August 1, 2012

মাইক্রোসফটের হটমেইল এখন আউটলুক


মাইক্রোসফট তাদের ইমেইল ব্যবস্থা হটমেইলকে আউটলুক নামে রুপান্তর করেছে। এতে আনা হয়েছে নতুন মেট্রো ইউজার ইন্টারফেস। আগের হটমেইল ব্যবহারকারীরা হটমেইল থেকে আউটলুকে ঠিকানা পরিবর্তন করতে পারবেন।
নতুন ইন্টারফেসের প্রধান বৈশিষ্ট এটা অত্যন্ত পরিচ্ছন্ন। প্রয়োজনীয় বিষয়গুলির বাইরে কিছু রাখা হয়নি। নতুন একটি মোবাইল ভার্শনও চালূ করা হয়েছে। আগামীতে এরসাথে স্কাইপ যোগ করার কথা রয়েছে।

কন্ট্যাক্ট অংশে ইচ্ছে করলে ফেসবুক, টুইটার, লিংকডইন কিংবা গুগল প্লাস থেকে কন্ট্যাক্ট ব্যবহার করা যাবে। আরেকটি উল্লেখযোগ্য সংযোজন হচ্ছে ইচ্ছে করলে ৫টি পর্যন্ত ভিন্ন নাম ব্যবহার করার ব্যবস্থা। অতিরিক্ত নাম যোগ করার পর সেগুলি ব্যবহার করে মেইল পাঠানো বা রিসিভ করা যাবে।
বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত এই ইমেইল ব্যবস্থা নতুনভাবে শুরুর কয়েক ঘন্টার মধ্যে ১০ লক্ষের বেশি ব্যবহারকারী ব্যবহার শুরু করেছেন।

No comments:

Post a Comment