May 6, 2011

ফেসবুক বিজ্ঞাপন দেখার জন্য টাকা দিচ্ছে

ফেসবুক ব্যবহারকারীদের জন্য একটি ব্যবস্থা চালু করেছে। বিশেষ বিজ্ঞাপন দেখার জন্য গড়ে ১ ফেসবুক ক্রেডিট দেয়া হবে, যার মুল্য ১০ সেন্ট এর সমান। এর বিনিময়ে ফেসবুক থেকে কিছু কেনা যাবে।
মুলত গেম নির্মাতাদের বিজ্ঞাপন রয়েছে সেখানে। এর আগে নিজেদের লাভ থাকলে তবেই বিনিময়ে ক্রেডিট দেয়া হত। যেমন কোন লিংক ব্যবহার করে কিছু কেনা। নতুন এই ব্যবস্থায় ব্যবহারকারী বিজ্ঞাপন দেখে আগের মত বিরক্ত হবে না। বরং অন্যদের সাথে শেয়ার করবে, এমনটাই বলা হয়েছে।

May 5, 2011

ইন্টারনেটে মৃত ওসামা বিন লাদেনের ছবি, সাথে ভাইরাস

রক্তমাখা ওসামা বিন লাদেনের ছবি দ্রুত ছড়াচ্ছে ইন্টারনেটে। ছবি দেখে মনে হবে তার মৃত্যুর খবর নিশ্চিত করতেই এগুলি ইন্টারনেটে ছাড়া হয়েছে। বাস্তবে ছবিগুলি নকল। কম্পিউটারে পরিবর্তন করে তৈরী করা হয়েছে। এই ছবিগুলির চাহিদা ব্যাপক। তার সুযোগ নিচ্ছে ভাউরাস নির্মাতা। ছবির সাথে জুড়ে দিচ্ছে ভাইরাস।

কর্মীদের ঠকানোর অভিযোগে এপল, গুগল, এডবি, ইন্টেলের নামে মামলা

নিজেদের মধ্যে যোগসাজস করে কর্মীদের কম বেতন দেয়া হচ্ছে, এই অভিযোগে মামলা করা হয়েছে শীর্ষস্থাণীয় টেক-কোম্পানীগুলির নামে। এতে রয়েছে এপল, গুগল, এডবি, ইন্টেল, পিক্সার এবং আরো কোম্পানীর নাম। অভিযোগে বলা হয়েছে এইসব কোম্পানীর প্রধানরা নিজেদের মধ্যে আলোচনা করে কর্মীদের বেতন বিষয়ে প্রতিযোগিতা থেকে দুরে রয়েছে এবং সামগ্রিকভাবে কম বেতন দিচ্ছে।

এলটেক ল্যান্সিং ইউএসবি ল্যাপটপ স্পিকার

ইউএসবি স্পিকার এবং হেডফোন বাজারে পাওয়া যায় বহুদিন থেকেই। এর সুবিধে হচ্ছে একটিমাত্র মাত্র কেবল ব্যবহার করে ইউএসবি পোর্টে সংযোগ দিতে হয়, ফলে বাড়তি পাওয়ার কেবল বা ব্যাটারীর প্রয়োজন নেই। ল্যাপটপে ব্যবহারের জন্য অরবিট (iML247) নামে এধরনের ইউএসবি কানেকটিভিটির নতুন একটি স্পিকার বাজারে এনেছে এলটেক ল্যান্সিং। কাজ শেষ হলে একে ভাজ করে একটি ছোট টিউবের মধ্যে রেখে দেয়া যাবে।
এই ষ্টেরিও স্পিকারে অবশ্যই হোম থিয়েটারের মত শব্দ আশা করবেন না। আর সাধারন ৩.৫ মিমি অডিও পোর্টে ব্যবহার করা যাবে না।
এর দাম ৫০ ডলার।

May 4, 2011

গতিতে অপ্রতিদ্বন্দি, এএমডি ৪ গিগাহার্টজ ফেনম ২ ব্লাক এডিসন প্রসেসর

এএমডি ফেনম ২ এক্স৪ ৯৮০ ব্লাক এডিসন প্রসেসরের দাম মাত্র ১৯৫ ডলার। আর এইদামে যা পাওয়া যাবে তা কল্পনাকেও হার মানায়। ৪ কোর এই প্রসেসরের বেজ ক্লক ৩.৭ গিগাহার্টজ বর্তমানের যে কোন ডেস্কটপ প্রসেসর থেকে বেশি, ওভারক্লকিং একে নিয়ে যায় ৪ গিগাহার্টজের ওপরে।
তাদের আগের ভার্শন এক্স৪ ৯৭৫ এর একই দাম রাখা হয়েছে এই প্রসেসরের। ইন্টেলের মধ্যমমানের কোর আই-৫ কিনতেও এরথেকে ৩০ ডলার বেশি দিতে হয়।
এই প্রসেসরের তুলনামুলক কম শক্তি ব্যয় হয়। এএমডি ভক্তরা এতে খুশি হতেই পারেন। যদিও পারফরমেন্সের বিচারে ইন্টেল সবসময়ই এগিয়ে।

ডেস্কটপে গুগলের ভয়েস সার্চ

এন্ড্রয়েড মোবাইল ডিভাইসের ক্ষেত্রে গুগলের ভয়েস টেকনোলজি আগে থেকেই পরিচিত। ডেস্কটপে সকলের ব্যবহারের জন্য একে আনা হচ্ছে। বর্তমানে পরীক্ষামুলক পর্যায়ে রয়েছে তাদের ওয়েবসাইটের হোম পেজে। তবে কোন ধরনের ব্যবহারকারী এটা ব্যবহারের সুযোগ পাচ্ছেন সেটা স্পষটভাবে জানা যায়নি।
অবশ্যই বুঝতে পারছেন এর কাজ টাইপ করার বদলে কথা বলে ইন্টারনেটে সার্চ করা। এতে অন্যান্য ভাশার পাশাপাশি চাইনিজ যোগ করা হয়েছে। এছাড়া কথা বলার ধরন শনাক্ত করতেও সক্ষম।
অল্পদিনের মধ্যেই এটা সকলের ব্যবহারের জন্য দেয়া হবে ধরে নেয়া যায়।

May 3, 2011

গুগলের অফিসে দক্ষিন কোরিয়ার পুলিশের অভিযান

দক্ষিন কোরিয়ার জানিয়েছে তারা সিউলের গুগল অফিসে অভিযান চালিয়ে অবৈধভাবে তথ্য সংগ্রহের প্রমান পেয়েছে। এডমব নামের বিজ্ঞাপন বিভাগে ঘটেছে এই ঘটনা। আমেরিকায় ফেডারেল ট্রেড কমিশন যখন অবৈধভাবে তথ্য সংগ্রহ নিয়ে গুগলকে শতর্ক করেছে এবং আরো তদন্তের কথা জানিয়েছে তখন এই ঘটনা গুগলকে আরো বিপদের দিকে ঠেলে দেবে।

পুলিশ জানিয়েছে তারা অনুমান করছেন গুগল কোরিয়ান কমুনিকেশন কমিশনকে না জানিয়ে অবৈধভাবে ব্যবহারকারীদের ব্যক্তিগত অবস্থানের তথ্য সংগ্রহ করছে। এর প্রতিক্রিয়ায় তাদের অফিসে পুলিশ যাওয়ার বিষয় নিশ্চিত করেছে গুগল। তবে তারা এই তদন্তের সহযোগিতা করছে বলেও উল্লেখ করা হয়েছে।

ওসামা বিন লাদেনের মৃত্যুর খবর নিয়ে ইন্টারনেট তোলপার

ওসামা বিন লাদেন পাকিস্তানে এক হামলায় নিহত হয়েছেন, খবরটি টুইটার, ইউটিউব, ফেসবুকের মত সাইটগুলিতে ঝড় তুলেছে। টুইটারে সেকেন্ডে ৪ হাজার টুইট করা হয়েছে বারাক ওবামার এই ঘোষনা দেয়ার পর। এই খবর প্রথম প্রকাশ পেয়েছে টুইটারের মাধ্যমেই, কিথ আরবান এর মাধ্যমে।

পাকিস্তানের আবোটাবাদের একজন আইটি কনসালট্যান্ট ঘটনার সময়ই একটি বিষ্ফোরনের বর্ননা দিয়েছিলেন। তখন জানা ছিল না তাতেই নিহত হয়েছেন বিন লাদেন।

ফেসবুকের পেজগুলি কমেন্ট, ভিডিও এবং ছবি দিয়ে ভরে গেছে। অন্যদিকে একই সময়ে আমরা সবাই বিন লাদেন বলে একটি ফেসবুকে মেসেজ লেখা হয়েছে।

গুগল তাদের ইউটিউবের প্রথম পাতায় ওসামা বিন লাদেন সম্পর্কিত ভিডিওর জন্য বিশেষ যায়গা বরাদ্দ করেছে।

May 2, 2011

এপল থেকে উইন্ডোজ ফোনে পরিবর্তনের সফটঅয়্যার

মাইক্রোসফটের উইন্ডোজ ফোন ৭ নিয়ে পিছিয়ে থাকার একটি কারন হিসেবে অনেকে উল্লেখ করেন এরজন্য যথেষ্ট সফটঅয়্যার না থাকা। সেদিকে ভালভাবেই দৃষ্টি দিচ্ছে মাইক্রোসফট। এপল থেকে উইন্ডোজের দিকে যাওয়ার জন্য কি করতে হবে তার একটি সফটঅয়্যার টুল তৈরী করেছে তারা।
এর কাজ হচ্ছে যারা বর্তমানে এপলের জন্য সফটঅয়্যার তৈরী করেন তারা উইন্ডোজের জন্য সফটঅয়্যার তৈরীতে সহায়তা করা। সাথে ৯০ পৃষ্ঠার একটি বই রয়েছে, Windows Phone 7 Guide for iPhone Developers নামে। বেশকিছু সফটঅয়্যার ইঞ্জিনিয়ার যারা এরই মধ্যে একাজ করেছেন তাদের সাফল্যের ভিডিও রয়েছে উইন্ডোজ ফোন ব্লগে।

১০০ টেরাবিট/সে স্পিডের ইন্টারনেট

ইন্টারনেট ব্যবহারকারীদের অন্তত একটি বিষয়ের দিকে দৃষ্টি দিতেই হয়। ডাটা ট্রান্সফারের গতি। অনেক দেশে ১ মেগাবিট/সে সাধারন হলেও বাংলাদেশে ব্যবহারকারীদের কাছে সেটা দুর্লভ বস্তু। বাকি বিশ্ব থেমে নেই। জাপান সার্থকভাবে পরীক্ষা করেছে ১০০ টেরাবিট/সে গতির নেটওয়ার্ক।
আরেকটু ভালভাবে লক্ষ্য করুন। ১০০০ কিলোতে ১ মেগা, ১০০০ মেগায় ১ গিগা, ১ হাজার গিগায় টেরা। তাদের নেটওয়ার্কের গতি ছিল ১০১.৭ টেরাবিট। একটিমাত্র ফাইবার অপটিক কেবলের মধ্যে ১৬৫ কিলোমিটার দুরত্বের দুটি নেটওয়ার্ক পরীক্ষা করেছে তারা। সর্বোচ্চ ১০৯ টেরাবিট/সে এর নতুন রেকর্ড গড়া হয়েছে।
তারা সেখানেই থেমে নেই। চেষ্টা চলছে তাকে আরো উন্নত করার। আপনি বিরক্ত হয়ে বলতে পারেন, তাতে আমার কি ?

May 1, 2011

ফটোগ্রাফির জন্য ফটোশপ : বাংলা টিউটোরিয়াল ই-বুক

ফটোগ্রাফির নানারকম সমস্যা দুর করা এবং ফটোগ্রাফকে আরো সুন্দর করার কাজ ফটোশপে কিভাবে করবেন তাই নিয়ে এই ই-বুক। আরো ভাল ছবি তুলুন, ফটোশপে আরো দক্ষ হোন, এটাই কাম্য।

download PDF

আমাজনের এমপিথ্রি ষ্টোর চালু

আমাজন এমপিথ্রি বিক্রির ব্যবস্থা চালু করেছে। জনপ্রিয় নতুন গান তারা বিক্রি করবে ৬৯ সেন্ট দামে। এই দাম এপলের আইটিউন ষ্টোর থেকে অনেক কম। কাজেই এটা এপলের জন্য সরাসরি বড় ধরনের বাধা হয়ে আসছে তাতে কোন সন্দেহ নেই।

প্লেষ্টেশনে আক্রমনের প্রমান উপস্থাপন করবে সনি

প্লেষ্টেশন নেটওয়ার্কে আক্রমন করে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যগুলি চুরি করা হয়েছে, সনি আক্রমনের বিস্তারিত তথ্য প্রকাশ করবে। সেইসাথে নেটওয়ার্ক চালু করার সময় জানানো হবে আজই। গতকাল (শনিবার) এক সংবাদ সন্মেলনে তারা একথা জানায়। তাদের অনলাইন নেটওয়ার্কে হ্যাকাররা আক্রমন চালিয়েছে যেখানে ধারনা করা হচ্ছে ক্রেডিট কার্ড তথ্য পর্যন্ত চুরি হতে পারে। ২০ তারিখের আক্রমনের কারনে নেটওয়ার্ক এখনও বন্ধ রাখা হয়েছে।
সনির প্লেষ্টেশন নেটওয়ার্ক এবং মিউজিক সার্ভিসের ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮ কোটি। আমেরিকা, বৃটেন, অষ্ট্রেলিয়া, হংকং এই হ্যাকিং এর তদন্ত করছে।