে ছেড়েছে জাপানী সফটঅয়্যার নির্মাতা রিসার্চ ইনষ্টিটিউট অব সিষ্টেম প্লানিং ইনক। থ্রিডি ভিডিওর কাজে সর্বোচ্চ মান রেখেও বিশেষ কিছু না শিখেই খুব সহজে এটা ব্যবহার করা যাবে। সেইসাথে অবশ্যই অভিজ্ঞ ব্যবহারকারীরা নিজের পছন্দমত আরো ভালকিছু করার সুযোগ পাবেন।

বিশ্বের দ্রুততম গ্রাফিক্স কার্ড এএমডি রেডঅন এইচডি ৬৯৯০

বলা হয় বর্তমানের সবচেয়ে উন্নত গ্রাফিক্স কার্ড এনভিডিয়ার জিফোর্স জিটিএক্স ৫৮০। তারসাথে প্রতিদ্বন্দিতায় রয়েছে এটিআই ডুয়াল চিপের রেডঅন এইচডি ৫৯৭০। এখন তার উত্তরসুরি ৬৯৯০ নামের অত্যন্ত উচুমানের গ্রাফিক্স কার্ডকে এএমডি বলছে বিশ্বের দ্রুততম কার্ড। ৪ গিগাবাইট জিডিডিআর-৫ মেমোরী রয়েছে এতে। ক্লক স্পিড ৮৮০ মেগাহার্টজ।

এডবির ফ্লাশ থেকে এইচটিএমএল কনভার্টার, ওয়ালাবি

যারা ফ্লাশে আকর্ষনীয় ওয়েবসাইট তৈরী করেন তাদের কাছে স্বপ্ন, যদি কোনভাবে সবকিছু এইচটিএমএল-৫ এ কনভার্ট করা যেত। তাদের এই স্বপ্ন পুরন করছে এডবি নিজেই। ওয়ালাবি নামে একটি কনভার্টার নিয়ে কাজ করছে তারা যা ফ্লাশের ইমেজ, ড্রইং, এনিমেশনকে এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ফরম্যাটে কনভার্ট করবে।

ফ্রিল্যান্সারদের জন্য সেরা ব্লগ

যারা ইন্টারনেটের মাধ্যমে কাজ করে অর্থ উপার্জন করতে চান, বিশেষ করে এই ক্ষেত্রে যারা নতুন তাদের কাছে সবসময়ই কিছু না কিছু প্রশ্ন থেকে যায়। ঠিক কি করবেন, কিভাবে করবেন, কোথায় যোগাযোগ করবেন এই বিষয়গুলি সম্পর্কে ধারনা পেতে বেশ সময় নেয়। সুখবর হচ্ছে এধরনের কাজের জন্য বহু ওয়েবসাইট রয়েছে যারা সরাসরি এই কাজের সাথে জড়িত। তাদের সাইট থেকে সব ধরনের পরামর্শ এবং গাইডলাইন পেতে পারেন। এখানে এধরনের কয়েকটি ব্লগের পরিচিতি তুলে ধরা হল।

মাইক্রোসফট উইন্ডোজ ৮ ভিত্তিক ট্যাবলেট দেখাবে জুনে

উইন্ডোজর পরবর্তী ভার্শনের নাম উইন্ডোজ ৮ নাকি অন্যকিছু তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। এটা কখন বাজারে আসবে সে নিয়েও নানারকম মত রয়েছে। মাইক্রোসফটের ভেতর থেকে খবর পাওয়া গেছে এই উইন্ডোজ ৮ (অথবা অনকিছু) ডিজাইন ডেমো দিয়ে তৈরী ট্যাবলেট তারা দেখাবে জুনে। কম্পিউটেক্স মেলায় মাইক্রোসফট অন্যতম অংশগ্রহনকারী প্রতিস্ঠান। হয়ত সেখানে।

প্রসেসর নির্মাতা ইন্টেল কিনেছে নিরাপত্তা প্রতিস্ঠান ম্যাকাফি

এন্টিভাইরাস নির্মাতা ম্যাকাফিকে কিনেছে বিশ্বের প্রধান চিপ নির্মাতা। এজন্য ইন্টেলকে ব্যয় করতে হয়েছে ৭৬৮ কোটি ডলার। এরফলে নিরাপত্তা ব্যবসায় ইন্টেল বড় ধরনের সুবিধে পাবে। ব্যক্তি পর্যায় থেকে বড় কোম্পানী পর্যন্ত সকলের জন্য বিভিন্ন ধরনের নিরাপত্তামুলক পন্য আনা হবে। ইন্টেল জানিয়েছে ম্যাকাফিকে তাদের প্রয়োজ কারন তাদের প্রযুক্তিকে তারা প্রসেসর এবং চিপের মধ্যে ব্যবহার করতে আগ্রহি।