April 22, 2011

টিআইপিএ পুরস্কার পেল নাইকন, পেনটাক্স, সিগমা, সনি, প্যানাসনিক, ক্যানন

টেকনিক্যাল ইমেজ প্রেস এসোসিয়েশন (টিআইপিএ) ক্যামেরাসহ ফটোগ্রাফির  বিভিন্ন উপকরনকে বার্ষিক সেরা হিসেবে পুরস্কৃত করে। এবারে নাইকন ডি৭০০০ পুরস্কার পেয়েছে সেরা এডভান্সড ডিজিটাল এসএলআর হিসেবে, কুলপিক্স পি৩০০০ পুরস্কার পেয়েছে কম্প্যাক্ট ক্যামেরা হিসেবে। সেরা প্রফেশনাল ক্যামেরার পুরস্কার পেয়েছে মিডিয়াম ফরম্যাট ৪০ মেগাপিক্সেল পেনটাক্স ৬৪৫ডি। সেরা এক্সপার্ট লেন্সের পুরস্কার পেয়েছে সিগমা ৭০-২০০মিমি লেন্স।
অন্যান্যদের মধ্যে ক্যানন পেয়েছে ৪টি পুরস্কার। এনট্রি লেভেলের ডিজিটাল এসএলআর হিসেবে সেরা ইওস ৬০০ডি, সেরা সুপারজুম ক্যামেরা পাওয়ারশট এসএক্স২৩০ এইচএস, সেরা প্রফেশনাল লেন্স ৭০-২০০মিমি, সেরা মাল্টিফাংশন প্রিন্টার পিক্সমা এমজি৮১৫০।
সনি পুরস্কার পেয়েছে দুটি। সেরা আবিস্কারের পুরস্কার পেয়েছে তাদের ট্রান্সলুসেন্ট মিরির টেকনোলজি এবং সেরা এক্সপার্ট ক্যামকোর্ডার পুরস্কার পেয়েছে তাদের হ্যান্ডিক্যাম এনইএস-ভিজি১০ই।
প্যানাসনিক তাদের লুমিক্স ডিএমসি-জিএইচ২ এর জন্য পেয়েছে সেরা কম্প্যাক্ট সিস্টেম এক্সপার্ট পুরস্কার। এছাড়া তাদের ডিএমসি-টিএস৩ (এফটি৩) পেয়েছে সেরা রাগড ক্যামেরার পুরস্কার এবং সেরা ষ্টোরেজ মিডিয়া হিসেবে পুরস্কার পেয়েছে তাদের মেমোরী কার্ড।
ফুজিফিল্ম পুরস্কার পেয়েছে ৩টি। তাদের ফাইনপিক্স এক্স১০০ পেয়েছে সেরা প্রিমিয়াম ক্যামেরা। এছাড়া সেরা ফটো সার্ভিস এর জন্য ফুজিফিল্ম থ্রিডি প্রিন্ট সার্ভিস এবং সেরা ফিনিসিং সিষ্টেম হিসেবে  পুরস্কার পেয়েছে ফুজিফিল্ম প্রন্টিয়ার ড্রাই মিনিল্যাব ডিএল৬০০

No comments:

Post a Comment