November 30, 2009

স্যামসাং এর ২০ কোটি সেট বিক্রি Samsung Beats 2009 Handset Forecast


২০০৯ সালের জন্য স্যামসাং এর বিক্রির লক্ষমাত্র ছিল ২০ কোটি। একমাস বাকি থাকতে তারা জানাচ্ছে তারা তাদের লক্ষমাত্রা পুরন করতে যাচ্ছে। বিক্রি হওয়া সেটগুলির প্রতি ৫টিতে একটি টাচস্ক্রিন। বিশ্বে ফোন বিক্রিতে দ্বিতীয় অবস্থানে থাকা এই কোম্পানী নতুনভাবে লক্ষ্যমাত্রা ঠিক করবে কিনা তা অবশ্য জানায়নি।

মোট সেট বিক্রিতে স্যামসাং নোকিয়া থেকে পিছিয়ে কিন্তু তৃতীয় অবস্থানে থাকা এলজি থেকে অনেক এগিয়ে। স্যামসাং এবছর এপর্যন্ত ৫ কোটি টাচস্ক্রিন সেট বিক্রি করেছে। গতবছর নভেম্বর পর্যন্ত তাদের বিক্রি ছিল ১ কোটি। টাচস্ক্রিনের ব্যবহার দ্রুতই বৃদ্ধি পাচ্ছে। গতবছরের ৩১ ভাগের তুলনায় এবছর ৪৫ ভাগে পৌছেছে।

স্যামসাং জানিয়েছে তাদের ষ্টার মাল্টিমিডিয়া ফোন বিক্রি হয়েছে সবচেয়ে বেশি। প্রথম ৬ মাসে এই সেট ১ কোটির বেশি বিক্রি হয়। সেপ্টেম্বরে বাজারে ছাড়া করবি বিক্রি ২ মাসে বিক্রি হয়েছে ৩০ লক্ষ।

স্যামসাং এর বিক্রি সবচেয়ে বেশি হয়েছে ইউরোপে, প্রায় ২ কোটি। এরপর আমেরিকায় ৬৩ লক্ষ, চীনে ৩৪ লক্ষ, দক্ষিন কোরিয়া ৩০ লক্ষ।

বর্তমান বাজারে শীর্ষে রয়েছে নোকিয়া ৩৭.৮ ভাগ দখল করে। এরপর রয়েছে স্যামসাং ২১ ভাগ, এলজি ১১ ভাগ, সনি এরিকশন ৪.৯ ভাগ এবং মটোরোলা ৪.৭ ভাগ অংশ দখল করে।

গুগলের দিকে এগোচ্ছে বাইডু Baidu Targets Google With Mobile Search App

দ্রুতগতির অর্থনৈতিক উন্নতির সাথে তাল রেখে সবদিকেই দ্রুতগতিতে এগোচ্ছে চীন মোবাইল ফোনের চাহিদা বাড়ছে দ্রুতহারে সেইসাথে বাড়ছে নিজস্ব প্রযুক্তি এবারে গুগলের সার্চ ইঞ্জিনকে চ্যালেঞ্জ করতে আসছে তাদের সার্চ ইঞ্জিন বাইডু মোবাইল ফোনে ইনষ্টল করা অবস্থায় দেয়া হবে এটা

এখন পর্যন্ত চীনে গুগলের তুলনায় বাইডু অনেক এগিয়ে বলা হয় গুগল ব্যবহার হয় ২০ ভাগ যেখানে বাইডু ব্যবহার করা হয় ৭০ ভাগ বর্তমানে মুলত প্রিয় গান খোজার মত কাজে ব্যবহৃত হয় সার্চ ইঞ্জিন নতুন বাইডু (এখনও বেটা পর্যায়ে) মেসেজ বোর্ড, অনলাইন সার্ভিসের প্রশ্ন-উত্তর খোজা সবকাজেই ব্যবহার করা যাবে এতে মোবাইল ফোন থেকে ইন্টারনেটে ছবি আপলোড করার ব্যবস্থাও থাকবে

চায়না ইউনিকম জানিয়েছে তারা থ্রিজি হ্যান্ডসেটে এগুলি ইনষ্টল করা অবস্থায় গ্রাহকের হাতে দেবে এজন্য হ্যান্ডসেট নির্মাতাদের সাথে কথা চলছে বাইডুতে গুগলের মত ম্যাপ ছাড়াও নিউজ সার্চ, অর্থনীতি বিষয়ক পোর্টাল ইত্যাদি রয়েছে চীনে গুগল কাজ করে চায়না মোবাইলের সাথে গ্রাহক সংখ্যার দিক থেকে এটা বিশ্বে সবচেয়ে বড়

এবছর ২য় ভাগে চীনে ২৭ কোটি মোবাইল সার্চ করা হয়েছে প্রতিবছর দ্বিগুন হারে এটা বৃদ্ধি পাচ্ছে

সেন্সক্যাম : মনে রাখতে সাহায্য করবে SenseCam: The Life Logging Camera


হাতের চাবিটা কোথায় রাখলেন কিছুতেই মনে করতে পারছেন না, এমন অভিজ্ঞতা নিশ্চয়ই কমবেশি সবারই হয়। সেটা খুজতে সারাবাড়ি তোলপাড়। বহু বছর ধরেই মানুষ মনে রাখায় সাহায্য করার যন্ত্র তৈরীর চেষ্টা করছে। মাইক্রোসফট সেন্সক্যাম নামে ক্যামেরা তৈরী করেছে যা এধরনের সমস্যার সমাধান দেবে।

এটা ছোট আকারের ক্যামেরা। ব্যবহারকারীর গলায় লাগানো থাকবে। এর ফিসআই লেন্স অনেক বেশি যায়গা কাভার করবে। ক্যামেরা নিজে থেকেই প্রতি মিনিটে দুটি করে ছবি উঠাবে। এর ১ গিগাবাইট ফ্লাশ মেমোরীতে এভাবে ৩০ হাজার পর্যন্ত ছবি রাখা যাবে। তারপর প্রয়োজনের সময় আপনি কোথায় গেছেন, কি করেছেন সবকিছু জেনে নিতে পারবেন সেই ছবি দেখে।

কারোকারো কাছে বিষয়টি হাস্যকর মনে হতে পারে কিন্তু যাদের মনে রাখতে সমস্যা হয় তারা এতে আশার আলো দেখছেন। এটা নিশ্চয়ই অনেকের জন্য খুব বড় ধরনের সমস্যা।

ক্যামেরাটি এখনো বিক্রি শুরু হয়নি। মানুষ এখনই আলোচনা করছে এটা কোথায় কোথায় ব্যবহার করবে। একজন মানুষ সারাদিনে কিকি কাজ করেছে তার রেকর্ড যদি এভাবে জানা যায় মানুষের সচেতনতা বৃদ্ধি পাবে তাতে সন্দেহ নেই।

এসএলআর কি ভিডিও ক্যামেরাকে পেছনে ফেলছে Can DSLR replace camcorders


ভিডিও ক্যামেরায় ষ্টিল ছবি উঠানো যায় বহুদিন থেকে সেতুলনায় এসএলআর ক্যামেরায় ভিডিও করার ঘটনা তুলনামুলক নতুন পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরায় ভিডিওর ব্যবস্থা থাকলেও সেগুলি সত্যিকারের মান দিয়ে সন্তুষ্ট করতে পারেনি নাইকন তাদের ফ্লাগশিপ ক্যামেরা ডি৯০ তে প্রথম ভিডিও যোগ করে এরপর তাদের অন্যান্য মডেলগুলিকেও ভিডিওতে আপডেট করেছে এমনকি একেবারে সম্প্রতি ১ লক্ষ ডলার পুরস্কারের প্রতিযোগিতার আহ্বান করেছে আড়াই মিনিটের ভিডিও তৈরীর ক্যানন, প্যানাসনিক, অলিম্পাস পত্যেকেরই এমন ক্যামেরা রয়েছে যা অনায়াসে ভিডিও ক্যামেরার প্রতিদ্বন্দিতা করতে পারে আগামীতে কি ভিডিও ক্যামেরার যায়গা দখল করতে যাচ্ছে এই ক্যামেরাগুলি ?

এসএলআর ক্যামেরাগুলি সম্পর্কে প্রধান যে বাধা তা হচ্ছে এর দাম নাইকনের ডি-৯০ কিংবা ক্যাননের ৫ডি অত্যন্ত দামী ক্যামেরা তুলনায় অনেক কমদামে ভিডিও ক্যামেরা কেনা যায় সেকারনে প্রত্যেকেই দ্বিতীয় আরেকটি কমদামি ক্যামেরা তৈরী করেছে ভিডিওকে প্রাধান্য দিয়ে নাইকনের ডি৫০০০ কিংবা ক্যাননের টি১আই এর উদাহরন প্যানাসনিকের জিএইচ১, জিএফ১ এসএলআর না হলেও লেন্স পাল্টানো যায় ভিডিওসহ এই ক্যামেরার দাম সাধারন পর্যায়ের কাজেই দামের পার্থক্য ঘুচে যাচ্ছে দ্রুতই

এরপর কাজের দিক থেকে যা পাওয়া যাবে তা হল এসএলআরের বড় আকারের সেন্সর, নিখুত ছবি, সব ধরনের কন্ট্রোল মধ্যম মানের ভিডিও ক্যামেরায় এত কন্ট্রোল আশা করতে পারেন না যা এসএলআর দিতে পারে আর লেন্স পাল্টালেই ওয়াইড কিংবা টেলি যা পছন্দ সেটাই ব্যবহার করার সুযোগ

সত্যিকারের ভিডিও ক্যামেরার সহজতা আনতে হয়ত এএলআর নির্মাতাদের ব্যবহারের দিকটিতে লক্ষ্য রাখতে হবে এবং সেটা হচ্ছেও সেক্ষেত্রে আবারও ভিডিও ক্যামেরা হিসেবে আগের অবস্থান ফিরে পেতে ক্যামকোর্ডার নির্মাতাদের যথেষ্ট বেগ পেতে হবে সন্দেহ নেই

November 29, 2009

জড়িপে ২০০৯ সালের সেরা ক্যামেরা Pentax K-7


ছোট আকারের সব পরিবেশে ব্যবহারের উপযোগি এসএলআর ক্যামেরা এডোরামার এক জড়িপে সেরা ক্যামেরার মর্যাদা পেয়েছে। এডোরামা এবছরই ব্যবহারকারীদের জড়িপের ভিত্তিকে এই পুরস্কার প্রবর্তন করেছে। একাই ৫৫ ভাগ ভোট পেয়ে শীর্ষস্থান দখল করেছে জনপ্রিয় এই ক্যামেরা।

২৭০০ এর বেশি ফটোগ্রাফার এই অনলাইন ভোটে অংশ নেয়। এর মধ্যে ১৫২৪ জন ভোট দেয় এর পক্ষে। এই ক্যামেরার বৈশিষ্ট হচ্ছে ভাল মানের সাথেসাথে পানিরোধক হিসেবে তৈরী। আকারেও এই পর্যায়ের ক্যামেরারগুলির তুলনায় ছোট। ছবির মান অত্যন্ত ভাল। এর দাম ১২০০ ডলার।

প্রতিযোগিতা কে-৭ যাদের পেছনে ফেলেছে তাদের মধ্যে রয়েছে লেইকা এম৯, ক্যানন ইওএস ৭ডি, নাইকন ৩ডিএস, অলিম্পাস ই-পি২। এদের মধ্যে অলিম্পাসের দাম কম, অন্যদের দাম অনেক বেশি। যেমন নাইকনের দাম প্রায় ৮ হাজার ডলার।

এডারামা বৃটেনে সবচেয়ে বড় ক্যামেরা বিক্রেতা এবং প্রশিক্ষন কেন্দ্র। তাদের অনলাইন পত্রিকায় ফটোগ্রাফি শেখার ব্যবস্থা রয়েছে এবং তা বিনামুল্যে পাওয়া যায়।

ওয়েব ঠিকানা http://www.adorama.com/learn

কল অব ডিউটির বিক্রি ৩০০ কোটি ডলার Call of Duty series tops $3 billion

কল অব ডিউটি নামের ভিডিও এবং কম্পিউটার গেম সিরিজ এপর্যন্ত সারা পৃথিবীতে খুচরা বিক্রি হয়েছে ৩০০ কোটি ডলারের বেশি। ২০০৩ সালে প্রথম রিলিজ হওয়ার পর এপর্যন্ত বিক্রি হয়েছে সাড়ে ৫ কোটি কপি। সত্যিকারের সাড়া ফেলেছে সিরিজের ৬ষ্ঠ ভার্শন, মডার্ন ওয়ারফেয়ার ২। এর নির্মাতা একটিভিশন এই তথ্য দিয়েছে।

নতুন ভার্শন রিলিজের ১ম দিনে ৪৭ লক্ষ কপি বিক্রি হয় শুধুমাত্র আমেরিকা এবং বৃটেনে। এটা বিক্রির ক্ষেত্রে নতুন রেকর্ড। প্রথম ৫ দিনে বিক্রি হয়েছে ৫৫ কোটি ডলারের। এটাও নতুন রেকর্ড। একটিভিশনের প্রধান বলছেন, এই গেমের সামনে মানুষ কতঘন্টা সময় কাটিয়েছে সেটা যদি হিসেব করেন তাহলে দেখা যাবে কল অব ডিউটি বিনোদনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ব্যবহার করা আয়োজন।

ফার্ষ্ট পার্শন শ্যুটার গেমটির ডিস্কে ১১ গিগাবাইট যায়গা দখল করে। আর ইনষ্টল করার পর হার্ডডিস্কে যায়গা নেয় আরো অনেক বেশি।

November 28, 2009

শন বার্নেটের পছন্দের ক্যামেরা Cameras I would buy or recommend

শন বার্নেট বছর জুড়ে ক্যামেরা বাছাইয়ের কাজ করেন। ইমেজিং রিসোর্সের পক্ষে এটাই তার পেশা। বছরের কেনাকাটার সময় তিনি নিজে কি ক্যামেরা কিনবেন কিংবা কেউ কিনতে চাইলে কোন ক্যামেরা কিনতে পরামর্শ দেবেন সেটা প্রকাশ করে একটা তালিকা প্রকাশ করেছেন। ক্যামেরা এবং ফট্রোগ্রাফিতে আগ্রহিদের কথা বিবেচনায় এনে সেটা এখানে তুলে ধরা হল।

Canon T1i

তার পছন্দের তালিকায় প্রথমে রয়েছে ক্যাননের কনজুমার লেভের এসএলআর ক্যামেরার মধ্যে সেরা ক্যামেরা। ১৫.১ মেগাপিক্সেলের এই ক্যামেরার ছবির মান, কিট লেস্স হিসেবে দেয়া ১৮-৫৫ লেন্স, হাই-ডেফিনিশন ভিডিও করার ব্যবস্থা সবকিছু ১০০০ থেকে ২০০০ ডলার দামের অনেক ক্যামেরাকে পেছনে ফেলতে পারে। এই ক্যামেরার দাম ৭৫০ থেকে ৮৫০ ডলার।

Olympus E-P1

পেন ক্যামেরা নামে পরিচিত অলিম্পাসের মাইক্রো ফোর থার্ড ক্যামেরা তার তালিকায় দ্বিতীয়। এসএলআরের মান, আকারে ছোট, লেন্স বদলের সুবিধা সবকিছুই একে আকর্ষনীয় করেছে। ১৪-৪২ মিমি কিট লেন্স সহ এর দাম ৯০০ ডলার।

Panasonic ZS3

প্যানাসনিকের পকেট সুপার জুম ক্যামেরা তার তালিকায় তৃতিয়স্থানে রয়েছে। ১০ মেগাপিক্সেল, ১২ এক্স জুমের এই ক্যামেরা সব ধরনের পরিস্থিতিতে ছবি উঠানোর উপযোগি। দামের হিসেবে এটা একেবারে সস্তা। ৩০০ ডলারের নিচে।

Canon SD1200 IS

পরিবারের ছবি উঠানোর জন্য স্বল্প দামের আদর্শ ক্যামেরা ক্যাননের। ৬টি ভিন্ন ভিন্ন রঙে ক্যামেরাটি পাওয়া যায়। এর দাম ২০০ ডলার।

Sony H20

আরেকটি সুপারজুম ক্যামেরা। হাই-ডেফিনিশন ভিডিও করার সুবিধা ছাড়াও ক্যামেরা হিসেবে এতে রয়েছে ৩৮০ মিমি পর্যন্ত জুম সুবিধা। অটোফোকাসের স্পিড বিচারে এসএলআরের কাছাকাছি। এর দাম ২০০ ধেকে ২৮০ ডলার।

Nikon D90

বাজারে আসার পর এক বছর পার হয়ে গেলেও জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি এই ক্যামেরার। তার পছন্দের তালিকায় সবচেয়ে দামী ক্যামেরা, কিন্তু তার ভাষায় এর প্রতিটি পয়সা কাজে লাগানোর মত। হাই-ডেফিনিশন ভিডিও করতে সক্ষম ১২ মেগাপিক্সেল এই ক্যামেরার কিট লেন্স ১৮-১০৫ মিমি। দাম ১০০০ থেকে ১১০০ ডলার।

Panasonic GF1

অলিম্পাসের পেন ক্যামেরার মতই আরেকটি ছোট আকারের মাইক্রোথার্ড ক্যামেরা। তিনি বলছেন এরসাথে অলিম্পাসের ক্যামেরার পার্থক্য করা কঠিন। এর দাম ৯০০ ডলার।

ইন্টারনেট এক্সপ্লোরারকে চ্যালেণ্জ করেছে ফায়ারফক্স Direct2D GPU rendering inFireFox


মাত্র কদিন আগে মাইক্রোসফট তাদের ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারের নতুন ভার্শনের কথা জানিয়েছে সেটা বাজারে আসবে ২০১১ সালে সবচেয়ে উল্লেখযোগ্য যা থাকবে তা হচ্ছে ডিরেক্ট টুডি গ্রাফিক রেন্ডারিং সে সম্পর্কে মানুষের আগ্রহ একেবারে থামিয়ে দিয়েছে মোজিলা তাদের ফায়ারফক্সে সেটা ব্যবহার করে তাদের হাতে এমন ফায়ারফক্স রয়েছে যা এখনই ডিরেক্ট-টুডি ব্যবহার করতে সক্ষম

মাইক্রোসফট তাদের নতুন অপারেটিং সিষ্টেম ব্যবহার করে তাদের ব্রাউজারে উন্নতি ঘটাতেই পারে কিন্তু সময়ের হিসেবে তারা পিছিয়ে পরছে মোজিলার কাছে মোজিলা যখন এটা তৈরী করেছে তখন সেটা খুব দ্রুতই হাতে পাওয়া যাবে এতে সন্দেহ নেই ডিরেক্ট-টুডি ব্যবহার করলে পারফর্মেন্সে কি প্রভাব পড়ে তা গ্রাফ থেকে ধারনা করা যেতে পারে

ওয়েবক্যাম দিয়ে থ্রিডি মডেল Making 3D models with just a webcam an ProFORMA


যারা থ্রিডি নিয়ে কাজ করেন বা করতে আগ্রহি তারা খুব ভালভাবেই জানেন মডেল তৈরীর জন্য কি পরিমান সময় এবং শ্রম ব্যয় করতে হয়। কেমন হয় যদি ক্যামেরা ব্যবহার করে মুহুর্তের মধ্যে মডেল তৈরী করা যায় ? একাজটিই করছে প্রোফরমা নামের সফটওয়্যার। বেশ কিছুদিন আগে এর ডেমো দেখানো হয়েছে। নির্মাতারা বলছেন আগামী কয়েক মাসের মধ্যেই এটি পাওয়া যাবে।

এখানে কি কি ব্যবহৃত হয় একবার জেনে নিন। প্রোফরমা সফটওয়্যার, ওয়েবক্যামেরা এবং মোবাইল ফোন। মুহুর্তে যে কোন যায়গার থ্রিডি রূপ দেখা যাবে। থ্রিডি ইমেজকে আপনি কোথাও ব্যবহার করবেন এটা আর কোন সমস্যাই না।

এর ব্যবহার কোথায় হতে পারে সে নিয়ে আগ্রহ থাকতেই পারে। আপনি গুগল ম্যাপে যায়গার ম্যাপ দেখার সুযোগ পান। এর মাধ্যমে সত্যিকারের ঘরবাড়ি-গাছপালা-রাস্তাঘাট দেখা যাবে। তবে সত্যিকারের ব্যবহার হবে থ্রিডি এনিমেশনে কিংবা সিনেমায়। অভিনেতা ক্যামেরার সামনে অভিনয় করবেন আর নির্মাতা সেটাকে এনিমেটেড ছবি হিসেবে ব্যবহার করবেন।

বর্তমানে কাজ চলছে লিনাক্স এর সাথে ব্যবহারের জন্য। উইন্ডোজের জন্যও দ্রুতই সফটওয়্যার তৈরী করা হবে।

ল্যান্ড-রোভার মোবাইল ফোন Land Rover cell phone

গাড়ি নির্মাতা ল্যান্ড-রোভারের কথা জানেনা এমন ব্যক্তি বিশ্বে পাওয়া কঠিন তারা মোবাইল ফোন তৈরী করছে এই বিষয়টি বরং নতুন তাদের সেটের বৈশিষ্ট অনুমান করতে পারেন, তাদের গাড়ির মতই যে কোন দুর্গম স্থানে নিয়ে যান, সেটের ক্ষতি হওয়ার ভাবনা থাকবে না বৃষ্টিতে ভিজুক, হাত থেকে পড়ে যাক, ধাক্কা লাগুক কিংবা কোনকিছুর নিচে চাপা পড়ুক, সেট অক্ষত থাকবে ১ মিটার পানির নিচে আধঘন্টা চুবিয়ে রেখে দেখা হয়েছে ফোনের ক্ষতি হয়নি এমনকি ক্ষতিকর রাসায়নিক পদার্থ লেগেও এর ক্ষতি হবে না

মোবাইল নির্মাতা সোনিম এর সাথে তৈরী এই সেটে ২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে জিপিএস থাকবে এটা ধরেই নেয়া যায় এর ষ্ট্যান্ডবাইট টাইম ১৫০০ ঘন্টা

সেটটি ল্যান্ডরোভার বিক্রেতাদের মাধ্যমে বিক্রি শুরু হয়েছে নেদারল্যান্ডে এর দাম ট্যাক্সসহ ৪৫৯ ইউরো

রিফার্বিসড আইফোনের দাম ৪৯ ডলার refurbished 16GB iPhone 3Gs for $49


আইফোনের প্রধান বিক্রেতা এটিএন্ডটি রিফার্বিসড ১৬ গিগাবাইট আইফোন থ্রিজিএস বিক্রি করছে মাত্র ৪৯ ডলারে। ছুটির সময় বলে পরিচিত বছরের এই সময়ে এবং বিশেষ করে ব্লাক ফ্রাইডে নামের বিশেষ দিনের জন্য তারা এই আয়োজন করেছে। সাধারনভাবে তাদের একটিভেশন ফি নেয়া হয় ৩৫ ডলার। যার অর্থ ৮৪ ডলারে জনপ্রিয় এই সেটের মালিক হওয়া যাবে। তবে যারা আইফোন ব্যবহার করতে আগ্রহি তারা নিশ্চয়ই এটাও জানেন এজন্য দুবছর ব্যবহারের কন্ট্রাক্ট করতে হয়।

রিফার্বিসড শব্দটির সাথে যদি পরিচয় না থাকে তাহলে একে রিকন্ডিশন এর সাথে তুলনা করতে পারেন। কোয়ালিটি চেকিং এর সময় কোন সমস্যা পাওয়া গেলে তাকে পুনরায় ঠিক করার জন্য পাঠানো হয়। ঠিক করার পর তা রিফার্বিসড নামে কম দামে বিক্রি করা হয়।

কালো রঙের সব সেট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। সাদা রঙের কিছু সেট রয়েছে এটিএন্ডটির হাতে।

বৃটেনে সাটিও এবং আইনো বিক্রি বন্ধ Sony Ericsson Aino pulled out from UK stores just after Satio


মোবাইল ফোনের ক্ষেত্রে একটি বিরল ঘটনা, সনি এরিকশনের দুটি ফোন বৃটেনের বাজার থেকে প্রত্যাহার করা হয়েছে। প্রথমে বহুল প্রচারিত সাটিও, এরপর অভিযুক্ত হল আইনো। এদের বিরুদ্ধে অভিযোগ এগুলি ত্রুটিযুক্ত।

সাটিও সম্পর্কে অভিযোগ ছিল তার সফটঅয়্যারের বিষয়ে। আইনো সম্পর্কে অভিযোগ এর টাচস্ক্রিন ঠিকমত কাজ করে না। বিক্রেতারা বিক্রি বন্ধ করে দিয়েছেন এবং আশাপ্রকাশ করেছেন সনি এরিকশন দ্রুতই এর সমাধান করে দেবে। বড়দিনের ঠিক আগের মুহুর্তে এধরনের ঘটনা নির্মাতা কোম্পানী এবং বিক্রেতা সকলের জন্যই হতাশাজনক।

যারা এরইমধ্যে এই সেটগুলি কিনেছের তাদের সেটগুলি পালটে দেয়া হবে। তবে আশার কথা, আইনো বিক্রি হয়েছে খুবই কম। ফলে পাল্টানোর কাজটি তুলনামুলক সহজ।

নোকিয়া মোবাইল এক্স-৬ বিক্রি শুরু হয়েছে Nokia X6 now shipping


নোকিয়ার নতুন সিরিজের মোবাইল সেট এক্স-৬ বিক্রি শুরু হয়েছে ঘোষনা দেয়ার পর থেকেই এনিয়ে মানুষের মধ্যে আগ্রহ প্রবল এটা নোকিয়ার প্রথম ক্যাপাসিটিভ টাচস্ক্রিনের ফোন, সাথে বিশাল ষ্টোরেজ, বড় স্ক্রিন, বিনামুল্যে গান ডাউনলোডের সুবিধা ইত্যাদি আগ্রহ সৃষ্টির জন্য যথেষ্ট যদি দামের বিষয়টিও ভাবতে হয় তাহলে সাবধান, বৃটেনে ট্যাক্স বাদেই এর দাম ৪৫০ ইউরো

৩২ গিগাবাইট ইন্টারনাল ষ্টোরেজ নিশ্চয়ই মিউজিক কিংবা ভিডিওর জন্য যথেষ্ট এতে মেমোরী কার্ড ব্যবহারের সুযোগ নেই বলে এতেই সন্তুষ্ট থাকতে হবে এছাড়া অন্য যাকিছু আশা করতে পারেন, ৫ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা, জিপিএস, ওয়াইফাই সবই রয়েছে এরসাথে Nokia WH-500 হেডফোন দেয়া হবে

শুরুতে ইউরোপ, আফ্রিকা, এশিয়ার কিছু দেশ এবং মধ্যপ্রাচ্যে এটা বিক্রি করার কথা দুই আমেরিকায় বিক্রি করা হবে সকলের শেষে

লেনোভো মোবাইল ফোন ব্যবসায় ফিরছে Lenovo buying back mobile phone business

বিশ্বের চতুর্থ বৃহত্তম কম্পিউটার নির্মাতা লেনোভো গতবছর তাদের মোবাইল ফোন তৈরীর ইউনিট বিক্রি করে দিয়েছে কম্পিউটারের দিকে বেশি জোর দেয়ার কারনে। এখন আবার সেটা কিনে নিচ্ছে মোবাইল ফোন তৈরী করবে বলে। তারা বলছে, মোবাইল ফোনের বাজার দ্রুত বাড়ছে এবং এদিকে আরো অনেক প্রসারের সুযোগ রয়েছে।

বেইজিংভিত্তিক এই কোম্পানী জানিয়েছে তারা তাদের বিক্রি করা মোবাইল ফোনের সম্পদ কিনদে তারা ২০ কোটি ডলার ব্যয় করছে। এটি তাদের কাছ থেকে কিনেছিল হংকং এর বিনিযোগকারীরা।

অন্যান্য কম্পিউটার কোম্পানীর মত লেনোভো অর্থনৈতিক মন্দায় কাবু হয়ে পড়েছিল। কিন্তু সাম্প্রতিক মাসগুলিতে তাদের ব্যবসা খুবই ভাল। আয়ের পরিমান গত বছরের একই সময়ের তুলনায় প্রয়ি দ্বিগুন। বছরের তৃতীয় ভাগে তাদের লাভ প্রায় সাড়ে ৫ কোটি ডলার।

November 27, 2009

টোপাজের নতুন ফটোশপ প্লাগইন Topaz launches ReMask 2 for Photoshop


ফটোশপের প্লাগইন নির্মাতা টোপাজ মাস্কিং সফটওয়্যারের নতুন ভার্শনের ঘোষনা দিয়েছে। নতুন ভার্শনে ইন্টারফেসের পরিবর্তন আনা হয়েছে, মেমোরী ম্যানেজমেন্ট উন্নত করা হয়েছে, হেয়ার মাস্কিং উন্নত করা হয়েছে। এছাড়া আনডু-রিডু এবং কিবোর্ড শর্টকাট যোগ করা হয়েছে।

এতে বিভিন্ন ধরনের সিলেকশন টুলের মাধ্যমে মাস্ক করে কিপ, কাট এবং প্রসেস অটোমেটিক এই তিন ধরনের অপশনের জন্য ব্যবহার করা যাবে।

সফটওয়্যারটির দাম ৭০ ডলার। আগের ভার্শনের ব্যবহারকারীরা বিনামুল্যে আপডেট করার সুযোগ পাবেন। এছাড়া ৩০ দিনের ব্যবহার উপযোগি ট্রায়াল ভার্শন বিনামুল্যে ডাউনলোড করা যাবে তাদের ওয়েব সাইট থেকে।

ডাউনলোডের ঠিকানা : http://www.topazlabs.com/downloads?d=remask

মিনিনোভা বন্ধ হয়ে গেছে End of Mininova Torrent

বিনামুল্যে সফটওয়্যার, মুভি, গেম, মিউজিক ডাউনলোডের জন্য এর অন্যতম টরেন্টসাইট মিনিনোভা ২৬ নভেম্বর থেকে বন্ধ হয়ে গেছে কপিরাইট মামলার রায়ের প্রেক্ষিতে অত্যন্ত জনপ্রিয় এই পিয়ার টু পিয়ার সাইট বন্ধ করে দেয়া হল

এর আগে পাইরেট বে নিয়ে মামলা চলার পরও ভিন্নভাবে সেটি চালু রয়েছে মিনিনোভা জানিয়েছে তারা আপিলের ফলের দিকে তাকিয়ে রয়েছে তবে ব্যবহারকারীর জন্য হতাসাজনক খবর হল মুলত সাইটটি থেকে বর্তমানে কিছু ডাউনলোড করার সুযোগ নেই

২০০৭ সালে এই সাইটটি চালু করা হয়েছিল ব্যবহারকারীদের আদান-প্রদানের মাধ্যমে ফাইল শেয়ার করার জন্যপ্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এটা ব্যবহার করতবলা যায় ইন্টারনেটের ক্ষেত্রে একটা যুগের অবসান ঘটল এর মাধ্যমে

November 26, 2009

ভিডিওমেকার বর্ষসেরা ভিডিও পণ্য Videomaker's Best Video Products of the Year 2009

ভিডিও বিষয়ক পত্রিকা ভিডিওমেকার ২০০৯ সালের জন্য তাদের পছন্দের ভিডিও পণ্যের তালিকা প্রকাশ করেছে এই তালিকায় রয়েছে সেরা প্রফেশনাল ক্যামেরা, সেরা এসএলআর ক্যামেরা, হার্ডডিস্ক ভিত্তিক ক্যামেরা, মেমোরীকার্ড ভিত্তিক ক্যামেরা ইত্যাদি উল্লেখ করা যেতে পারে সৌখিন এবং পেশাদার সকলের কাছেই শীর্ষস্থানীয় এই পত্রিকা এবং তাদের বিভিন্ন ধরনের ট্রেণিং অত্যন্ত জনপ্রিয়

সেরা প্রফেশনাল ক্যামেরা Panasonic AG-HMC40

দুহাজার ডলারে প্রফেশনাল ক্যামেরা পাওয়া যায় এটা এখনও অনেকের কাছে অবিশ্বাস্য সেটাই সম্ভব করেছে প্যানাসনিকের এই ক্যামেরা ক্যামেরা কিনেই সরাসরি কাজ শুরু করা সম্ভব প্রফেশনাল ভিডিও ক্যামেরার যাকিছু বৈশিষ্ট সবই রয়েছে এতে, সাথে প্রফেশনাল মাইক্রোফোন




ভিডিওসহ সেরা সেরা এসএলআর ক্যামেরা Canon EOS 5D Mark II

এসএলআর ক্যামেরায় ভিডিও করা যায়, এখন আর একথা বলার যুগ নেই বরং কত ভাল করা যায় সেটাই কথা নাইকল ১ লক্ষ ডলার পুরস্কার ঘোষনা করেছে ১৪০ সেকেন্ডের ভিডিওর জন্য কাজেই এসএলআর এখন ষ্টিল ছবিতে সীমাবদ্ধ নেই এই প্রতিযোগিতায় সেরা ক্যামেরার স্থান পেয়েছে ক্যানন প্রফেশনাল গ্রেডের এই ক্যামেরার দাম ২৭০০ ডলার



হার্ডডিস্কভিত্তিক ক্যামেরা Panasonic HDC-HS300

আবারও প্যানাসনিক দেড় হাজার ডলার দামের এই ক্যামেরায় তিনটি সিমোস সেন্সর, অপটিক্যাল ইমেজ ষ্ট্যাবিলাইজেসন, ভিডিওর মান সব মিলিয়ে অন্যদের পেছনে ফেলেছে

সেরা ফাশ মেমোরীভিত্তিক ক্যামেরা Canon VIXIA HF S11

১৪০০ ডলার দামের ক্যানন ক্যামেরায় ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরী ভিডিওর মান, ব্যবহারের সহজতা, ছোট আকার সবমিলিয়ে এটাই এই ধরনের ক্যামেরার মধ্যে সেরা

সেরা টেপভিত্তিক ক্যামেরা Sony HDR-FX1000

এবছর নতুন টেপভিত্তিক ক্যামেরার সংখ্যা একেবারেই কম এবিভাবে সেরা স্থান পেয়েছে ৩২০০ ডলার দামের সনির ক্যামেরা

সেরা ভিডিও এডিটিং সফটওয়্যার MAGIX Video Pro X

অন্যান্য ভিডিও এডিটিং সফটওয়্যার থেকে অনেকটাই আলাদা এই সফটওয়্যার সাধারন এবং প্রফেশনাল দুইয়ের মাঝামাঝি দামের দিক থেকে একেবারে কম, মাত্র ৩০০ ডলার অথচ প্রফেশনাল সব সুবিধাই রয়েছে

সেরা ভিডিও ইফেক্ট সফটওয়্যার MotionDSP vReveal

সেরা ভিডিও ইফেক্টস সফটওয়্যারের মর্যাদা পাওয়া এই সফটওয়্যারের হয়ত তেমন পরিচিতি নেই কিন্তু কাজের মান এবং দ্রুততার দিক থেকে এটা অন্যদের পেছনে ফেলেছে এর দাম মাত্র ৫০ ডলার

সেরা ভিডিও এডিটিং প্যাকেজ

Sony Media Vegas Pro 9

সনি ভেগাস প্রথম সফটওয়্যার যা উইন্ডোজ ৬৪ বিট হার্ডওয়্যার ব্যবহারের জন্য তৈরী এই প্যাকেজে ডিভিডিডি এবং ব্লুরে ডিস্ক তৈরীর সফটওয়্যার থাকে

Adobe Creative Suite 4

এডবিকে বাদ দিয়ে এই বিভাগ সম্পুর্ন হয় না এডবি ক্রিয়েটিভ স্যুট ৪ সনির সাথে এই যায়গা ভাগাভাগি করেছে তাদের প্রিমিয়ার, আফটার ইফেক্টস, ফটোশপ এদের সম্পর্কে নতুনভাবে বলা প্রয়োজন হয় না

সেরা ভিডিও কার্ড Blackmagic Design Intensity Pro

ভিডিও এডিটিং কাজের অতীত-বর্তমান এবং ভবিষ্যতকে এক করা হয়েছে এই কার্ডের মাধ্যমে ৩৫০ ডলারের এই কার্ডে এস-ভিডিও, কম্পোনেন্ট ভিডিও ছাড়াও এইচডিএমআই ইন-আউটের ব্যবস্থা রয়েছে ক্যাপচার করা ভিডিওর মান খুবই ভাল

ক্রিয়েটিভের পকেট ক্যামকোর্ডার Creative Pocket HD camcorder


ফেসবুক এবং ইউটিউবের যুগে পকেট ভিডিও ক্যামেরার চাহিদা বর্ধমানশীল। পিওর ডিজিটালের ফ্লিপ, সনির ওয়েবি, জেভিসির পিকসিও, কোডাক সহ অনেক কোম্পানীর পাশাপাশি ক্রিয়েটিভের ক্যামেরাও বাজারে যথেষ্ট যায়গা দখল করে রেখেছে। এর ব্যবহার খুবই সহজ, আকার একেবারে ছোট, হাই ডেফিনিশন ভিডিও ধারনক্ষমতা এসব একে পছন্দের তালিকায় রাখতেই পারে।

ভাডো ৩ নাম থেকেই ধরে নেয়া যায় এটা এই সিরিজের ৩য় ক্যামেরা। এটা থেকে ভাডো সেন্ট্রাল ৩.০ সফটওয়্যারের মাধ্যমে সরাসরি ইউটিউব কিংবা ফেসবুকে আপলোড করার ব্যবস্থা রয়েছে। ক্যামেরাতেই রয়েছে এডিটিং এর ব্যবস্থা। এছাড়া এতে রয়েছে সত্যিকারের ওয়াইড এঙ্গেল সহ ষ্টিল ছবি উঠানোর সুযোগও। নিজে শোনার জন্য হেডফোন ব্যবহারের সুযোগ। এছাড়া পৃথক মাইক্রোফোন সংযোগ করার ব্যবস্থাও রয়েছে।

ক্যামেরার ৪ গিগাবাইট মেমোরীতে ১২০ মিনিট হাই-ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে। ক্যামেরাকে সরাসরি ইউএসবি পোর্টে লাগিয়ে যেমন কম্পিউটারের সাথে তথ্য আদান-প্রদান করা যায় তেমনি সরাসরি চার্জ হয় ইউএসবি থেকেই। এছাড়া পৃথকভাবে চার্জ করার জন্য চার্জারের ব্যবস্থাও রয়েছে।

উইন্ডোজ এবং ম্যাক কম্পাটিবল এই ক্যামেরার দাম ১৮০ ডলার।

সনি সাইবারশট ডিএসসি-এইচ২০ Sony Cyber-shot DSC-H20


সার্টের পকেটে হয়ত রাখা যাবে না কিন্তু জ্যাকেট বা কোটের বড় পকেটে অনায়াসে ঢুকানো যাবে এই ক্যামেরা ৩৮০ মিমি অপটিক্যাল জুমের ক্যামেরায় হাই-ডেফিনিশন ভিডিও এবং ছোট আকার, সবমিলিয়ে সব ধরনের কাজের উপযোগি এক ক্যামেরা

গত বছরের এইচ-১০ এর পথ ধরে এই ক্যামেরা বাজারে ছেড়েছে সনি ১/২.৩ ইঞ্চি সুপারহ্যাড সিসিডি সেন্সর, ১০.১ মেগাপিক্সেল রেজ্যুলুশন, কার্ল জিস ব্রান্ডের ১০ এক্স জুম লেন্স এই সবকিছুর সাথে ৭২০পি ভিডিও রেকর্ডিং মানানসই ম্যাক্রো মোডে ২ সেমি দুরত্বে ফোকাস করা সম্ভব আইএসও ৮০ থেকে ৩২০০ এধরনের লেন্সের জন্য ষ্ট্যাবিলাইজেশন জরুরী এতে সত্যিকারের মেকানিক্যাল এবং ডিজিটাল ইমেজ ষ্ট্যাবিলাইজেশন দুইই ব্যবহার করা হয়েছে আরেকটি বিষয় উল্লেখ না করলে চলে না এর অটোফোকাস স্পিড এসএলআরের মত

এর ফেস ডিকেটশন শিশু এবং বড়দের পৃথকভাবে চিনতে পারে একাধিক ব্যক্তি থাকলে প্রত্যেককে পৃথকভাবে চেনে

ক্যামেরাতেই ফটো রিটাচের সুবিধা রয়েছে সফট ফোকাস, ফিস আই ইফেক্ট, ক্রশ ফিল্টার, পার্শিয়াল কালার, রেট্রো, রেডিয়েশন, রেড আই কারেকশন, ট্রিমিং, আনশার্প মাস্ক, স্মাইল ইফেক্ট ইত্যাদি রয়েছে ক্যামেরাতেই

ভিডিওর জন্য ৭২০পি এমপেগ-৪ কোডেব ব্যবহৃত হয় ইউএসবি এবং ভিডিও আউটপুট দুধরনের কানেকটিভিটি রয়েছে

ওয়াইড এঙ্গেল নিয়ে কিছুটা আপত্তি থাকতে পারে ৩৮মিমি কে ঠিক ওয়াইড এঙ্গেল বলা যায় না ম্যাক্রো মোডে কালার এবারেশনের পরিমান বেশি তবে সেটা এই পর্যায়ের ক্যামেরার জন্য গ্রহনযোগ্য

এর দাম ২৬০ ডলার বাংলাদেশে পাওয়া যায়

স্প্যামারের সোয়া চার বছর জেল Spam King Gets More Than Four Years Behind Bars

বিশ্বের কুখ্যাত স্প্যামার এলান রালস্কি-কে ৫১ মাসের কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত। রালস্কি জাল মেইল এবং জালিয়াতির অভিযোগ স্বিকার করেছে। স্প্যাম ব্যবহার করে আমেরিকান কোম্পানীর শেয়ারের দাম বাড়ানোর জন্য মুলত তাকে দায়ী করা হয়েছে।

তার ইমেইলে ভুল এবং উদ্দেশ্যমুলক তথ্য পাঠানো হয়েছে। সফটওয়্যারের মাধ্যমে পাঠানো এই মেইল কোথা থেকে এসছে জানার উপায় ছিল না। অনেকে বলছেন গত কয়েক বছরের ঘটনা থেকে এটা প্রমানিত যে রালস্কি আধুনিক স্প্যাম তৈরীর জনক। তাকে স্প্যাম কিং বলে উল্লেখ করা হয়েছে।

সিসকোর সিনিয়র সিকিউরিটি রিসার্চার হেনরি ষ্টার্ন বলছেন, এবিষয়ে অবস্থার অনেক উন্নতি হয়েছে। গত বছরের তুলনায় এবছর আমেরিকা থেকে পাঠানো স্প্যামের সংখ্যা ২০ ভাগ কমেছে। একসময় স্প্যামাররা বিনামুল্যে তাদের কাজ করতে পারত। এখন বটনেটের খরচ বাড়ায় তাদের কাজও কম লাভজনক বলে উল্লেখ করা হয়েছে।

November 25, 2009

জি-মেইলে অফলাইনে মেইল পড়া যাবে Offline Gmail attachments

গুগলের বিনামুল্যের ই-মেইল সফটওয়্যার জি-মেইল নিয়ে অনেকেরই আপত্তি, কোন এটাচমেন্ট দেখার জন্য ইন্টারনেটে সংযুক্ত থাকতে হয়। যেকারনে অনেকেই জি-মেইলের সাথে আউটলুক, থান্ডারবার্ড কিংবা অন্য ইমেইল সফটওয়্যার ব্যবহার করেন। গুগল এরসাথে অফলাইন ফিচার যোগ করেছে। এখন জি-মেইল নিজেই সেকাজ করবে।

আরো অন্যান্য ফিচার যোগ করার কাজ চলছে বলে তাদের তরফ থেকে জানা গেছে। গিয়ার নামে তাদের একটি সফটওয়্যার রয়েছে যা ওয়েব পেজের অফলাইন সাপোর্ট দেয়। গুগলের ক্রোম ব্রাউজারে লোকাল ষ্টোরেজ নামে আরো উন্নত ফিচার তৈরীর কাজ চলছে।

নোকিয়া মোবাইল : স্কাইপি থেকে ভিডিওকল Fring offers first mobile videocall via Skype

ফ্রিং নামের সফটওয়্যারের কথা হয়ত জানেন। এর মাধ্যমে মোবাইল ফোনে স্কাইপি, আইসিকিউ, ফেসবুক ইত্যাদি ব্যবহার করা যায়। এতদিন পর্যন্ত এটা ব্যবহার করে ভয়েস কল করা যেত। এখন এটা ব্যবহার করে ভিডিও কল করা যাবে। কিছুদিন আগে ফ্রিং তাদের সফটওয়্যার ঘোষনা করেছিল এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেমের জন্য। এখন নোকিয়াতেও সেটা ব্যবহার করা যাবে।

তারপরও, যেকোন নোকিয়া সেট ব্যবহারকারী এটা ব্যবহারের সুযোগ পাবেন না। নির্দিষ্ট কিছু মডেল থেকে এটা ব্যবহার করা যাবে। এই তালিকায় রয়েছে N95, N97, N97 mini, N82, 5800, X6 ইত্যাদি।

ফ্রিং ডাউনলোড করা যাবে এখান থেকে http://www.fring.com/download/

আইফোনের নতুন ভাইরাস iPhones hacked by new virus

দ্বিতীয়বারের মত আইফোনের ভাইরাস পাওয়া গেছে ব্যবহারকারীর অজান্তে ফোনের দখল নিয়ে ইন্টারনেট কানেকশনের সাথে ব্যবহার করেছে হ্যাকার নেদারল্যান্ডে পাওয়া এই ভাইরাস বিশেষজ্ঞরা পরীক্ষা করছেন বলে জানিয়েছেন

যতদুর জানা গেছে এর মাধ্যমে ব্যাংকের পাশওয়ার্ড সংগ্রহের চেষ্টা করা হচ্ছে আইফোন ব্যবহারকারী ব্যাংকের সাথে যোগাযোগ করলেই সেই তথ্য তখন Duh নামের এই ওয়ার্ম তাকে অন্য সাইটে পাঠিয়ে দিচ্ছে যা দেখে মনে হচ্ছে হ্যাকারের কাজ নেদারল্যান্ডের ব্যাংক নিশ্চিত করেছে যে তাদের ওয়েবসাইটে হামলা করার মাধ্যমে তাদের সুনাম নষ্টের চেষ্টা করা হয়েছে তবে এখন পর্যন্ত ব্যাংকের কোন গ্রাহক অভিযোগ করেনি বলা হচ্ছে এটা নিশ্চিতভাবেই অর্থ লাভের উদ্দেশ্যে করা হয়েছে এবং নেদারল্যান্ড থেকে অন্য যায়গায় ছড়াতে পারে

এর আগে অষ্ট্রেলিয়ায় পাওয়া এবং এই ভাইরাস দুটিই কাজ করেছে আণলক (জেলব্রেক) করে ব্যবহার করা আইফোনে এপল সবসময়ই যার বিরুদ্ধে প্রচার চালায় এখন পর্যন্ত অনুমোদিত আইফোনের হ্যাক করার ঘটনা ঘটেনি

গুগল ফোন Google Phone


গুগল এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষনা দেয়নি কিন্তু কথা ছড়িয়েছে গুগল ফোন নামে মোবাইল ফোন আসতে যাচ্ছে আগামী বছরই এটা পাওয়া যাবে বড় একটা কোম্পানী এটা তৈরীর কাজ করছে বলেও বলা হচ্ছে বাজারে আসার সময় এটা গুগলের নাম ব্যবহার করবে

এর বর্ননা এখনো জানা যায়নি তবে ধরে নেয়া যায় আইফোনকে লক্ষ্য করেই এটা তৈরী স্বাভাবিকভাবেই এতে তাদের নতু গুগল ওএস ব্যবহার করা হবে

যদি সত্যিসত্যিই গুগল ফোন বাজারে আসে তাহলে সেটা হবে এপলের আইফোনের মত সবধরনের তথ্য একসাথে করার আরেকটি ব্যবস্থা ইন্টারনেটের ক্ষেত্রে গুগলের যে আধিপত্য তাতে তারা অনায়াসে খুব বড় ধরনের প্রভাব ফেলতে পারে তথ্য এবং মোবাইল প্রযুক্তিতে

November 24, 2009

বিনামুল্যে ফটোগ্রাফি শিখুন Free Photography Tips


নিউইয়র্ক ইনষ্টিটিউট অব ফটোগ্রাফী তাদের শতবর্ষপুর্তি উপলক্ষে বিনামুল্যে ফটোগ্রাফি শেখার সুযোগ করে দিচ্ছে। ফটোগ্রাফিতে আগ্রহিরা তাদের মাসিক নিউজলেটার পাওয়ার সুযোগ পাবেন। সেইসাথে সাইনআপ করলেই একটি পিডিএফ নির্দেশনা পাওয়া যাবে।

তারা জানিয়েছে, তাদের যে কোন প্রতিবেদন, টিপস, গাইডলাইন ওয়েবসাইটে আসার সময় প্রথমেই নিউজলেটারের মাধ্যমে পাঠানো হবে।

১৯১০ সালে প্রতিষ্ঠিত নিউইয়র্ক ইনষ্টিটিউট অব ফটোগ্রাফি বিশ্বের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় ফটোগ্রাফি স্কুল। তাদের ছাত্রসংখ্যা আমেরিকায় ২০ হাজারের ওপর। এছাড়া বিশ্বের ৫০টির বেশি দেশের ছাত্র তাদের শিক্ষা গ্রহন করে।

রেজিষ্ট্রেশনের জন্য অনলাইন ঠিকানা http://www.nyip.com/ezine/enewsletter.html?code=D320

পুরস্কার পেল প্যানাসনিক LUMIX Digital Camera Win Popular Science Magazine's "The Best Of What's New"

পপুলার সাইন্স ম্যাগাজিন তাদের বাসরিক পুরস্কারের জন্য মনোনিত করেছে প্যানাসনিকের লুমিক্স জিএফ-১ ক্যামেরাকে নতুনের মধ্যে সেরা, এই খেতাব দেয়া হয়েছে এটা বিশ্বের সবচেয়ে ছোট এবং হালকা ক্যামেরা যেখানে ডিজিটাল এসএলআর ক্যামেরার সব বৈশিষ্ট রয়েছে

মাইক্রো ফের থার্ড সেন্সর নামে পরিচিত সেন্সরে তৈরী এই ক্যামেরায় হাই-ডেফিনিশন ভিডিও করা যায় এক্সপ্রেসিভ, রেট্রো, পিওর, এলিগ্যান্ট, মনোক্রোম, ডায়নামিক আর্ট, সিলহুটি এবং কাষ্টম এই প্রিসেটগুলি সহ ক্যামেরাটি সাধারন এবং অভিজ্ঞ সব ধরনের ফটোগ্রাফারদের উপযোগি

ক্যামেরার পাশাপাশি প্যানাসনিকের অয়্যালেস প্রযুক্তি এবং ১ ইঞ্চি পুরুত্বের প্লাজমা হাই ডেফিনিশন টিভি TC-P54Z1 ও পুরস্কার পেয়েছে এর অয়্যারলেস কানেটটিভিটি ব্যবহার করে ৩০ ফুট পর্যন্ত দুরত্বে ৪ গিগাবাইট/সে ভিডিও এবং অডিও সিগন্যাল ব্যবহার করা যায়

November 23, 2009

ভিডিও এডিটিং এর নতুন প্লাগ-ইন proDAD Adorage Effects Package 11


যারা Adobe Premiere, AVID Liquid, Edius, Ulead Media Studio/Video studio, Magix Video Deluxe কিংবা Sony Vegas ব্যবহার করে বিয়ে, জন্মদিন অথবা অন্যান্য পারিবারিক ভিডিও এডিট করেন তাদের জন্য ট্রানজিশন এবং ভিডিও ইফেক্টের প্লাগইন এডোরেজ এর নতুন ভার্শন Adorage Effects Package 11 ছাড়া হয়েছে। প্রোড্যাড এর তৈরী এই ফ্লাগ-ইনের আগের ভার্শন ২০০৮ সালে সেরা পুরস্কার পেয়েছিল।

নতুন ভার্শনে অন্যান্য ইফেক্টের সাথে বিশ্বভ্রমন ভিত্তিক ৫০০০ ইফেক্ট রয়েছে। বিভিন্ন দেশের ম্যাপ, পতাকা ইত্যাদি দিয়ে হাই-ডেফিনিশন ট্রানজিশন ব্যবহার করা যাবে। এছাড়া এই ভার্শন আগের থেকে ৪০% দ্রুত কাজ করবে।

লাইটরুম ৩ হেল্প Lightroom 3 Beta help posted

ছবি ঠিক করার সফটওয়্যার এডবি লাইটরুম ৩ এখনও ফুল ভার্শন ছাড়া হয়নি যারা বেটা ভার্শন ব্যবহার করছেন তাদের জন্য হেল্প যোগ করা হয়েছে প্রোগ্রামের ভেতর থেকে F1 চাপ দিয়ে এই পেল্প ব্যবহার করা যাবে, অথবা তাদের ওয়েবসাইটে http://help.adobe.com/en_US/Lightroom/3.0/Using/index.html থেকেও পাওয়া যাবে

ব্যবহারকারী কিভাবে ছবি ইমপোর্ট করবেন থেকে শুরু করে এডিটিং সহ প্রিন্ট, ওয়েব গ্যালারী তৈরী কবকিছু ধাপেধাপে বর্ননা করা হয়েছে এতে এখনও লাইটরুম ৩ ব্যবহার শুরু না করলে আজই ডাউনলোড করে দেখতে পারেন

November 22, 2009

সবচেয়ে দ্রুতগতির ভিডিও কার্ড world’s fastest video card Radeon HD5970


এএমডি তাদের এইচডি৫### সিরিজের নতুন কার্ড বাজারে ছেড়েছে। তাদের কার্ড ক্রমেই গতি বাড়িয়েই চলছে। তাদের বর্তমানের কার্ডে ব্যবহার করা হয়েছে দুটি পৃথক সাইপ্রেস কোর, প্রতিটির জন্য ১ গিগাবাইট করে জিডিডিআর৫ মেমোরী। ভিডিও ইঞ্জিনের স্পিড ৭২৫ মেগাহার্টজ, মেমোরী স্পিড ১ গিগাহার্টজ। এতে ডিরেক্টএক্স ১১ সাপোর্ট রয়েছে।

বলা হচ্ছে সব পরীক্ষা এটা আগের মডেল HD5850 থেকে দ্বিগুন পারফরমেন্স দেখাতে সক্ষম। বাস্তবেও সব পরীক্ষায় এটিআই এর এই কার্ড এনভিডিয়াভিত্তিক যে কোন কার্ডের থেকে এগিয়ে। অবশ্য দামের ক্ষেত্রেও তাই। এই কার্ডের দাম ৬০০ ডলার।

যারা প্রফেশনাল এনিমেশনের কাজ করেন তারা নাহয় নাই কিনলেন, যারা একেবারে লেটেষ্ট থ্রিডি গেম খেলতে চান তাদের কাছে এটা আর এমন বেশি কি!

দক্ষিন কোরিয়ায় আইফোন South Koreans to get Apple's iPhone this week

এ সপ্তাহেই দক্ষিন কোরিয়ায় এপলের আইফোন বিক্রি শুরু হচ্ছে দক্ষিন কোরিয়ার কেটি কর্পোরেশন একথা জানিয়েছে এরফলে বিশ্বের সবচেয়ে বেশি মোবাইল ফোন ব্যবহারের দেশে বিশ্বসেরা মোবাইল ফোন প্রবেশ করতে যাচ্ছে

এমাসের ২৮ তারিখ থেকে দক্ষিন কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম মোবাইল সেবা প্রতিষ্ঠান কেটি কর্পোরেশন সেখানে আইফোনের বিক্রি শুরু করবে বর্তমানে সেখানে সেদেশেরই তৈরী স্যামসাং এবং এলজি ফোন সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেখানে আইফোন কতটা জনপ্রিয়তা লাভ করবে সেটা অনেকেরই আগ্রহের বিষয় উল্লেখ করা যেতে পারে গতমাসে চীনে আইফোন বিক্রি শুরু হয়েছে এছাড়া জাপান, ভারত এবং অষ্ট্রেলিয়ায় ও ব্যবহৃত হচ্ছে

দক্ষিন কোরিয়ার বৃহত্তম মোবাইল সেবা প্রতিষ্ঠান এসকে টেলিকমের সাথেও এপলের কথা চলছে বলে জানা গেছে

গেম নির্মাতারা এন্ড্রয়েডের পেছনে ব্যয় কমাচ্ছে Game developers cutting cost for Android


আইফোনকে সামনে রাখার জন্য গেম নির্মাতারা এন্ড্রয়েড ভিত্তিক গেম তৈরীর খরচ কমিয়ে আনছে কারন খুব সহজ, এন্ড্রয়েড গেমের তুলনায় আইফোনের গেমের বিক্রি ৪০০ গুন বেশি ফ্রান্সের মোবাইল গেম নির্মাতা প্রতিষ্ঠান গেমলফট বিনিয়োগকারীদের এক সন্মেলনে একথা জানিয়েছে

রয়টারের নিপোর্ট অনুযায়ী গেমলফট এর প্রধান বলেছেন আরো অনেক কোম্পানী একাজই করছে এনড্রয়েড সফটওয়্যার বিক্রি কম হওয়ার পেছনে তাদের বিক্রি ব্যবস্থাকে দুর্বল বলে উল্লেখ করা হয়েছে

এপ্লিকেশন ষ্টোরে যাকিছু গেম পাওয়া যায় তার ৭৫ ভাগ গেমলফট এর তৈরী আইফোনের কাছে গেম একটা গুরুত্বপুর্ন বিষয় বিশেষ করে নতুন আইপড টাচ ছাড়ার পর তারা একে নিনটেনডো কিংবা সনির গেম কনসোলের সাথেই তুলনাযোগ্য মনে করে

আইফোনের জন্য বর্তমানে ২১ হাজার গেম রয়েছে অন্যদিকে নিনটেনডোর রয়েছে ৩ হাজার ৬০০ এবং সনির ৬০০ এমাসেই এপল জানিয়েছিল আইফোনের জন্য মোট গেমের সংখ্যা ১ লক্ষের বেশি এবং এপর্যন্ত ২০০ কোটির বেশি ডাউনলোড করা হয়েছে

পে-পলের প্রতিদ্বন্দি হতে পারে রেভল্যুশন American Express takes aim at PayPal with Revolution

অনলাইনে অর্থ লেনদেনের ব্যবস্থা রেভল্যুশন মানি চালু হয় ২০০৫ সালে, এওএল এর প্রতিষ্ঠাতা ষ্টিভ কেস এর মাধ্যমে। আমেরিকান এক্সপ্রেস এটা কিনে নিচ্ছে ৩০ কোটি ডলারে। অল্প খরচে অনলাইনে অর্থ লেনদেনের এই ব্যবস্থা আমেরিকান এক্সপ্রেসের হাতে গেলে দ্রুতই তা জনপ্রিয় হবে বলে মনে করছেন অনেকে। এমনকি বর্তমানে জনপ্রিয় পে-পলের প্রতিদ্বন্দি হয়ে উঠতে পারে।

রেভল্যুশনকে অনেকবারই পে-পল কিলার হিসেবে মনে করা হয়েছে কিন্তু কখনই বাস্তবে সেটা হয়ে ওঠেনি। বরং পে-পল ইন্টারনেট ছাড়াও মোবাইল ফোনে, ফেসবুকের মত সোস্যাল নেটওয়াকিং সাইটের মাধ্যমে অর্থ লেনদেনের পদ্ধতি চালু করেছে।

বলা হচ্ছে রেভল্যুশন বিশেষ ধরনের কার্ডব্যবস্থা ব্যবহার করবে যাকে বর্তমানের ক্রেডিট বা ডেবিট কার্ডের মত ব্যবহার করা যাবে। ইন্টারনেটে ভিত্তিক এই কার্ড পে-পল, গুগল সার্ভিসের সাথে কাজ করবে।

November 21, 2009

সনির নতুন প্রফেশনাল ক্যামেরা Sony Announces the NXCAM: A Professional AVCHD Camcorder


সনি প্রথমবারের মত এভিসি-এইচডি ফরম্যাটের প্রফেশনাল ক্যামেরার ঘোষনা দিয়েছে। এতে মেমোরী ষ্টিক প্রো ডুয়ো কার্ডে হাই-ডেফিনিশন ভিডিও রেকর্ড হবে। NXCAM নামের এই ক্যামেরার প্রোটোটাইপ প্রদর্শন করেছে তারা।

এতে তাদের জি-লেন্স ব্যবহার করা হবে। অপটিক্যাল জুম ২০এক্স, তিনটি ১/৩ ইঞ্চি সিমোস সেন্সর এগুলি তাদের HVR-Z5U মডেলের কথাই মনে করিয়ে দেয়। পার্থক্য টেপের বদলে এতে দুটি মেমোরী ষ্টিক কার্ড স্লট। এছাড়া অপশনাল ১২৮গিগাবাইট ফ্লাশ মেমোরীও নেয়া যাবে।

ফুল ১৯২০-১০৮০ হাই ডেফিনিশন (২৪এমবিপিএস) ক্যামেরায় ৬০আই, ২৪পি এবং ৩০পি মোডে রেকর্ড করা যাবে। এছাড়া ৭২০/৬০পি অপশনও থাকবে। এভিডি-এইচডি ফরম্যাটের পাশাপাশি এই ক্যামেরা সরাসরি ডিভিডির এমপেগ-২ ফরম্যাটেও রেকর্ড করতে পারবে।

আগামী বছরের শুরুতেই এটা বাজারে পাওয়া যাবে। দাম জানানো না হলেও ধারনা করা হচ্ছে HVR-Z5U এর কাছাকাছি হবে।

সিগমার স্কলারশীপ প্রতিযোগিতা Sigma USA announces scholarship contest

এতে অংশগ্রহনের সুযোগ শুধুমাত্র আমেরিকার ছাত্র-ছাত্রীদের। তারপরও কোথায় কি হচ্ছে জানার আগ্রহ থাকতেই পারে। ক্যামেরার লেন্স নির্মাতা সিগমা ফটোগ্রাফি সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনার জন্য স্কলারশীপের আয়োজন করেছে। বিজয়ী পাবে নগদ ৫ হাজার ডলার, সাথে ১ হাজার ডলারের কামেরা সামগ্রী। অংশ নেয়ার জন্য ৮০০ শব্দের রচনা লিখতে হবে এবং তারসাথে মিল রেখে ছবি জমা দিতে হবে।

আপনার অংশগ্রহনের সুযোগ না থাকলেও এথেকে ধারনা করতে পারেন সমাজে ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে ব্যক্তি এবং শিক্ষাব্যবস্থাকে সহায়তা করে।

নোকিয়ায় ছাটাই Nokia to lay off R&D staffers

মোবাইল ফোনের ক্ষেত্রে এখনও শীর্ষস্থান ধরে রাখা নোকিয়া জানিয়েছে তারা তাদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বিভাগের ৩৩০ জন কর্মী ছাটাই করছে। এক রিপোর্টে দেখানো হয়েছে গত ৩ মাসে মোবাইল ফোনের ক্ষেত্রে এপলের লাভ তাদের লাভকে ছাড়িয়ে গেছে। এবছর দ্বিতীয়ভাগে নোকিয়ার বাজার আগের তুলনায় ৩৫ শতাংশ কমে গেছে। গত বছর একই সময়ে তা ৫০ ভাগ কমেছিল।

বছরের তৃতীয়ভাগের হিসেবে দেখানো হয়েছে নোকিয়ার ৮৩ কোটি ২০ লক্ষ ডলার ক্ষতি হয়েছে। বিক্রি কমেয়ে ২০ ভাগ। কাজেই খরচ কমাতে এই পদক্ষেপ।

বর্তমানে নোকিয়ার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বিভাগে ১৭ হাজারের বেশি মানুষ কর্মরত রয়েছেন।

অনওয়ানের ফটো এসেন্সিয়াল ৩ onOne ships Photo Essentials 3


অনওয়ান তাদের ফটোশপ এবং লাইটরুমের জন্য প্লাগইন ফটো এসেন্সিয়াল এর নতুন ভার্শন বাজারে ছেড়েছে। আগের ভার্শনকে একেবারে নতুনভাবে সাজানো হয়েছে এতে। ছবিকে সুন্দর করার জন্য অপশনগুলি একেবারে বোধগম্য, মেক ইট বেটার, কাট ইট আউট, মেক ইট কুল, ফ্রেম ইট, এনলার্জ ইট ইত্যাদি।

মেক ইট বেটার অপশন ব্যবহার করে খুব সহজে ছবির আলো, রং ইত্যাদি ঠিক করা যাবে। ছবিতে মানুষ আছে কি-না বলে দিলে সফটওয়্যার নিজেই প্রয়োজনীয় পরিবর্তন করবে। কাট ইট আউট খুব সহজে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড বাদ দেবে। মেক ইট কুল অপশনে ৭টি ভিন্ন ভিন্ন ফিল্টার ব্যবহার করা যাবে। এগুলি তাদের ফটোটুলস সফটওয়্যার থেকে নেয়া। ফ্রেম ইট অপশন থেকে ছবির চারিদিকে পছন্দমত ফ্রেম ব্যবহার করা যাবে।

সফটওয়্যারটি ফটোশপ, লাইটরুম, ফটোশপ এলিমেন্টস এর উইন্ডোজ এবং ম্যাক ভার্শনে কাজ করবে। আপগ্রেডের দাম ৫০ ডলার।

November 20, 2009

স্কাইপি বিক্রি হল ২০০ কোটি ডলারে EBay completes sale of Skype for $2 billion

বিনামুল্যে অথবা নামমাত্র মুল্যে ইন্টারনেটের মাধ্যমে টেলিফোন করার ব্যবস্থা স্কাইপি বিক্রি করে দিল ই-বে। বিক্রির মোট মুল্য ২০০ কোটি ডলার। ক্রেতার তালিকায় রয়েছেন স্কাইপির নির্মাতা সহ অন্যান্য বিনিয়োগকারী।

ই-বে জানিয়েছে তারা ৭০ ভাগ শেয়ারের জন্য পাবে ১৯০ কোটি ডলার। এছাড়া সাড়ে ১২ কোটি ডলার আগামীতে পাবে। বাকি ৩০ ভাগ শেয়ার তারা রেখে দিচ্ছে।

হ্যাসলব্লেড ৫০ মেগাপিক্সেল ক্যামেরা Hasselblad creates 50MP multi-shot camera


হ্যাসলব্লেড H3DII-50 মাল্টিশট মিডিয়াম ফরম্যাট ক্যামেরা বাজারে ছেড়েছে এর আগে ২০০৮ সালে তারা আগের ৩৯ মেগাপিক্সেল মডেল ছেড়েছিল যেকোন কিছুর একেবারে ডিটেল, ধুলার কনা পর্যন্ত উঠানো সম্ভব এই ক্যামেরায়

মুলত সাইন্টিফিক এবং টেকনিক্যাল কাজে এইধরনের ক্যামেরা ব্যবহার করা হয় আপনার হয়ত জানা আছে এপোলোর চাদ অভিযানে ছবি উঠানোর জন্য হ্যাসেলব্লেড ক্যামেরা ব্যবহার করা হয়েছিল

বলা হচ্ছে নতুন এই মডেলের দাম তাদের আগের মডেলের তুলনায় কম তারপরও, ২৩,০০০ ইউরো