August 3, 2012

উইন্ডোজ ৮ ওইএম ভার্শন


হার্ডঅয়্যার নির্মাতাদের জন্য উইন্ডোজ ৮ এর ওইএম বার্শন রিলিজ দিচ্ছে মাইক্রোসফট। এটা উইন্ডোজ ৮ এর ফাইনাল ভার্শন যা বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যাবে।
সফটঅয়্যার নির্মাতারা ১৫ আগষ্ট থেকে আরটিএম ভার্শন ডাউনলোডের সুযোগ পাবেন। আগষ্টের ২০ তারিখে একশন প্যাক সরবরাহকারীরা এটা পাবেন। পাইকারী ক্রেতারা পাবেন সেপ্টেম্বরের ১ তারিখে।
আর সাধারন ব্যবহারকারীরা উইন্ডোজ ৮ পাবেন অক্টোবরের ২৬ তারিখে।

August 1, 2012

মাইক্রোসফটের হটমেইল এখন আউটলুক


মাইক্রোসফট তাদের ইমেইল ব্যবস্থা হটমেইলকে আউটলুক নামে রুপান্তর করেছে। এতে আনা হয়েছে নতুন মেট্রো ইউজার ইন্টারফেস। আগের হটমেইল ব্যবহারকারীরা হটমেইল থেকে আউটলুকে ঠিকানা পরিবর্তন করতে পারবেন।
নতুন ইন্টারফেসের প্রধান বৈশিষ্ট এটা অত্যন্ত পরিচ্ছন্ন। প্রয়োজনীয় বিষয়গুলির বাইরে কিছু রাখা হয়নি। নতুন একটি মোবাইল ভার্শনও চালূ করা হয়েছে। আগামীতে এরসাথে স্কাইপ যোগ করার কথা রয়েছে।