October 31, 2009

অন-ওয়ানের ফটোটিউন ৩.০ ফটোশপ প্লাগইন onOne PhotoTune 3 Photoshop plug-in


অন-ওয়ান তাদের ফটোটিউন প্লাগইনের নতুন ভার্শন ৩.০ এর ঘোষনা দিয়েছে। ফটোগ্রাফাররা ছবির রং ঠিক করার জন্য এই প্লাগইন ব্যবহার করে থাকেন। নতুন এই ভার্শনে উইজার্ড ব্যবহার করে দুইধাপে ছবি অপটিমাইজ করা যাবে, এজন্য কালার থিওরি কিংবা জটিল কার্ভ ব্যবহার করতে হবে না। এর স্কিন টুল ব্যবহার করে এক ক্লিকেই স্কিন টোন ঠিক করা যাবে।

নতুন ভার্শনের প্রধান বিষয়গুলির মধ্যে রয়েছে;

অটোমেটিক কারেকশন : এর সাহায্যে তাদের আই-ফাইডালিটি প্রযুক্তি ব্যবহার করে এক ক্লিকে টোন পরিবর্তন করা যাবে। যার অর্থ হাইলাইট এবং স্যাডোকে পৃথকভাবে ব্যবহার করতে হবে না।

প্রফেশনাল কন্ট্রোল : যারা আরো বেশি কন্ট্রোল ব্যবহার করতে চান তাদের জন্য টোন, কালার, শার্পেনিং ইত্যাদির পৃথক পৃথক কন্ট্রোল রয়েছে। এর ইমেজ নিজেই কন্ট্রোল হিসেবে ব্যবহার করা যায়। ইমেজকে ডানে-বামে কিংবা যে কোনদিকে সরালে পরিবর্তণ হয়, এজন্য স্লাইডার/বাটন প্রয়োজন হয় না।

অটোমেটিক কালার কারেক্ট পোট্রেট : স্কিনটিউন কন্ট্রোল ব্যবহার করে এক ক্লিকেই স্কিনের রং পরিবর্তন করা যায়। এর ফলে শুধুমাত্র স্কীন কালারই পরিবর্তিত হবে, পুরো ছবি না।

এগুলি ছাড়াও কালার কারেকশন উইজার্ড উন্নত করা হয়েছে, ব্লাক এন্ড হোয়াইট কনভার্শনকে সহজ করা হয়েছে।

প্লাগইনটি ফটোশপ সিএস৩ এবং সিএস৪ এরসাথে কাজ করবে। এর দাম ১৫৯.৯৫ ডলার। এছাড়া আগের ভার্শন ব্যবহারকারীরা ৯৯.৯৫ ডলার দিয়ে আপগ্রেড করার সুযোগ পাবেন।

ক্যানন পিক্সমা এমপি-৯৯০ রিভিউ Canon Pixma MP990

আপনি খুব ভাল মানের ছবি প্রিন্ট করতে চান, সাথে অন্যান্য যাকিছু বাড়তি পাওয়া যায় সেটাও চান, আবার সেইসাথে খুব বেশি খরচ করতেও রাজী নন তাহলে আপনার পছন্দ হতে পারে ক্যানন পিক্সমা ৯৯০ প্রিন্টার অত্যন্ত উচু মানের ফটোগ্রাফ প্রিন্ট, ফিল্ম থেকে স্ক্যান করার জন্য এডাপটার, ২ ওয়ে পেপার ফিডার, অয়্যারলেস ক্যামেরা থেকে প্রিন্ট সব সুবিধাই রয়েছে এতে তারপরও দাম কমই

প্রিন্টারের বৈশিষ্ট হচ্ছে ৯.১ ইঞ্চি/মি প্রিন্ট (কালার), ৯৬০০ ২৪০০ রেজ্যুলুশন, স্ক্যান করার জন্য ৪৮০০ ডিপিআই সিসিডি স্ক্যানার, ৩.৮ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, বিল্ট-ইন মেমোরী কার্ড রিডার, ইউএসবি ড্রাইভ, ওয়াই-ফাই, ইথারনেট এবং ইউএসবি ২.০ কানেকটিভিটি

প্রিন্টারটির আকার পাতলা এবং রূপালী এবং কালোর মিশ্রনে রং দেখতে আকর্ষনীয় ঢাকনা খুললেই ফিল্ম স্ক্যানার ব্যবহার করা যাবে স্ক্যান থেকে সরাসরি নেটওয়ার্কে বা মেমোরীতে পাঠানো যায়, নিজে থেকে গাটার স্যাডো কারেকশন করা যায় বিল্ট-ইন মেমোরী কার্ড প্রচলিত সব ধরনের কার্ড ব্যবহার করতে পারে পেপার ট্রেতে ১৫০ টি কাগজ একসাথে রেখে ব্যবহার করা যায়

প্রিন্টারটি এক্সপি, ভিসতা, উইন্ডোজ ৭ কিংবা ম্যাক অপারেটিং সিষ্টেমে ব্যবহার করা যায় এর ব্যবহার অত্যন্ত সহজ এর সাথের ডিসপ্লেতে এনিমেটেড গাইড কাজটি আরো সহজ করে দিয়েছে কাটিঙজগুলি লাগানোর পর সফটওয়্যার ব্যবহার করে প্রিন্ট হেড এলাইন করে নিন এরপর প্রিন্টারের ডিসপ্লে ব্যবহার করে কম্পিউটার ছাড়াই প্রিন্ট করা যাবে ফিল্ম, ফটোগ্রাফ অথবা বই যাই হোক না কেন খুব সহজে স্ক্যান করে প্রিন্ট করার সুযোগ পাবেন

এতে প্রিন্ট করা ছবির মান অসাধারন সাধারন কাগজেও ভাল মানের ছবি পাওয়া যায় একটিমাত্র বিষয়ে আপত্তি থাকতে পারে, প্রিন্ট স্পিড ছবি প্রিন্টের উপযোগি সাধারন ডকুমেন্ট প্রিন্টের জন্য যে স্পিড প্রয়োজন তা থেকে পিছিয়ে

এর দাম ৩০০ ডলার

October 30, 2009

চীনে আইফোন বিক্রি শুরু হয়েছে iPhone comes to China

বহু প্রতিক্ষার পর বিশ্বের সবচেয়ে বেশী মানুষের দেশ চীনে আইফোন আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হয়েছে। ব্যবহারকারীদের জন্য এর পুরোটাই সুখবর হয়ে ওঠেনি কারন এতে আইফোনে যাকিছু থাকার তার সবকিছু থাকবে না। দামও কালোবাজারে পাওয়া ফোনের চেয়ে বেশি।

ইউনিকম নামে কোম্পানীটি ২০০০ দোকানের মাধ্যমে এই ফোন বিক্রি করছে। আগামী ৩ বছরে ৫০ লক্ষ সেট তারা বিক্রি করবে বলে শোনা যাচ্ছে। তাদের বিক্রি করা এই সেটে ওয়াই-ফাই থাকছে না। এর সাহায্যে বিনামুল্যে, খুব সহজে ইমেইল ব্যবহার করা যায় এবং আইফোনের সফটওয়্যার ডাউনলোড করা যায়। বাস্তবে এর ফল হবে প্রতিবার ইন্টারনেট ব্যবহারের জন্য তাদের সার্ভিস নিতে হবে এবং সেজন্য টাকা দিতে হবে। চীনের একজন প্রযুক্তি গবেষক একে বলছেন, এটা অন্য যায়গার চেয়ে খারাপ কিছু চীনে বিক্রী করার মত। চীনের মানুষ নিজেদের দ্বীতিয় শ্রেনীর পর্যায়ে দেখতে পছন্দ করে না।

চীনে আইফোনের দাম ৭৩০ ডলার থেকে ১০২৫ ডলার। সাধারনভাবে চীনে যে আইফোন পাওয়া যায় তারথেকে ২০ ভাগ বেশি। এই সেই সেটগুলি ওয়াই-ফাই সহ।

চীনে ৬৫ কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করে। এর ১৪ কোটির বেশি ইউনিকমের গ্রাহক। মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

অন-ওয়ানের ফটোশপ প্লাগইন onOne Plug-in Suite 5 for Adobe Photoshop


ফটোগ্রাফাররা সবসময় যে সমস্যাগুলির মুখোমুখি হন, যেমন রং ঠিক করা, বড়-ছোট করা, মাস্ক ব্যবহার এবং প্রফেশনাল ফ্রেম ব্যবহার, এর সবগুলিকে একসাথে করে ফটোশপের নতুন প্লাগ-ইন প্যাকেজ ছেড়েছে অন-ওয়ান প্লাগ-ইন স্যুট ৫ নামের এই প্যাকেজে রয়েছে তাদের পুরস্কার পাওয়া ৬টি প্লাগ-ইন এর সবগুলির ফুল ভার্শন, ফোকাল পয়েন্ট ২, ফটো টিউন ৩, ফটোফ্রেম ৪.৫ প্রফেশনাল, ফটো টুলস ২.৫ প্রফেশনাল, জেনুইন ফ্রাকটালস ৬ প্রফেশনাল এবং ফটোমাস্ক ৪

প্লাগ-ইনগুলি ফটোশপ সিএস২, সিএস৩ এবং সিএস৪ এর সাথে কাজ করবে, খুব সহজে একটি থেকে আরেকটি যাওয়া যাবে, উইন্ডোজের ৬৪ বিট ব্যবহার করা যাবে লাইটরুম এবং এপারচারের সাপোর্ট ছাড়া হবে নভেম্বরে

প্লাগইন প্যাকেজটির দাম ৫৯৯.৯৫ ডলার পৃথকভাবে কিনলে দাম হয় ১৩০০ ডলার

October 29, 2009

আইফোনের প্রতিদ্বন্দী ড্রয়েড Verizon's iPhone challenger Droid goes on sale

আইফোনের প্রতিদ্বন্দী বলে ইতিমধ্যেই প্রচার পাওয়া ফোন ভেরিজন অয়্যারলেসের ড্রয়েড বিক্রি শুরু হচ্ছে আগামী সপ্তাহেই। এর মাধ্যমে কোম্পানী আমেরিকার অয়্যারলেস ক্যারিয়ার হিসেবে শীর্ষস্থান ধরে রাখতে পারে। কথাটা বলা হচ্ছে একারনে যে মটোরোলার কাছে সেটা হারানোর সম্ভাবনা দেখা দিয়েছিল। তারা ২০০৫ সালের RAZR এর পর উল্লেখযোগ্য কিছু করে দেখাতে পারেনি বলে সুযোগটা কাজে লাগেনি। অবাক হবার মত খবর হচ্ছে এই ফোনের নির্মাতা মটোরোলাই

ড্রয়েডে স্লাইডং ফুল কিবোর্ড রয়েছে। এছাড়া টাচস্ক্রিনে ভার্চুয়াল কিবোর্ড ব্যবহার করা যাবে। এর ক্যামেরা ৫ মেগাপিক্সেল যা আইফোনের চেয়ে উন্নত। সাথে ছোট আকারের ফ্লাশ রয়েছে। তবে নতুনত্ব হচ্ছে গুগল একটিভেটেড ভয়েস সার্চ। উদাহরন হিসেবে পিজ্জা বললে কাছের পিজ্জার দোকানের ঠিকানা দেখা যাবে।

আকায়ে ড্রয়েড আইফোনের চেয়ে কিছুটা বড়। এর ব্যাটারী ৬.৪ ঘন্টা চলবে বলে জানানো হয়েছে, যেখানে আইফোন চলে ৫ ঘন্টা। ওজনেও আইফোনের চেয়ে কিছুটা বেশি। সেটা অবশ্য কিবোর্ডের কারনে যুক্তিসংগত।

গুগল নিজেই এই ফোনের পেছনে তাদের পরিশ্রম ব্যয় করছে। এতে তাদের এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেমের নতুন ভার্শন ২.০ ব্যবহার করা হয়েছে। ম্যাপিং সার্ভিসের সাহায্যে রাস্তার প্রতিটি মোড় দেখা যাবে। শুধুমাত্র ঠিকানা টাইপ করে সেই যায়গার ম্যাপ বের করা যাবে। এই ম্যাপিং সার্ভিস বিনামুল্যের। এছাড়া ফেসবুক, পিকাসা ইত্যাদি সব ধরনের ওয়েব এপ্লিকেশন সরাসরি ব্যবহার করা যাবে।

দুবছরের কন্ট্রাক্ট সহ এটা বিক্রি করা হবে ১৯৯.৯৯ ডলারে।

মোবাইল ফোন ব্যবহারে ক্যান্সার Radiation effect from Mobile phone

মোবাইল ফোনের রেডিয়েশন থেকে কি ক্যান্সার হতে পারে ? এ প্রশ্ন বহুদিনের এখন পর্যন্ত এককথায় উত্তর পাওয়া যায়নি তবে উত্তরের কাছাকাছি আসা গেছে এবছরই দীর্ঘ এই গবেষনার ফল প্রকাশ করা হবে এই গবেষনার নাম দ্যা ইন্টারফোন ষ্টাডি, গবেষনা চালানো হয়েছে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার এর মাধ্যমে, যা ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশনের অংশ, খরচ হয়েছে ৩ কোটি মার্কিন ডলার, এই অর্থের যোগানদাতাদের মধ্যে অন্যদের সাথে রয়েছে মোবাইল ম্যানুফ্যাকচারারস ফোরাম

১০ বছর ধরে চালানো এই গবেষনার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগে সব তথ্যকেই অনুমান বলে ধরে নিতে হয় তবে যেটুকু তথ্য প্রকাশ পেয়েছে তা আতংকিত হওয়ার মত ছবিতে একজন ব্যক্তির থার্মোগ্রাফিক ইমেজ থেকে দেখা যায় স্বাভাবিক অবস্থায় এবং ১৫ মিনিট ফোন ব্যবহার করার পর মস্তিস্কে তাপমাত্রার ব্যাপক পরিবর্তন ক্যান্সার হোক বা নাই হোক, শরীরের জন্য ক্ষতিকর

মুল রিপোর্টের আগে যে তথ্য প্রকাশিত হয়েছে তার ওপর ভিত্তি করে মত প্রকাশ করা হচ্ছে, ফোন সরাসরি কানের কাছে না রেখে হ্যান্ডস ফ্রি মাইক্রোফোন ব্যবহার করুন আরো ভাল হয় ব্লুটুথ হেডসেট ব্যবহার করলে এতে রেডিয়েশনের পরিমান ৯০ ভাগ কমে যায় ফোনে কথা বলার চেয়ে টেক্সট ব্যবহার করে ঝুকি কমানো যায়

গবেষনায় বলা হয়েছে রেডিয়েশনের ফলে পুরুষের শুক্রানুর পরিমান ৩০ শতাংশ হ্রাস পায় কাজেই প্যান্টের পকেটে ফোন রাখার বিষয়ে শতর্ক হোন ব্যবহার না করার সময় ফোন অন্তত ১ মিটার দুরত্বে রাখুন রাতে বিছানায় বালিশের পাশে কিংবা পাশের টেবিলে রাখবেন না এরফলে দীর্ঘ সময় ধরে রেডিয়েশন শরীরে আসতে থাকে সবচেয়ে ভাল হয় রাতে ফোন বন্ধ রাখলে

শিশুদের দিকে আরো বেশি লক্ষ রাখা প্রয়োজন তাদের মস্তিস্কের আবরন পাতলা এবং মস্তিস্ক ছোট ফলে ক্ষতির পরিমানও বেশি

বলা হচ্ছে মানুষকে সচেতন করতে বাজারে ব্যবহৃত ফোনগুলির একটি ডাটাবেজ তৈরীর জন্য চেষ্টা করা হচ্ছে যার ফলে একটি রেটিং (SAR) তৈরী করা সম্ভব হবে কোন ফোন ব্যবহারে ঝুকির পরিমান কতটা তা জানার সুযোগ পাবেন ব্যবহারকারী

ফেজ ওয়ানের ক্যাপচার ওয়ান ৫ Phase One launches Capture One 5

যারা ফটোগ্রাফিতে সর্বোচ্চ মান পেতে র-মোড ব্যবহার করেন তাদের জন্য ক্যাপচার ওয়ান এর নতুন ভার্শন ছেড়েছে এর নির্মাতা ফেজ ওয়ান। নতুন ভার্শনে ছবির ইন-ফোকাস এরিয়া সবুজ হাইলাইটের মাধ্যমে দেখা যাবে, ব্রাউজার এবং থাম্বনেইল দু যায়গাতেই। ফলে খুব সহজেই কোথায় পরিবর্তণ করতে হবে জেনে কাজ করা যাবে। ডাষ্ট রিমোভাল টুল ব্যবহার করে এক ক্লিকেই সেন্সরের ময়লার কারনে সমস্যা দুর করা যাবে। স্কিন টোন সঠিক রং আনতে সাহায্য করবে।

এতে আরো কিছু নতুন ফিচার যোগ করা হয়েছে। ফোকাস টুল নামে একটি ফিচারের মাধ্যমে জুম-প্রিভিউয়ের ব্যবস্থা করা হয়েছে লেন্সের কারনে কোন সমস্যা হলে তা সহজে ঠিক করার জন্য। নতুন ভিগনেটিং টুল ব্যবহার করে ছবিতে আর্টিষ্টিক ইফেক্ট দেয়া যাবে। ছবি অথবা টেক্সট ব্যবহার করে ওয়াটারমার্কিং এর ব্যবস্থাও আনা হয়েছে। আগের ভার্শনগুলির অনেককিছু এতে আরো উন্নত করা হয়েছে।

ক্যাপচার ওয়ান তিন ধরনের এডিশনে পাওয়া যাবে। ষ্ট্যান্ডার্ড, ডিবি এবং প্রো। ব্যবহারের জন্য ২ গিগাবাইট মেমোরী এবং ১০ গিগাবাইট হার্ডডিস্ক যায়গা প্রয়োজন হবে। উইন্ডোজ এবং ম্যাক অপারেটিং সিষ্টেমের জন্য এই সফটওয়্যার পাওয়া যাবে। প্রো ভার্শনের দাম ৩৯৯ ডলার।

ফটোগ্রাফি প্রতিযোগিতা Joby launches photo contest

ফটোগ্রাফারদের জন্য বছরের শেষদিন, ৩১সে ডিসেম্বর পর্যন্ত ছবি পাঠিয়ে জোবি ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশ নেয়ার কথা জানিয়েছে গোরিলাপড নামের ট্রাইপড নির্মাতা জোবি। একজন প্রতিযোগি ৩টি ছবি ই-মেইল করে পাঠাতে পারবেন। ছবির দৈর্ঘ্য কোনদিকেই ১০০০ পিক্সেলের বেশি হবে না। ফটোশপ ব্যবহার করে আলো বিষয়ক পরিবর্তন করা যাবে কিন্তু বড় ধরনের রিটাচ করা চলবে না।

প্রতিযোগিতায় অংশগ্রহনের কোন ফি নেই। প্রতিটি ছবির সাথে প্রতিযোগির নাম, ই-মেইল এড্রেস, টেলিফোন নাম্বার, দেশের নাম, ছবি উঠানোর স্থান এবং গোরিলাপড ব্যবহার করা হয়েছে কিনা তা উল্লেখ করতে হবে।

প্রতিযোগিতা থেকে ১৬টি ছবি তাদের ওয়েবসাইটে রাখা হবে। প্রথম পুরস্কারের ছবি ফটো ম্যাগাজিনে ছাপা হবে। এছাড়া প্রথম স্থান অধিকারী পাবেন গরিলাপডের সমস্তকিছুর এক সেট Gorillapod Original, SLR, SLR-Zoom, Ballhead, and Focus, ৫ জন রানার-আপ পাবেন Gorillapod SLR-Zoom + Ballhead and Gorillamobile এবং ১০ জন পাবেন Gorillapod Original.

আরো জানার জন্য ভিজিট করুন, http://joby.com/blog/2009/10/take-a-photo-win-a-prize/

ছবি পাঠান এই ঠিকানায় : contest@joby.us

উল্লেখ করা যেতে পারে গরিলাপডের ট্রাইপডগুলি এমনভাবে তৈরী যা যে কোন যায়গায় ক্যামেরাকে আটকে রাখতে পারে। গাছের ডালে, পাহাড়ের খাজে ক্যামেরা রেখে ছবি উঠানোর সুযোগ করে দেয়।

October 28, 2009

এসার থ্রিডি নোটবুক 3D Notebook from Acer

এসার তাদের এস্পায়ার সিরিজের নতুন একটি ল্যাপটপ কম্পিউটারের ঘোষনা দিয়েছে বলা হচ্ছে সেখানে থ্রিডি ভিউয়িং টেকনোলজি ব্যবহার করা হয়েছে নতুন প্রযুক্তির এই ল্যাপটপে ইন্টেল কোর টু ডুয়ো প্রসেসর এবং ডলবি ডিজিটাল সাউন্ড থাকবে ছবি এবং ভিডিও দেখে মনে হবে তা স্ক্রীণ থেকে জীবন্ত হয়ে বেরিয়ে এসেছে

সাধারন টুডি ভিডিও এবং ইমেজকে থ্রিডি হিসেবে ব্যবহারের জন্য ট্রাই-ডেফিনিশন থ্রিডি পদ্ধতি ব্যবহার করা হয়েছে এর স্ক্রীন, সফটওয়্যার এবং দেখার জন্য বিশেষ ধরনের চশমা একসাথে কাজ করবে ১৫.৬ ইঞ্চি সিনে-কৃষ্টাল হাই ডেফিনিশন স্ক্রিনে বিশেষ ধরনের থ্রিডি ফিল্ম কোটিং ব্যবহার করা হয়েছে এরসাথে একজোড়া থ্রিডি পোলারাইজার চশমা দেয়া হবে যা টুডি ইমেজকে থ্রিডি হিসেবে দেখাবে ছবি, ভিডিও কিংবা গেম সবকিছুই থ্রিডি হিসেবে দেখা যাবে

এতে ৫১২ মেগাবাইট ডেডিকেটেড ভিডিও মেমোরী সহ এটিআই গ্রাফিক্স রয়েছে বিল্ট-ইন স্পিকার থেকেই ৫.১ সারাউন্ড সাউন্ড পাওয়া যাবে

Acer Aspire AS5738DG-6165 3D নামের এই ল্যাপটপ এমাসেই বিক্রি শুরু হবে উইন্ডোজ ৭ হোম প্রিমিয়াম সহ এর দাম ৭৮০ ডলার

আইফোনের জন্য ফটোশপ Photoshop Mobile for iPhone


এখন আইফোন ব্যবহারকারীরা তাদের ফোনেই ফটোশপ ব্যবহার করতে পারবেন। ফটোশপ মোবাইল নামে আইফোনের জন্য বিশেষ ভার্শনের কথা জানিয়েছে এর নির্মাতা এডবি।

ফটোশপ মোবাইলে খুব সহজেই ছবিকে ফুলস্ক্রিনে দেখা যাবে এবং আঙুলের চাপ দিয়ে বিভিন্ন ধরনের পরিবর্তন করা যাবে। যার মধ্যে রয়েছে ইমেজকে ঘুরানো, অপ্রয়োজনীয় অংশ বাদ দেয়া, রং এবং আলো ঠিক করা ইত্যাদি সবকিছুই। এছাড়া এতে অনেকগুলি স্পেশাল ইফেক্ট রয়েছে। ফটোকে ড্রইং এ পরিনত করা, সফট ফোকাস, ওয়ার্ম ভিনটেজ, ভিগনেটি ইত্যাদি কাজ করা যাবে। মুল ছবির ক্ষতি না করেই করা যাবে কাজগুলি।

সফটওয়্যারটি এপল সফটওয়্যার সাইট থেকে বিনামুল্যে ডাউনলোড করা যাবে।

ইন্টারনেটে টাকা আয়ের শতপথ : Ways to earn money online, part-3

আপনি যখন ইন্টারনেটে কোন পণ্যের খোজ করেন তখন নিশ্চয়ই অনেক সময় অবাক হয়ে ভাবেন, অমুক জিনিষের বর্ননা এল কোথা থেকে যে জিনিষ বাজারে বিক্রি হবে আরো তিন মাস পর মোবাইল ফোন হোক, ক্যামেরা হোক, কম্পিউটারের কোন ডিভাইস হোক, সফটওয়্যার হোক, কোন বই হোক অথবা হলিউডের মুভি হোক কিংবা টুথপেষ্ট-সাবান হোক
বাজারে আসার কয়েক মাস আগে থেকে কোন পন্য সম্পর্কে প্রচার শুরু করে কোম্পানীগুলি টাকা দিয়ে লিখিয়ে নেয়া হয় বলে এর নাম পেইড রিভিউ বিভিন্ন কোম্পানী শতশত কোটি ডলার ব্যয় করে এই প্রচারনায় আপনি ঘরে বসে এধরনের রিভিউ লেখার কাজ করতে পারেন
কি দক্ষতা প্রয়োজন : বাংলাদেশে এই ব্যবস্থা পেশাদারীভাবে চালু হয়নি যেটুকু হয় তা মুল বিষয় গোপন রেখে খবরের কাগজে যখন কোন কোম্পানীর পরিচিতি কিংবা পন্যের আলোচনা-সমালোচনা দেখেন ধরে নেবেন সেটা টাকা দিয়ে করা হয়েছে, যে যত অস্বিকারই করুক পত্রিকার চেয়েও সুবিধাজনক ইন্টারনেটে এর ব্যবহার একেবারেই নেই কাজেই আপনাকে যেতে হবে বিশ্ব বাজারের দিকে এজন্য ইংরেজিতে রিভিউ লেখায় দক্ষতা অর্জন করতে হবে যদি এই মুহুর্তে সেটা আয়ত্তে না থাকে তাতেও ঘাবড়াবার কিছু নেই, বিজ্ঞাপন দেখে ইংলিশ শেখানোর ভাওতাবাজির শিকার হওয়ার প্রয়োজন নেই স্কুলের গ্রামার বই খুলে বসুন বাজারে বহু বই পাওয়া যায় সব ধরনের ইংরেজি শেখানোর জন্য ইন্টারনেটে ইংরেজি শেখার যায়গা রয়েছে লোকে বলে ইংরেজি সবচেয়ে সহজ ভাষা চেষ্টা করলে কয়েক মাসে সেটা আয়ত্ত করা সম্ভব যে বিষয়ে আপনার আগ্রহ সেই বিষয়কে টার্গেট করে যতটা সম্ভব জানার চেষ্টা করুন ইন্টারনেটে সেই বিষয়ের রিভিউগুলি পড়ুন উদাহরন হিসেবে যদি ফটোগ্রাফিতে আগ্রহ থাকে এবং ক্যামেরার রিভিউ লিখতে চান তাহলে ফটোগ্রাফি এবং ক্যামেরার খুটিনাটি জেনে নিন মোটকথা আপনি বিশেষজ্ঞ হিসেবে রিভিউ লিখবেন কাজেই সে বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকা প্রয়োজন
কি মুলধন প্রয়োজন : একটি কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার আপনার মুলধন বাকিটা জ্ঞান এবং তার প্রয়োগ
কি জনবল প্রয়োজন : একজন ব্যক্তির পক্ষে কয়েকঘন্টা সময় ব্যয় করে এধরনের কাজ করা সম্ভব সহযোগিতা এবং তথ্য আদান-প্রদানের সুযোগ বাড়ানোর জন্য সঙ্গি থাকলে লাভ ছাড়া ক্ষতি নেই
কাজের সুযোগ : আগে যেমনটি উল্লেখ করা হয়েছে, প্রতিটি পন্য বাজারে আসার আগেই তার পক্ষে সাফাই গাওয়া হয় কাজেই আপনার সামনে লক্ষ লক্ষ পন্য এবং বিষয় রয়েছে রিভিউ লেখার জন্য
কাজ কিভাবে পাবেন : আপনার আগ্রহের বিষয় ঠিক করে সেধরনের ওয়েবসাইট ভালভাবে দেখতে শুরু করুন অনেক যায়গায় সরাসরি রিভিউ লেখার জন্য টাকার অফার দেখতে পাবেন অল্প টাকা অথবা বিনা টাকায় হলেও শুরুতে লিখে হাত পাকাতে পারেন
কোন এজেন্সির সদস্য হতে পারেন এরা কোম্পানীগুলির কাছ থেকে কাজ পায় তারপর সেগুলি সদস্যদের কাছে করিয়ে নেয় শেখার কাজেও তারা সবরকম সাহায্য করে এদের কাছে লক্ষ লক্ষ তৈরী রিভিউ রয়েছে সদস্য হলে সেগুলি ব্যবহারের সুযোগ পাবেন paid review জাতিয় কিওয়ার্ড লিখে সার্চ করে তাদের খুজে পাবেন একটু সাবধানবানী, ইন্টারনেটে ব্যবসার সুযোগের পাশাপাশি ঠগ-বাটপারেরও অভাব নেই কেউ কেউ সদস্যপদ দেয়ার কথা বলে কিছু টাকা নিয়ে সেটা মেরে দিতে পারে সুযোগ থাকলে যাচাই করে নিন, সুযোগ না থাকলে এটুকু ঝুকি নিতেই হবে
কি পরিমান আয় করা সম্ভব : বিষয়টি নির্ভর করে আপনার যোগ্যতার ওপর সাধারন রিভিউ লিখে ৫০-১০০ ডলারে খুশি থাকতে পারেন সত্যিকারের বিশেষজ্ঞ রিভিউ লিখে হাজার ডলারও পেতে পারে সেইসাথে যে জিনিষের রিভিউ লিখবেন সেটা ফাউ হিসেবে পাবেন

Part 4

ডিজিটাল ক্যামেরার আবিস্কারকের সন্মানসুচক ডক্টরেট Digital camera inventor receives honorary doctorate


বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ইলকট্রনিক ডিভাইস হিসেবে পরিচিত ডিজিটাল ক্যামেরা যিনি আবিস্কার করেন সেই ষ্টিভেন সেসনকে ইউনিভার্সিটি অব রচেষ্টার থেকে সন্মানসুচক ডক্টর অব সাইন্স উপাধি দেয়া হয়েছে। ১৯৭৫ সালে তিনি কোডাকের হয়ে কাজ করার সময় তিনি ০.০১ মেগাপিক্সেলের প্রথম ডিজিটাল ক্যামেরার প্রোটোটাইপ প্রদর্শন করেন। এরপর ১৯৭৮ সালে তার নামে পেটেন্ট প্রদান করা হয়।

ষ্টিভেন এর সাথে তার তখনকার সুপারভাইজার গ্যারেথ লয়েডকেও একই সন্মানে ভুষিত করা হয়। ৩৫ বছর কোডাকে কাজ করার পর গত ফেব্রুয়ারীতে তিনি অবসর নেন।

বর্তমানের শতশত কোটি ডলারের ডিজিটাল ইমেজিং প্রযুক্তি সরাসরি ষ্টিভেনের আবিস্কারের সাথে জড়িত। ৫৯ বছর বয়সি ষ্টিভেন অনুষ্ঠানে তার প্রথম প্রোটোটাইপটি দেখান। ধাতব এই বাক্সের ওজন ৮ পাউন্ড। কাজ করার ক্ষমতা বর্তমানের মোবাইল ফোনে ব্যবহৃত ক্যামেরার হাজার ভাগেরও কম।

ষ্টিভেনের বাড়ি নিউ ইয়র্কের ব্রুকলিনে। ছোটবেলা থেকে ইলেকট্রনিক্সের দিকে তার ঝোক ছিল। পুরনো টিভি, রেডিও, ট্রান্সমিটার ইত্যাদি সংগ্রহ করতেন। ১৯৭৩ সালে রেনসেলার পলিটেকনিক্যাল ইনষ্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাঠ শেষে কোডাকে যোগ দেন। ২০০১ সালে কোডাকের পক্ষ থেকে তাদের সর্বোচ্চ সন্মান ইষ্টম্যান পুরস্কার দেয়া হয়।

October 27, 2009

জেভিসির মধ্যম মানের ভিডিও ক্যামেরা JVC Everio GZ HM-200


জেভিসির এভারিও সিরিজের এইচএম-২০০ মিড লেভেল ক্যামেরাগুলির মধ্যে সত্যিকারের কাজের ক্যামেরা এতে HM-300 এর মত দুটি এসডি/এসডিএইচসি মেমোরী কার্ডের ব্যবস্থা রয়েছে ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন তোলা যেতে পারে, কিংবা দেখে কমদামী জিনিষ মনে হতে পারে কাজের দিক থেকে মধ্যম মানের ক্যামেরাগুলির মধ্যে সেরা

এই ক্যামেরায় রয়েছে অসাধারন কালার একুরেসি নয়েজ লেভেল অত্যন্ত কম এই লেভের ক্যামেরা হিসেবে মোশান এবং শার্পনেস উল্লেখ করার মত ভাল অল্প আলোতে ভিডিওতে পারফর্মেন্স ভাল এতে ২৪পি এবং ৩০পি ফ্রেম রেট অপশন নেই ম্যানুয়েল এপারচার কন্ট্রোলও নেই ভিডিও করার সময় ষ্টিল ছবি উঠানো যায়, তবে রেজুলুশন ১৯২০-১০৮০. ষ্টিল ছবির জন্য ফ্লাশ নেই

দুটি মেমোরী কার্ড ব্যবহারের জন্য সুবিধেজনক ডিজিটাল ইমেজ ষ্ট্যাবিলাইজেশনের পারফরমেন্স ভাল বিল্টইন মাইক্রোফোন ভাল কাজ করে তবে ম্যানুয়েল কন্ট্রোল ব্যবহারের সুযোগ নেই

এতে ১/৪ ইঞ্চি সিমোস সেন্সর ব্যবহার করা হয়েছে AVCHD ফরম্যাটে ভিডিও রেকর্ড হয় রেকর্ডিং এর জন্য ২৪ মেবা/সে, ১৭ মেবা/সে, ১৪ মেবা/সে এবং ৫ মেবা/সে অপশন রয়েছে সর্বোচ্চ মানের ভিডিও করা যায় টানা ৫ ঘন্টা ২০ মিনিট লেন্স ২০-এক্স অপটিক্যাল জুম

ক্যামেরাটি কালো ছাড়াও নীল এবং লাল রঙে পাওয়া যায় দাম ৬০০ ডলারের নিচে

অন্য ভাষায় ইন্টারনেট এড্রেস Internet set for change with non-English addresses

ইন্টারনেটের চার দশকের ইতিহাসে সবচেয়ে বড় সিদ্ধান্ত বলা হচ্ছে একে। এখন থেকে শুধু ইংরেজি নয়, অন্য ভাষায় ইন্টারনেট এড্রেস ব্যবহার করা যাবে। ডোমেইন নেম নিয়ে কাজ করে যে সংস্থা, The Internet Corporation for Assigned Names and Numbers, ICANN দক্ষিন কোরিয়ায় এক মিটিংএর পর একথা ঘোষনা করেছে। ডোমেইন নেম হচ্ছে যে কোন ওয়েব এড্রেস কিংবা ইমেইলের সাথে ব্যবহৃত অংশ। যেমন .com, .net, .org ইত্যাদি।

বর্তমানে ল্যাটিন ভিত্তিক ভাষা ব্যবহার করা হয়। নতুন এই সিদ্ধান্তের ফলে আরবী, জাপানিজ, গ্রিক, হিন্দি, সিরিলিক (রাশয়ান) ইত্যাদি ভাষা ব্যবহার করা সম্ভব হবে। সংস্থাটির প্রধান জানিয়েছেন যদি এই প্রস্তাব কাজে লাগানো শুরু হয় তাহলে তারা অন্য ভাষার ডোমেইনের জন্য আবেদন গ্রহন শুরু করবেন এবং ২০১০ এর মাঝামাঝি সময়ে তার ব্যবহার শুরু হবে।

বর্তমানে ১৬০ কোটি ইন্টারনেট ব্যবহারকারীর অর্ধেকের বেশি ল্যাটিন ভিত্তিক অক্ষরের বাইরের ভাষা ব্যবহার করে। সে কারনে বিষয়টি অত্যন্ত গুরুত্বপুর্ন। এরফলে যারা এখনও ইন্টারনেট ব্যবহার করছেন না তারাও উপকৃত হবেন, বলছেন আমেরিকার সাইবার সিকিউরিটির একজন প্রাক্তন প্রধান বেকষ্টর্ম।

উল্লেখ্য আইসিএএনএন এর প্রধান কার্যালয় ক্যালিফোর্নিয়ায়।

October 26, 2009

ক্রিয়েটিভ ইন্সপায়ার টি-৬১৬০ রিভিউ Creative Inspire T-6160


৫.১ চ্যানেল সারাউন্ড সিষ্টেমে যখনই দাম কমের প্রশ্ন আসে তখন তার প্রভাব পরে স্পিকারের ওপর। অধিকাংশ ক্ষেত্রেই ঠুনকো জিনিষ দেখা যায়। ক্রিয়েটিভের ইন্সপায়ার টি-৬১৬০ ৫.১ সারাউন্ড সিষ্টেম এর ব্যতিক্রম। তুলনামুলক কম দামের মধ্যেও যে ভাল স্পিকার হতে পারে তার উদাহরন। এখানে অবশ্যই আপনি Gigaworks T3 এর সমান বাস পাবেন না, তবে দামের বিচারে T3 এর অর্ধেকের কম সেটাও মনে রাখা প্রয়োজন।

টি-৬১৬০ অন্যান্য ইন্সপায়ার সিরিজের স্পিকারের মত সাধারন কালো রঙের ডিজাইনে তৈরী। ৫টি স্যাটেলাইটের প্রতিটি ৬ ওয়াট করে, আর সাবউফার ২০ ওয়াট। এর শব্দ প্রতিবেশির জন্য যথেষ্ঠ না হলেও একটা বাড়ির জন্য যথেষ্ঠ।

শব্দের মান স্পষ্ট। প্রতিটি স্যাটেলাইটের জন্য Image Focusing Plate (IFP) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এরফলে সাধারন স্পিকারের চেয়ে উন্নত শব্দ পাওয়া যায়। আরেকটি বিশেষত্ব হচ্ছে Creative Phase Cap নামে একটি অংশ। এর কাজ মিড রেঞ্জ এবং হাই এন্ড ফ্রিকোয়েন্সিকে পৃথক করা। শব্দের মান থেকে এর উপস্থিতি খুব সহজেই বোঝা যায়।

অন-অফ এবং ভলিউম কন্ট্রোলের জন্য রিমোট কন্ট্রোল রয়েছে। বাস পরিবর্তন করতে হয় সাব-উফারের নব দিয়ে।

গান শোনা, গেম খেলা কিংবা ছবি দেখার জন্য যারা কম দামের মধ্যে ভাল স্পিকার খুজছেন তাদের পছন্দের তালিকায় এটা ওপরের দিকে থাকবে সন্দেহ নেই। এর দাম ৮০ ডলার।

মটোরোলার হিরে বসানো ফোন Motorola Aura Diamond Phone


আপনি নিশ্চয়ই সবচেয়ে দামী মোবাইল ফোন কেনার প্রতিযোগিতায় যাচ্ছেন না তারপরও যদি কৌতুহল থাকে তাহলে জেনে নিতে পারেন মোবাইল ফোনের দাম কত হতে পারে মটোরোলা তাদের Aura ফোনের কমদামী লিমিটেড ভার্শনের ঘোষনা দিয়েছে এতে মাত্র ৩৪টি হিরে বসানো রয়েছে, ১৮ ক্যারেট স্বর্ণের আবরন দাম মাত্র ৩৮০০ ইউরো

মাত্র শব্দ কেন ব্যবহার করা হচ্ছে যদি জানতে চান তার উত্তর হচ্ছে তাদের মুল অরা ফোনে হিরে বসানো রয়েছে ৯০টি, দাম ৫৫০০ ইউরো

এসব দামী বস্তুর সাথে আরো রয়েছে কোয়াড ব্যান্ড জিএসএম, ২ মেগাপিক্সেল ক্যামেরা, ২ গিগাবাইট ইন্টারনাল ষ্টোরেজ এর ডিসপ্লে ৪৮০ পিক্সেল AMOLED.

October 25, 2009

ভারত থ্রিজি লাইসেন্স দেবে জানুয়ারীতে India will start 3G auction in January

থ্রিজি নিয়ে বহু প্রতিক্ষার পর ভারত অবশেষে জানিয়েছে আগামী জানুয়ারীতে তারা থ্রিজি লাইসেন্স দেয়ার জন্য নিলামের ব্যবস্থা করবে। বিদেশী কোম্পানীও এতে অংশ নিতে পারবে। ২১ ডিসেম্বরের মধ্যে এতে অংশগ্রহন করতে হবে এবং ১৪ জানুয়ারী মুল নিলাম অনুষ্ঠিত হবে।

ভারত সরকার জানিয়েছে তারা এখান থেকে ২৫ কোটি রুপি সংগ্রহ করতে আগ্রহী। ২২টি টেলিকম জোনের ২০ এলাকায় ৪টি থ্রিজি এবং ৩টি অয়্যারলেস ব্রডব্যান্ড লাইসেন্স দেয়া হবে।

উল্লেখ করা যেতে পারে ভারত মোবাইল ফোনের ক্ষেত্রে সবচেয়ে দ্রুত বর্ধিত হচ্ছে। ভারতে মাসে ১ কোটি নতুন গ্রাহক পাওয়া যাবে বলে উল্লেখ করা হয়েছে। এরফলে বিশ্বের সবচেয়ে কম রেটের উদাহরন সৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

ন্যাশনাল জিওগ্রাফিক-এনার্জাইজার পুরস্কার পেলেন সৌখিন ফটোগ্রাফার Grand Prize Winner of National Geographic - Energizer Ultimate Photo Contest

ন্যাশনাল জিওগ্রাফিক-এনার্জাইজার ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০০৯ এর প্রধান পুরস্কার গ্রান্ড প্রাইজ পেয়েছেন একজন সৌখিন ফটোগ্রাফার মেদিনা নামের পেশায় আর্কিটেক্ট একজন প্রতিযোগি Peddling Bicycle in Wind নামে ছবি পাঠিয়ে এই পুরস্কার জিতলেন বিজয়ী হিসেবে তিনি একজন সঙ্গীসহ ১০ দিন গালাপাগোস দ্বিপে ভ্রমনের সুযোগ পাবেন, তার ছবি ন্যাশনাল জিওগ্রাফিকের পরবর্তী সংখ্যায় ছাপা হবে এবং এনার্জাইজারের বিজ্ঞাপনে ব্যবহার করা হবে

এই প্রতিযোগিতা অংশ নেয় ১২,৫০০ ছবি ব্যাটারী নির্মাতা এনার্জাইজার তাদের পণ্যের প্রচারের জন্য ন্যাশনাল জিওগ্রাফিকের সাথে যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে তাদের দাবী তাদের ব্যাটারী সাধারন ব্যাটারীর তুলনায় ৮ গুন বেশি সময় কাজ করে

নগদ পুরস্কার হিসেবে মেদিনা পাবেন উচু মানের ইউএসবি ২.০ স্ক্যানার, এনার্জাইজার আলটিমেট ব্যাটারী প্যাক, ন্যাশনাল জিওগ্রাফিকের দুটি বই, প্রতিযোগিতার বিচারক ন্যাশনাল জিওগ্রাফিকের রিচার্ডসনের সই করা ফ্রেমসহ ১৬-২০ ইঞ্চি প্রিন্ট করা ছবি

প্রতিযোগিতায় বিজয়ী অন্যান্য ছবি দেখার জন্য এবং বিস্তারিত দেখার জন্য ভিজিট করতে পারে এই ঠিকানায়;

http://www.nationalgeographic.com/lithium

October 24, 2009

মাইক্রোসফটের শেয়ারের দাম বেড়েছে Microsoft shares jump

উইন্ডোজ ৭ রিলিজের পর ১ দিনে মাইক্রোসফটের শেয়ারের দাম ৭ ভাগ বেড়েছে। গতবছর জুনের পর এটাই এর সবচেয়ে বেশি দর। গত মার্চে শেয়ারের দাম ছিল ১০ বছরের মধ্যে সবচেয়ে কম। ওয়াল ষ্ট্রিটের প্রত্যাশাকে ছাপিয়ে যাওয়া এই সাফল্যের পেছনে উইন্ডোজ ৭ এর প্রশংসা যেমন কাজ করেছে তেমনি হ্যালো নামে ভিডিও গেমের জনপ্রিয়তাও কাজ করেছে।

তাদের সাফল্য প্রতিদ্বন্দি আইবিএম, ইন্টেল, গুগল কিংবা এপলের চেয়ে বেশি। বলা হচ্ছে আবারো ভাল অবস্থানে ফিরছে বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানী।

সাধারনভাবে মাইক্রোসফটের লাভ পিসি বিক্রির সাথে মিল রেখে চলে। মন্দার কারনে পিসি বিক্রি কমে যাওয়ার পর গত দুমাসে ২ ভাগ বেড়েছে। এখন উইন্ডোজ ৭ বাজারে আসার পর আরো বাড়বে বলে ধারনা করা হচ্ছে।

নোকিয়া মোবাইল ই-৫৫ রিভিউ Nokia E55 review

নোকিয়ার বিজনেস মোবাইল ই-৫২ রিভিউ হয়ত আগেই পড়েছেন ই-মেইল, ইন্টারনেট, জিপিএস থেকে শুরু করে যাকিছু প্রয়োজন সবকিছুই রয়েছে তাতে তারপরও একেবারে ছোট আকারের, পাতলা (৯.৯ মিমি), ষ্টেনলেস ষ্টিল বডি একটিমাত্র বিষয় নিয়ে আপত্তি থাকতে পারে, এতে ফুল কিবোর্ড নেই অন্তত কম্পিউটারের কি-বোর্ডের সাথে মিল রেখে সেই অভাব পুরন করতেই ই-৫৫

একনজরে ফোনদুটির মধ্যে কোন পার্থক্য চোখে পড়বে না একই মাপ, একই ডিজাইন ভেতরের সবকিছুই এক আগের মত ২.৪ ইঞ্চি ডিসপ্লে, ৬০০ মেগাহার্টজ আরম প্রসেসর, ওয়াই-ফাই, থ্রিজি, ৩ মেগাপিক্সেল ক্যামেরা পার্থক্য কিবোর্ডে যেহেতু মাপ একই রাখা হয়েছে সেহেতু ফুল কিবোর্ড দেয়া সম্ভব হয়নি একে বলা হচ্ছে হাফ-কিবোর্ড কি-গুলি সাজানো কম্পিউটার কিবোর্ডের মত QWERT ষ্টাইলে এতে ইমেইল কিংবা অন্য টেক্সট টাইপ করা কতটা সহজ হবে তা ব্যবহারকারী বলতে পারবেন

নোকিয়ার এই মডেল দুটিতেই বিজনেস ফোনে যাকিছু প্রয়োজন তার সাথে মাল্টিসিডিয়ার সবকিছুই দেয়া হয়েছে সাউন্ড কোয়ালিটি উন্নত, এন-গেজ সাপোর্টের ফলে গেম খেলতেও পারেন ব্যাটারী দীর্ঘস্থায়ী নোকিয়া ম্যাপ ব্যবহার করে অনায়াসে গন্তব্যে পৌছাতে পারেন এক কথায় সব কাজের উপযোগি এক ফোন

October 23, 2009

এপলের বিরুদ্ধে নোকিয়ার মামলা Nokia sues Apple for patent infringement


২০০৭ সালে আইফোন বাজারে আসার পর সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে বিশ্বের সবচেয়ে মোবাইল ফোন নির্মাতা নোকিয়া। এখন তারা এপলের বিরুদ্ধে কোর্টে যাচ্ছে। তাদের অভিযোগ এপল তাদের GSM, UMTS এবং WLAN প্রযুক্তির সবকিছু ব্যবহার করছে অথচ সেজন্য কোন ফি দিচ্ছে না।

এই প্রযুক্তিগুলি প্রযুক্তি হিসেবেই পরিচিত, কোন কোম্পানীর স্বত্ব হিসেবে পরিচিত না। যদিও এজন্য নোকিয়াকে গবেষনার জন্য যথেষ্ট সময় এবং অর্থ ব্যয় করতে হয়েছে। সেকারনে অনেকের মতে জিএসএম ব্যবহারের কারনে নোকিয়াকে লাইসেন্স ফি দেয়ার বিষয়টি বাস্তবে অসম্ভব। নোকিয়া এপলের নামে ১০টি মামলা ঠুকেছে এবং ক্ষতিপুরন দাবী করেছে। তবে সেই অর্থের পরিমান জানা যায়নি।

ধারনা করা হচ্ছে এই মামলা কয়েক বছর ধরে চলতে পারে। এরফলে নোকিয়া কতটুকু লাভবান হবে সেটা নিশ্চিত করার কোন উপায় নেই। গতবছর নোকিয়া আরেক বৃহৎ কোম্পানী ক্যালকম-এর সাথে তিন বছর ধরে চলা মামলা নিষ্পত্তি করে।

ক্রিয়েটিভের অয়্যারলেস স্পিকার Creative Sound Blaster Wireless for iTunes

আপনি কম্পিউটার, ল্যাপটপ কিংবা এমপিথ্রি প্লেয়ার থেকে স্পিকারে গান শুনতে চান অথচ তারের জঞ্জাল চান না সেজন্যই ক্রিয়েটিভের সাউন্ড ব্লাষ্টার অয়্যারলেস একে বলা হয় আই-টিউন এর জন্য কিন্তু অন্য এমপিথ্রি প্লেয়ার কিংবা মোবাইল ফোন কিংবা পিসি-ল্যাপটপেও ব্যবহার করা যাবে রিসিভারকে সরাসরি ইউএসবি পোর্টে লাগান অথবা অডিও পোর্টে সংযোগ দিন স্পিকারকে যেখানে খুশি রাখুন সাধারন শব্দকে এক্স-ফাই মানের শুনতে পাবেন যদি একাধিক ঘরে শুনতে চান তাহলে স্পিকারের সংখ্যা বাড়িয়ে নিন

এটা ব্যবহার করে আই-টিউন থেকে শুরু করে যে কোন ওয়েবসাইট থেকে গান শোনা যাবে এমনকি ইউটিউব পর্যন্ত ব্যবহার করা যাবে

এতে এক্স-ফাই অডিও প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ব্যবহারের জন্য সফটওয়্যার ড্রাইভার প্রয়োজন হয় না অয়্যারলেস রিমোট ব্যবহার করে নিয়ন্ত্রন করা যায় ৩০ মিটার পর্যন্ত দুরত্বে স্পিকার রেখে ব্যবহার করা যায়

ইন্সপায়ার টি-১০ স্পিকারসহ এর দাম ১৫০ ডলার

আরম মাল্টিকোর প্রসেসর ARM announces the first mobile multicore processor - Cortex-A5

মোবাইল ফোন এবং নেটবুকে ব্যবহৃত আরম প্রসেসরের মাল্টিকোরের ঘোষনা দেয়া হয়েছে নির্মাতাদের বক্তব্য অনুযায়ী কোর্টেক্স-এ৫ নামের এই প্রসেসর হবে মোবাইল ডিভাইসে ব্যবহৃত সবচেয়ে ক্ষমতাধর প্রসেসর এটি ৪-কোর পর্যন্ত হবে, ফলে মাল্টিমিডিয়া ব্যবহারের সময় প্রসেসিং নিয়ে ভাবতে হবে না

নতুন প্রসেসরগুলি আরম-১১ এর চেয়ে উন্নত হবে, অথচ আকারে আরম-৯ এর সমান একই সাথে শক্তিখরচের দিক থেকে দ্বিগুন ফল দেবে এরই মধ্যে আরম-১১ সিমবিয়ান ভিত্তিক ডিভাইসের জন্য অত্যন্ত জনপ্রিয় প্রসেসর হিসেবে পরিচিতি পেয়েছে এপলের আইফোন তৈরী হয়েছে এই প্রসেসর ব্যবহার করে

আরম জানিয়েছে নতুন প্রসেসর আগের প্রসেসরে ব্যবহৃত সফটওয়্যারের কম্পাটিবল হবে বর্তমানে সনি এরিকশন, স্যামসাং, নোকিয়া, এপল আইফোন, পাম-প্রি সকলেই তাদের উচু মানের সেটে এই প্রসেসর ব্যবহার করছে

এবছরই এই প্রসেসর বাজারে আসতে শুরু করবে

নিক-সফট ফটোশপের প্লাগ-ইন Nik Software Announces Viveza 2 for Adobe Photoshop, Lightroom & Apple Aperture

নিক-সফট তাদের পুরস্কার বিজয়ী কালার এবং লাইট কন্ট্রোল প্লাগ-ইন ভিভেজা এর নতুন ভার্শন ২.০ এর ঘোষনা দিয়েছে এই প্লাগ-ইন ফটোশপ, লাইটরুম, এপল এপারচার ইত্যাদির সাথে ব্যবহার করা হয় ডিসেম্বর থেকে এই প্লাগ-ইন বাজারে পাওয়া যাবে

নতুন ভার্শন নিক-সফটওয়্যারের ইউ-পয়েন্ট প্রযুক্তিকে আরো ভালভাবে ব্যবহার করে আরো নিখুতভাবে কাজ করবে সিলেকশন পদ্ধতি সহজ করার কারনে আগের মত লেয়ার মাস্ক কিংবা জটিল সিলেকশনের মধ্যে যেতে হবে না সরাসরি ক্লিক করে নির্দিষ্ট যায়গা সিলেক্ট করে ব্রাইটনেস, কন্ট্রাষ্ট, স্যাচুরেশন, ষ্ট্রাকচার, রেড-গ্রিন-ব্লু, হিউ ইত্যাদি পরিবর্তন করা যাবে

সফটওয়্যারটি বিক্রি হবে ১৯৯.৫০ ডলাবে আগের ভার্শন থেকে আপডেট করতে খরচ হবে ৯৯.৫০ যারা ২২ সেপ্টেম্বরের পর আগের ভার্শন কিনেছেন তারা বিনামুল্যে আপডেট করার সুযোগ পাবেন

October 22, 2009

এএমডির ৮টি নতুন এথলন প্রসেসর AMD 8 new Athlon CPUs

উইন্ডোজ ৭ বাজারে আসার সাথে তাল রেখে ৮টি নতুন এথলন-২ প্রসেসরের ঘোষনা দিয়েছে। এর মধ্যে রয়েছে কোর টু, ট্রিপল কোর এবং কোয়াড কোর প্রসেসর। এএমডির কথা অনুযায়ী ১০০ ডলারের কম দামের ট্রিপল কোর প্রসেসর ইন্টেলের কোর টু ডুয়ো ই-৮৫০০ প্রসেসরের চেয়ে ৭৫ ভাগ ভাল পারফমেন্স দেবে।

বাকি প্রসেসরগুলি এনার্জি এফিসিয়েন্ট, অর্থাৎ কম বিদ্যুৎ খরচ করবে এবং কম গরম হবে। সাধারনভাবে ইন্টেলের প্রসেসরের সাথে তুলনায় প্রতিটির দাম ৬০ ডলার কম। প্রসেসরগুলি হচ্ছে

· AMD Athlon II X3 435 - 95W TDP - 2.9GHz - $87

· AMD Athlon II X3 425 - 95W TDP - 2.7GHz - $76

· AMD Athlon II X4 605e - 45W TDP - 2.3GHz - $143

· AMD Athlon II X4 600e - 45W TDP - 2.2GHz - $133

· AMD Athlon II X3 405e - 45W TDP - 2.3GHz - $102

· AMD Athlon II X3 400e - 45W TDP - 2.2GHz - $97

· AMD Athlon II X2 240e - 45W TDP - 2.8GHz - $77

· AMD Athlon II X2 235e - 45W TDP - 2.7GHz - $69

উইন্ডোজ ৭ রিলিজ হচ্ছে আজ Windows 7 hits the market

বহু প্রতিক্ষার পর আজ সারা বিশ্বে মাইক্রোসফটের অপারেটিং সিষ্টেমের নতুন ভার্শন উইন্ডোজ ৭ ফাইনাল ভার্শন বিক্রি শুরু হচ্ছে। বিভিন্ন সময় উইন্ডোজের নতুন ভার্শনের সময় যে উত্তেজনা ছিল তা এবার নেই। কারন এর আগে ভিসতার ব্যর্থতা। তবে মাইক্রোসফটের কর্মকর্তারা প্রচারনার সবরকম চেষ্টা করে যাচ্ছেন। বিভিন্ন দেশে তারা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। তাদের মুল্ লক্ষ উইন্ডোজ ৭ এর পক্ষে ভাল কিছু মন্তব্য শোনা।

এপল যখন ক্রমেই আরো জনপ্রিয় হয়ে উঠছে তখন তাদের আক্রমন করাকেও একটা বিষয় হিসেবে নিয়েছে মাইক্রোসফট। মাইক্রোসফটের ভাইস প্রেসিডেন্ট টামি রেলার বলেছেন, একটা ম্যাকের দামে একটা নতুন নোটবুক, একটা নতুন নেটবুক, একটা নতুন ডেস্কটপ এবং এদেরকে একসাথে ব্যবহার করার জন্য রাউটার কেনা যায়।

উইন্ডোজ ভিস্তা ব্যবহারকারীরা আপগ্রেড করে উইন্ডোজ ৭ ব্যবহার করতে পারবেন, এক্সপি ব্যবহারকারীদের আগের ডাটা ব্যাকআপ নিয়ে নতুনভাবে ইনষ্টল করতে হবে।

এডবি ফটোশপ লাইটরুম ৩ বেটা Adobe's Lightroom 3 Beta

ফটোগ্রাফারদের বহুল ব্যবহৃত সফটওয়্যার এডবি ফটোশপ লাইটরুমের নতুন ভার্শন ৩ এর বেটা পাওয়া যাচ্ছে। নতুন এই ভার্শনে ছবির মান এবং পারফর্মেন্স এর ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে। এই ভার্শন ব্যবহারে লাইসেন্স প্রয়োজন হবে না তবে নির্দিষ্ট কিছু হার্ডওয়্যার প্রয়োজন হবে।

নতুন ভাশর্নে সাউন্ড সহ হাই-ডেফিনিশন ভিডিও স্লাইড শো তৈরী, প্রিন্ট লে-আউট, ওয়াটারমার্কিং এর সুবিধা ইত্যাদি যোগ করা হয়েছে।

ডিজিটাল ক্যামেরায় অথবা স্ক্যান করা ছবির আলো, ব্রাইটনেস, কন্ট্রাস্ট ইত্যাদি ঠিক করার জন্য এই সফটওয়্যার ব্যবহার করা হয়। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে ফটোগ্রাফাররা ফটোশপের তুলনায় লাইটরুম বেশি ব্যবহার করছে। আপনিও দেখতে পারেন। ব্যবহারের জন্য কম্পিউটারে ১ গিগাবাইট মেমোরী থাকতে হবে। ২ গিগাবাইট থাকলে ভাল হয়। মনিটর রেজ্যুলুশন কমপক্ষে ১০২৪-৭৬৮ হতে হবে।

ডাউনলোডের ঠিকানা ; http://labs.adobe.com/downloads

ওয়াইম্যাক্স প্যাকেজ কিউবি QUBEE WiMax in Bangladesh

কিউবি নামে একটি ওয়াইম্যাক্স প্যাকেজ চালুর ঘোষনা দেয়া হয়েছে। এই প্যাকেজে ৫১২ কেবি এবং ১ এমবি দুধরনের লাইন নেয়া যাবে। ৫১২ কেবিপিএস এর জন্য মাসিক খরচ ৩,৪০০ টাকা এবং ১ এমবিপিএস এর জন্য ৬,২০০ টাকা। এরসাথে ভ্যাট যোগ হবে। এছাড়া ব্যবহারের জন্য ৭,০০০ টাকায় মডেম কিনতে হবে।

এরপরও শর্ত রয়েছে। প্রথম প্যাকেজের আওতায় ৬ গিগাবাইট পর্যন্ত ডাউনলোড করা যাবে। এরপর প্রতি মেগাবাইটের জন্য .১৫ টাকা হারে দিতে হবে। ২য় প্যাকেজের জন্য এই লিমিট ৯ গিগাবাইট।

ব্যবহারের আগে একবার হিসেব ঠিক করে নিন। ১ এমবিপিএস প্যাকেজে এই রেটে খরচ হবে প্রতি ঘন্টায় ৫৪০ টাকা।

October 21, 2009

স্যামসাং মেমোরী কার্ড তৈরী করছে Samsung Introduces Consumer Memory Cards

কোরিয়ান কোম্পানী স্যামসাং আগেও মেমোরী কার্ড তৈরী করেছে, তবে সেগুলি বিক্রি হয়েছে অন্য কোম্পানীর নামে এখন থেকে তারা নিজেদের নামে মেমোরী কার্ড বিক্রি করবে এই কার্ডগুলি থেকে যেন তথ্য নষ্ট না হয় সেজন্য এগুলি শকপ্রুফ, ওয়াটারপ্রুফ এবং ম্যাগনেটিক রেজিষ্ট্যান্ট হিসেবে তৈরী হবে এমাসেই তাইওয়ানে এর বিক্রি শুরু হবে

স্যামসাং জানাচ্ছে মেমোরী কার্ডের ব্যবহার ক্রমেই বাড়ছে তথ্য সেকথাই বলে কারন গতবছর ৫১ ভাগ মোবাইল ফোনে কার্ড স্লট থাকত আই-সাপ্লাই এর গবেষনায় দেখা গেছে ২০১১ সাল নাগাদ এই সংখ্যা দাড়াবে ৬১ ভাগ

স্যামসাং এর প্রিমিয়াম প্লাস কার্ড বর্তমানের এসডি ক্লাস ৬ রেটিং এ কাজ করছে এছাড়া মাইক্রো এসডি, কম্প্যাক্ট ফ্লাশ হিসেবেও পাওয়া যাবে এগুলির ধারনক্ষমতা হবে ৪, ৮ এবং ১৬ গিগাবাইট প্রিমিয়াম প্লাস কার্ডগুলির রিড স্পিড ১৭ মেবা/সে এবং কম্প্যাক্ট ফ্লাশ কার্ডের ক্ষেত্রে ৪৫ মেবা/সে হবে