May 6, 2011

ফেসবুক বিজ্ঞাপন দেখার জন্য টাকা দিচ্ছে

ফেসবুক ব্যবহারকারীদের জন্য একটি ব্যবস্থা চালু করেছে। বিশেষ বিজ্ঞাপন দেখার জন্য গড়ে ১ ফেসবুক ক্রেডিট দেয়া হবে, যার মুল্য ১০ সেন্ট এর সমান। এর বিনিময়ে ফেসবুক থেকে কিছু কেনা যাবে।
মুলত গেম নির্মাতাদের বিজ্ঞাপন রয়েছে সেখানে। এর আগে নিজেদের লাভ থাকলে তবেই বিনিময়ে ক্রেডিট দেয়া হত। যেমন কোন লিংক ব্যবহার করে কিছু কেনা। নতুন এই ব্যবস্থায় ব্যবহারকারী বিজ্ঞাপন দেখে আগের মত বিরক্ত হবে না। বরং অন্যদের সাথে শেয়ার করবে, এমনটাই বলা হয়েছে।

May 5, 2011

ইন্টারনেটে মৃত ওসামা বিন লাদেনের ছবি, সাথে ভাইরাস

রক্তমাখা ওসামা বিন লাদেনের ছবি দ্রুত ছড়াচ্ছে ইন্টারনেটে। ছবি দেখে মনে হবে তার মৃত্যুর খবর নিশ্চিত করতেই এগুলি ইন্টারনেটে ছাড়া হয়েছে। বাস্তবে ছবিগুলি নকল। কম্পিউটারে পরিবর্তন করে তৈরী করা হয়েছে। এই ছবিগুলির চাহিদা ব্যাপক। তার সুযোগ নিচ্ছে ভাউরাস নির্মাতা। ছবির সাথে জুড়ে দিচ্ছে ভাইরাস।

কর্মীদের ঠকানোর অভিযোগে এপল, গুগল, এডবি, ইন্টেলের নামে মামলা

নিজেদের মধ্যে যোগসাজস করে কর্মীদের কম বেতন দেয়া হচ্ছে, এই অভিযোগে মামলা করা হয়েছে শীর্ষস্থাণীয় টেক-কোম্পানীগুলির নামে। এতে রয়েছে এপল, গুগল, এডবি, ইন্টেল, পিক্সার এবং আরো কোম্পানীর নাম। অভিযোগে বলা হয়েছে এইসব কোম্পানীর প্রধানরা নিজেদের মধ্যে আলোচনা করে কর্মীদের বেতন বিষয়ে প্রতিযোগিতা থেকে দুরে রয়েছে এবং সামগ্রিকভাবে কম বেতন দিচ্ছে।

এলটেক ল্যান্সিং ইউএসবি ল্যাপটপ স্পিকার

ইউএসবি স্পিকার এবং হেডফোন বাজারে পাওয়া যায় বহুদিন থেকেই। এর সুবিধে হচ্ছে একটিমাত্র মাত্র কেবল ব্যবহার করে ইউএসবি পোর্টে সংযোগ দিতে হয়, ফলে বাড়তি পাওয়ার কেবল বা ব্যাটারীর প্রয়োজন নেই। ল্যাপটপে ব্যবহারের জন্য অরবিট (iML247) নামে এধরনের ইউএসবি কানেকটিভিটির নতুন একটি স্পিকার বাজারে এনেছে এলটেক ল্যান্সিং। কাজ শেষ হলে একে ভাজ করে একটি ছোট টিউবের মধ্যে রেখে দেয়া যাবে।
এই ষ্টেরিও স্পিকারে অবশ্যই হোম থিয়েটারের মত শব্দ আশা করবেন না। আর সাধারন ৩.৫ মিমি অডিও পোর্টে ব্যবহার করা যাবে না।
এর দাম ৫০ ডলার।

May 4, 2011

গতিতে অপ্রতিদ্বন্দি, এএমডি ৪ গিগাহার্টজ ফেনম ২ ব্লাক এডিসন প্রসেসর

এএমডি ফেনম ২ এক্স৪ ৯৮০ ব্লাক এডিসন প্রসেসরের দাম মাত্র ১৯৫ ডলার। আর এইদামে যা পাওয়া যাবে তা কল্পনাকেও হার মানায়। ৪ কোর এই প্রসেসরের বেজ ক্লক ৩.৭ গিগাহার্টজ বর্তমানের যে কোন ডেস্কটপ প্রসেসর থেকে বেশি, ওভারক্লকিং একে নিয়ে যায় ৪ গিগাহার্টজের ওপরে।
তাদের আগের ভার্শন এক্স৪ ৯৭৫ এর একই দাম রাখা হয়েছে এই প্রসেসরের। ইন্টেলের মধ্যমমানের কোর আই-৫ কিনতেও এরথেকে ৩০ ডলার বেশি দিতে হয়।
এই প্রসেসরের তুলনামুলক কম শক্তি ব্যয় হয়। এএমডি ভক্তরা এতে খুশি হতেই পারেন। যদিও পারফরমেন্সের বিচারে ইন্টেল সবসময়ই এগিয়ে।

ডেস্কটপে গুগলের ভয়েস সার্চ

এন্ড্রয়েড মোবাইল ডিভাইসের ক্ষেত্রে গুগলের ভয়েস টেকনোলজি আগে থেকেই পরিচিত। ডেস্কটপে সকলের ব্যবহারের জন্য একে আনা হচ্ছে। বর্তমানে পরীক্ষামুলক পর্যায়ে রয়েছে তাদের ওয়েবসাইটের হোম পেজে। তবে কোন ধরনের ব্যবহারকারী এটা ব্যবহারের সুযোগ পাচ্ছেন সেটা স্পষটভাবে জানা যায়নি।
অবশ্যই বুঝতে পারছেন এর কাজ টাইপ করার বদলে কথা বলে ইন্টারনেটে সার্চ করা। এতে অন্যান্য ভাশার পাশাপাশি চাইনিজ যোগ করা হয়েছে। এছাড়া কথা বলার ধরন শনাক্ত করতেও সক্ষম।
অল্পদিনের মধ্যেই এটা সকলের ব্যবহারের জন্য দেয়া হবে ধরে নেয়া যায়।

May 3, 2011

গুগলের অফিসে দক্ষিন কোরিয়ার পুলিশের অভিযান

দক্ষিন কোরিয়ার জানিয়েছে তারা সিউলের গুগল অফিসে অভিযান চালিয়ে অবৈধভাবে তথ্য সংগ্রহের প্রমান পেয়েছে। এডমব নামের বিজ্ঞাপন বিভাগে ঘটেছে এই ঘটনা। আমেরিকায় ফেডারেল ট্রেড কমিশন যখন অবৈধভাবে তথ্য সংগ্রহ নিয়ে গুগলকে শতর্ক করেছে এবং আরো তদন্তের কথা জানিয়েছে তখন এই ঘটনা গুগলকে আরো বিপদের দিকে ঠেলে দেবে।

পুলিশ জানিয়েছে তারা অনুমান করছেন গুগল কোরিয়ান কমুনিকেশন কমিশনকে না জানিয়ে অবৈধভাবে ব্যবহারকারীদের ব্যক্তিগত অবস্থানের তথ্য সংগ্রহ করছে। এর প্রতিক্রিয়ায় তাদের অফিসে পুলিশ যাওয়ার বিষয় নিশ্চিত করেছে গুগল। তবে তারা এই তদন্তের সহযোগিতা করছে বলেও উল্লেখ করা হয়েছে।

ওসামা বিন লাদেনের মৃত্যুর খবর নিয়ে ইন্টারনেট তোলপার

ওসামা বিন লাদেন পাকিস্তানে এক হামলায় নিহত হয়েছেন, খবরটি টুইটার, ইউটিউব, ফেসবুকের মত সাইটগুলিতে ঝড় তুলেছে। টুইটারে সেকেন্ডে ৪ হাজার টুইট করা হয়েছে বারাক ওবামার এই ঘোষনা দেয়ার পর। এই খবর প্রথম প্রকাশ পেয়েছে টুইটারের মাধ্যমেই, কিথ আরবান এর মাধ্যমে।

পাকিস্তানের আবোটাবাদের একজন আইটি কনসালট্যান্ট ঘটনার সময়ই একটি বিষ্ফোরনের বর্ননা দিয়েছিলেন। তখন জানা ছিল না তাতেই নিহত হয়েছেন বিন লাদেন।

ফেসবুকের পেজগুলি কমেন্ট, ভিডিও এবং ছবি দিয়ে ভরে গেছে। অন্যদিকে একই সময়ে আমরা সবাই বিন লাদেন বলে একটি ফেসবুকে মেসেজ লেখা হয়েছে।

গুগল তাদের ইউটিউবের প্রথম পাতায় ওসামা বিন লাদেন সম্পর্কিত ভিডিওর জন্য বিশেষ যায়গা বরাদ্দ করেছে।

May 2, 2011

এপল থেকে উইন্ডোজ ফোনে পরিবর্তনের সফটঅয়্যার

মাইক্রোসফটের উইন্ডোজ ফোন ৭ নিয়ে পিছিয়ে থাকার একটি কারন হিসেবে অনেকে উল্লেখ করেন এরজন্য যথেষ্ট সফটঅয়্যার না থাকা। সেদিকে ভালভাবেই দৃষ্টি দিচ্ছে মাইক্রোসফট। এপল থেকে উইন্ডোজের দিকে যাওয়ার জন্য কি করতে হবে তার একটি সফটঅয়্যার টুল তৈরী করেছে তারা।
এর কাজ হচ্ছে যারা বর্তমানে এপলের জন্য সফটঅয়্যার তৈরী করেন তারা উইন্ডোজের জন্য সফটঅয়্যার তৈরীতে সহায়তা করা। সাথে ৯০ পৃষ্ঠার একটি বই রয়েছে, Windows Phone 7 Guide for iPhone Developers নামে। বেশকিছু সফটঅয়্যার ইঞ্জিনিয়ার যারা এরই মধ্যে একাজ করেছেন তাদের সাফল্যের ভিডিও রয়েছে উইন্ডোজ ফোন ব্লগে।

১০০ টেরাবিট/সে স্পিডের ইন্টারনেট

ইন্টারনেট ব্যবহারকারীদের অন্তত একটি বিষয়ের দিকে দৃষ্টি দিতেই হয়। ডাটা ট্রান্সফারের গতি। অনেক দেশে ১ মেগাবিট/সে সাধারন হলেও বাংলাদেশে ব্যবহারকারীদের কাছে সেটা দুর্লভ বস্তু। বাকি বিশ্ব থেমে নেই। জাপান সার্থকভাবে পরীক্ষা করেছে ১০০ টেরাবিট/সে গতির নেটওয়ার্ক।
আরেকটু ভালভাবে লক্ষ্য করুন। ১০০০ কিলোতে ১ মেগা, ১০০০ মেগায় ১ গিগা, ১ হাজার গিগায় টেরা। তাদের নেটওয়ার্কের গতি ছিল ১০১.৭ টেরাবিট। একটিমাত্র ফাইবার অপটিক কেবলের মধ্যে ১৬৫ কিলোমিটার দুরত্বের দুটি নেটওয়ার্ক পরীক্ষা করেছে তারা। সর্বোচ্চ ১০৯ টেরাবিট/সে এর নতুন রেকর্ড গড়া হয়েছে।
তারা সেখানেই থেমে নেই। চেষ্টা চলছে তাকে আরো উন্নত করার। আপনি বিরক্ত হয়ে বলতে পারেন, তাতে আমার কি ?

May 1, 2011

ফটোগ্রাফির জন্য ফটোশপ : বাংলা টিউটোরিয়াল ই-বুক

ফটোগ্রাফির নানারকম সমস্যা দুর করা এবং ফটোগ্রাফকে আরো সুন্দর করার কাজ ফটোশপে কিভাবে করবেন তাই নিয়ে এই ই-বুক। আরো ভাল ছবি তুলুন, ফটোশপে আরো দক্ষ হোন, এটাই কাম্য।

download PDF

আমাজনের এমপিথ্রি ষ্টোর চালু

আমাজন এমপিথ্রি বিক্রির ব্যবস্থা চালু করেছে। জনপ্রিয় নতুন গান তারা বিক্রি করবে ৬৯ সেন্ট দামে। এই দাম এপলের আইটিউন ষ্টোর থেকে অনেক কম। কাজেই এটা এপলের জন্য সরাসরি বড় ধরনের বাধা হয়ে আসছে তাতে কোন সন্দেহ নেই।

প্লেষ্টেশনে আক্রমনের প্রমান উপস্থাপন করবে সনি

প্লেষ্টেশন নেটওয়ার্কে আক্রমন করে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যগুলি চুরি করা হয়েছে, সনি আক্রমনের বিস্তারিত তথ্য প্রকাশ করবে। সেইসাথে নেটওয়ার্ক চালু করার সময় জানানো হবে আজই। গতকাল (শনিবার) এক সংবাদ সন্মেলনে তারা একথা জানায়। তাদের অনলাইন নেটওয়ার্কে হ্যাকাররা আক্রমন চালিয়েছে যেখানে ধারনা করা হচ্ছে ক্রেডিট কার্ড তথ্য পর্যন্ত চুরি হতে পারে। ২০ তারিখের আক্রমনের কারনে নেটওয়ার্ক এখনও বন্ধ রাখা হয়েছে।
সনির প্লেষ্টেশন নেটওয়ার্ক এবং মিউজিক সার্ভিসের ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮ কোটি। আমেরিকা, বৃটেন, অষ্ট্রেলিয়া, হংকং এই হ্যাকিং এর তদন্ত করছে।

April 30, 2011

ফটোগ্রাফি বিবি পত্রিকার নতুন সংখ্যা

ফটোগ্রাফি বিবি পত্রিকার ৩৯তম সংখ্যা ডাউনলোডের জন্য দেয়া হয়েছে। এ সংখ্যার মুল বিষয় স্পোর্টস ফটোগ্রাফির টিউটোরিয়াল। স্মরনীয় মুহুর্তের ছবি উঠানোর জন্য নানারকম পরামর্শ, ফটোগ্রাফিতে সফটঅয়্যার ব্যবহারের টিপস, লাইটরুমের এডজাষ্টমেন্ট ব্রাশের বিস্তারিত। এছাড়া পাঠকদের নানাবিধ প্রশ্ন এবং উত্তর দেয়া হয়েছে এতে।
পত্রিকাটি ডাউনলোড করা যাবে নিচের ঠিকানা থেকে। উল্লেখ করা যেতে পারে সেখানে আগের সংখ্যাগুলিও বিনামুল্যে ডাউনলোড করার সুযোগ রয়েছে।

সনির ব্লগি ক্যামেরা এখন থ্রিডি ভিডিও রেকর্ড করবে

সনির পকেট ক্যামকোর্ডার ব্লগি এর থ্রিডি ভার্শন বাজারে এনেছে। Bloggie 3D নামের এই পকেটে রাখার উপযোগি ছোট্ট ক্যামেরা ব্যবহার করে রেকর্ড করার পাশাপাশি এখান থেকে থ্যিডি এইচডিটিভিতে আউটপুট পাঠানোর ব্যবস্থাও রয়েছে।
এতে ২.৪ ইঞ্চি ডিসপ্লে রয়েছে যেখানে চশমা ছাড়াই থ্রিডি দেখা যায়। নিনটেনডো তাদের পোর্টেবলে প্রথম এই প্রযুক্তি ব্যবহার করে।
এর দাম ২৫০ ডলার।

এন্ড্রয়েডে গুগল টকের মাধ্যমে ভিডিও কল করা যাবে

এন্ড্রয়েডের শুরু থেকেই এরসাথে রয়েছে গুগল টক। এতে সর্বশেষ সংযোজন হিসেবে ভিডিও চ্যাটের ব্যবস্থা যোগ করা হয়েছে। এপলের ফেসটাইম এর মত এখানেও ভিডিও চ্যাট ব্যবহার করা যাবে। এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেমের যে কোন অপারেটিং সিষ্টেমে থ্রিজি, ফোরজি কিংবা ওয়াই-ফাই নেটওয়াক থাকলেই এটা কাজ করবে।
এন্ড্রয়েড ভার্শনের বিষয়ে অবশ্য সীমাবদ্ধতা রয়েছে। আপাতত এটা কাজ করবে জিঞ্জারব্রেড ২.৩+ ভার্শনে। জিঞ্জারব্রেড এর অন্যান্য ভার্শনের জন্য এটা ব্যবহার করতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আর যারা প্রোয়ো কিংবা অন্যান্য ভার্শন ব্যবহার করছেন তারা এই সুবিধে পাচ্ছেন না।

মাইক্রোসফটের শেয়ারের দরপতন

মাইক্রোসফট বছরের ৩ মাসের হিসেব প্রকাশ করার পরদিনই তাদের শেয়ারের বড় ধরনের দরপতন হয়েছে। গতকাল তাদের শেয়ারের মুল্য ৫% কমে যায়। যদিও ওয়ালষ্ট্রিটের অনুমানের থেকে তারা এই সময়ে ভাল ব্যবসা করেছে। বিনিয়োগকারীরা এরপরও শংকিত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই টেক-কোম্পানীর ভবিষ্যত নিয়ে।
বিনিয়োগকারীরা চিন্তার কারন হচ্ছে উইন্ডোজ ভিত্তিক কম্পিউটারের বিক্রি কমে যাওয়া।  গবেষনা সংস্থা গার্টনারের হিসেবে পিসির বিক্রি ১ ভাগ কমে গেছে। মাইক্রোসফটের হিসেব তারসাথে মানানসই। সবমিলিয়ে যা লাভ হচ্ছে তাতে আবার ভাগ বসাচ্ছে এক্সবক্স। এছাড়া তাদের অনলাইন ব্যবসা চলছে ক্ষতির মধ্যে দিয়ে।

April 29, 2011

ক্রোম অপারেটিং সিষ্টেমে স্যামসাং নেটবুক

এবছর মাঝামাঝি সময়ে কয়েকটি ক্রোম অপারেটিং সিষ্টেমের ডিভাইস বাজারে আসার কথা। কাজেই স্বাভাবিকভাবেই কিছু তথ্য আগাম পাওয়ার কথা। যেমন কিছু তথ্য পাওয়া গেছে এসার এর। এবারে প্রকাশ পেয়েছে স্যামসাং এর এ্যালেক্স নামের নেটবুকের কথা। ১২৮০-৮০০ রেজ্যুলুশনের এই নেটবুকের ডিসপ্লে সম্ভবত ১০ ইঞ্চি। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ১.৫ গিগাহার্টজ ডুয়াল কোর এটম এন৫৫০।
অন্যান্যদের মধ্যে রয়েছে এসএসডি পি৪ (ধারনক্ষমতা অজানা), ২ গিগাবাইট মেমোরী, ক্যালকম গোবি ২০০০ থ্রিজি কার্ড, ওয়াই-ফাই, ব্লু-টুথ এবং টাচপ্যাড।
ধারনা করা হচ্ছে সপ্তাহদুয়েকের মধ্যেই এর বিস্তারিত জানা যাবে।

মোবাইল ফোনে ব্যবহার করা যাবে গুগল ডক

গুগল ডকস নামের ডকুমেন্ট ম্যানেজমেন্ট মুলত ইন্টারনেট ভিত্তিক একটি ব্যবস্থা যেখানে ডকুমেন্টকে ইন্টারনেটে রেখে বিভিন্ন যায়গা থেকে বিভিন্ন ব্যক্তি ব্যবহারের সুযোগ পান। এই সুবিধে মোবাইল ফোনে আনার জন্য এন্ড্রয়েড সফটঅয়্যার তৈরী করা হয়েছে। গুগলের একাউন্ট ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি মোবাইল ফোনেই ডকুমেন্ট ওপেন, এডিট করার সুযোগ পাবেন। মোবাইলের কন্ট্যাক্ট ব্যবহার করে সরাসরি ডকুমেন্ট শেয়ার করা যাবে।
এতে ক্যামেরা ব্যবহার করে ছবি তুলে নতুন ডকুমেন্ট তৈরী করা যাবে। ওসিআর (অপটিকাল ক্যারেকটার রিকগনিশন) সফটঅয়্যার এই ছবিকে টেক্সট এ রুপান্তর করবে। ফলে ব্যবহারকারী সরাসরি মোবাইল ফোনের ক্যামেরা ব্যবহার করেই বই স্ক্যান করার সুযোগ পাবেন।

প্লেষ্টেশন নেটওয়ার্ক ব্যর্থতায় সনির নামে মামলা

সনির প্লেষ্টেশন নেটওয়ার্ক হ্যাক করা হয়েছে এবং সেখান থেকে ব্যবহারকারীদের তথ্য চুরি হয়েছে এই কারনে সনির নামে মামলা করা হয়েছে আমেরিকায়। গেমারদের পক্ষ থেকে ক্যালিফোর্নিয়ার একাধিক আদালতে মামলায় সনির বিরুদ্ধে গাফিলতি এবং ব্যবহারকারীদের সাথে চুক্তিভঙ্গের অভিযোগ আনা হয়েছে। মামলায় ক্ষতিপুরন এবং শাস্তি দাবী করা হয়েছে।
সরি এবিষয়ে কোন মন্তব্য করেনি। এখন পর্যন্ত তাদের প্লেষ্টেশন নেটওয়ার্ক বন্ধ রয়েছে। তারা জানিয়েছে তারা তদন্ত করছে এবং নিরাপদ মনে করলে নেটওয়ার্ক চালু করবে।

April 28, 2011

ভিসা এবং স্কয়ার একসাথে মোবাইল পেমেন্ট ব্যবস্থা নিয়ে কাজ করছে

টুইটারের সহ-প্রতিস্ঠাতা জ্যাক ডরসি ২০০৯ সালে মোবাইল পেমেন্ট ব্যবস্থা স্কয়ার চালু করেন। তিনি ক্রেডিট কার্ড ব্যবসার অন্যতম বড় প্রতিস্ঠান ভিসার কাছ থেকে বড় ধরনের বিনিয়োগ পাচ্ছেন একাজে। অর্থের পরিমান প্রকাশ করা হয়নি। এই ব্যবস্থায় আইফোন কিংবা এন্ড্রয়েড ফোনকে কার্ড রিডার হিসেবে ব্যবহার করা যাবে। ফলে যে কেউ যে কোন সময় অর্থ লেনদেন করার সুবিধে পাবেন।
এই প্রক্রিয়ায় সাধারন মানুষ যেমন উপকৃত হবে তেমনি ভিসা এবং স্কয়ার দুজনেই দুজনের কাছ থেকে লাভবান হবেন। পেমেন্ট এর ক্ষেত্রে ভিসার অভিজ্ঞতাকে কাজে লাগাবে স্কয়ার, এবং ভিসা হাতে পাচ্ছে সম্ভাবনাময় এক ব্যবসার সুযোগ।

এন্ড্রয়েড এপলের আইফোন থেকে বেশি জনপ্রিয়

এপলের আইফোনের থেকে এন্ড্রয়েড বেশি জনপ্রিয়। আমেরিকায় নিয়েলসনের এক জড়িপে এই তথ্য পাওয়া গেছে। তাদের প্রশ্ন করা হয়েছিল জানুয়ারী থেকে মার্চ এই ৩ মাসের মধ্যে ফোন কিনলে কোন অপারেটিং সিষ্টেম নেবেন, তাতে শীর্ষস্থান দখল করেছে এন্ড্রয়েড।
৬ মাস আগে যখন এই প্রশ্ন করা হয়েছিল তখন একতৃতিয়াংশ যায়গা দখল করেছিল এপল। নতুন জড়িপে একমাত্র এন্ড্রয়েড ছাড়া প্রত্যেকের অবস্থান নিচের দিকে গেছে।
বর্তমানে স্মার্টফোনের ব্যবহার পর্যালোচনা করে নিয়েলসন যে ফল পেয়েছে সেখানে এন্ড্রয়েড ৩৭%, আইফোন ২৭% এবং ব্লাকবেরি ২২%। আর নতুন ক্রেতাদের হিসেব অনুযায়ী এই পরিমান এন্ড্রয়েড ৫০%, আইফোন ২৫% এবং ব্লাকবেরি ১৫%

এন্ড্রয়েডের জন্য ভাইরাস বাড়ছে

ওপেনসোর্স মোবাইল অপারেটিং সফটঅয়্যার আক্রমন করা সহজ এটা মনে করা স্বাভাবিক। এন্টিভাইরাস নির্মাতা ক্যাসপারস্কি জানাচ্ছে এরজণ্য অন্তত ৭০টি ভাইরাস (মালঅয়্যার) বর্তমানেই রয়েছে এবং আগামীতে আরো অনেক বেশি দেখা যাবে। গুগল এরই মধ্যে ক্ষতিকর হতে পারে এমন সফটঅয়্যার মার্কেট থেকে বাদ দিয়েছে।
যেভাবে এন্ড্রয়েডের ভাইরাস বৃদ্ধি পাচ্ছে তাতে মনে হচ্ছে গুগল এখন পর্যন্ত এর কোন সমাধানের পথ খুজে পায়নি।
এন্ড্রয়েড মার্কেটে নিজের তৈরী সফটঅয়্যার পাঠানোর ব্যভস্থা তুলনামুলক সহজ। অনেকেই মনে করছেন তাদেরকেও এপলের মত বিধিনিষেধ আরোপ করতে হতে পারে।

April 27, 2011

আমাজনের লাভ কমেছে, খরচ বেড়েছে

বছরের প্রথমভাগে আমাজনের আয় তাদের অনুমানের থেকে অনেক কম হয়েছে। অন্যদিকে নতুন ব্যবসা শুরু করা, কর্মী নিয়োগ, অবকাঠামোর উন্নয়ত ইত্যাদির কারনে তাদের ব্যয় বেড়েছে। তারা জানিয়েছে বছরের দ্বীতিয়ভাগের ব্যয়ের পরিমানও  যথেস্ঠ মাথাব্যথার কারন হবে।
২০১১ বছরের প্রথম ৩ মাসে শেয়ারহোল্ডাররা লাভ পাবেন ২০ কোটি ডলার, আগের বছরের তুলনায় প্রায় ১০ কোটি ডলার কম। কারন খুজতে গিয়ে যা পাওয়া গেছে তা হচ্ছে, আমাজন এই সময়ে নতুন কর্মী নিয়োগ দিয়েছে ৪,২০০। ফলে আগের বছরে যেখানে খরচ ছিল ৬৭০ কোটি ডলার সেখানে খরচ বেড়ে দাড়িয়েছে ৯৫০ কোটি ডলার।
প্রথম ৩ মাসে আমাজনের আয় ৯৮৬ কোটি ডলার। আগের বছরের তুলনায় ৩৮ ভাগ বেশি। এই হিসাব ওয়াল ষ্ট্রিটের ৯৫৩ কোটি ডলারের অনুমানের থেকে অনেক বেশি।

April 26, 2011

এলজি নিজের নামে প্রসেসর এবং গ্রাফিক্স প্রসেসরের লাইসেন্স নিয়েছে

বর্তমানে এলজি-র সবচেয়ে আলোচিত ডিভাইস হচ্ছে ডুয়াল কোর অপটিমাস ২এক্স এবং অপটিমাস থ্রিডি স্মার্টফোন এবং একই ধরনের প্রযুক্তির অপটিমাস প্যাড। এতে যে মাল্টিকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে সেগুলি এনভিডিয়া এবং টেক্সাস ইনন্সট্রুমেন্টস এর তৈরী। ফলে তারা পিছিয়ে রয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দি স্যামসাং থেকে। এর সমাধানে নিজের নামে কোর্টেক্স এ-৯ প্রসেসরের লাইসেন্সের ব্যবস্থা করেছে তারা।
বলা হচ্ছে আগামী বছরগুলিতে মোবাইল জগতে রাজত্ব করবে কোর্টেক্স এ১৫ প্রসেসর এবং গ্রাফিক্স এর জন্য মালি-টি৬০৪ চিপ। এই দুই চিপের লাইসেন্স কিনেছে এলজি।
উল্লেখ করা যেতে পারে আরমভিত্তিক প্রসেসরের জন্য এর আগে লাইসেন্স গ্রহন করেছে মাইক্রোসফট। কাজেই এই কোম্পানীগুলির মধ্যে আগামী বড় ধরনের প্রতিযোগিতা দেখা যাবে সেটাই স্বাভাবিক।

ওয়ান্ডারলাষ্ট এর পিনওয়াইড, মাইক্রো ফোর থার্ড ক্যামেরার জন্য

ক্যামেরার ইতিহাস যদি জানেন তাহলে হয়ত জানেন পিনহোল বিষয়টি কি। যদি না জানেন তাহলে সংক্ষেপে জেনে নিন।
একটা ঘরের চারিদিক বন্ধ করে একপাশে ছোট একটা ফুটো করলে সেই ফুটো লেন্সেম মত বাইরের দৃশ্যের একটি প্রতিবিম্ব তৈরী করে। মধ্যযুগে অনেক শিল্পী ছবি আকার কাজে ব্যবহার করতেন এই পদ্ধতি। ছোট একটা ঘর বানিয়ে নিতেন। যেদিকের ছবি আকবেন সেদিকে ছোট একটা ফুটো থাকত।  সেই ফুটো দিয়ে আলো এসে বিপরীত দিকের দেয়ালের উল্টো ছবি দেখা যেত। সেখানে ক্যানভাস রেখে তিনি আকতেন। ক্যামেরা শব্দটির উতপত্তিও আরবী কামরা থেকে। আর বাংলাভাষীদের কামরা শব্দের অর্থ বলে দেয়া প্রয়োজন নেই।

সনির ট্যাবলেট এস১ এবং এস২

সনি টাচ প্যানেল সহ ট্যাবলেট আনছে। এস১ এবং এস২ নামে দুটি ট্যাবলেট নমুনা দেখানো হয়েছে টোকিওতে। ইন্টারনেট ব্যবহার ছাড়াও এতে ভিডিও দেখা, গান শোনা, গেম খেলা, ইবুক পড়া এবং ইমেইল সোস্যাল নেটওয়ার্ক ব্যবহার করা যাবে।
এস১ এর ডিসপ্লে ৯.৪ ইঞ্চি। এস২ তে দুটি ৫.৫ ডিসপ্লে রয়েছে। আকারে ছোট হলেও রেজ্যুলুশন ১০২৪-৪৮০। একে বইয়ের মত ভাজ করে রাখা যাবে। দুটিকেই সনির ক্লাউড কম্পিউটিং ভিত্তিক লাইব্রেরীর সাথে ব্যবহার করা যাবে। এছাড়া সনির প্লেষ্টেশনের সাথে কিংবা সনি রিডার ষ্টোর থেকে বই পড়ার কাজে ব্যবহার করা যাবে।

ইউটিউবে পছন্দের ভিডিও ভাড়ার ব্যবস্থা চালু হচ্ছে

গুগলের ইউটিউব অবশেষে প্রধান ষ্টুডিওগুলির সাথে চুক্তি চুড়ান্ত করেছে। ইউটিউব ভিডিও চ্যানেলে মুভি ভাড়া দেয়া শুরু করতে যাচ্ছে। এমনকি এ সপ্তাহেই এটা শুরু হতে পারে। তাদের সাথে চুক্তি করা কোম্পানীগুলির মধ্যে রয়েছে সনি, ওয়ার্নার, ইউনিভার্সাল এর মত ষ্টুডিও। এছাড়া লায়নস গেট এর মত কোম্পানীর সাথেও চুক্তি হয়েছে।
এই মুহুর্তে ভিডিও ভাড়া দেয়ার ব্যবসা করছে নেটফ্লিক্স। তারা বছরের প্রথম ৩ মাসের হিসেব প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে আমেরিকার সবচেয়ে বড় কেবল টিভি ক্যারিয়ার কমকাষ্টকে প্রায় ধরে ফেলেছে। এই সময়ে তাদের নতুন সদস্য হয়েছে ৩৬ লক্ষ ব্যবহারকারী। তাদের বর্তমান গ্রাহক সংখ্যা আড়াই কোটির বেশি।  আয় বেড়েছে শতকরা ৪৬ ভাগ। আয়ের পরিমান ৭২ কোটি ডলার।

ফেসবুকের নতুন ফিচার, সেন্ড বাটন

ফেসবুক অনেকগুলি নতুন বিষয় যোগ করেছে ব্যবহারকারীদের আরো সহজে তথ্য শেয়ার করার জন্য। গতমাসের যোগ করা প্রশ্ন বিষয়কে এখন গ্রুপের জন্য ব্যবহার করা যাবে, ফলে নির্দিষ্ট ধরনের ব্যক্তির মধ্যে মতামত সংগ্রহ করা যাবে। একটি একটি করে ছবির পরিবর্তে পুরো এলবাম শেয়ার করা যাবে।
এতে সবচেয়ে গুরুত্বপুর্ন পরিবর্তন হচ্ছে সেন্ড বাটন। বছরখানেক আগে লাইক বাটন চালূ করার পর নতুন এই পদ্ধতি আনা হল যার মাধ্যমে ব্যবহারকারী তার পছন্দের লিংক অন্যের কাছে পাঠাতে পারবেন।

April 25, 2011

ক্যাসপারস্কির অপহৃত সন্তানকে উদ্ধার করেছে রাশিয়ার পুলিশ

এন্টিভাইরাস কোম্পানী ক্যাসপারস্কি ল্যাব এর প্রতিস্ঠাতার সন্তানকে অপহরন করা হয়েছিল গত সপ্তাহে। রাশিয়ার পুলিশ তাকে উদ্ধার করেছে। রাশিয়াভিত্তিক এন্টিভাইরাস কোম্পানীর প্রধান ইউজেন ক্যাসপারস্কির ২০ বছর বয়সি সন্তান ইভান ক্যাসপারস্কি মস্কো ইউনিভার্সিটির ম্যাথমেটিকস এন্ড সাইবারনেটিক্স এর ছাত্র। তাকে অপহরন করে ৪৩ লক্ষ ডলার মুক্তিপণ দাবী করা হয়েছিল।
জানানো হয়েছে তাকে মুক্তিপণ ছাড়াই উদ্ধার করেছে পুলিশ। তবে এবিষয়ে বিস্তারিত আরকিছু জানানো হয়নি।

মিসর বিপ্লবের নায়ক গোনিম গুগল ছেড়ে দিচ্ছেন

মিসরের গনবিপ্লবের ডাক দিয়েছিলেন ৩০ বছর বয়সি ওয়েল গোনিম। তিনি গুগলের একজন কর্মী। তিনি জানিয়েছেন তিনি গুগলের কাজ ছেড়ে দিচ্ছেন। পরিবর্তে প্রযুক্তিভিত্তিক একটি এনজিও গড়বেন যার কাজ হবে মিসরের দারিদ্র দুর করা এবং শিক্ষার উন্নতি করা।
মিসরের গনপ্রতিরোধের সময় মুল ইন্ধনদাতা হিসেবে তাকে ১২ দিন আটকে রেখেছিল পুলিশ। ছাড়া পেয়ে তিনি অবশ্য নিজের কৃতিত্ব দাবী করেননি। বরং বলেছেন এই কৃতিত্ব মিসরের যবসমাজের। এবং ফেসবুক, টুইটার, গুগল, ইউটিউব এসব না থাকলে এটা সম্ভব হত না।
টাইম পত্রিকার বছরের সেরা ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় তার নাম রয়েছে শুরুতেই।

এটিএন্ডটি পোর্টেবল সেল টাওয়ার বিক্রি করছে

প্রথমবারের মত এটিএন্ডটি পোর্টেবল সেল টাওয়ার (সেলুলার এন্টেনা) বিক্রি শুরু করেছে। এগুলি সুটকেসে ভরে বহন করা যাবে এবং যেখানে সেলফোনের ব্যবস্থা নেই সেখানে নিজস্ব নেটওয়ার্ক জিসেবে ব্যবহার করা যাবে। মুলত বিপর্যস্থ এলাকায় ব্যবহারের কথা মাথায় রেখে এটা তৈরী।
সাধারনভাবে ঘুর্নিঝড় এর মত প্রাকৃতিক দুয্যোগে ক্ষতিগ্রস্থ হলে সেলফোন কোম্পানীর সেবা চালু করা পর্যন্ত অপেক্ষা করতে হয়। এটিএন্ড টি প্রথম কোম্পানী হিসেবে এর বিকল্প বের করেছে। ত্রানকর্মী কিংবা পুলিশ এগুলি ব্যবহার করতে পারে।

April 24, 2011

ডেল এর ১০ ইঞ্চি উইন্ডোজ ৭ এবং এন্ড্রয়েড ট্যাবলেট

গত ফেব্রুয়ারীতে ডেলের ১০ ইঞ্চি ট্যাবলেটের কথা শোনা গিয়েছিল। এবারে তার পুরো বর্ননা এবং বাজারে আসার সময় জানা গেছে। উইন্ডোজ ৭ ভিত্তিক ট্যাবলেটে নতুন ওক ট্রেইল ইন্টেল চিপের ১০ ইঞ্চি ডিসপ্লের এই ট্যাবলেটের রেজ্যুলুশন ১৩৬৬০৭৬৮ পিক্সেল। ২ গিগাবাইট মেমোরী, ১২৮ গিগাবাইট পর্যন্ত এসএসডি, দুটি ক্যামেরা (সামনের দিকে ১.৩ মেগাপিক্সেল, পেছনের দিকে ৩ মেগাপিক্সেল), জিপিএস, এক্সিলারোমিটার, ১০৮০পি ভিডিও আউটপুট, ৮ ঘন্টার ব্যাটারী ইত্যাদি রয়েছে।
আর এন্ড্রয়েড ৩ ভিত্তিক ট্যাবলেটের রেজ্যুলুশন ১২০০-৮০০। এছাড়া অন্যসবকিছু একই রাখা হচ্ছে।

সনি এনইএক্স-৩ এর পরবর্তী মডেল এনইএক্স-সি-৩

সনি তাদের পরিবর্তনযোগ্য লেন্সের ক্যামেরা Alpha Nex 3 মডেল ফেব্রুয়ারীতে বাতিল ঘোষনা করেছে। এর পরিবর্তে নতুন মডেল এনইএক্স-সি৩ আনা হচ্ছে বলে জানিয়েছে সনি আলফা রিউমারস ব্লগ। তারা এর ছবি প্রকাশ করেছে। এতে সনিআলফা এ৫৫ এসএলআর এর মত একই ১৬.২ মেগাপিক্সেল এক্সমোর এপিবসে এইচডি সিমোস সেন্সর ব্যবহার করা হচ্ছে। সেইসাথে এইচডি ভিডিও রেকর্ডিং ব্যবস্থাও থাকবে।
এর দাম সম্পর্কে কিছু বলা হয়নি তবে ধারনা করা হচ্ছে পরবর্তী মডেল এনইএক্স-৫ (৬০০ ডলার) থেকে কম হবে। বাজারে আসার সময়ের বিষয়ও অনিশ্চিত। ভুমিকম্পের কারনে তাদের উতপাদন বিঘ্নিত হয়েছে।

সনির প্লেষ্টেশন নেটওয়ার্কের সমস্যা সহজে যাচ্ছে না

সমস্যা শুরু হয়েছিল গত বুধবারে। প্লেষ্টেশন ব্যবহারকারীরা দেখলেন তারা নেটওয়ার্কে ঢুকতে পারছেন না। ৩ দিন পেরিয়ে গেলেও সমস্যার সমাধান হয়নি। তাদের ব্লগের মাধ্যমে সনি জানিয়েছে এই সমস্যা দ্রুতই দুর হবে এমন সম্ভাবনা নেই। তবে তারা ক্রমাগত কাজ করে চলেছেন।
সমস্যার কারন হিসেবে বলঅ হয়েছে বাইরে থেকে আক্রমন। নাম প্রকাশ না করে একটি দল সেখানে আক্রমনের কথা স্বিকারও করেছে। সনি সিদ্ধান্ত নিয়েছে সমস্যা পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত তারা পিএসএন এবং তাদের মিউজিক ষ্ট্রিমিং সার্ভিস বন্ধ রাখবে।
তাদের নেটওয়ার্ককে আরো শক্তিশালি করে তৈরী করা হচ্ছে বলে জানানো হয়েছে সনির পক্ষ থেকে।

গুগল ভিডিওর সময় বাড়লো

গুগল গত সপ্তাহে জানিয়েছিল তাদের ভিডিও সাইট গুগল ভিডিও থেকে ২৯ এপ্রিলের পর আর ভিডিও ব্যবহার করা যাবে না। তারা তাদের সাইট বন্ধ করার সময় বাড়িয়েছে। ব্যবহারকারীরা ১৩ মে পর্যন্ত তাদের ভিডিও ডাউনলোড করার সময় পাবেন। অনেকে প্রশ্ন তুলেছিলেন তারা কেন সহজে গুগল ভিডিওকে ইউটিউবে পাঠানোর ব্যবস্থা করছেনা। তারা সেটাই করেছে।

April 23, 2011

এপলের বিরুদ্ধে স্যামসাং এর মামলা

কয়েকদিন আগে এপল মামলা করেছে স্যামসাং এর নামে। তাদের বক্তব্য স্যামসাং তাদের গ্যালাক্সি ফোন এবং ট্যাবলেটে তাদের আইফোন এবং আইপ্যাডের প্রযুক্তি কপি করে ব্যবহার করেছে। এবার স্যামসাং মামলা করেছে এপলের নামে। তাদের অভিযোগ এপল তাদের ১০টি স্মার্টফোন এবং কম্পিউটারের পেটেন্ট করা প্রযুক্তি ব্যবহার করেছে।
স্যামসাং মামলা করেছে কোরিয়া, জাপান এবং জার্মানীতে। গত কয়েক বছরে এপল, মাইক্রোসফট, নোকিয়া, এইচটিসি এদের মধ্যে পাল্টাপাল্টি মামলা লেগেই রয়েছে। প্রতিটি মামলাই তাদের নিজেদের উদ্ভাবিত প্রযুক্তি অন্য ব্যবহার করেছে এই অভিযোগ নিয়ে।

২২০ ডলারে এন্ড্রয়েড ট্যাবলেট

আর্কোস ৭সি ট্যাবলেট আমেরিকায় বিক্রি শুরু হয়েছে ২২০ ডলারে, বাজারে আসার প্রস্তাবিত সময়ের ১ মাসের বেশি আগে।  ৭ ইঞ্চি ডিসপ্লের এই ট্যাবলেটে রয়েছে ক্যাপাসিটিভ ৮০০-৪৮০ রেজ্যুলুশন ডিসপ্লে, কোর্টেক্স এ৮ প্রসেসর, এন্ড্রয়েড ২.১ অপারেটিং সিষ্টেম। এতে ভালভাবে ৭২০পি ভিডিও দেখা যাবে বলে জানানো হয়েছে।
অন্যান্যদের মধ্যে রয়েছে ৮ গিগাবাইট ইন্টারনাল ষ্টোরেজ, মাইক্রোএসডি কার্ড স্লট, বিল্টইন স্পিকার, ওয়াইফাই কানেকটিভিটি, ক্যামেরা ইত্যাদি। সরাসরি এন্ড্রয়েড মার্কে ব্যবহার করা যাবে এটা থেকে।

ওয়ার্ডপ্রেসে হ্যাকারদের আক্রমন

ওয়ার্ডপ্রেসের বিনামুল্যের হোষ্টিং ব্যবস্থায় আক্রমন করেছে হ্যাকাররা। ওয়ার্ডপ্রেসের পক্ষ থেকে ব্যবহারকারীদের শতর্ক করে জানানো হয়েছে তারা যেন আগের পাশওয়ার্ড বদলে ফেলেন এবং সাবধানে থাকেন। তাদের সার্ভার থেকে বিভিন্ন কোড চুরি হয়েছে। সেইসাথে পাশওয়ার্ড, ইমেইল এড্রেস ইত্যাদি চুরি হতে পারে। ঠিক কি পরিমান তথ্য হাতছাড়া হয়েছে সেটা এখনো স্পষ্টভাবে জানা যায়নি।

April 22, 2011

বারাক ওবামার ফেসবুক সফর ২০০৮ এর মত প্রচারনার কৌশল

বারাক ওবামা ফেসবুকের অফিসে গেছেন, মার্ক জুকারবার্গের সাথে আলাপ করেছেন, এবং সেটা ফলাও করে প্রচার করা হয়েছে। বিষয়টিকে সহজভাবে দেখছেন না অনেকেই। তার একসময়ের বিপুল জনপ্রিয়তা অনেকটাই কমে গেছে কথা এবং কাজের মিল দেখাতে না পারায়। বলা হচ্ছে তার ফেসবুক সফর হচ্ছে ২০০৮ সালের নির্বাচনের আগের সময়ের মত প্রচারনার কৌশল। ইন্টারনেট ব্যবহার করে যুব সমাজের সাথে যোগাযোগ তৈরীর চেষ্টা। এরা ভোটারদের বড় একটা অংশ। একারনে আগামী বছর নির্বাচনের প্রস্তুতি হিসেবে তিনি এটা করছেন।

সনি এরিকশনের প্রথম এন্ড্রয়েড ওয়াকম্যান ফোন

সনি এরিকশন প্রথমবারের মত তাদের ওয়াকম্যান সিরিজের ফোন আনছে এন্ড্রয়েড ভিত্তিক। ডব্লিউ-৮ নামের এই ফোনকে দেখতে এক্সপেরিয়া-এক্স-৮ এরমত। বেশ রঙচঙা, সাথে ওয়াকম্যান লোগো ব্যবহার করা হয়েছে।
এক্স-৮ এর মত এতেও রয়েছে ৩ ইঞ্চি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে, রেজ্যুলুশন ৩২০-৪৮০, সাথে ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা। ভেতরে রয়েছে ৬০০ মেগাহার্টজ প্রসেসর এবং ১২৮ মেগাবাইট মেমোরী। সাথে অবশ্যই সনি এরিকশনের হেডফোন দেয়া হবে (এমএইচ৪১০)।

টিআইপিএ পুরস্কার পেল নাইকন, পেনটাক্স, সিগমা, সনি, প্যানাসনিক, ক্যানন

টেকনিক্যাল ইমেজ প্রেস এসোসিয়েশন (টিআইপিএ) ক্যামেরাসহ ফটোগ্রাফির  বিভিন্ন উপকরনকে বার্ষিক সেরা হিসেবে পুরস্কৃত করে। এবারে নাইকন ডি৭০০০ পুরস্কার পেয়েছে সেরা এডভান্সড ডিজিটাল এসএলআর হিসেবে, কুলপিক্স পি৩০০০ পুরস্কার পেয়েছে কম্প্যাক্ট ক্যামেরা হিসেবে। সেরা প্রফেশনাল ক্যামেরার পুরস্কার পেয়েছে মিডিয়াম ফরম্যাট ৪০ মেগাপিক্সেল পেনটাক্স ৬৪৫ডি। সেরা এক্সপার্ট লেন্সের পুরস্কার পেয়েছে সিগমা ৭০-২০০মিমি লেন্স।
অন্যান্যদের মধ্যে ক্যানন পেয়েছে ৪টি পুরস্কার। এনট্রি লেভেলের ডিজিটাল এসএলআর হিসেবে সেরা ইওস ৬০০ডি, সেরা সুপারজুম ক্যামেরা পাওয়ারশট এসএক্স২৩০ এইচএস, সেরা প্রফেশনাল লেন্স ৭০-২০০মিমি, সেরা মাল্টিফাংশন প্রিন্টার পিক্সমা এমজি৮১৫০।
সনি পুরস্কার পেয়েছে দুটি। সেরা আবিস্কারের পুরস্কার পেয়েছে তাদের ট্রান্সলুসেন্ট মিরির টেকনোলজি এবং সেরা এক্সপার্ট ক্যামকোর্ডার পুরস্কার পেয়েছে তাদের হ্যান্ডিক্যাম এনইএস-ভিজি১০ই।

এপল এবং গুগল মোবাইল ফোন ব্যবহারকারীর ওপর নজর রাখে

এপলের আইফোন কিংবা গুগলের এন্ড্রয়েড ব্যবহারকারীর কখন কোথায় যাচ্ছেন সেই তথ্য কোম্পানীর কাছে পাঠানো হয়। তাদের অবস্থানের তথ্য গ্রহন করা হয় কয়েক সেকেন্ড পরপর, তারপর তা পাঠানো হয় তাকে কোন ব্যবসায়িক কাজে লাগানো যায় কিনা সেটা পরীক্ষা করার জন্য। এসব তথ্য দিয়ে ডাটাবেজ তৈরী করা হচ্ছে। ওয়াল ষ্ট্রিট জার্নালে এখবর ছাপা হয়েছে। সাথে এবিষয়ে তথ্যপ্রমান দেয়া হয়েছে।
নিরাপত্ত বিশেষজ্ঞ স্যামি কামকার  বলেছেন এইচটিসি এন্ড্রয়েড ফোন কয়েক সেকেন্ড পরপর ব্যবহারকারীর অবস্থানের তথ্য সংগ্রহ করে। ঘন্টায় করেকবার করে এই তথ্য কোম্পানীতে পাঠানো হয়। ব্যবহারকারীর অবস্থানের সাথে সাথে যে ইন্টারনেট নেটওয়ার্ক ব্যবহার করছে তার তথ্যও সংগ্রহ করে। আইফোন ব্যবহারকারীর অবস্থান এবং ওয়াই-ফাই নেটওয়ার্কের তথ্য পাঠায় প্রতি ১২ ঘন্টায়।

April 21, 2011

ইন্টারনেটের ব্যয় থেকে ভ্যাট বাদ দেয়া হচ্ছে

বর্তমানে বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের ১৫ শতাংশ ভ্যাট দিতে হয়। আগামী বাজেটে এই কর প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। বর্তমানে মোবাইল সিমপ্রতি ৮০০ টাকা কর দিতে হয় মোবাইল অপারেটরদের, সেটাও বাতিল করার প্রস্তার করা হয়েছে। বাংলাদেশে ইন্টারনেটের প্রসার ঘটানোর জন্য এই পদক্ষেপ বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।
বাংলাদেশে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১০ লক্ষ, জনসংখ্যার ১ শতাংশের কম। এই সীমিত সংখ্যক ব্যবহারকারীদের অভিযোগের অন্ত নেই। বিপুল পরিমান টাকা গুনতে হয় নামমাত্র ইন্টারনেট ব্যবহারের জন্য। একদিকে ইন্টারনেটের গতির কারনে ওয়েবপেজ ওপেন করা কষ্টকর, অন্যদিকে এজন্য খরচ বেশি, দুটিই মানুষকে নিরুতসাহিত করে ইন্টারনেট ব্যবহারে। অন্যদেশে মাসে ১০ ডলার ব্যয়ে যে গতি ব্যবহার করা যায় বাংলাদেশে সেই পরিমান গতি পেতে সরকারের হিসেবেই ১০ হাজার টাকার বেশি খরচ হয়। এনিয়ে সরকার এবং আইএসপিদের বক্তব্য পরস্পরবিরোধী। আইএসপির বক্তব্য ব্যান্ডউইডথ ব্যবহারের জন্য সরকারকে বহু টাকা দিতে হয়, সরকারের বক্তব্য ব্যান্ডউইডথের খরচ অনেক কমানো হয়েছে তারপরও দাম কমেনি কিংবা সেবার মান বাড়েনি। তারা বেশি লাভের কারনে ইচ্ছে করে পুরো ব্যন্ডউইডথ ব্যবহার না করে এমন অভিযোগ রয়েছে।

ইউটরেন্ট ৩.০ বেটা, ডাউনলোড শেষ হওয়ার আগেই ভিডিও দেখা যাবে

যারা বিটটরেন্ট ক্লায়েন্ট হিসেবে ইউটরেন্ট (মিউটরেন্ট) ব্যবহার করেন ফাইল শেয়ারিং জন্য, তাদের জন্য নতুন ভার্শন ৩.০ বেটা রিলিজ দেয়া হয়েছে। এতে দুটি বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এর একটির ফলে গান বা ভিডিও পুরো ডাউনলোড হওয়ার আগেই দেখে নেয়া যাবে।
ইউটরেন্টের জনপ্রিয়তার একটি  প্রধান কারন এর সহজ ব্যবহার। নতুন ভার্শনে ইন্টারফেসকে আরো সরল করা হয়েছে। বিভিন্ন অংশ মিনিমাইজ করে শুধুমাত্র প্রয়োজনীয় অংশ দেখার  ব্যবস্থা রয়েছে।

April 20, 2011

ভারতসহ কয়েকটি দেশে অনলাইন পেমেন্ট সহজ করেছে ও-ডেস্ক

আউটসোর্সিং কাজের জন্য ও-ডেস্ক অত্যন্ত জনপ্রিয় একটি সাইট। বাংলাদেশের অনেকেই এই সাইটে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন। এজন্য বড় একটি বাধা অর্থগ্রহন। আংলাদেশে পে-পল ব্যবহার করা যায় না, ভারতে সীমিত আকারে হলেও করা যায়। ভারতসহ বেশ কয়েকটি দেশের জন্য অর্থ গ্রহনের সহজ পদ্ধতি চালু করেছে ও-ডেস্ক। নতুন পদ্ধতিতে ভারতীয়রা এখন সরাসরি তাদের ব্যাংক একাউন্ট থেকেই টাকা উঠাতে পারবেন।
প্রতিবার টাকা উঠানোর সময় ১ ডলারের কম টাকা কেটে নেয়া হবে তাদের সার্ভিস ফি বাবদ।

নোকিয়া অভি ম্যাপে ফটো-রিয়ালিষ্টিক থ্রিডি বিল্ডিং

নোকিয়া তাদের অভি ম্যাপে বড় ধরনের পরিবর্তন এনেছে। একটি শহর তো বটেই, একেবারে নির্দিস্ট বিল্ডিং পর্যন্ত থ্রিডি মডেল স্পষ্টভাবে দেখা যাবে তাদের সাথে সি৩ এর মিলিত প্রযুক্তির এই পরিবর্তনে। আপাতত শুধুমাত্র কম্পিউটারে ব্যবহারে করা যাবে এটা। এজন্য অভি-ম্যাপ ব্রাউজার  প্লাগইন ইনষ্টল করে নিতে হবে।
থ্রিডি মডেল নিজে থেকেই তৈরী হবে বিভিন্ন কোন থেকে উঠানো ফটোগ্রাফ ব্যবহার করে। সি৩ এর বক্তব্য তাদের পদ্ধতি প্রতি পিক্সেলে ৮-১২ সেমি পর্যন্ত নিখুত। ততটা হোক বা নাই হোক, ফল যে চমকে দেয়ার মত তাতে সন্দেহ নেই।

নিজেই ডাটা মুছে দেয়ার প্রযুক্তিসহ তোসিবা হার্ডডিস্ক

নোটবুক কম্পিউটার কিংবা হার্ডডিস্ক চুরি হলে বা হারিয়ে গেলে প্রধান চিন্তার কারন হয়ে দাড়ায়, সেখানে থাকা গোপন তথ্যগুলির কি হবে। সরকার কিংবা মিলিটারী হার্ডডিস্ক হওয়ার প্রয়োজন নেই, ব্যবসা প্রতিস্ঠানের হার্ডডিস্ক তাদের ব্যবসার ক্ষতি করার জন্য যথেস্ট। এজন্য নানারকম পদ্ধতিতে এনক্রিপ্ট করার ব্যবস্থা চালু রয়েছে। তোসিবা এই প্রযুক্তিকে আরো সামনে নিয়ে গেছে। হাতছাড়া হলে হার্ডডিস্কের তথ্য মুছে যাবে নিজে থেকেই।

মোবাইল ফোন মানুষকে আরো সামাজিক করতে পারে

এতদিন বলা হয়েছে মানুষ যখন পাশের ব্যক্তিকে উপেক্ষা করে মোবাইল ফোনে দুরের কারো সাথে আলাপ করে তখন সে সমাজ থেকে নিজেকে দুরে সরিয়ে যাখে। মিচিগান বিশ্ববিদ্যালয় তাদের গবেষনা থেকে একেবারে বিপরীত মত প্রকাশ করেছে। তাদের পর্যালোচনায় যারা অপেক্ষা করার সময় মোবাইলে খবর পড়ছে, এমন পরিস্থিতিতে তাদের পাশের কারো সাথে আলাপ করার সম্ভাবনা বেশি।
তাদের গবেষনায় পাওয়া গেছে যারা মোবাইল ফোনের আলাপের মাধ্যমে পরিকল্পনা করে তারা সাধারন আলোচনায় অংশ নেয়।

April 19, 2011

ইয়াহু সার্চ রেকর্ড রাখবে দেড় বছর পর্যন্ত

ইয়াহু তাদের সার্চ ইঞ্জিনে ব্যবহারকারীর সার্চ করার তথ্য ১৮ মাস রাখার সিদ্ধান্ত নিয়েছে। এরফলে এই বিষয়ে তারা গুগলের সমকক্ষ হচ্ছে। এর আগে ৯০ দিন পর সার্চের তথ্য মুছে দেয়া হত। ইয়াহু জানিয়েছে ব্যবহারকারীর অন্যান্য তথ্যও তারা আগের চেয়ে বেশি সময় সংরক্ষন করবে।
কেউ যখন ইন্টারনেট ব্যবহার করেন তখন তার সার্চ করা কিওয়ার্ড, ব্যবহার করা সাইটের ধরন, বিজ্ঞাপনের ক্লিক করার তথ্য ইত্যাদি রেকর্ড রাখে সার্চ ইঞ্জিন। এগুলি ব্যবহার করে ব্যবহারকারীর উপযোগি বিজ্ঞাপন প্রচার করা হয়। ইয়াহু অল্প সময় পর এসব তথ্য মুছে দেয়ায় ব্যবসায়ীদের অনেকেরই আপত্তি ছিল।

ইন্টারনেটে আয়ের তথ্য নিয়ে বাংলা ই-বুক

গুগল এডসেন্স, পিটিসি কিংবা ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন, ওয়েব সাইট তৈরী ইত্যাদি কাজ কিভাবে করবেন, কিভাবে কোথায় যোগাযোগ করবেন, কিভাবে অর্থ হাতে পাবেন ইত্যাদি বিষয়গুলি একসাথে করে বাংলা বিনামুল্যের ই-বুক। কেউ যেন প্রতারনা কিংবা বিভ্রান্তির শিকার না হন সেকারনেই এই বই। ডাউনলোড করুন, নিজে পড়ুন, অন্যকে দিন। নিজের কর্মসংস্থান নিজেই করুন।
ডাউনলোড করুন এখান থেকে : Online Earning Bangla eBook


ফটোশপ প্লাগইন একেভিস স্কেচ এর নতুন ভার্শন ১২.৫

প্লাগইন নির্মাতা একেভিস ফটোগ্রাফ থেকে পেনসিলে আকা ড্রইং তৈরীর জন্য ফটোশপের প্লাগইন স্কেচ এর নতুন ভার্শন ১২.৫ রিলিজ দিয়েছে। এতে যোগ করা হয়েছে র-সাপোর্ট এবং ব্যাচ প্রসেসিং। এছাড়া ফটোশপ প্লাগইন হিসেবে ব্যবহার ছাড়াও সরাসরি একক সফটঅয়্যার হিসেবে ব্যবহার করা যাবে।
ফটো থেকে পেনসিল কিংবা জলরং ছবি বানানোর জন্য পুরস্কার পাওয়া এই সফটঅয়্যার ব্যবহার করে আপনি এখন ভিডিওর ধারাবাহিক ছবিকে কার্টুনে পরিনত করতে পারেন। এছাড়া বেশকিছু স্পেশাল ইফেক্ট যোগ করা হয়েছে এতে।
সফটঅয়্যারটি এককভাবে অথবা তাদের অন্যান্য প্লাগইনের সাথে কেনা যাবে। ৯ থেকে ১২ ভার্শনের ব্যবহারকারীরা বিনামুল্যে আপগেড করার সুযোগ পাবেন। এছাড়া ১০ দিন ব্যবহার উপযোগি বিনামুল্যের ট্রায়াল ভার্শন ডাউনলোড করা যাবে তাদের ওয়েবসাইট থেকে।

এপল ডিভাইসে ফ্লাশ ব্যবহার করা যাবে ফ্লাশ প্লেয়ার ছাড়াই

ফ্লাশ নিয়ে এপল-এডবি বিরোধ ভদ্রতাকে ছাড়িয়ে গেছে। একসময় এপল ফ্লাশ ব্যবহার করবে না বলে ঘোষনা দিয়েছে। অন্যদিকে ইন্টারনেটে ফ্লাশ ভিডিও, এনিমেশন ইত্যাদির ব্যবহার এতটাই বেশি যে তাকে উপেক্ষা করা যায় না। এপল জানাচ্ছে তারা নতুন প্রযুক্তি ব্যবহার করে ফ্লাশে তৈরী সবকিছূ দেখানো ব্যবস্থা করছে। এইচটিটিপি লাইভ ষ্ট্রিমিং (এইচএলএস) নামের এই প্রযুক্তি এপল অপারেটিং সিষ্টেমে ফ্লাশ ভিডিও দেখার সুযোগ করে দেবে।

স্যামসাং গ্যালাক্সি এপলের আইফোন এবং আইপ্যাডের নকল

স্যামসাং এপলের আইফোন এবং আইপ্যাড নকল করে তাদের গ্যালাক্সি ফোন এবং ট্যাবলেট তৈরী করেছেন। এমনটাই দাবী করে তাদের নামে মামলা ঠুকেছে এপল। ক্যালিফোর্নিয়ার এক আদালতে মামলায় তারা দাবী করেছে গ্যালাক্সিতে তাদের পন্যের ইন্টারফেস এবং ডিজাইন হুবহ কপি করা হয়েছে।

April 18, 2011

মাইক্রোসফট অফিস ৩৬৫ বেটা

এখন যে কেউ মাইক্রোসফট অফিস ৩৬৫ এর বেটা ভার্শন ব্যবহার করে দেখতে পারেন। ক্লাউড কম্পিউটিং এর জন্য মাইক্রোসফট এর এই প্যাকেজ গতকাল বেটা টেষ্টিং এর জন্য দেয়া হয়েছে। ফাইলাল ভার্শন চালূ হবে এবছরের পরের দিকে।
প্রথমেই বলে নেয়া ভাল অফিস ৩৬৫ তাদের ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্টের অনলাইন ভার্শন না। সে তারা চালু করেছে গত জুনে। অফিস ৩৬৫ হচ্ছে ব্যবসা প্রতিস্ঠানের জন্য যেখানে রয়েছে এক ব্যবহারকারীর সাথে আরেক ব্যবহারকারীর ফাইল আদান প্রদানের সুযোগ। কন্ট্যাক্ট, ক্যালেন্ডার ইত্যাদি ব্যবহারের সুযোগ ছাড়াও কম্পিউটারের সাথে মোবাইল ডিভাইস (উইন্ডোজ ফোন ৭, এন্ড্রয়েড, এপল, ব্লাকবেরি) ব্যবহারের সুযোগ রয়েছে এতে। 

সবচেয়ে জনপ্রিয় ক্যামেরা নাইকন ডি৯০

ফ্লিকার ওয়েবসাইটে যে পরিমান ছবি রয়েছে তা বিশ্বের অন্য কোথাও নেই। প্রতি মুহুর্তে নতুন ছবি যোগ হচ্ছে সেখানে। কাজেই কোন ক্যামেরা সবচেয়ে জনপ্রিয় জানার জন্য সেই সাইট সবচেয়ে উপযোগি যায়গা। ফ্লিকারের তথ্য অনুযায়ী সবচেয়ে জনপ্রিয় ক্যামেরা প্রায় বছর তিনেক আগে বাজারে আসা নাইকন। হয়ত মনে আছে, এটা বিশ্বের প্রথম এসএলআর ক্যামেরা যেখানে ভিডিও করা যায়। মধ্যম মানের এই ক্যামেরার নাম দেখে হয়ত অবাক হওয়ার কিছু নেই, কিন্তু দ্বিতীয় ক্যামেরার নাম চমকে দেয়ার মত। আইফোন ৪।
সাধারনভাবে ক্যামেরাফোন ভাল করছে না। সেরা পাচের মধ্যে একমাত্র আইফোনই রয়েছে। বাকি ৪টি এসএলআর ক্যামেরা।

আমেরিকায় অনলাইন জুয়া বন্ধ

সবচেয়ে বড় ৩টি অনলাইন জুয়ার সাইট বন্ধ করে দেয়া হয়েছে আমেরিকায়। এরপর ক্রমাম্বয়ে অন্যগুলি বন্ধ করা হবে। আদালক ঠিক করবে কোন ধরনের জুয়া আইনসিদ্ধ, কোনটি বেআইনি। এরইমধ্যে বন্ধ করা ৩টি সহ আরো ৮টি সাইটকে ব্যাংক জালিয়াতি, অর্থ পাচার ইত্যাদি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ আনা হয়েছে ১১ জনের বিরুদ্ধে।
অবৈধ লেনদেনের ক্ষতি পুশিয়ে নিতে ৩০০ কোটি ডলারের একটি মামলা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। সাইটগুলি হচ্ছে www.fulltiltpoker.com, www.pokerstarrs.com এবং www.absolutepoker.com । ওয়াল ষ্ট্রিট জার্নাল এই খবর প্রকাশ করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা জুয়ায় জেতা অর্থ দেখিয়ে বিভিন্ন দোকান থেকে শতশত কোটি ডলারের জিনিষ কিনেছে।
উল্লেখ করা ৩টি সাইটের ডোমেন নেম সরকার নিজের হাতে নিয়েছে এবং সেখানে শতর্কবানী রাখা হয়েছে যেন কেউ কোনধরনের লেনদেন না করে।

April 17, 2011

কম্প্যাক্টফ্লাশ স্লট সহ এইচপি এলিটবুক ৮৫৬০ ডব্লিউ

এইচপি-র নতুন নোটবুক এলিটবুক ৮৫৬০ ডব্লিউতে রয়েছে সি-ফাষ্ট নামের স্লট। আপনি অবাক হতে পারেন, এটা আবার কি জিনিষ। প্রশ্ন করা স্বাভাবিক কারন তারাই বিশ্বের প্রথম কোম্পানী হিসেবে এটা এনেছে।
সি-ফাষ্ট হচ্ছে কম্প্যাক্ট ফ্লাশ কার্ড রিডার। এই কার্ডের গতি এসডি কার্ডের থেকে অনেক বেশি। এসডিএক্সসি-র দ্বিগুন, আগামীতে আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। ব্যবহার করা হয় প্রফেশনাল এসএলআর ক্যামেরায়।
নোটবুকটি তৈরী করা হয়েছে ফটোগ্রাফারদের কথা মাথায় রেখে একথা নিশ্চয়ই বলা প্রয়োজন নেই। ১৫ ইঞ্চি ডিসপ্লের এই নোটবুকে রয়েছে সেকেন্ড জেনারেশন কোয়াড-কোর প্রসেসর। দাম ১৩০০ ডলার।
নাইকন, ক্যানন এতে খুশি হবে তাতে কোন সন্দেহ নেই।

ডিসকভার কার্ড ব্যবহারকারীরা মোবাইল ফোন অথবা ইমেইল এড্রস থাকলেই টাকা পাঠাতে পারবেন

ভিসা কিংবা মাষ্টারকার্ডের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে ডিসকভার। কিন্তু নতুন এক সেবা চালু করেছে যা তাদেরকে সহজেই জনপ্রিয় করতে পারে। কার্ড ব্যবহারকারীরা বিশ্বের ৬০টি দেশে এমন ব্যক্তির কাছে টাকা পাঠাতে পারবেন যার শুধুমাত্র মোবাইল ফোন অথবা ইমেইল এড্রেস রয়েছে। কাজটি করা পে-পলের সাথে যৌথভাবে, কিন্তু এজন্য পে-পল একাউন্ট থাকা প্রয়োজন নেই।
এই ব্যবস্থায় প্রেরকের কাছে কোন ফি নেয়া হবে না। এমনকি প্রথম ৩ হাজার ডলার পাঠানোর জন্য তারা শতকরা ০.২৫ ভাগ ক্যাশব্যাক সুবিধে পাবেন।
বর্তমানে পে-পল ব্যবহার করে ২৩ কোটি মানুষ। কাজেই এই ব্যবস্থায় পে-পল এবং ডিসকভার দুজনেই উপকৃত হবে ধারনা করা যায়। সেইসাথে উপকৃত হবে সাধারন মানুষও।

নোকিয়ার ইমেইল ব্যবস্থায় ভারতের বাধা

নোকিয়ার জন্য সময়টা খুব ভাল যাচ্ছে না। তাদের নতুন পুশ ইমেইল সার্ভিস এর যাত্রা শুরুতেই বন্ধ করে দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রনালয়। তাদের বক্তব্য, এজন্য খবরদারীর ব্যবস্থা না করা পর্যন্ত এটা চালু হবে না। ইকোনমিক টাইমস এর এক খবরে জানানো হয়েছে এজন্য টেলিকম্যুরিকেশন বিভাগে নির্দেশ পাঠানো হয়েছে।
এর আগে ব্লাকবেরির মেসেজিং সার্ভিস নিয়েও ভারত সরকার আপত্তি জানিয়েছিল। ব্যবহারকারীদের সমস্ত তথ্য দেয়ার শর্তে ব্লাকবেরি তাদের সেবা চালূ রেখেছে।

April 15, 2011

উইন্ডোজ মোবাইলের নতুন ভার্শন উইন্ডোজ ম্যাংগো

মাইক্রোসফট মোবাইল ফোনের জন্য তাদের অপারেটিং সিষ্টেম এর নতুন ভার্শন এর নতুনা দেখিয়ে। এর নাম দেয়া হয়েছে উইন্ডোজ ম্যাংগো। অন্যান্য মোবাইল ফোন অপারেটিং সিষ্টেমের সাথে প্রতিযোগিতা করতে বেশকিছু উন্নতি আনা হয়েছে এতে। যেমন মাল্টিটাস্কিং আনা হয়েছে, ইন্টারনেট এক্সপ্লোরার ৯ এর আপডেটেড ভার্শন যোগ করা হয়েছে এবং মার্কেটপ্লেস সার্চ উন্নত করা হয়েছে।
মোবাইল ফোনের সত্যিকারের ব্যবহার অনেকটা নির্ভর করে সেই অপারেটিং সিষ্টেমে তৈরী সফটঅয়্যারের ওপর। এপল এক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে। বর্তমানে এন্ড্রয়েড সফটঅয়্যারের সংখ্যাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সফটঅয়্যারের সংখ্যা বাড়ানোর জন্য প্রয়োজন নির্মাতাদের সুযোগ বাড়ানো। অন্যদিকে ক্যামেরা, এক্সিলারোমিটার ইত্যাদি হার্ডঅয়্যারের সুযোগ-সুবিধা ততটাই গুরুত্বপুর্ন। মাইক্রোসফট জানিয়েছে এরই মধ্যে সফটঅয়্যার নির্মাতারা আগ্রহ দেখাচ্ছে। ম্যাংগো বাজারে আসার আগেই নির্মাতারা এরজন্য সফটঅয়্যার তৈরী করে পরীক্ষা করার সুযোগ পাবেন।

এমএসআই এর এএমডি ফিউসন চিপ ল্যাপটপ

এমএসআই এর এএমডি ফিউসন চিপের ল্যাপটপ এক্স-৩৭০ নিয়ে যথেস্ট কথাবার্তা শোনা গেলেও এর বিস্তারিত বর্ননা কিংবা দাম সম্পর্কে জানা যায়নি। এখন বিষয়টি জানানো হয়েছে। ১৩.৪ ইঞ্চি ডিসপ্লের এই ল্যাপটপে রয়েছে এএমডি-র জাকাটি ই-৩৫০ এপিইউ, ৪ গিগাবাইট মেমোরী, রেডঅন এইচডি ৬৩১০ গ্রাফিক্স, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক এবং ৪-১ মেমোরীকার্ড রিডার। সাথে এইচডিএমআই এবং ভিজিএ পোর্ট এবং ১.৩ মেগাপিক্সেল ওয়েবক্যাম।

আইফোনের জন্য টেলিফটো লেন্স

আইফোন ব্যবহার করে দুরের ছবি উঠাতে আর বাধা নেই। আইফোন ৪ এরসাথে ব্যবহারের জন্য টেলিফটো লেন্স এনেছে রোলে। এতে ম্যানুয়েল ফোকাসের জন্য ফোকাস রিং রয়েছে। ৮এক্স জুমের এই লেন্সে রওজন মাত্র ৪৫ গ্রাম। লেন্সের সাথে দেয়া হবে একটি ছোট টাউপড, একটি হার্ডকেস, পরিস্কার করার জন্য কাপড়। দাম ৩৫ ইউরো।

ফটোগ্রাফে ওয়াটারমার্ক ব্যবহারের সফটঅয়্যার ব্যাচফটো

ফটোগ্রাফ বা ডিজিটাল ইমেজ যেন অন্য কেউ অবৈধভাবে ব্যবহার না করেন সেজন্য ওয়াটারমার্ক ব্যবহার করেন অনেকেই। ছবির ওপর হাল্কাভাবে লেখা বা লোগো দিয়ে দেয়া হয়। ফটোশপ বা অন্য কোন সফটঅয়্যারে কাজটি সময়সাপেক্ষ। বিটস এন্ড কফি একাজের জণ্য তৈরী করেছে ফটোব্যাচ। এটা ব্যবহার করে একবারে শতশত ছবিতে টেক্সট বা লোগো ব্যবহার করা যাবে। এমনকি উইন্ডোজ এক্সপ্লোরের সরাসরি রাইট-ক্লিক করেই।

April 14, 2011

নোকিয়া মোবাইলে উইন্ডোজ ফোন, W7 এবং W8

নোকিয়ার সেটে উইন্ডোজ ফোন অপারেটিং সিষ্টেম নিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ডব্লিউ৭ এবং ডব্লিউ৮।  এদের মধ্যে ডব্লিউ৭ কে তৈরী করা হচ্ছে এক্স৭ এর হার্ডঅয়্যারের ওপর ভিত্তি করে এবং ডব্লিউ৮ তৈরী হচ্ছে এন-৮ এর মত করে।
ডব্লিউ৭ মডেলটি তাদের নিজেদের মধ্যে ব্যবহার করা হচ্ছে। এটাই প্রথমে বাজারে আসবে। এতে রয়েছে ৮ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা এবং ফ্লাশ।
নোকিয়ার পরিকল্পনা অনুযায়ী আগামী বছরে ডজনখানেক উইন্ডোজ ফোন বাজারে আসার কথা। এই ফোনটি এবছরই শেষদিকে আসবে নাকি আগামী বছরের শুরুতে জানা যায়নি।

নিউজিল্যান্ডে ইন্টারনেট ফাইল শেয়ারিং এর বিরুদ্ধে আইন

অনলাইনে পাইরেসি বন্ধে নতুন আইন তৈরী করেছে নিউজিল্যান্ড। এই আইনের আওতায় ১২ হাজার ডলার পর্যন্ত জরিমানা করা হবে এবং একই অপরাধ পরবর্তীতে করলে ৬ মাস পর্যন্ত ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে।
নতুন আইনের আওতায় কপিরাইট এর মালিক ইন্টারনেট সেবাদানকারীর (আইএসপি) কাছে পাঠাতে পারবেন। আইএসপি সেই অপরাধীর কাছে ৩ বার শতর্কবার্তা পাঠাতে পারে।

চিপসেটে ইউএসবি ৩.০ আনছে এএমডি

ইন্টেলের একটি গোপন ডকুমেন্ট প্রকাশ পাওয়ায় অনেকে অনুমান করছেন তাদের আগামী প্যানথার পয়েন্ট চিপসেটে ইউএসবি ৩.০ যোগ করা হবে। তাদের প্রতিযোগি এএমডি উত্তর দিতে সময় নেয়নি। একদিনেরও কম সময়ে তারা নিশ্চিত করেছে তাদের এ৭৫ এবং এ৭০এম ফিউসন চিপে বর্তমান ইউএসবি ২.০ থেকে ১০ গুন দ্রতগতির ইউএসবি ৩.০ যোগ করছে।

এসারের নতুন দুটি থ্রিডি মনিটর

এসার নতুন দুটি থ্রিডি মনিটরের ঘোষনা দিয়েছে। ছবির এইচএন২৭৪এইচ মডেলের মনিটরটি বিশ্বের প্রথম ২৭ ইঞ্চি এলইডি ব্যাকলিট মনিটর। এতে এইচডিএমবাই থ্রিডি এবং এনভিডিয়া থ্রিডি ভিশন সাপোর্ট রয়েছে। ব্যবহার করা যাবে ব্লুরে প্লেয়ারের সাথে কিংবা টিভি-বক্স এর সাথে। সেইসাথে ভিজিএ, ডিভিআই এসর পোর্ট তো রয়েছেই। এর ডায়নামিক কন্ট্রাষ্ট রেশিও ১০০,০০০,০০০:১, রেসপন্স টাইম ২মিলি সেকেন্ড। রেজ্যুলুশন ১৯২০ ১০৮০।
এরচেয়ে আরেকটু ছোট এবং কমদামের মডেল হচ্ছে ২৩.৬ ইঞ্চি এইচএস২৪৪এইচকিউ। এতে এনভিডিয়া থ্রিডি ভিশন সাপোর্ট নেই। অবশ্য মনিটরের সাথে এসার থ্রিডি চশমা দেয়া হবে। উল্লেখ করা যেতে পারে থ্রিডি গেমের জন্য এনভিডিয়া সাপোর্ট প্রয়োজন হয়।

ইন্টারনেট বিজ্ঞাপন থেকে আয়ের রেকর্ড

আমেরিকায় ২০১০ সালে ইন্টারনেট থেকে বিজ্ঞাপনের আয় নতুন রেকর্ড গড়েছে। প্রাইসওয়াটারহাউস কুপারস জানাচ্ছে গতবছর এইখাতে মোট আয় ২৬০০ কোটি ডলার। আগের বছরের তুলনায় ১৫ ভাগ বেশি। এর আগের রেকর্ড ছিল ২০০৮ সালের ২৩৪০ কোটি ডলার।
জরিপে উল্লেখ করা হয়েছে বছরের শেষ ৩ মাসে রেকর্ড ৭৪০ কোটি ডলার আয় হয়েছে অনলাইন বিজ্ঞাপন থেকে। এটা আগের বছরের তুলনায় শতকরা ১৯ ভাগ বেশি।
বিজ্ঞাপনের ধরনের মধ্যে শীর্ষে রয়েছে সার্চ। শতকরা ৪৬ ভাগ, অর্থের হিসেবে ১২০০ কোটি ডলার। এরপর রয়েছে ডিসপ্লে এড, শতকরা ৩৮ ভাগ, ৯৯০ কোটি ডলার। এই ভাগের মধ্যে রয়েছে ব্যানার, ভিডিও ইত্যাদি। ক্লাশিফাইড বিজ্ঞাপন রয়েছে ৩য় স্থানে, শতকরা ১০ ভাগ যায়গা নিয়ে।

বিশ্বের সবচেয়ে বড় সোলার পাওয়ার টাওয়ারে ১৭ কোটি ডলার বিনিয়োগ করছে গুগল

৩৬০০ একর এলাকা জুড়ে নির্মতব্য বিশ্বের সবচেয়ে বড় সৌরবিদ্যুত প্রকল্পে ১৬ কোটি ৮০ লক্ষ ডলার দিচ্ছে গুগল। দক্ষিন ক্যালিফোর্নিয়ার মরুভুমিতে তৈরী করা হবে ৪৫০ ফুট উচু টাওয়ার। সুর্যের কিরণকে কেন্দ্রিভুত করা হবে সেখানে। তৈরী হবে ৩৯২ মেগাওয়াট বিদ্যুত। এই প্রকল্প শেষ হবে ২০১৩ সালের মধ্যেই।
বর্তমানে বিদ্যুত উতপাদনের অন্যান্য ব্যবস্থার তুলনায় সৌরশক্তি টাওয়ার অনেকটাই পিছিয়ে, তারপরও এই পদ্ধতির দক্ষতা বেশি এবং বিদ্যুত ধরে রাখার ব্যবস্থা উন্নত।

April 13, 2011

বৃটেনে ১ গিগাবিট/সে ব্রডব্যান্ড স্থাপন করছে ফুজিতসু

বৃটেনের গ্রামাঞ্চলে যারা দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছেন না তাদের জন্য ১ গিগাবিট/সে গুতিন ফাইবার অপটিক ব্রডব্যান্ড নেটওয়ার্ক বসাচ্ছে ফুজিতসু। সিসকোর তৈরী হার্ডঅয়্যার ব্যবহার করা এই নেটওয়ার্কে ভবিষ্যতে ১০ গিগাবিট/সে গতিতে ডাটা ট্রান্সফার করা যাবে।
ব্রটিশ টেলিকমের সাথে যৌথভাবে তারা এই তাজ করছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডেঙ্গুজ্বর প্রতিরোধের টিকা আবিস্কার

এডিস মশার কামড়ে ডেঙ্গুজ্বর হয়। এর কোন টিকা নেই। আক্রান্ত হলে শরীরের রক্তে প্লাটিলেটের পরিমান কমে যায়। চিকিতসকরা বাইরে থেকে রক্ত দিয়ে প্লাটিলেটের মাত্রা ঠিক রেখে রোগিকে বাচাতে চেষ্টা করেন। বিশ্বের বছরে ৫ কোটি মানুষ আক্রান্ত হয় এই রোগে, মারা যায় প্রায় ২৫ হাজার মানুষ। এই রোগের টিকা আবিস্কারের কথা জানিয়েছেন থাইল্যান্ডের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী।

এপলের ফাইনাল কাট প্রো নতুন ভার্শন ১০

পেশাদার ভিডিও এডিটরদের কাছে অত্যন্ত জনপ্রিয় ফাইনাল কাট প্রো ভিডিও এডিটিং সফটঅয়্যার। এপল এন নতুন ভার্শন ১০ আনার কথা জানিয়েছে। এই ভার্শনের মাধ্যমে একে ৬৪ বিট সাপোর্ট যোগ করা হচ্ছে হবে মেমোরী ব্যবহারের ৪ গিগাবাইট লিমিট ছাড়িয়ে যাচ্ছে।  এছাড়া অন্যান্য সুবিধে তো আছেই।
নতুন এফসিপি সবসময়ই ব্যাকগ্রাউন্ডে রেন্ডারিং কাজ করবে, ফলে এটি করার পর আইটপুট পাওয়া যাবে সাথেসাথে। ম্যাগনেটিক টাইমলাইন, পিপল ডিটেকশন, ইনষ্ট্যান্ড কালার ম্যাচিং, ইমপোর্টের সময় অটো ইমেজ ষ্ট্যাবিলাইজেশন ইত্যাদি বহু নতুন ফিচার যোগ করা হয়েছে এতে। তারা একটি ভিডিও ডেমো দেখিয়েছে এই সফটঅয়্যারের।
জুন থেকে এই সফটঅয়্যার ডাউনলোড করা যাবে ম্যাক এপ ষ্টোরে। দাম ২৯৯ ডলার।

এপল আইপ্যাড ২ তে থ্রিডি, চশমা ছাড়াই

এপলের আইপ্যাড ২ তে সরাসরি থ্রিডি দেখার ব্যবস্থা আনা হচ্ছে। সামনের দিকের ক্যামেরা ব্যবহার করে ব্যবহারকারীর মাথা অনুসরন করে এবং সাথে সফটঅয়্যার ব্যবহারে একাজ করা হচ্ছে। এখন পর্যন্ত এটা টেকনিক্যাল ডেমো, কিন্তু যা ফল পাওয়া গেছে সেটা আশাব্যাঞ্জক। এপলের আইপ্যাড ব্যবহার করে সত্যিকারের থ্রিডি আনার এই কাজটি করছে ইএইচসিআই রিসার্চ গ্রুপ।
তারা এই সফটঅয়্যারের নাম দিয়েছে হেড কাপলড পারসপেকটিভ অন মোবাইল ডিভাইসেস। এখানে লক্ষ্যনীয় বিষয় হচ্ছে তারা এক্সিলারোমিটার ব্যবহার করেনি, বরং সামনের দিকের ক্যামেরা ব্যবহার করেছে। বর্তমানের অর্ধিকাংশ নতুন ফোনগুলিতে এধরনের ক্যামেরা ব্যবহার করা হয়। কাজেই বাস্তবে এই সফটঅয়্যার চালু হলে থ্রিডির ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আশা করতে পারেন।