October 31, 2009

ক্যানন পিক্সমা এমপি-৯৯০ রিভিউ Canon Pixma MP990

আপনি খুব ভাল মানের ছবি প্রিন্ট করতে চান, সাথে অন্যান্য যাকিছু বাড়তি পাওয়া যায় সেটাও চান, আবার সেইসাথে খুব বেশি খরচ করতেও রাজী নন তাহলে আপনার পছন্দ হতে পারে ক্যানন পিক্সমা ৯৯০ প্রিন্টার অত্যন্ত উচু মানের ফটোগ্রাফ প্রিন্ট, ফিল্ম থেকে স্ক্যান করার জন্য এডাপটার, ২ ওয়ে পেপার ফিডার, অয়্যারলেস ক্যামেরা থেকে প্রিন্ট সব সুবিধাই রয়েছে এতে তারপরও দাম কমই

প্রিন্টারের বৈশিষ্ট হচ্ছে ৯.১ ইঞ্চি/মি প্রিন্ট (কালার), ৯৬০০ ২৪০০ রেজ্যুলুশন, স্ক্যান করার জন্য ৪৮০০ ডিপিআই সিসিডি স্ক্যানার, ৩.৮ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, বিল্ট-ইন মেমোরী কার্ড রিডার, ইউএসবি ড্রাইভ, ওয়াই-ফাই, ইথারনেট এবং ইউএসবি ২.০ কানেকটিভিটি

প্রিন্টারটির আকার পাতলা এবং রূপালী এবং কালোর মিশ্রনে রং দেখতে আকর্ষনীয় ঢাকনা খুললেই ফিল্ম স্ক্যানার ব্যবহার করা যাবে স্ক্যান থেকে সরাসরি নেটওয়ার্কে বা মেমোরীতে পাঠানো যায়, নিজে থেকে গাটার স্যাডো কারেকশন করা যায় বিল্ট-ইন মেমোরী কার্ড প্রচলিত সব ধরনের কার্ড ব্যবহার করতে পারে পেপার ট্রেতে ১৫০ টি কাগজ একসাথে রেখে ব্যবহার করা যায়

প্রিন্টারটি এক্সপি, ভিসতা, উইন্ডোজ ৭ কিংবা ম্যাক অপারেটিং সিষ্টেমে ব্যবহার করা যায় এর ব্যবহার অত্যন্ত সহজ এর সাথের ডিসপ্লেতে এনিমেটেড গাইড কাজটি আরো সহজ করে দিয়েছে কাটিঙজগুলি লাগানোর পর সফটওয়্যার ব্যবহার করে প্রিন্ট হেড এলাইন করে নিন এরপর প্রিন্টারের ডিসপ্লে ব্যবহার করে কম্পিউটার ছাড়াই প্রিন্ট করা যাবে ফিল্ম, ফটোগ্রাফ অথবা বই যাই হোক না কেন খুব সহজে স্ক্যান করে প্রিন্ট করার সুযোগ পাবেন

এতে প্রিন্ট করা ছবির মান অসাধারন সাধারন কাগজেও ভাল মানের ছবি পাওয়া যায় একটিমাত্র বিষয়ে আপত্তি থাকতে পারে, প্রিন্ট স্পিড ছবি প্রিন্টের উপযোগি সাধারন ডকুমেন্ট প্রিন্টের জন্য যে স্পিড প্রয়োজন তা থেকে পিছিয়ে

এর দাম ৩০০ ডলার

No comments:

Post a Comment