January 17, 2011

গুগল ক্রোমে এইচ .২৬৪ কোডেকের বদলে ওয়েব-এম

গত সপ্তাহে গুগল জানায় তারা ক্রোম থেকে এইচ .২৬৪ ভিডিও কোডেক বাদ দিচ্ছে।  সাথেসাথে চারিদিক থেকে সমালোচনার মুখে পড়ে তারা। ব্লুরে-তে ব্যবহৃত এই কোডেক উচুমানের ভিডিওর জন্য ইন্টারনেটসহ অন্যান্য ক্ষেত্রেও অত্যন্ত জনপ্রিয়। সমালোচনার মুখে গুগল জানিয়েছে তারা এর বদলে ওয়েব-এম কোডেক ব্যবহারে বেশি আগ্রহি। ভিপি৮ এরজন্য শুধু যে হার্ডওয়ার ডিকোডার আইপি পাওয়া যাচ্ছে তাই না, দ্রুতই সাফারী এবং ইন্টারন্টে এক্সপ্লোরের জন্য প্লাগইন আনা হচ্ছে।
কোনটি ভাল কিংবা ব্যবহারকারী কোনটি পছন্দ করবেন সেটা জানা সময়ের ব্যাপার। তবে গুগলের যুক্তি হতে পারে, এইচ .২৬৪ ব্যবহার করার জন্য টাকা দিতে হয়। ফায়ারফক্স এবং অপেরা এই কোডেক ব্যবহার করে না। গুগলের মত বড় কোম্পানী যদি সাথে থাকে তাহলে তার জনপ্রিয় হওয়াই স্বাভাবিক।
গুগলের ভাষায়, সিদ্ধান্ত আপনার।

No comments:

Post a Comment