April 22, 2011

সনি এরিকশনের প্রথম এন্ড্রয়েড ওয়াকম্যান ফোন

সনি এরিকশন প্রথমবারের মত তাদের ওয়াকম্যান সিরিজের ফোন আনছে এন্ড্রয়েড ভিত্তিক। ডব্লিউ-৮ নামের এই ফোনকে দেখতে এক্সপেরিয়া-এক্স-৮ এরমত। বেশ রঙচঙা, সাথে ওয়াকম্যান লোগো ব্যবহার করা হয়েছে।
এক্স-৮ এর মত এতেও রয়েছে ৩ ইঞ্চি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে, রেজ্যুলুশন ৩২০-৪৮০, সাথে ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা। ভেতরে রয়েছে ৬০০ মেগাহার্টজ প্রসেসর এবং ১২৮ মেগাবাইট মেমোরী। সাথে অবশ্যই সনি এরিকশনের হেডফোন দেয়া হবে (এমএইচ৪১০)।
নতুন অনেক স্মার্টফোনে এন্ড্রয়েড ফ্রোয়ো কিংবা জিঞ্জারব্রেড এর ব্যবহার হলেও এতে ব্যবহার করা হচ্ছে পুরনো ২.১।
হ্যান্ডসেটটি ৩টি রঙে পাওয়া যাবে জুনের মধ্যেই।  দাম এখনো জানানো হয়নি।

No comments:

Post a Comment