May 4, 2011

ডেস্কটপে গুগলের ভয়েস সার্চ

এন্ড্রয়েড মোবাইল ডিভাইসের ক্ষেত্রে গুগলের ভয়েস টেকনোলজি আগে থেকেই পরিচিত। ডেস্কটপে সকলের ব্যবহারের জন্য একে আনা হচ্ছে। বর্তমানে পরীক্ষামুলক পর্যায়ে রয়েছে তাদের ওয়েবসাইটের হোম পেজে। তবে কোন ধরনের ব্যবহারকারী এটা ব্যবহারের সুযোগ পাচ্ছেন সেটা স্পষটভাবে জানা যায়নি।
অবশ্যই বুঝতে পারছেন এর কাজ টাইপ করার বদলে কথা বলে ইন্টারনেটে সার্চ করা। এতে অন্যান্য ভাশার পাশাপাশি চাইনিজ যোগ করা হয়েছে। এছাড়া কথা বলার ধরন শনাক্ত করতেও সক্ষম।
অল্পদিনের মধ্যেই এটা সকলের ব্যবহারের জন্য দেয়া হবে ধরে নেয়া যায়।

No comments:

Post a Comment