January 31, 2011

অলিম্পাস এক্সজেড-১ ক্যামেরা রিভিউ

অলিম্পাসের কম্প্যাক্ট ক্যামেরা এক্সজেড-১ অনেকেরই দৃষ্টি আকর্ষন করেছে বেশকিছু কারনে। অল্প আলোতে ছবি উঠানোর জন্য এবং উচু মানের ছবি পাওয়ার জন্য এটা অত্যন্ত কার্যকর। এফ/১.৮ এপারচারের লেন্সের সাথে হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করতে সক্ষম এই ক্যামেরাকে তুলনা করা যায় প্যানাসনিক এলএক্স৫, ক্যানন জি১২, নাইকন পি৭০০০ কিংবা স্যামসাং টিএল৫০০ এর সাথে।
এটা অলিম্পাসের প্রথম পকেট ক্যামেরা যেখানে তাদের মাইক্রো ফোর থার্ড সেন্সরের পেন ক্যামেরার মত জুইকো লেন্স ব্যবহার করা হয়েছে। ৪ এক্স থেকে পাওয়া যাবে ২৮-১১২ মিমি সমমানের ফোকাস।

January 30, 2011

তোসিবা কসমিও ল্যাপটপ রং পাল্টাবে

শুরুতে বহুদিন পর্যন্ত ল্যাপটপের স্ক্রিন ছিল একরঙা। বর্তমানে সবই রঙিন। এমনকি থ্রিডিও বাজারে আসতে শুরু করেছে। কিন্তু পেছনের দিক ? সেটা নির্দিষ্ট রঙের। কখনো কখনো সেখানে ডিজাইন করা থাকতে পারে, তারপরও সেটা সেই নিদিষ্ট রঙেরই। তোসিবা মনে করছে সেখানেও পরিবর্তন আনা প্রয়োজন। তাদের ডাইনাবুক কসমিও টি৭৫০ মডেল নিজে থেকেই রঙ পাল্টাবে উল্টোদিকেরও।
তারা জানিয়েছে এজন্য এতে রঙ ব্যবহার করা হয়নি, বরং অনেকগুলি ফিল্মের স্তর ব্যবহার করে এই ব্যবস্থা আনা হয়েছে। বাইরের আলো পরিবর্তনের সাথেসাথে এর রঙ পাল্টে যাবে।

January 29, 2011

মিসরে ইন্টারনেট বন্ধ

তিউনিসিয়ায় গনআন্দোলনের ফলে সরকারের পতনের পর থেকেই আলোচনা হচ্ছিল আন্দোলন মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে ছড়িয়ে পরবে কিনা। আলজিরিয়া, ইয়েমেন এসব দেশে মানুষ পথে নেমেছে। সবাইকে ছাপিয়ে খবরের শীর্ষে উঠে এসেছে মিসর। ২৫ তারিখ থেকে মানুষ রাজপথে প্রতিবাদ জানাতে শুরু করেছে এবং ৪ দিন পর তা সরাসরি সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এক পর্যায়ে সরকার ইন্টারনেট এবং মোবাইল ফোন ব্যবহার পুরোপুরি বন্ধ করে দিয়েছে।

সনির নতুন দুটি সুপারজুম ক্যামেরা

সনির দুটি নতুন সুপারজুম ক্যামেরার কথা প্রকাশ পেয়েছে। অপটিক্যাল জুমের হিসেবে এইচএক্স১০০ভি আগের সব মডেলকে ছাড়িয়ে। ৩০ এক্স (২৭-৮১০মিমি) জুমের এই মডেলে অনেককিছুই আনা হয়েছে তাদের আলফা ক্যামেরা থেকে। ১৬.২ মেগাপিক্সেল ব্যাকসাইড ইল্যুমিনেটেড সেন্সর এবং বিয়ঞ্জ প্রসেসর বিশিষ্ট এই ক্যামেরায় ফুল হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে। জিপিএস আছে বলেও ধারনা করা হচ্ছে।

আমাজন কিন্ডলে ইবুকের বিক্রি পেপারব্যাকের থেকে বেশি

মাসছয়েক আগে আমাজন জানিয়েছিল তাদের ই-বুক রিডার কিন্ডলের বইয়ের বিক্রি বোর্ডবাধাই বই থেকে বেশি। এখন জানাচ্ছে বিক্রি বেড়ে জনপ্রিয় পেপারব্যাককেও ছাড়িয়ে গেছে। প্রতি ১০০ পেপারব্যাক এর তুলনায় কিন্ডলে এডিসন বিক্রি হয় ১১৫ কপি।
আমাজন জানিয়েছে এই হিসেবে তারা বিনামুল্যের বই অন্তর্ভুক্ত করেনি। কি পরিমান কিন্ডলে রিডার বিক্রি করেছে সেকথা সবসময়ই গোপন রাখা হয়।
বর্তমানে ৮ লক্ষের বেশি ই-বুক রয়েছে কিন্ডলের জন্য। নির্দিষ্ট বই পড়ার জন্য তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হয়। ই-বুকের দাম ছাপা বইয়ের তুলনায় অনেক কম হওয়ায় অনেকেই এগুলি বেশি পছন্দ করেন।

January 28, 2011

রোড এর ভিডিও মাইক্রোফোন

প্রফেশনাল ভিডিওগ্রাফার তো বটেই, অনেক সৌখিন ভিডিওগ্রাফারও উন্নতমানের মাইক্রোফোনের প্রয়োজনীয়তা অনুভব করেন। বিশেষ করে যারা ডিজিটাল এসএলআর কিংবা হাই ডেফিনিশন ক্যামকোর্ডার ব্যবহার করে ভিডিও করেন। তাদের জন্য ছোট আকারের উচু মানের মাইক্রোফোন বাজারে এনেছে রোড।
এর ওজন মাত্র ৮৫ গ্রাম, লম্বায় ৬ ইঞ্চি। এতে দুই ধাপে হাইপাশ ফিল্টার ব্যবহারের ফলে ৮০ হার্টজ এর নয়েজ দুর করবে। সাধারনত রাস্তার শব্দ কিংবা সাধারন পরিবেশে এই নয়েজ তৈরী হয়। এছাড়া বাতাসের শব্দ দুর করার ব্যবস্থা তো রয়েছেই। কম শব্দ কিংবা অতিরিক্ত শব্দ নিয়ন্ত্রনের জন্য রয়েছে ৩ স্তরের এটেনিউয়েশন কন্ট্রোল।

এমএসআই উইন্ডোজ ৭ ভিত্তিক ট্যাবলেট বিক্রি শুরু

উইন্ডোজ ৭ অপারেটিং সিষ্টেমের ট্যাবলেট উইন্ডপ্যাড ১০০ ডব্লিউ দিয়ে ট্যাবলেট কম্পিউটারের জগতে পা রাখল এমএসআই। সিম্পলি ইলেকট্রনিক্স নামের বড় একটি বিক্রিতার মাধ্যমে এর বিক্রি শুরু হয়েছে। ১০.১ ইঞ্চি ডিসপ্লের এই ট্যাবলেটে রয়েছে ইন্টেল এটম জেড৫৩০ ১.৬ গিগাহার্টজ সিংগল কোর প্রসেসর, ২ গিগাবাইট মেমোরী, ৩২ গিগাবাইট এসএসডি এবং ৬ ঘন্টার ব্যাটারী।
একটিমাত্র বিষয় এটা কিনতে নিরুতসাহিত করতে পারে, এর দাম। ৭১০ ডলার দামে অনেক শক্তিশালী নোটবুক পাওয়া যায়।
অবশ্য ট্যাবলেট বলে কথা।

নোকিয়ার লাভ কমেছে

নোকিয়া জানিয়েছে বছরের শেষ ৩ মাসে লাভ শতকরা ২১ ভাগ কমে গেছে। বিশ্বের ১ নম্বর মোবাইল বিক্রেতার কাছ থেকে বাজার সরিয়ে নিচ্ছে অন্যান্য কোম্পানীগুলি।  এখানেই শেষ হয়নি বিষয়টি। কোম্পানী জানিয়েছে এবছর প্রথম ৩ মাসে একই থাকতে পারে, কিংবা বাড়লেও সামান্য বাড়বে।
আগের বছরের শেষ ৩ মাসের ৯৫ কোটি ইউরো থেকে কমে এবারের লাভের পরিমান দাড়িয়েছে ৭৪.৫ কোটি ইউরো (১০২ কোটি ডলার)। অবশ্য বিক্রি বেড়েছে ৬ ভাগ। বিক্রির পরিমান ১৭২০ কোটি ডলার। সেটপ্রতি লাভের হার কমে যাওয়ায় বিক্রি বাড়লেও লাভ কমেছে। বছরের শুরুতে বাজারে তাদের অবস্থান ৩৫ থেকে থেকে কমে বছরশেষে ৩১ ভাগে এসে দাড়িয়েছে।

January 27, 2011

বাংলাদেশে আউটসোর্সিং : সমস্যা একেবারে সামান্য

আমাদের গর্ব করার বিষয়ের অভাব নেই বাঙালী জাতির ইতিহাস হাজার বছরের গঙ্গারিডি বিষয়কে হিসেবে ধরলে দ্বিগুণেরও বেশি আর উপমহাদেশ ধরে করে মহেঞ্জেদারো হিসেব করলে তারও দ্বিগুন এত প্রাচীন ঐতিহ্য থাকলে গর্ব করব না কেন ? আর আমরা শুধু প্রাচীন বিষয় নিয়েই যে গর্ব করছি তাতো না, বর্তমান নিয়েও গর্ব করি সুন্দরবনকে ভোট দিয়ে বিশ্বসেরা বানাবোই বানাবো সুন্দরবনের ভেতরে গাছ কেটে পরিস্কার হয়ে গেছে, প্রতিনিয়ত হচ্ছে, তাতে কি যায় আসে! কেউ তো ভেতরে দেখতে যাচ্ছে না

পে-পল প্রধান বেদিয়ার এখন গুগলে

পে-পলের প্রধান ওসামা বেদিয়ার নিজের পদ থেকে সরে দাড়িয়েছেন। তার চলে যাওয়া হয়ত পে-পলের ততটা মাথাব্যথার কারন না যতটা তার পরবর্তী কর্মস্থান। বেদিয়ার যোগ দিয়েছেন গুগলে। পে-পল এবং গুগল দুজনেই পরবর্তী প্রজন্মের অর্থ লেনদেনের পদ্ধতি নিয়ে প্রতিদ্বন্দি।
বেদিয়ার পে-পলে কাজ করেছেন ৮ বছর। নিজেদের ভেতর থেকেই ম্যাথিউ ম্যাঞ্জেরিংক নামের ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন আরেকজনকে বেদিয়ারের যায়গায় আনা হয়েছে। তার বক্তব্য, বেদিয়ার কি করছে জানা গেলে আমরা সাথেসাথে সেকাজ করব।

মাইক্রোসফটের উইন্ডোজ ফোন ৭ বিক্রি হয়েছে ২০ লক্ষ

গত অক্টোবরে বাজারে আসার পর প্রথম ৩ মাসে মাইক্রোসফটের মোবাইল ফোন সফটঅয়্যার উইন্ডোজ ফোন বিক্রি হয়েছে ২০ লক্ষ। এই পরিমান এপলের আইফোন কিংবা গুগলের এন্ড্রয়েড থেকে অনেক কম হলেও নতুন সফটঅয়্যার হিসেবে উল্লেখযোগ্য।

January 26, 2011

রোবট শব্দের ৯০ বছর

কোন শব্দের বর্ষপুর্তির উদাহরন হয়ত খুব বেশি নেই। কিন্তু শব্দটি যদি রোবট হয় তাহলে ভিন্নকথা। এরসাথে সম্পর্ক আধুনিক প্রযুক্তির। আজ থেকে ৯০ বছর আগে এই দিনে প্রথমবার ব্যবহার করা হয়েছিল রোবট শব্দটি। যদি জানা না থাকে তাহলে আশ্চর্য হতে পারেন, এটা ব্যবহার করা হয়েছিল একটি নাটকে।

৬ হাজারের বেশি নিয়োগ দেবে গুগল

এবছর ৬২০০ নতুন কর্মী নিয়োগ দেবে গুগল। এই সংখ্যা তাদের বর্তমান কর্মীসংখ্যার প্রায় এক চতুর্থাংশ। ইন্টারনেট ব্যবসায় বিশ্বের সবচেয়ে লাভজনক কোম্পানী গুগলের জন্য এটা সবচেয়ে বড় নিয়োগের ঘটনা।
আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা তার ষ্টেট অব দি ইউনিয়ন ভাষনে আরো বেশি মানুষের চাকরীর সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছিলেন। গুগলের সিইও এবং অন্যান্য ব্যবসায়ীরা এই বিষয়ে বারাক ওবামার সাথে দেখা করে আলাপ করেন গতমাসে। নতুন চাকরী সৃষ্টির চেষ্টাই প্রধান লক্ষ বলে উল্লেখ করা হচ্ছে।

মিসরে টুইটার বন্ধ

গনআন্দোলনের মুখে ২৩ বছরের শাসনের অবসান ঘটেছে তিউনিসিয়ায়। জনগনের আন্দোলনের বিষয় ছিল বেকারত্ব এবং দ্রব্যমুল্য। অনেকেই আশংকা করছিলেন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও এর প্রভাব পড়তে পারে। অনেক দেশেই একই ধরনের অবস্থা বিরাজ করছে। অনেকে নির্দিষ্টভাবে মিসরের নাম উল্লেখ করেছেন। বাস্তবে মিসরে একই দাবীতে আন্দোলন জোরালো হয়েছে। আর জনপ্রিয় সোস্যাল নেটওয়াকিং সাইট টুইটার জানাচ্ছে মিসরে তাদের সেবা বন্ধ করে দেয়া হয়েছে।

পি২পি শেয়ারিং এর পেছনে ১০০ জন

পিয়ার টু পিয়ার, সংক্ষেপে পি২পি এই পদ্ধতিতেই প্রতিদিন লক্ষ লক্ষ ব্যবহারকারী সফটঅয়্যার, গেম, ভিডিও ইত্যাদি ইন্টারনেটের মাধ্যমে আদান-প্রদান করছেন। মোট ইন্টারনেট ব্যবহারের ২৭ থেকে ৫৫ ভাগ ব্যবহৃত হচ্ছে একাজে। সাম্প্রতিক এক গবেষনায় দেখা গেছে এই লক্ষ লক্ষ ফাইল শেয়ারিং এর পেছনে মুল ব্যক্তির সংখ্যা শতখানেক মাত্র। পাইরেট বে এবং মিনিনোভার তথ্য ঘেটে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

January 25, 2011

প্যানাসনিকের ২টি নতুন পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরা

লুমিক্স সিরিজের ২টি নতুন পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরা বাজারে আনছে প্যানাসনিক। অবাক হতেই পারেন কারন কিছুদিন আগে কনজুমার ইলেকট্রনিক্স শোতে আনা হয়েছে ৮টি ক্যামেরা, এরপর দুটি পকেট সুপারজুম ক্যামেরা টিজেড২০ এবং টিজেড১৮ (জেডএস১০ এবং জেডএস৮) এর কথাও জানানো হয়েছে। সাথে এই ২টি।
ডিএমসি-এফএক্স৭৮ মডেলে রয়েছে ফুল হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং ব্যবস্থা। লেইকা ২৪ মিমি ওয়াইড এঙ্গেল লেন্স, ১২.১ মেগাপিক্সেল সেন্সর, ৩.৫ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে। টাচস্ক্রিন ব্যবহার করে অটোফোকাস, জুম, প্লেব্যাক সবকাজ করা যাবে। এছাড়া এতে থ্রিডি ফটো মোড রয়েছে।

এনভিডিয়ার কোয়াড-কোর টেগরা ৩ এবং থ্রিডিসহ টেগরা ২

প্রসেসরের সাথে পাল্লা দিয়ে ছুটছে গ্রাফিক্স প্রসেসর। কম্পিউটারের ক্ষেত্রে তো বটেই, মোবাইল ফোনের ক্ষেত্রেও। এনভিডিয়ার ভবিষ্যত পরিকল্পনার তালিকায় দেখা গেছে কোয়াড কোর টেগরা ৩ এবং থ্রিডিসহ টেগরা ২। এরই মধ্যে টেগরা ২ দিয়ে ফোনসেট তৈরী করেছে এলজি এবং মটোরোলা। যদিও এখনো মানুষের হাতে পৌছেনি সেগুলি।
বর্তমানে ডুয়াল কোর টেগরা ২ তে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে করটেক্স এ৯ প্রসেসর। ১ গিগাহার্টজ পর্যন্ত ক্লকস্পিড। একে ছাড়িয়ে যাবে টেগরা ২ থ্রিডি চিপ। কোয়াড কোরের ক্ষেত্রে ক্লকস্পিড হবে ১.২ গিগাহার্টজ। ধারনা করা হচ্ছে বার্সেলোনা মেলায় এসব তথ্য জানানো হবে।

বিশ্বের প্রথম ১.৮ ইঞ্চি সিরিয়াল হার্ডডিস্ক আনল তোসিবা

বিশ্বের প্রথম মাইক্রো সাটা ভিত্তিক ১.৮ ইঞ্চি হার্ডডিস্ক তৈরী করেছে তোসিবা। এতে লো ইনসারশন ফোর্স সিরিয়াল এটিএ কানেকটর রয়েছে। ট্যাবলেট থেকে শুরু করে মিডিয়া প্লেয়ারে ব্যবহার করা যাবে ক্ষুদ্র আকারের এই হার্ডডিস্ক। ছোট বলে ধারনক্ষমতা নিয়ে চিন্তিত হবার কিছু নেই। এগুলি পাওয়া যাবে ১৬০, ২০০ এবং ২২০ গিগাবাইট ধারনক্ষমতার।

প্যানাসনিকের নতুন ক্যামেরা লুমিক্স টিজেড২০ এবং টিজেড১৮

প্যানাসনিক দুটি নতুন ট্রাভেলজুম ক্যামেরা বাজারে আনতে যাচ্ছে। ১৪ মেগাপিক্সেল সেন্সরের ছোট আকারের এই ক্যামেরাগুলিতে রয়েছে ১৬এক্স অপটিক্যাল জুম লেন্স, ৩ ইঞ্চি এলসিডি, হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং এবং ম্যানুয়েল মোড। এছাড়া টিজেড২০ মডেলে ফুল হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং এবং থ্রিডি ফটো মোড। এছাড়া জিপিএসও রয়েছে এই মডেলে।
ক্যামেরাদুটিতে ভেনাস ইঞ্জিন এফএইচডি থাকায় কাজ করবে দ্রুত। ১৯২০-১০৮০ রেজ্যুলুশন ফুল হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে। সনিক স্পিড অটোফোকাস খুব দ্রুত ফোকাস করবে।

ফায়ারফক্স-ক্রোমে ডু-নট-ট্রাক টুল

আপনি যখন ইন্টারনেটে নানাধরনের ওয়েবসাইটে যান তখন কোন সাইটে কতবার গেছেন, কোন লিংকে ক্লিক করেছেন এসব হিসেব জমা হয় আপনার কম্পিউটারে। অনলাইন বিজ্ঞাপনদাতারাও সফটঅয়্যার ব্যবহার করে সেটা জানতে পারেন। অনেক ব্যবহারকারীই এটা পছন্দ করেন না। মোজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রোমে ডু-নট-ট্রাক নামে একটি টুল যোগ করা হয়েছে যা তাদের সহায়তা করবে।

January 24, 2011

গুগল প্রতিষ্ঠাতা অবসরকালে পাচ্ছেন ১০ কোটি ডলার

গুগল যখন যাত্রা শুরু করে তখন তিন প্রতিষ্ঠাতার মধ্যে কথা ছিল তারা আগামী ২০ বছর একসাথে থাকবেন। বাস্তবে সেটা হয়নি। গুগলের সিইও এবং প্রতিস্ঠাতা এরিক সরে যাচ্ছেন তার পদ থেকে। তার যায়গায় আসছেন আরেক প্রতিস্ঠাতা ল্যারী পেজ। এরিককে গুগল ১০ কোটি ডলারের সম্পদ দিচ্ছে তার বিদায়ে।
তিন প্রতিস্ঠাতা এরিক, পেজ এবং ব্রিন তিনজনেই বছরে ১ ডলার করে বেতন নেন গুগল থেকে। অবশ্য অংশিদার হিসেবে তিনজনই আয়ের ভাগ পান।
গুগল প্রধান পদ থেকে সরে যাওয়া ৫৫ বছর বয়সি এরিক স্মিট গুগলের এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে কাজ করবেন। ৩৭ বয়সি পেজ সিইও হিসেবে দায়িত্ব বুঝে নেবেন ২ ফেব্রুয়ারী।

এএমডি ৫৭০০ গ্রাফিক্স কার্ডের নতুন নাম ৬৭০০

নতুন কোন কার্ডে এএমডি রেডঅন এইচডি ৬৭০০ সিরিজের গ্রাফিক্স কার্ড দেখে আপনি খুব উতসাহ বোধ করতে পারেন। এই সংখ্যা দেখেই কার্ডের ভালমন্দ যাচাই করা হয়। বাস্তবতা হচ্ছে, তারা তাদের ৫৭০০ সিরিজের কার্ডের নাম পরিবর্তণ করে ৬৭০০ করছে। মুলত ৬০০০ সিরিজের কার্ডগুলি ৫০০০ সিরিজ।
অবশ্য তাদের ৬৮০০ এবং ৬৯০০ কার্ডগুলি ব্যতিক্রম। এই কার্ডগুলিতে ভাল পারফরমেন্স পাওয়ার জন্য সত্যিকারের পরিবর্তন আনা হয়েছে।

বিবল নতুন ভার্শন ৫.২ প্রো এবং লাইট

উচুমানের ফটো এডিটিং সফটঅয়্যার বিবলের ৫.২ প্রো এবং ৫.২ লাইট ভার্শন রিলিজ দিয়েছে এর নির্মাতা বিবল ল্যাব। নতুন ভার্শনগুলি উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক অপারেটিং সিষ্টেমে ব্যবহার করা যাবে। নতুন ১৪টি র-ফরম্যাট যোগ করা হয়েছে নতুন ভার্শনে যারমধ্যে রয়েছে নাইকন ডি৩১০০, ডি৭০০০, পি৭০০০, প্যানাসনিক এলএক্স৫, জিএফ২ এবং জিএইচ২।
বিবলের একটি বড় সুবিধে এতে খুব সহজে নির্দিষ্ট অংশের পরিবর্তণ করা যায়। সফটঅয়্যার ব্যবহার জানার জন্য বিবল সারভাইভাল গাইড নামে ২ শতাধিক পৃষ্ঠার একটি ইবুক কেনা যায় তাদের ওয়েবসাইট থেকে।

January 23, 2011

এপল ষ্টোরে হাজার কোটি ডাউনলোড

এপল জানিয়েছে তাদের এপ ষ্টোর থেকে ডাউনলোডের সংখ্যা হাজার কোটির মাইলফলক পার হয়েছে। তাদের অত্যন্ত জনপ্রিয় স্মার্টফোন আগামীতে আরো জনপ্রিয় হবে বলে ধারনা করা হচ্ছে যখন আমেরিকার আরেকটি বড় প্রতিষ্ঠান ভেরিজোন এটা ব্যবহার শুরু করতে যাচ্ছে আগামী মাসে।
২০০৭ সালে বাজারে আসা আইফোন বিপুল পরিমান বিক্রির সাথে পরবর্তীতে আইপ্যাড যোগ হওয়ায় সফটঅয়্যারের সংখ্যাও দ্রুত বেড়েছে। বর্তমানে আইফোন, আইপ্যাড এবং আইপড টাচে ব্যবহারযোগ্য সফঅয়্যার রয়েছে সাড়ে ৩ লক্ষের বেশি।

January 22, 2011

ডিজিটাল দেশে ডিজিটাল ক্রমাবনতি

গত জাতিয় নির্বাচনে বর্তমান সরকারের বিপুল ভোটে জয়লাভের কারন হিসেবে অনেকেই কারন হিসেবে ব্যাখ্যা করেছিলেন ডিজিটাল বাংলাদেশ গড়ার অংগিকারকে। টেলিমেডিসিন সেবা থেকে শুরু করে অনেক ধরনের ঘোষনা দিয়ে বর্তমান সরকার সেই প্রচারনা বজায় রেখেছেন। ডিজিটাল বাংলাদেশের প্রধান লক্ষ্যনীয় বৈশিষ্ট হিসেবে বারবার উল্লেখ করা হয়েছে ইন্টারনেটকে। সেপথে বাংলাদেশ কি সামনের দিকে যাচ্ছে ?
ওয়াইম্যাক্স চালু হওয়ার সময় অনেকেই আশায় বুক বেধেছিলেন, এতদিনে ইন্টার গতির একটা হিল্লে হল। কমপক্ষে ১২৮ কেবিপিএস, কাজের জন্য যথেষ্ঠ। পত্রিকায় গর্বের সাথে ছাপা হল ভারতের আগে আমরা ফোরজি নেটওয়ার্ক চালু করেছি। (যদিও ফোরজি নামে আরেকটি নেটওয়ার্ক চালু রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। বাংলাদেশে এখনো থ্রিজি চালু হয়নি।)

ভিডিও প্রজেক্টরসহ সনির তিনটি ক্যামকোর্ডার

সনি এইচডিআর-পিজে সিরিজের ৩টি নতুন ক্যামকোর্ডার বাজারে আনার কথা জানিয়েছে। এগুলির বিশেষ বৈশিষ্ট হচ্ছে এরসাথে বিল্টইন প্রচেক্টর রয়েছে। ৩ ইঞ্চি এলসিডি এর পেছনে প্রজেক্টর ব্যবহার করে ক্যামেরা থেকে ৫ ফুট দুরের দেয়াল, পর্দা, ছাদ ইত্যাদিতে ভিডিও দেখা যাবে। মডেলগুলি হচ্ছে এইচডিআর-পিজে৫০ভি, এইচডিআর-পিজে৩০ভি এবং এইচডিআর-পিজে১০ভি।
প্রজেকবটর ছাড়া অন্যান্য বৈশিষ্টের মধ্যে রয়েছে ৩ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, ১২এক্স অপটিক্যাল জুম লেন্স, মাইক্রোফোন এবং হেডফোন জ্যাক এবং বিল্টইন ইউএসবি কেবল। এগুলিতে ১/৪ ইঞ্চি সিমোস সেন্সর ব্যবহার করা হয়েছে। এছাড়া এস-মাষ্টার ডিজিটাল এমপ্লিফায়ার সহ উন্নত মানের স্পিকার রয়েছে।

মাইক্রো ডিএসএলআর ছবি ক্যাম

পকেটে ক্যামেরা নিয়ে বেড়াতে চাইলে বাজারে বহু ছোট আকারের ক্যামেরা কিনতে পাবেন। কিন্তু এসএলআর নিশ্চয়ই না। সেই সুযোগ দিচ্ছে জাপানের জেটিটি। তাদের ছবি ক্যাম ওয়ান (Chobi cam one) নামের ডিজিটাল এসএলআর ক্যামেরা এতই ছোট যে পকেটে রাখা কোন বিষয়ই না। লেন্স বদল করার ব্যবস্থা রয়েছে এতে। যা পাওয়া যাবে না তা হচ্ছে সত্যিকারের এসএলআরের মান, অন্যান্য ফিচার এমনকি কি কাজে ব্যবহার করবেন সেটাও প্রশ্নবিদ্ধ।

January 21, 2011

ফটোশপ প্লাগইন একেভিস ন্যাচার-আর্ট এর নতুন ভার্শন

প্লাগইন নির্মাতা একেভিস তাদের ফটোশপ প্লাগইন ন্যাচার আর্ট এর ভার্শন আপগ্রেড করে ভার্শন ২.০ রিলিজ দিয়েছে। রেইন, ওয়াটার, লাইটনিং, ক্লাউড, ফায়ার এবং সান ইফেক্টের সাথে ফ্রষ্ট নামে নতুন একটি ইফেক্ট যোগ করা হয়েছে নতুন ভার্শনে।
ন্যাচার আর্ট ব্যবহার করে ছবির পরিবেশ পাল্টে দেয়া যায়। দিনের আলো কিংবা রাত, বাদলা দিন কিংবা ঝকঝকে রোদ এক থেকে অন্যতে রুপান্তর করা যায় এটা ব্যবহার করে।
তাদের ওয়েবসাইট থেকে ১০ দিন ব্যবহারযোগ্য বিনামুল্যের ভার্শন ডাউনলোড করা যাবে। যারা আগের ভার্শন ব্যবহার করছেন তারা বিনামুল্যে আপগ্রেড করার সুযোগ পাবেন। আর নতুন লাইসেন্সের দাম ৭২ ডলার।

ভারতের ৩৫ ডলারের ট্যাবলেট অনিশ্চিত

অনেকেই আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন ভারতের ঘোষিত ৩৫ ডলারের ট্যাবলেটের বাজারে আসার। কিন্তু তাদের আশা পুরন হচ্ছে না। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে ঘোষিত ১৫ জানুয়ারী তারিখে এটা বাজারে না আসার প্রকৃত কারন। এর নির্মাতা এইচসিএল নামের কোম্পানীর সাথে চুক্তি বাতিল করা হয়েছে।
এন্ড্রয়েডভিত্তিক এই ডিভাইস নিয়ে ভারতের জনসম্পদ উন্নয়ন বিষয়ক মন্ত্রী কপিল শিবাল অনেকবার সংবাদমাধ্যমের সামনে এসেছেন। অনেকেই সন্দেহ প্রকাশ করেছিল এই ডিভাইস তৈরীর জন্য যে যন্ত্রাংশ প্রয়োজন হবে তার দামই ৩৫ ডলারের বেশি।

বিশ্বের প্রথম অয়্যারলেস ভিডিও কার্ড

হয়ত আপনার পিসি ব্যবহার করছেন এক ঘরে আর ভাবছেন আরেকঘরে মনিটরে সেটা দেখা গেলে বেশ হোত। সেখানে বসে কাজ করা যেত। কিংবা ড্রইংরুমে বসে টিভিতে কম্পিউটারের ভিডিও দেখা যেত।
এটা এখন আর কল্পনায় নেই। কেএফএ২ এমন কার্ড বাজারে এনেছে যা একাজ করতে পারে। কোনধরনের তারের সংযোগ ছাড়াই ১০০ ফুট দুরের মনিটরে কিংবা টিভিতে কম্পিউটারের ডিসপ্লে দেখার সুযোগ করে দেবে। মাঝখানে দেয়াল কিংবা অন্যকিছু থাকলেও সমস্যা নেই।

নোকিয়া এন-৯ আসবে বার্সেলোনা মেলায়

বার্সেলোনার ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস এর সময় দ্রুত এগিয়ে আসছে। অন্যদিকে নোকিয়ার সর্বশেষ মোবাইল ফোন এন-৯ নিয়ে জল্পনাও তত বাড়ছে। দুটি বিষয়কে একসাথে করে বলা হচ্ছে মেলায় দেখা যাবে নোকিয়ার সবচেয়ে শক্তিশালি এই স্মার্টফোন। প্রথমবারের মত নোকিয়া ব্যবহার করছে ১.২ গিগাহার্টজ প্রসেসর।
কোন কোন সুত্র জানাচ্ছে এতে ব্যবহার করা হয়েছে এটম প্রসেসর। এছাড়া এন৮ এর মত ১২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এতে। আর এর সম্পর্কে সবচেয়ে আকর্ষনীয় প্রচারনা হচ্ছে এতে এলটিই (ফোরজি) কানেকটিভিটি রয়েছে।
মেলা শুরু হবে ১ মাসেরও কম সময়ে।

বিল্টইন প্রজেক্টর সহ ট্যাবলেট আনছে এমএসআই

কয়েক সপ্তাহ আগে সিইএস-এ এই প্রযুক্তির ধারনা দেয়া হয়েছিল। ট্যাবলেট থেকে সরাসরি পর্দায় বা দেয়ালে ছবি ফেলে দেখার ব্যবস্থা। সেটা বাস্তবে করতে যাচ্ছে এমএসআই। তাদের উইন্ডোজ ৭ ভিত্তিক স্লেট একটি প্রজেক্টর হিসেবে কাজ করবে।
এটম প্রসেসরের ১০ ইঞ্চি এই ট্যাবলেটে একটি প্রজেক্টর থাকবে যা ঘুরিয়ে দেয়ালে ছবি ফেলা যাবে কিংবা ঘুরিয়ে ট্যাবলেটের নিচের দিকেও ছবি প্রক্ষেপন করা যাবে। নিচের দিকে ছবি ব্যবহারের কারন সম্ভবত তাকে কিবোর্ড হিসেবে ব্যবহারের জন্য। এখনও পর্যন্ত এজন্য সফটঅয়্যার তৈরী না হলেও এনিয়ে কাজ করছে অনেকেই।

January 20, 2011

স্যামসাং এসটি সিরিজের ৫টি নতুন ক্যামেরা

এসটি সিরিজের ৫টি নতুন ক্যামেরার ঘোষনা দিয়েছে স্যামসাং। এদের মধ্যে ১০.১ মেগাপিক্সেল এসটি৩০ মডেলে রয়েছে ৩এক্স অপটিক্যাল জুম এবং ইন্টারনাল ব্যাটারী চার্জিং ব্যবস্থা। মার্চে ক্যামেরাটি বাজারে পাওয়া যাবে। দাম ১০০ ডলার।
এসটি৬৫০০ মডেলের রয়েছে ৫ এক্স জুম, ৩ ইঞ্চি টাচস্ক্রিন এবং স্মার্ট টাচ ইউজার ইন্টারফেস, ১৬ মেগাপিক্সেল সেন্সর। ইন্টেলিজেন্ট অটো ফিচার নিজে থেকেই ক্যামেরার সেটিং ঠিক করবে। মার্চে পাওয়া যাবে এই ক্যামেরা। দাম ২৩০ ডলার।

রোক্সিও থ্রিডি ভিডিও এডিটিং সফটঅয়্যার

রোক্সিও ভিডিও ল্যাব এইচডি নামে ভিডিও ক্যাপচার, এডিটিং এবং শেয়ারের একটি সফটঅয়্যার প্যাকেজ বাজারে এনেছে যেখানে থ্রিডি ভিডিও এডিট করা যাবে। বর্তমানের থ্রিডি ক্যামেরার ষ্টেরিওস্কোপিক কন্টেন্ট সরাসরি ব্যবহার করা যাবে এতে। এছাড়া টুডি হাই ডেফিনিশন ভিডিও এডিট করা ছাড়াও টুডিকে থ্রিডিতে পরিনত করা যাবে এই সফটঅয়্যারের মাধ্যমে।
বর্তমানের প্রচলিত ভিডিও এডিটিং এর মত একই পদ্ধতিতে ব্যবহারকারী নিজেই থ্রিডি ভিডিও এডিক করার সুযোগ পাবেন এতে। পছন্দের যাকিছু টুডি ভিডিও রয়েছে সেগুলিকে থ্রিডিতে রুপান্তর করার সুযোগও পাবেন।

January 19, 2011

ট্রানসেন্ড ২ টেরাবাইট ইউএসবি ৩.০ হার্ডডিস্ক

ট্রানসেন্ড নতুন একটি ৩.৫ ইঞ্চি এক্সটারনাল হার্ডডিস্ক বাজারে এনেছে। ষ্টোরজেট ৩৫টি৩ নামের এই হার্ডডিস্ক দ্রুতগতির ইউএসবি ৩.০ ইন্টারফেসের, ১৩০ মেবা/সে দ্রুততায় ডাটা ট্রান্সফারে সক্ষম। কাজ করবে ইউন্ডোজ এবং ম্যাকে।
২ টেরাবাইট ধারনক্ষমতার এই হার্ডডিস্কের দাম এখনো জানানো হয়নি।

এপলের রেকর্ড পরিমান লাভ

গত বছরের শেষ ৩ মাসে রেকর্ড পরিমান বিক্রি এবং রেকর্ড পরিমান লাভ করেছে আইফোন নির্মাতা এপল।  এই সময়ে তাদের আয় ২ হাজার ৬৭০ কোটি ডলার, লাভের পরিমান ৬০০ কোটি ডলার। তাদের আইফোন বিক্রি হয়েছে ১ কোটি ৬২ লক্ষ। গতবছর থেকে এবছর আইফোনের বিক্রি বেড়েছে শতকরা ৮৬ ভাগ।

January 18, 2011

সানডিস্কের দ্রুতগতির মেমোরীকার্ড

মেমোরীকার্ড নির্মাতা সানডিস্ক এক্সট্রিম প্রো নামে অত্যন্ত দ্রুতগতির এসডিএইচসি কার্ড বাজারে আনছে। ইউএইচএস-আই ষ্ট্যান্ডার্ডের এই কার্ডগুলিতে ৪৫ মেবা/সে দ্রুততায় রিড-রাইট করা যাবে। ডিজিটাল এসএলআর ক্যামেরায় যারা হাই ডেফিনিশন ভিডিও করেন তাদের জন্য উপযোগি এই কার্ড অবশ্য গত সেপ্টেম্বরে করা তাদের ঘোষনা থেকে পিছিয়ে। তখন তারা জানিয়েছিল ৯৫ মেবা/সে দ্রুততার কার্ড আনবে তারা।

আবারও অসুস্থতার কারনে ছুটি নিচ্ছেন ষ্টিভ জবস

এপলের প্রধান ষ্টিভ জবস  ২ বছরের মধ্যে দ্বিতীয়বারের মত ছুটি নিচ্ছেন অসুস্থতার কারনে।  ৫৫ বছর বয়সি জবস এর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে অনুপস্থিত ছিলেন। তার অসুস্থতার খবর তার স্বাস্থ্য সম্পর্কে নতুনভাবে প্রশ্ন তুলেছে।
মোবাইল ফোনের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনা ষ্টিভ জবস উদ্ধাবনি প্রযুক্তির ক্ষেত্রে অবিস্মরনীয় এক নাম। একটি গ্যারেজে তিনি যে কোম্পানী শুরু করেন বর্তমানে তার মুল্য সাড়ে ৬ হাজার কোটি ডলার। তার কোম্পানী শুধু প্রযুক্তি উদ্ধাবন করে না, প্রযুক্তির দিকনির্দেশনা করে।

January 17, 2011

গুগল ক্রোমে এইচ .২৬৪ কোডেকের বদলে ওয়েব-এম

গত সপ্তাহে গুগল জানায় তারা ক্রোম থেকে এইচ .২৬৪ ভিডিও কোডেক বাদ দিচ্ছে।  সাথেসাথে চারিদিক থেকে সমালোচনার মুখে পড়ে তারা। ব্লুরে-তে ব্যবহৃত এই কোডেক উচুমানের ভিডিওর জন্য ইন্টারনেটসহ অন্যান্য ক্ষেত্রেও অত্যন্ত জনপ্রিয়। সমালোচনার মুখে গুগল জানিয়েছে তারা এর বদলে ওয়েব-এম কোডেক ব্যবহারে বেশি আগ্রহি। ভিপি৮ এরজন্য শুধু যে হার্ডওয়ার ডিকোডার আইপি পাওয়া যাচ্ছে তাই না, দ্রুতই সাফারী এবং ইন্টারন্টে এক্সপ্লোরের জন্য প্লাগইন আনা হচ্ছে।

January 16, 2011

বাংলাদেশে পাইরেসি ধর্মঘট

বাংলাদেশের বাজারে সফটঅয়্যার এবং গেম সরবরাহকারী প্রতিষ্ঠানগুলি তাদের সরবরাহ বন্ধ রেখেছে। কিছুদিন আগে প্রতিস্ঠানগুলি নিজেদের মধ্যে আলোচনার পর দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। সেটা কার্যকর করা হয়েছে নতুন বছরের শুরু থেকে। এরপর এই ধর্মঘটের ঘটনা ঘটল। সরবরাহ বন্ধ রাখার বিষয়টি সাময়িক বলে জানা গেছে। তবে এই প্রতিবাদ কার বিরুদ্ধে সেটা জানা যায়নি।

January 15, 2011

প্যানাসনিকের ৭৮এক্স জুম ৩টি নতুন ক্যামকোর্ডার

প্যানাসনিক ৩টি নতুন ষ্ট্যান্ডার্ড ডেফিনিশন ক্যামেরার ঘোষনা দিয়েছে। এসডিআর-এইচ১০০, এসডিআর-টি৭০ এবং এসডিআর-এস৭০ মডেলের এই ক্যামেরাগুলিতে ৩৩মিমি ওয়াইড এঙ্গেল এবং অত্যন্ত শক্তিশালি ৭৮এক্স অপটিক্যাল জুম লেন্স রয়েছে। অন্যান্য উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে অপটিক্যাল ইমেজ ষ্ট্যাবিলাইজেশন এবং সহজে স্পষ্ট ছবি পাওয়ার জন্য একটিভ মোড।

January 14, 2011

এএমডি ফিউসন প্রসেসর নিয়ে ফুজিতসু নোটবুক

এএমডি-র ফিউসন প্রসেসর অবশেষে বাস্তবে ব্যবহার করা হচ্ছে। ফুজিতসুর লাইফবুক পিএইচ৫০/সি নোটবুক তৈরীতে ব্যবহার করা হয়েছে মাইক্রোপ্রসেসর এবং গ্রাফিক্স প্রসেসরের মিলিত এই চিপ।  কম্পিউটারের অন্যান্য সবকিছুও আগ্রহ সৃষ্টি করার জন্য যথেষ্ট। ১.৬ গিগাহার্টজ ডুয়াল কোর ই-৩৫০ এপিইউ (এক্সিলারেটেড প্রসেসিং ইউনিট), রেডঅন এইচডি ৬৩১০ গ্রাফিক্স, ২ গিগাবাইট র‌্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, ইথারনেট, ওয়াই-ফাই, ইউন্ডোজ ৭ হোম প্রিমিয়াম (৬৪ বিট) এবং সাড়ে ৭ ঘন্টার ব্যাটারী।  পাতলা আকারের এই নোটবুকের ডিসপ্লে ১১.৬ ইঞ্চি।

January 13, 2011

অনুবাদক হিসেবে এন্ড্রয়েড ফোন

গুগলের এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেম ব্যবহার করা স্মার্টফোনকে অনুবাদক হিসেবে কাজে লাগানোর প্রক্রিয়া শুরু করেছে গুগল। তাদের পরীক্ষামুলক সফটঅয়্যার কথা বলার সাথে সাথে সেটা অন্য ভাষায় অনুবাদ করে শোনাবে। কনভার্শন মোড নামে একটি ব্যবস্থায় একাজ করা হবে। এই মোডে যে ভাষায় কথা বলতে চান সেটা সিলেক্ট করে সরাসরি কথা বলা শুরু করলেই হবে। অপরপ্রান্তের ব্যক্তি সেই ভাষায় তা শুনতে পাবে।

January 12, 2011

মাইস্পেসের অর্ধেক কর্মী ছাটাই

ফেসবুক, টুইটারের মত সোস্যাল নেটওয়ার্কিং সাইটের জনপ্রিয়তা যখন আকাশ ছোয়ার চেষ্টা করছে তখন একসময়ের প্রভাবশালী সাইট মাইস্পেস এর অস্তিত্ব রক্ষা কঠিন হয়ে দাড়িয়েছে। তাদের কর্মীসংখ্যা প্রায় অর্ধেকে নামিয়ে আনছে তারা। তাদের সারা বিশ্বের বিভিন্ন যায়গা থেকে ৫০০ জনকে চাকরী হারাতে হচ্ছে।

January 11, 2011

ক্যাননের সবচেয়ে ছোট আকারের কমদামী প্রফেশনাল ক্যামেরা এক্সএ-১০

বড় ক্যামেরা যেখানে বয়ে নেয়া কঠিন সেখানে সহজে ব্যবহারের জন্য ছোট আকারের প্রফেশনাল ক্যামেরা বাজারে আনছে ক্যানন। এক্সএ১০ প্রফেশনাল গ্রেডের এই ক্যামেরায় ফুল এইচডি ১০৮০পি এভিসিএইচডি ভিডিও রেকর্ড করা যাবে। অন্ধকারে ছবি উঠানোর জন্য এতে ইনফ্রারেড ফিচার রয়েছে। প্রকৃতি কিংবা বন্যপ্রানীর ভিডিও ছাড়াও নিরাপাত্তাবিভাগ কিংবা সামরিক বাহিনীও একে কাজে লাগাতে পারেন বলে বলা হচ্ছে।
ক্যামেরায় ৬৪ গিগাবাইট ইন্টারনাল ফ্লাশকার্ড রয়েছে। এছাড়া এক্সাটারনাল এসডিএক্সসি কার্ড ব্যবহার এবং একসাথে দুটি কার্ডে রেকর্ড করতে সক্ষম এই ক্যামেরা।
এতে রয়েছে ক্যানন ১০এক্স এইচডি জুম লেন্স, ডিজিক ডিভি ৩ ইমেজ প্রসেসর এবং ক্যানন ১/৩ ইঞ্চি ১৯২০/১০৮০ ইমেজ সেন্সর।

January 9, 2011

স্যামসাং কোর আই৫ প্রসেসরের ৯ সিরিজ পাতলা ল্যাপটপ

পাতলা আকারের ল্যাপটপের কথা বললে প্রথমেই বলতে হয় এপলের ম্যাকবুক এয়ারের কথা। কিংবা ডেলের আমাদো। একেবারে পাতলা, হালকা এবং শক্তিশালী। স্যামসাং এর ৯ সিরিজের ল্যাপটপ তাদেরকে লজ্জা দিতে পারে। ১৩.৩ ইঞ্চি স্ক্রীনের এই ল্যাপটপের পুরুত্ব ১২.৩ মিমি, এয়ারক্রাফট গ্রেড এলুমিনাম (ডিউরালামিন) দিয়ে তৈরী। এতে রয়েছে ইন্টেলের কোর আই৫ প্রসেসর, ৩ গিগাবাইট ক্যাশ মেমোরী। সাথে ৪ গিগাবাইট ডিডিআর৩ মেমোরী এবং ইন্টেল এইচডি জিটি২ গ্রাফিক্স।

January 8, 2011

ক্যামেরা নির্মাতারা পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরার দাম কমিয়েছে

কনজুমার ইলেট্রনিক্স শোতে ক্যামেরার দাম কমানোর প্রতিযোগিতায় নেমেছে ক্যামেরা নির্মাতারা। ১০০ ডলারের নিচেও ভাল মানের ক্যামেরা দিচ্ছে তারা। এরই মধ্যে কয়েক ডজন ক্যামেরা হাজির করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় এই মেলায়।
এতদিন ১০০ ডলারের মধ্যে ক্যামেরা কেনা প্রায় অসম্ভব ছিল। এখন ক্যাসিও, ক্যানন, ইষ্টম্যান কোডাক, অলিম্পাস সবাই ক্যামেরা বিক্রি করছে এই দামের মধ্যে।

ট্যাবলেট পিসিতে ভরে গেছে সিইএস

বড় কিংবা ছোট, দামী কিংবা সস্তা, সাদা কিংবা কালো, সবধরনের ট্যাবলেট পিসিতে ছেয়ে গেছে লাস ভেগাসের কনজুমার ইলেকট্রনিক্স শো। অনেকে বলছেন ট্যাবলেট এড়িয়ে মেলার কোথাও পা ফেলার যায়গা নেই। কিবোর্ডবিহীন টাচস্ক্রিনের ছোট আকারের এই কম্পিউটারগুলি প্রতিদ্বন্দিতায় নেমেছে এপলের আইপ্যাডের সাথে, এরইমধ্যে যা বিক্রি হয়েছে ১ কোটি ৩০ লক্ষ।
প্রযুক্তি বিষয়ক গবেষনা প্রতিস্ঠান গার্টনার বলছে এবছর সাড়ে ৫ কোটি ট্যাবলেট বাজারে আসবে। এদের বড় অংশ এখনও আইপ্যাড। অন্যরা বিক্রি করবে ১ থেকে দেড় কোটি।

ফুল এইচডি ভিডিও এবং থ্রিডি ইমেজ নিয়ে সনির সাইবারশট ক্যামেরা

কনজুমার ইলেকট্রনিক্স শোতে সনি নতুন একটি সাইবার শট ক্যামেরা এনেছে যেখানে ১৯২০-১০৮০/৬০পি রেজ্যুলুশনের ভিডিও করা যাবে এবং থ্রিডি ষ্টিল ইমেজ, থ্রিডি সুইপ প্যানোরমা ছবি উঠানো যাবে। সাইবারশট টিএক্স১০০ভি নামের এই ক্যামেরা একই সময়ে ভিডিও এবং ছবি উঠাতে সক্ষম।
তাদের অন্যান্য নতুন মডেলগুলি হচ্ছে টিএক্স১০ (ওয়াটারপ্রুফ), এইচএক্স৭ভি, ডব্লিউএক্স১০ এবং ডব্লিউএক্স৯। সবগুলিতেই ফুল হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যায়। এদের মধ্যে টিএক্স১০০ভি তাদের প্রথম ক্যামেরা যেখানে ৩.৫ ইঞ্চি ওলিড টাচস্ক্রিন রয়েছে।

January 7, 2011

বিশ্বের প্রথম ফুল এইচডি থ্রিডি কনজুমার ক্যামকোর্ডার আনছে জেভিসি

ফুল হাই ডেফিনিশন থ্রিডি প্রফেশনাল ভিডিও ক্যামেরা বাজারে ছাড়া হয়েছে অনেকদিন আগেই। সাধারনের ব্যবহারের জন্য প্রথম থ্রিডি ক্যামেরা আনছে জেভিসি। তাদের জিএস-টিডি১ ক্যামেরায় দুটি লেন্স, দুটি ৩.৩২ মেগাপিক্সেল সিমোস সেন্সর ব্যবহার করা হয়েছে। এতে ১৯২০-১০৮০আই রেজ্যুলুশনের ভিডিও পাওয়া যাবে। শ্যুটিং মোড হিসেবে ব্যবহার করা যাবে বর্তমানে প্রচলিত সাইড-বাই-সাইড এভিসিএইচডি ৩ডি এবং সাধারন এভিসিএইচডি ২ডি ফরম্যাট।

প্যানাসনিক লুমিক্সের ১০ বছর পুর্তি উপলক্ষে অনেকগুলি নতুন ক্যামেরা

প্যানাসনিক তাদের লুমিক্স প্রযুক্তির ক্যামেরা প্রথম বাজারে আনে ২০০১ সালে। ১০ বছর উদযাপনের সাথে সাথে অনেকগুলি নতুন ক্যামেরা বাজারে এনেছে তারা। এদের মধ্যে রয়েছে কম্প্যাক্ট এবং আলট্রা কম্প্যাক্ট ক্যামেরা।
এফএইচ২৭ এবং এফএইচ২৫ ক্যামেরাদুটি ৮ এক্স জুমের কম্প্যাক্ট ক্যামেরা। ওয়াইড এঙ্গেল ২৮ মিমি। এফপি৭ এবং এফপি৫ ক্যামেরাদুটি আলট্রা কম্প্যাক্ট পকেট ক্যামেরা। এফপি৫ মডেলে রয়েছে ৩ ইঞ্চি ডিসপ্লে যেখানে এফপি৭ মডেলে ৩.৫ ইঞ্চি ডিসপ্লে।

January 6, 2011

মটোরোলার এন্ড্রয়েড ট্যাবলেট : জুম

কনজুমার ইলেকট্রনিক্স শো শুরুর ঠিক আগে ট্যাবলেট কম্পিউটার প্রদর্শন করেছে মুলত মোবাইল ফোন নির্মাতা হিসেবে পরিচিত মটোরোলা। এতে ব্যবহার করা হবে গুগলের এন্ড্রয়েডের আগামী ভার্শন হানিকম্ব। জুম (Xoom) নামের এই ট্যাবলেট বাজারে পাওয়া যাবে মাস তিনেকের মধ্যেই। একই সময়ে এন্ড্রয়েডভিত্তিক ৩টি নতুন স্মার্টফোনও দেখানো হয়েছে।

২ মাসে ৮০ লক্ষ কাইনেক্ট বিক্রি

মাইক্রোসফটের গেম কনসোল এক্সবক্স এর কাইনেক্ট মোশন সেন্সর বাজারে আসার সময় থেকে প্রথম দুই মাসে বিক্রি হয়েছে ৮০ লক্ষ। তাদের লক্ষমাত্রা ৫০ লক্ষ থেকে অনেক বেশি। এর প্রতিযোগি সনির মুভ থেকে অনেক এগিয়ে। তাদের প্রথম দুই মাসে সনির মুভ বিক্রি হয়েছে ৪১ লক্ষ। অবশ্য সনির হিসেব বছরশেষের বিক্রির সময়ের বাইরে।

January 5, 2011

ওয়াইফাই সহ স্যামসাং এর ১৪ মেগাপিক্সেল কম্প্যাক্ট ক্যামেরা এসএইচ১০০

১৪ মেগাপিক্সেল সিসিডি সেন্সর এবং ৫এক্স অপটিক্যাল জুমের নতুন একটি ক্যামেরার ঘোষনা দিয়েছে স্যামসাং। ছোট আকারের এই ক্যামেরায় ৭২০পি হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে। সরাসরি ক্যামেরা থেকে ছবি বা ভিডিও ইমেইল করা যাবে অন্যদের কাছে কিংবা আপলোড করা যাবে ফেসবুক, পিকাসা, ইউটিউবে।

ইন্টারনেট এক্সপ্লোরারকে ছাড়িয়ে গেছে ফায়ারফক্স

বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ইন্টারনেট ব্রাউজার মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরারকে ছাড়িয়ে গেছে মোজিলার ফায়ারফক্স। এটা ইউরোপের হিসেব। গুগলের ক্রোমের ব্যবহার বেড়েছে প্রায় ৩ গুন। গত বছরের ৫.১ ভাগ থেকে ১ বছরে বেড়ে দাড়িয়েছে ১৪.৬ ভাগ।

January 4, 2011

ইন্টেলের ২৯টি স্যান্ডিব্রিজ প্রসেসর

বছরের শুরুতেই ২৯টি নতুন প্রসেসর এর ঘোষনা দিয়েছে বিশ্বের প্রধান চিপ নির্মাতা ইন্টেল। কোর আই-৩, আই-৫ এবং আই-৭ এর দ্বিতীয় প্রজন্মের এই চিপগুলি ৩২ ন্যানোমিটার পদ্ধতিতে তৈরী। এগুলিতে কর্মদক্ষতা বাড়ার পাশাপাশি শক্তি ব্যবহারে সাশ্রয়ী হবে বলে জানানো হয়েছে।

এএমডি-র সিপিইউ/জিপিইউ ফিউশন চিপ

মাইক্রোপ্রসেসর নির্মাতা এএমডি গ্রাফিক্স প্রসেসর নির্মাতা এটিআইকে কিনেছে বছর চারেক আগে ৫৪০ কোটি ডলারে। তখন থেকেই জল্পনা চলছিল মাইক্রোপ্রসেসর এবং গ্রাফিক্স প্রসেসরের মিলন ঘটতে যাচ্ছে। অবশেষে সেটা বাস্তব হতে যাচ্ছে। এএমডি প্রথম সিপিইউ/জিপিইউ ফিউশন চিপ তৈরী করেছে। তাদের কথায়, এটা প্রসেসর হিসেবে যেমন ভাল কাজ করবে তেমনি গ্রাফিক্সে হিসেবে ডিরেক্টএক্স ১১, ফুল এইচডি প্রসেসিং এসব কাজ করবে দক্ষতার সাথে। শক্তি ব্যবহার করবে কম, ফলে ব্যাটারী লাইফ পাওয়া যাবে ১০ ঘন্টার বেশি।

লেক্সারের ১২৮ গিগাবাইট মেমোরী কার্ড

বিশ্বের প্রথম ১২৮ গিগাবাইট প্রফেশনাল এসডিএক্সসি কার্ডের কথা জানিয়েছে মেমোরী নির্মাতা লেক্সার। এই কার্ড ১৩৩এক্স গতিতে কাজ করবে। মুলত ফটোগ্রাফার-ভিডিওগ্রাফাররা ক্যামেরায় এই ক্যার্ড ব্যবহার করেন। দ্রুতগতি এবং বেশি ধারনক্ষমতার কারনে ফুল হাইডেফিনিশন ভিডিও রেকর্ড করা আরো সহজ হবে। ১২৮ গিগাবাইট ছাড়াও ৬৪ গিগাবাইট মডেলও পাওয়া যাবে।
কার্ডগুলি এবছরের মার্চের মধ্যেই বাজারে বিক্রি শুরু হবে বলে জানানো হয়েছে। ১২৮ গিগাবাইটের দাম ৭০০ ডলার, ৬৪ গিগাবাইটের দাম ৪০০ ডলার।

January 3, 2011

হটমেইল থেকে ইমেইল নিখোজ

মাইক্রোসফটের ইমেইল ব্যবস্থা হটমেইল থেকে ইমেইল হারিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বেশকিছু ব্যবহারকারী। মাইক্রোসফটের অনলাইন ফোরামে অভিযোগ জানিয়েছেন তারা। তাদের বক্তব্য, তাদের ইমেইলের খোজ পাওয়া যাচ্ছে না।
বেশিরভাগের অভিযোগ তাদের মেইলবক্স থেকে প্রাপকের কাছে যাওয়ার পরিবর্তে ডিলিটেড মেইল ফোল্ডারে চলে গেছে। ঠিক কতজন ব্যবহারকারীর ক্ষেত্রে এটা ঘটেছে নিশ্চিত হওয়া যায়নি। ৩৬ কোটি ব্যবহারকারী নিয়ে এটা বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত বিনামুল্যের ইমেইল ব্যবস্থা।

আইপড টাচের প্রতিদ্বন্দি স্যামসাং গ্যালাক্সি প্লেয়ার

এপলের আইপড টাচের অনুকরনে স্যামসাং এর মিডিয়া প্লেয়ার আনার কথা শোনা গিয়েছিল আগেই। গ্যালাক্সি প্লেয়ার নামের এই ডিভাইসের অনলাইন প্রি-অর্ডার নেয়া হচ্ছে। ৮ গিগাবাইট ধারনক্ষমতার দাম ২২৫ ডলার, ১৬ গিগাবাইট ২৮০ ডলার।
আইফোন থেকে ফোন করার বিষয়টি বাদ দিলে যা থাকে সেটাই হচ্ছে আইপড টাচ। গ্যালাক্সি প্লেয়ার বিষয়টিও তেমনই, তাদের গ্যালাক্সি থেকে ফোনের ব্যবস্থা বাদ দিয়ে বাকি সবকিছু। এন্ড্রয়েডভিত্তিক এই ডিভাইসে সবধরনের অডিও এবং ভিডিও সাপোর্ট করবে। সেইসাথে এন্ড্রয়েড এর সফটঅয়্যারগুলিও কাজ করবে।

January 2, 2011

নোকিয়া এন৮ ৪০ লক্ষ বিক্রী

নোকিয়ার সর্বাধুনিক ফোন এন৮ এপর্যন্ত বিক্রি হয়েছে ৩৫ থেকে ৪০ লক্ষ। ফিনল্যান্ড, ভারত, মালয়েশিয়া এবং আরব আমিরাতে এটা সবচেয়ে বিক্রি হওয়া ফোন। ফিনল্যান্ডের এক গবেষনা প্রতিস্ঠান এই হিসেব দিয়েছে। এর আগে নোকিয়া জানিয়েছিল প্রি-অর্ডার দেয়া ফোনের তালিকায় তাদের এই ফোন শীর্ষে।

এপল আইপ্যাডের প্রতিদ্বন্দি ট্যাবলেট বানাচ্ছে ডোকোমো

জাপানের শীর্ষ মোবাইল অপারেটর ডোকোমো এলজি এর সহায়তায় এবং গুগলের সফটঅয়্যার ব্যবহার করে নতুন একটি ট্যাবলেট বাজারে আনতে যাচ্ছে। নিকি বিজনেস ডেইলি এই খবর দিয়েছে। মার্চে জাপানে এটা বিক্রি শুরু হতে পারে।

January 1, 2011

এন্ড্রয়েড ফোনে ভাইরাসের আক্রমন

গুগলের এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেমের স্মার্টফোনে একটি ভাইরাসের আক্রমন বিস্তারলাভ করছে। মার্কিন নিরাপত্তা বিশেষজ্ঞরা জানাচ্ছেন চীনে পাওয়া এই ভাইরাস মোবাইল ফোন থেকে ব্যক্তিগত তথ্য চুরি করে রিমোট সার্ভারে পাঠাতে পারে। লুকআউট মোবাইল সিকিউরিটির মতে এটা তাদের দেখা সবচেয়ে জটিল এন্ড্রয়েড ভাইরাস।
ব্যবহারকারীর মোবাইল সেটে ইনষ্টল হওয়ার পর রিমোট সার্ভার থেকে নির্দেশ ব্যবহার করে। ফলে সেখান থেকে ওই ফোনের ওপর কর্তৃত্ব করা যায়। ব্যবহারকারীর পক্ষে এর অস্তিত্ব জানা কঠিন।