November 30, 2009

গুগলের দিকে এগোচ্ছে বাইডু Baidu Targets Google With Mobile Search App

দ্রুতগতির অর্থনৈতিক উন্নতির সাথে তাল রেখে সবদিকেই দ্রুতগতিতে এগোচ্ছে চীন মোবাইল ফোনের চাহিদা বাড়ছে দ্রুতহারে সেইসাথে বাড়ছে নিজস্ব প্রযুক্তি এবারে গুগলের সার্চ ইঞ্জিনকে চ্যালেঞ্জ করতে আসছে তাদের সার্চ ইঞ্জিন বাইডু মোবাইল ফোনে ইনষ্টল করা অবস্থায় দেয়া হবে এটা

এখন পর্যন্ত চীনে গুগলের তুলনায় বাইডু অনেক এগিয়ে বলা হয় গুগল ব্যবহার হয় ২০ ভাগ যেখানে বাইডু ব্যবহার করা হয় ৭০ ভাগ বর্তমানে মুলত প্রিয় গান খোজার মত কাজে ব্যবহৃত হয় সার্চ ইঞ্জিন নতুন বাইডু (এখনও বেটা পর্যায়ে) মেসেজ বোর্ড, অনলাইন সার্ভিসের প্রশ্ন-উত্তর খোজা সবকাজেই ব্যবহার করা যাবে এতে মোবাইল ফোন থেকে ইন্টারনেটে ছবি আপলোড করার ব্যবস্থাও থাকবে

চায়না ইউনিকম জানিয়েছে তারা থ্রিজি হ্যান্ডসেটে এগুলি ইনষ্টল করা অবস্থায় গ্রাহকের হাতে দেবে এজন্য হ্যান্ডসেট নির্মাতাদের সাথে কথা চলছে বাইডুতে গুগলের মত ম্যাপ ছাড়াও নিউজ সার্চ, অর্থনীতি বিষয়ক পোর্টাল ইত্যাদি রয়েছে চীনে গুগল কাজ করে চায়না মোবাইলের সাথে গ্রাহক সংখ্যার দিক থেকে এটা বিশ্বে সবচেয়ে বড়

এবছর ২য় ভাগে চীনে ২৭ কোটি মোবাইল সার্চ করা হয়েছে প্রতিবছর দ্বিগুন হারে এটা বৃদ্ধি পাচ্ছে

No comments:

Post a Comment