August 31, 2010

ম্যাকের জন্য অটোক্যাড AutoCAD returns to Mac

এপলের ম্যাক কম্পিউটার অথবা আইফোন, আইপড টাচ কিংবা আইপ্যাড ব্যবহারকারীদের জন্য সুখবর, এখন ম্যাক অপারেটিং সিষ্টেমে ব্যবহার করা যাবে অটোডেস্ক এর তৈরী অটোক্যাড সফটঅয়্যার। ঘরবাড়ি থেকে শুরু করে যেকোন কিছু শুধূ যে ম্যাক অপারেটিং সিষ্টেমের কম্পিউটারে করা যাবে তাই না, আইওএস এর জন্যও রয়েছে অটোক্যাড ডব্লিউএস নামে বিশেষ ভার্শন।
১৯৯০ এর দশকে মাইক্রোসফটের উইন্ডোজকে সুবিধে দিতে ম্যাক থেকে অটোক্যাড সরিয়ে নেয়া হয়। অন্তত অটোডেস্কের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের সেটাই বক্তব্য। তখন উইন্ডোজের জনপ্রিয়তার কারনে ম্যাক ভার্শন তেমন বিক্রি হচ্ছিল না।

জিমেইলে প্রায়োরিটি ইনবক্স Google launches Priority Inbox for Gmail

আপনি কি জিমেইল ব্যবহারের সময় ইনবক্সের অনেক ইমেইলের মধ্যে নির্দিষ্ট মেইল খুজে বের করতে সমস্যা বোধ করেন ? তাহলে আপনার জন্য সমাধান দিচ্ছে গুগল। নতুন ব্যবস্থায় জিমেইলে গুরুত্ব অনুযায়ী ইমেইলকে সাজানো অবস্থায় পাবেন।

মোবাইল ফোন ব্যবসার দিকে যাচ্ছে ইন্টেল Intel buys Infineon unit and expands wireless offer

বিশ্বের বৃহত্তম কম্পিউটার চিন নির্মাতা ইন্টেল মোবাইল ফোনের বিশাল বাজারের দিকে দৃষ্টি দেবে না এটা হয়না। জার্মানীর চিপ নির্মাতা ইনফিনিওন এর অয়্যারলেস ইউনিট কিনে সেটাই প্রকাশ করেছে তারা। ১৪০ কোটি ডলার বিনিয়োগ করে তারা কম্পিউটার বাজারের ওপর নির্ভরতা কমিয়ে স্মার্টফোনের বাজারের দিকে যাচ্ছে। স্মার্টফোন এবং ট্যাবলেটের দিকে ইন্টেলের এটা দুসপ্তাহের মধ্যে দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগ।
ইনফিনিওন এর মোবাইল ইউনিট এপলের আইফোন ছাড়াও নোকিয়া, এলজি এদের জন্য চিপ তৈরী করে। এটা কেনার ফলে ইন্টেল এখানেও আধিপত্য দেখানো সুযোগ পাবে।

এটিআই যুগ শেষ AMD drops the ATI brand

পিসি-গেমারদের জন্য রীতিমত দুঃসংবাদের মত বিষয়টি, এটিআই নামে কোন কার্ড থাকছে না। এতদিন এনভিডিয়ার সাথে প্রতিদ্বন্দিতা চলত একমাত্র এটিআই-এর। এএমডি এটিআইকে কিনে নেবার পর সেই প্রতিদ্বন্দিতা আরো বেড়েছে। এখন এএমডি সিদ্ধান্ত নিয়েছে, এটিআই আর নয়। যাকে বলা হত এটিআই-রেডঅন কিংবা এটিআই-ফায়ারপ্রো, তাকে বলা হবে শুধুই রেডঅন কিংবা ফায়ারপ্রো।

August 30, 2010

গেম কনসোল আনতে যাচ্ছে লেনোভো China's Lenovo to launch game console

চীনের বৃহত্তম আইটি প্রতিষ্ঠান লেনোভো জানিয়েছে তারা এবছরই ভিডিও গেম কনসোল আনতে যাচ্ছে। এক্ষেত্রে বর্তমানের নিনটেনডো, এক্সবক্স, প্লেষ্টেশন এদের সাথে প্রতিদ্বন্দিতা করবে তারা। অন্য অনেক ব্যবসায় সমস্যা দেখা দিলেও এই ব্যবসা রমরমা।
লেনোভো এরই মধ্যে তাদের ই-বক্স এর প্রোটোটাইপ তৈরী করেছে এবং বেইজিং ইডু টেকনোলজি নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সেটা তৈরী করবে বলে জানা গেছে।

নাইকন পি-৯০ এবং ডি-৯০ এর বদলে আসছে পি-৭০০০ এবং ডি-৭০০০

নাইকণের জনপ্রিয় এসএলআর ক্যামেরা ডি-৯০ এর বদলে ডি-৭০০০ তৈরী হচ্ছে এবং ফটোকিনা মেলায় আসতে যাচ্ছে একথা জানা গেছে আগেই। এখন বলা হচ্ছে আরো আগেই এটা বাজারে পাওয়া যাবে। সাথে পি-৯০ এর বদলী পি-৭০০০। সেপ্টেম্বরের ৮ এবং ১৫ তারিখ থেকে এগুলি বিক্রি শুরু হবে।
কুলপিক্স সিরিজের পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরা পি-৯০ এর নতুন মডেল পি-৭০০০ এ রেজ্যুলুশন কমিয়ে ১০ মেগাপিক্সেল করা হচ্ছে। সেইসাথে এতে র-শ্যুটিং এবং ৭২০পি ভিডিও রেকর্ডিং যোগ করা হচ্ছে। এতে লেন্স থাকবে ২৮-২০০ মিমি।
আর ডি-৭০০০ মডেলে ১০০% কাভারেজ ভিউফাইন্ডার, ডুয়াল মেমোরী কার্ড স্লট এবং কন্টিনিউয়াস অটোফোকাস ভিডিও মোড থাকবে।

উফার ছাড়া সাবউফার World's most amazing subwoofer has no woofer

স্পিকার সিষ্টেমে সাবউফার নামের বড় আকারের স্পিকার থাকবে এটাই স্বাভাবিক। যেমন ৮০০ ডলার দামের এপিক এম্পায়ার নামের সাবউফারে রয়েছে ক্লাস ডি এর ৬০০ ওয়াট ১৫ ইঞ্চি উফার। ওজন ৬০ কেজি।
সেতুলনায় পাশের ছবিটি দেখুন। একেবারে ইলেকট্রিক ফ্যান। চালু করলে ফ্যানের মত ঘুরতেও থাকবে। কিন্তু কাজ করবে স্পিকারের। আর যে শব্দ পাওয়া যাবে তার তুলনা নেই।
এমিনেন্ট টেকনোলজির তৈরী টিআরডব্লিউ-১৭ (TRW-17) রোটারী উফার এর কোন বক্স নেই। একেবারে খোলা অবস্থায় থাকে ব্লেডগুলি। এর কর্মক্ষমতা একবার দেখুন। এথেকে ১ হার্টজ ফ্রিকোয়েন্সের শব্দও শোনা যাবে যেখানে ১০০ ডলারের নিচে কোন স্পিকারের ক্ষেত্রে ৩০ হার্টজের নিচের শব্দ বাদ পড়ে যায়। খুব উচু মানের স্পিকার বড়জোর ১৮ হার্টজ ব্যবহার করতে পারে।

August 29, 2010

এইচপি মিনি ৫১০৩ নেটবুকে ডুয়াল কোর এটম প্রসেসর

এমাসের প্রথমদিকে এইচপি তাদের বিজনেস নেটবুক মিনি ৫১০৩ এর কথা জানিয়েছে। এর দুটি মডেলে ব্যবহার করা হয়েছে এ৪৫৫ এবং এন৪৭৫ প্রসেসর। এরই মধ্যে এটা আপডেট করার খবর পাওয়া গেছে। এতে ডুয়াল কোর এটম এন৫৫০ প্রসেসর আনবে। অন্য কোন পরিবর্তন অবশ্য আনা হবে না।
আগামী মাসেই এই নেটবুক বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে সি-নেট।

এক্সটারনাল গ্রাফিক্স সহ ফুজিতসু লাইফবুক এএইচ৫৩০ জিএফএক্স Lifebook AH530 GFX

ফুজিতসুর ল্যাপটপ এএইচব৫৩০ বাজারে পাওয়া যায় আগে থেকেই। একে এএইচ৫৩০ জিএফএক্স নামে নতুনভাবে বাজারে আনা হচ্ছে। পার্থক্য, এতে যোগ করা হয়েছে ১ গিগাবাইট ডেডিকেটেড মেমোরীসহ এক্সটারনাল গ্রাফিক্স কার্ড। আগের অন্য সবকিছু আগের মতই।
১৫.৬ ইঞ্চি গ্লসি ডিসপ্লের এই ল্যাপটপের সাথে ইচ্ছে করলে নেয়া যায় কোর আই৩, আই৫ কিংবা আই৭ প্রসেসর, ৮ গিগাবাইট পর্যন্ত র‌্যাম, ৫০০ গিগাবাইট পর্যন্ত হার্ডডিস্ক। ডিভিডি কিংবা ব্লু-রে পছন্দ করার সুযোগ রয়েছে। এছাড়া এতে এইচডিএমআই পোর্ট রয়েছে।

August 28, 2010

ভাবষ্যতের প্রযুক্তি : হার্ডড্রাইভ-ফ্লাশ মেমোরীর বদলে ফেরোইলেকট্রিক ferroelectric medium can replace magnetic hard drives and flash memory

ফেরোইলেকট্রিক শব্দটির মধ্যে বিশেষ কিছু নেই। অনেকদিন ধরেই এনিয়ে কাজ চলছে। জাপানের তোহোকু ইউনিভার্সিটির গবেষকরা ফেরোইলেকট্রিক ডাটা ষ্টোরেজ ব্যবহারে নতুন রেকর্ড গড়েছেন। বলা হচ্ছে এটা বর্তমানের ম্যাগনেটিক হার্ড ড্রাইভ কিংবা ফ্লাশ মেমোরীকে বাতিল করতে পারে।
গবেষনায় তারা প্রতি বর্গইঞ্চি পরিমান যায়গায় ৪ ট্রিলিয়ন বিট তথ্য রাখতে সমর্থ হয়েছেন। সত্যিকারের কাজের পদ্ধতি বেশ জটিল। একাজে ননলিনিয়ার ডায়ালেকটিক মাইক্রোস্কোপ ব্যবহার করা হয়েছে।  

ক্যানন এ৪৯০ ক্যামেরা রিভিউ Canon PowerShot A490

কমদামের ক্যামেরাগুলি ব্যবহারের সময় একটি থেকে আরেকটির পার্থক্য কতখানি বিষয় যতটা চোখে পড়ে তারথেকেও বেশি চোখে পড়ে একের সাথে অন্যের মিল কতখানি। এদিক থেকে ক্যাননের ভুমিকা সবচেয়ে বেশি। তাদের বহু ক্যামেরা মডেল রয়েছে যেগুলি মোটামুটি একই ধরনের। একেবারে কমদামের এ-৪৯০ তেমনই একটি। এব প্রধান বৈশিষ্ট, দাম একেবারেই কম, যথেষ্ট ভাল মানের ছবি, ৩.৩ এক্স জুম (৩৭-১২২মিমি), ৯ পয়েন্ট অটোফোকাস, এডভান্সড ফেস ডিটেকশন ইত্যাদি।

August 27, 2010

স্যামসাং ৯০ এবং ৩০ সিরিজ মনিটর কাজ করবে হাইডেফিনিশন টিভি হিসেবে Samsung 90 and 30 series LCDs play 1080p HDTVs

কম্পিউটার মনিটর এবং টিভির মধ্যে দুরত্ব এখন খুবই কম। একে একেবারে নেই করে দিতে স্যামসাং বাজারে আনছে নতুন সিরিজের মাল্টি-ফাংশন মনিটর। ২১.৫ ইঘ্চি থেকে ২৪ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটর হিসেবে সব প্রয়োজন মেটানোর পর কাজ করবে ফুল হাই ডেফিনিশন ১৯২০-১০৮০ পিক্সেল রেজ্যুলুশনের টিভি হিসেবে। ধরেই নিতে পারেন এরসাথে বিল্টইন টিভি টিউনার রয়েছে। সাথে বিল্ট-ইন স্পিকার এবং রিমোট কন্ট্রোল।
২৪ ইঞ্চি মাপের এলইডি ব্যাকলাইটিং ৯০ সিরিজের ডায়নামিক কন্ট্রাষ্ট রেশিও ৫,০০০,০০০:১ আর ২১.৫, ২৩ এবং ২৪ ইঞ্চি মাপের ৩০ সিরিজের জন্য ৭০,০০০:১।

ভাইকিং এসএসডি লাগানো যাবে মেমোরী স্লটে Viking SSD jacks into memory slot

সাধারন হার্ডডিস্কের বিকল্প হিসেবে এসএসডি ব্যবহার হচ্ছে বেশ কিছুদিন ধরেই। ক্রমেই এগুলির আকার ছোট হয়ে আসছে। সেইসাথে ব্যবহারের সুবিধেও। আগামীতে আপনাকে হার্ডডিস্ক লাগানোর যায়গার জন্য ভাবতে হবে না, মেমোরী লাগানোর যায়গায় সরাসরি বসিয়ে দিলেই চলবে। ভাইকিং তৈরী করেছে এধরনের সাটা এসএসডি।
২৪০ পিনের এই মডিউলগুলি পাওয়ার পাবে মেমোরী স্লট থেকেই। অবশ্য ডাটা লেনদেনের জন্য সাটা কেবল লাগাতে হবে এরসাথে। আর এখান থেকে ২৬০ মেবা/সে রিড-রাইট স্পিড পাওয়া যাবে।

আবহাওয়া থেকে পাওয়া যেতে পারে বিদ্যুত humidity electricity from the air

বেঞ্জামিন ফ্রাংকলিন ঘুড়ি উড়িয়ে আকাশের বিদ্যুতকে ঘরে এনে প্রমান করেছিলেন আকাশের বিদ্যুত আর ঘরের বিদ্যুত একই জিনিষ। আর বর্তমানের বিজ্ঞানীরা চারিপাশের আবহাওয়া থেকে বিদ্যুত তৈরীর সম্ভাবনার কথা ভাবছেন। একে হাওয়া থেকে বিদ্যুত বলা যেত, কিন্তু সেটা বায়ুকলের সাথে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এর নাম দেয়া হয়েছে হাইগ্রোইলেকট্রিসিটি কিংবা হিউমিডিটি ইলেকট্রিসিটি।

এইচ.২৬৪ ভিডিও কোডেক বিনামুল্যে ব্যবহার করা যাবে H.264 video royalty-free

বর্তমান উচুমানের ভিডিওর জন্য বহুল ব্যবহৃত কোডেক এভিসি/এইচ.২৬৪ (এমপেগ-৪) এর নির্মাতা এমপেগ-লা জানিয়েছে তারা শর্তসাপেক্ষে ২০১৬ পর্যন্ত কোন রয়্যালটি নেবে না। অর্থাত এটা ব্যবহার করলে তাদের টাকা দিতে হবে না। শর্তের মধ্যে রয়েছে সেগুলি বিনামুল্যে বিতরনের জন্য ব্যবহার করতে হবে।

স্যমসাং এর ঘোষনা : নতুন এনএক্স ক্যামেরা মানুষের জীবন পাল্টে দেবে Life-Changing Samsung NX Camera

স্যামসাং এর প্রেসিডেন্ট সাং জিন পার্ক এক সংবাদ সন্মেলনে বলেছেন তাদের নতুন এনএক্স ক্যামেরা সৃষ্টিশীলদের জীবন পাল্টে দেবে। এই ক্যামেরা আনা হবে সেপ্টেম্বরের ২০ তারিখে, ফটোগ্রাফি বিষয়ক বিশ্বের সবচেয়ে মেলা ফটোকিনায়, জার্মানীর কোলনে। এখনো এই ক্যামেরার নাম জানানো হয়নি।

জিমেইলে ভয়েস কল : প্রথম দিনে ১০ লক্ষ Google: 1 million Gmail calls during first day

গুগল আনুষ্ঠানিকভাবে জিমেইল ব্যবহার করে ল্যান্ডফোন বা মোবাইল ফোনে কল করা সুযোগ করে দিয়েছে। আর প্রথম ২৪ ঘন্টায় কলের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে গেছে। গুগল তাদের টুইটারে এই তথ্য প্রকাশ করেছে।
বিষয়টিকে সংখ্যার আলোকে দেখলে যা দাড়ায় তা হচ্ছে, আমেরিকার জনসংখ্যা ৩০ কোটি, একজন মানুষ যদি গড়ে দিনে ১০টি করে কল করে (২০০৮ সালে এক জরিপে দেখা গেছে একজন ব্যক্তি মাসে ২০৮টি কল করে), তাহলে আমেরিকার প্রতি ৩ হাজার কলের একটি করা হয়েছে এই সার্ভিস ব্যবহার করে।

August 26, 2010

ক্যাননের ইমেজ-ষ্ট্যাবিলাইজেশন মোড ২ এর দুটি সুপার-টেলিফটো লেন্স Canon EF 300mm f/2.8L IS II USM & EF 400mm f/2.8L IS II USM

একেবারে নতুনভাবে ডিজাইন করা ইমেজ ষ্ট্যাবিলাইজেশন মোড ২ (আইএস-২) এর দুটি লেন্সের ঘোষনা দিয়েছে ক্যানন। Canon EF 300mm f/2.8L IS II USM এবং  EF 400mm f/2.8L IS II USM লেন্সদুটি বাজারে পাওয়া যাবে ডিসেম্বর থেকে।
দুটি লেন্সই ১২টি গ্রুপে ১৬টি এলিমেন্ট দিয়ে তৈরী। ক্রোমাটিক এবারেশন দুর করার জন্য হাই পারফরমেন্স ফ্লুরোলাইট লেন্স ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে ক্যাননের সর্বাধুনিক সুপার স্পেকট্রা কোটিং রয়েছে।

নোকিয়া মোবাইল সি-৭ Nokia C-7

নোকিয়ার সি-৭ মোবাইল হ্যান্ডসেটে চমক লাগানো কিছু আছে একথা নিশ্চয়ই কেউ দাবী করবেন না। তারপরও, যা আছে তা আগ্রহ সৃষ্টি করার জন্য যথেষ্ট। একে এন-৮ এর কমদামী ভার্শন বলা যেতে পারে অনায়াসে।
এতে দাম কমানোর জন্যই সম্ভবত বডিতে এল্যমিনাম এর বদলে প্লাষ্টিক ব্যবহার করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য ক্যামেরার ক্ষমতা কমানো। এন-৮ এর ১২ মেগাপিক্সেল এর বদলে ৮ মেগাপিক্সেল, জিনন ফ্লাশের বদলে এলইডি ফ্লাশ।
এছাড়া এইচডিএমআই পোর্ট বাদ দেয়া হয়েছে। মেমোরী ৮ গিগাবাইট করা হয়েছে। বাকিদের মধ্যে ৩.৫ ইঞ্চি এনএইচডি এমোলেড ডিসপ্লে, ৬৮০ মেগাহার্টজ সিপিইউ, ২৫৬ মেগাবাইট র‌্যাম, ১২০০ মিলিএম্পিয়ারআওয়ার ব্যাটারী এবং সিমবিয়ান ৩ অপারেটিং সিষ্টেম একই রয়েছে।
এছাড়া এতে থ্রিজি, ওয়াইফাই বি/জি/এন, ব্লুটুথ ৩.০ ইত্যাদি অয়্যারলেস কানেকটিভিটি রয়েছে।

নিজেই ফিতে বাধবে নাইক জুতা

জুতার ফিতে বাধা নিয়ে কি আপনি চিন্তিত ? ছোটদের জুতার ফিতে বেধে দিতে হয়, তার সমাধান করা হয়েছে নানাভাবে। ফিতে প্রয়োজন নেই, টেনে আটকে দিলেই চলে। বড়দের জুতাতেও এর ব্যবহার রয়েছে। এতে সন্তুষ্ট নয় বিশ্বখ্যাত জুতানির্মাতা নাইক। তারা পেটেন্ট আবেদন করেছে এমন ব্যবস্থার যেখাতে জুতা নিজেই ফিতে বাধবে।
এই জুতায় একধরনের চার্জিং ব্যবস্থা থাকবে। আলোর ব্যবস্থাও রয়েছে ফিতে বাধার সহায়তা করার জন্য।

আইফোনের জন্য সনি স্পিকার Sony iRDP-X50iP speaker dock for iPhone

এমপিথ্রি প্লেয়ারের প্রতিযোগিতায় সনি পিছিয়ে পড়েছে বটে, তারপরও কোনভাবে নিজেদের কিছু তারা রাখতে আগ্রহি। অত্যন্ত জনপ্রিয় আইফোন এবং আইপড টাচ এর সাথে ব্যবহার উপযোগি শক্তিশালি স্পিকার আনছে তারা। একেবারে সাধারন ডিজাইনের এই স্পিকার থেকে ৪০ ওয়াট ক্ষমতার শব্দ পাওয়া যাবে।
এতে আইফোন বা আইপ্যাড রাখার ব্যবস্থা রয়েছে। ব্যবহারের জন্য রিমোট রয়েছে যা আইফোনের সব কাজ করতে পারে। অক্সিলারি ইনপুটের ব্যবস্থাও রয়েছে। মেগাবাস অডিও এনহ্যান্সমেন্ট সার্কিটের এই স্পিকারের মাপ ১৪.১ ৬.৬ ৬ ইঞ্চি।

ডাকটিকিটের আকার এসএসডি তৈরী করেছে সানডিস্ক SanDisk postage-stamp-sized integrated SSD

মানুষ ক্রমেই আগ্রহী হয়ে উঠছে একেবারে পাতলা আকারের ল্যাপটপ, নোটবুক ইত্যাদির দিকে। সাধারন হার্ডডিস্কের বদলে সলিড ষ্টেট ড্রাইভ (এসএসডি) এসেও তারসাথে তাল মেলাতে পারছে না। এর সমাধান দিচ্ছে সানডিস্ক। তারা তৈরী করেছে বিশ্বের সবচেয়ে পাতলা ইন্টিগ্রেটেড এসএসডি। এটা সাধারন ডাকটিকিটের মত, পুরুত্ব মাত্র ০.০৭২ ইঞ্চি (১.৮৫ মিমি)। ওজন ০.৮৩ গ্রাম। আপাতত ৪ গিগাবাইট থেকে ৬৪ গিগাবাইট ধারনক্ষমতার পাওয়া যাবে।
সানডিস্ক জানিয়েছে এটা প্রথম ফ্লাশ এসএসডি যা ষ্টান্ডার্ড সাটা ইন্টারফেস ব্যবহার করবে। ছোট আকারের কারনে নির্মাতা যায়গা নিয়ে সমস্যায় না পরেই ব্যবহারের সুযোগ পাবেন।

ক্যানন ৬০ডি ক্যামেরা Canon EOS 60D Overview

সেমি-প্রফেশনাল নামে পরিচিত ক্যাননের ৫০ডি এর পরবর্তী মডেল ৬০ডি ঘোষনা করেছে ক্যানন। যারা একই সাথে উচু মানের ছবি চান অথচ খুবদামী ক্যামেরা কিনতে সমর্থ্য নন তাদের জন্য মানানসই এই ক্যামেরা। ৭ডি এর পরিবর্তে ব্যবহারযোগ্য (যেমন নাইকন ডি৩০০এস এর বদলে ডি৯০)। আরো সরলভাবে বললে. যারা শখের থেকে আরেকটু এগিযে ফটোগ্রাফি থেকে অর্থ উপার্জন করতে চান তাদের জন্য সুবিধেজনক এই ক্যামেরা।
১৮ মেগাপিক্সেল সেন্সর, ফুল হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং, ভেরি-এঙ্গেল এলসিডি ইত্যাদি নিয়ে এই ক্যামেরার নতুন ডিজাইনে আকার কিছুটা ছোট করা হয়েছে। একটা কারন হতে পারে নাইকন ডি৯০/ডি৩০০এস সাথে প্রতিযোগিতা, যেখানে ক্যানন সবসময়ই পিছিয়ে থেকেছে। রেজ্যুলুশন ১৮ মেগাপিক্সেল করে একে ৭ডি এবং রেবেল টি২আই এর সমপর্যায়ে আনা হয়েছে। তবে বৃদ্ধির পাশাপাশি হ্রাসের বিষয়ও রয়েছে। কন্টিনিউয়াস শ্যুটিং মোডে আগের ৬.৩ এর যায়গায় এতে ৫.৩ ফ্রেম/সে ছবি উঠানো যাবে।

August 25, 2010

জিমেইলে ভয়েস কলিং পরীক্ষা করছে গুগল Google voice calling in Gmail

জনপ্রিয় ইমেইল সফটঅয়্যার জিমেইল ব্যবহারকারীরা দ্রুতই সেখান থেকে ভয়েস কলিং সুবিধে ব্যবহারের সুযোগ পেতে যাচ্ছেন। জিমেইল পেজের বামদিকের গুগল চ্যাট থেকে এটা ওপেন করতে হবে এবং এটা ব্যবহার করে কল করা বা সিরিভ করা যাবে। এটা অনেকটাই গুগল ভয়েস এর মত।

নোকিয়া এন৯-এ ৬৪ গিগাবাইট ষ্টোরেজ Nokia N9 specs sheet revealed

নোকিয়ার এন৮ এখনও মানুষের হাতে পৌছেনি। এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে পরবর্তী ভার্শন এন৯ নিয়ে। মি-গো ভিত্তিক এই ফোনের প্রসেসর, কানেকটিভিটি, ক্যামেরা থেকে শুরু করে নানারকম বর্ননার কথা প্রকাশ পাচ্ছে। সবশেষ খবর দিয়েছে চীনের একটি ওয়েব সাইট। তারা দাবী করেছে প্রোট্রোটাইপের আগের তথ্য তারা পেয়েছে। তথ্য অনুযায়ী এতে ১ গিগাহার্টজ স্নাপড্রাগন প্রসেসর রয়েছে।
এর ডিসপ্লে হবে ৪ ইঞ্চি ডব্লিউভিজিএ টাচস্ক্রিন। সেটের ওজন হবে ১৬০ গ্রাম। জিপিএস এর সাথে ব্লুটুথ, ওয়াইফাই, থ্রিজি সব ধরনের কানেকটিভিটি থাকবে।

August 24, 2010

সহজে ছবি প্রিন্টের জন্য ক্যানন কম্প্যাক্ট ফটোপ্রিন্টার Canon SELPHY CP800 Compact Photo Printer

খুব সহজে উচুমানের ছবি প্রিন্ট করার জন্য সেলফি সিপি৮০০ প্রিন্টারের ঘোষনা দিয়েছে ক্যানন। ছোট আকারের এই প্রিন্টার ব্যবহার যেমন সহজ, তেমনি আকারে ছোট এবং দাম কম। এর ২.৫ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করে সরাসরি মেমোরী কার্ড থেকে ছবি দেখা, এডিট করা এবং প্রিন্ট করা যাবে।  
ভাল ছবির জন্য স্কিন টোন, ইমেজ অপটিমাইজার, ব্রাইটনেস, শার্পনেস, নয়েজ রিডাকশন, ফেস ডিটেকশন কিংবা ব্যাকলাইট কারেকশন এই বিষয়গুলি ক্যামেরা এবং ইমেজ এডিটিং সফটঅয়্যারে ব্যবহার করা হয়। ক্যানন এই প্রিন্টারে এই সুবিধেগুলি যোগ করেছে। কাজেই এর প্রিন্ট হবে মনের মত।

ক্যাননের ১২০ মেগাপিক্সেল এপিএস-এইচ সেন্সর Canon develops world's first APS-H 120 megapixels CMOS image sensor

ক্যানন জানিয়েছে তারা সফলভাবে এপিএস-এইচ সিমোস সেন্সর আবিস্কার করেছে। এটা ব্যবহার করে ১২০ মেগাপিক্সেল (১৩,২৮০-৯,১৮৪) ছবি উঠানো যাবে। এই মাপের (২৯.২ ২০.২ মিমি) সেন্সরের জন্য এটা বিশ্বের সবচেয়ে বেশি রেজ্যুলুশন।
বর্তমানের ক্যাননের সবচেয়ে বেশি রেজ্যুলুশনের ক্যামেরা ইওস ১ডিএস মার্ক ৩ এবং ইওস ৫ডি মার্ক এর সেন্সর ৩৫ মিমি ফিল্মের সমান, এবং রেজ্যুলুশন ২১.১ মেগাপিক্সেল। ২০০৭ সালে তারা এপিএস-এইচ সেন্সর তৈরী করে যা ৫০ মেগাপিক্সেল।

নোকিয়া মোবাইল ৫২৫০ আসছে ৫২৩০ এর যায়গায় Nokia 5250 replaces 5230

নোকিয়া তাদের ৫২৫০ মোবাইল হ্যান্ডসেটের আনুষ্ঠানিক ঘোষনা দিয়েছে। এর তথ্য আগেই প্রকাশ পেয়েছিল। আজই পরের দিকে এর বিস্তারিত বর্ননা জানানো হবে নোকিয়ার পক্ষ থেকে।

আপডেট : আর অপেক্ষা করা প্রয়োজন নেই। নোকিয়া ফোনের বিস্তারিত জানিয়েছে। ২.৮ ইঞ্চি সাইজের টাচস্ক্রিন ডিসপ্লে রেজ্যুলুশন ৬৪০-৩৬০ (১৬:৯), ব্যাটারী লাইফ ১৮ দিন ষ্ট্যান্ডবাই, ৭ ঘন্টা টক টাইম, ২৪ ঘন্টা গান শোনার যাবে। এর দাম ১৪৬ ডলার।

নাইকন ডি৯০ এর বদলে আসছে ডি৭০০০ Nikon D7000 to replace D90

এসএলআর ক্যামেরায় ভিডিও রেকর্ড করার ব্যবস্থা নিয়ে নাইকন ডি৯০ বাজারে এসেছিল দুবছর আগে। এখনও সেটা জনপ্রিয় ক্যামেরার তালিকায় ১০টির মধ্যে। অনেকেরই প্রতিক্ষা এর পরবর্তী মডেল কখন পাওয়া যায়। সেই প্রতিক্ষার অবসান ঘটিয়ে সেটা বাস্তব হতে যাচ্ছে। নতুন মডেলের নাম ডি৭০০০।
এতে ভিউ ফাইন্ডারে ১০০% কাভারেজ থাকবে (ডি৯০ এর কাভারেজ ৯৬%), রেজ্যুলুশন বাড়িয়ে ১৬ মেগাপিক্সেল করা হবে, এবং ফুল হাই ডেফিনিশন ১৯২০-১০৮০ ভিডিও রেকর্ড করা যাবে। এছাড়া ডুয়াল মেমোরীকার্ডের ব্যবস্থা থাকবে।  দাম ১২০০ ডলার, ডি৯০ এর কাছাকাছি।

সৌরশক্তি চালিত এলইডি ষ্ট্রিটলাইট Solar powered LED streetlight

রাস্তায় নিরাপদে চলাচলের জন্য আলো প্রয়োজন। অনেক দেশেই মানুষকে রীতিমত হিমসিম খেতে হয় এটা সামলাতে। শহরের বাইরে, কিংবা প্রত্যন্ত অঞ্চলে। এসমস্যার সমাধান দিতে আনা হচ্ছে সৌরশক্তির এলইডি বাতি। প্রথমত, এগুলির জন্য কোন বিদ্যুত সংযোগ প্রয়োজন নেই। কাজ করবে নিজে থেকেই। অন্যান্য সুবিধের মধ্যে রয়েছে উজ্জল আলো এবং দীর্ঘদিন ব্যবহারের নিশ্চয়তা। লাইট সাইন্স নামের এক প্রতিষ্ঠান এধরনের বাতি বসাচ্ছে মেক্সিকো সিটির ২৩ কিলোমিটার রাস্তায়।

সনির নতুন দুটি এসএলআর ক্যামেরা Sony A55 and A33

এ৫৫ এবং এ৩৩ নামে আলফা সিরিজে দুটি নতুন ডিজিটাল এসএলআর ক্যামেরার ঘোষনা দিয়েছে সনি। ট্রান্সলুসেন্ট মিরর প্রযুক্তির এই ক্যামেরাদুটি হাইস্পিড শ্যুটিং এ সহায়তা করবে এবং আকারে ছোট। ১৬.২ মেগাপিক্সেল এ৫৫ থেকে ১০ ফ্রেম/সে ছবি উঠানো যাবে এবং বিল্ট-ইন জিপিএস রয়েছে। ১৪.২ মেগাপিক্সেল এ৩৩ ছবি উঠানো যাবে ৭ ফ্রেম/সে, এতে জিপিএস নেই। কন্টিনিউয়াস অটোফোকাস সহ ১০৮০আই ভিডিও রেকর্ডিং, কুইক এফ লাইভ ভিউ, ৩ ইঞ্চি ডিসপ্লে সহ ক্যামেরাগুলি সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে।
বিশ্বে প্রথবারের মত কুইক এএফ এইচডি মুভি যোগ করা হল এই ক্যামেরাদুটির মাধ্যমে। এছাড়া থ্রিডি সুইপ প্যানোরমা, অটো এইচডিআর এবং মাল্টিফ্রেম নয়েজ রিডাকশান ইত্যাদি ফিচার যোগ করা হয়েছে এই ক্যামেরায়।

August 23, 2010

টেক্সট মেসেজ টাইপিং এ নতুন রেকর্ড World record in fast texting

বৃটেনের ২৭ বছর বয়সি একজন মহিলা মোবাইল ফোনে দ্রুত টেক্সট মেসেজ টাইপিং এর নতুন রেকর্ড গড়েছেন। ১৬০ অক্ষর টাইপ করতে তিনি সময় নিয়েছেন ২৬ সেকেন্ডের কম সময়। এজন্য ব্যবহার করা হয়েছে সুইপিসহ স্যামসাং আই৯০০০ গ্যালাক্সি এস।
মেলিসা থমসন আগের রেকর্ড থেকে ৯.৬ সেকেন্ড কম সময় নিয়েছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এর নির্ধারিত একটি মেসেজ টাইপ করে তিনি এই কৃতিত্ব দেখিয়েছেন। তবে তার বক্তব্য, তিনি খুব বেশি মেসেজ টাইপ করেন না বলে তার আঙুল তেমন সচল না।

কোডাকের ছোট আকারের ক্যামেরা Kodak EasyShare M590 slims down with 5x zoom

যারা সবসময় পকেটে ক্যামেরা রাখতে পছন্দ করেন তাদের জন্য ছোট আকারের নতুন ক্যামেরা বাজারে ছেড়েছে কোডাক। ইজিশেয়ার এম৫৯০ মডেলের এই ক্যামেরা ছোট হলেও ৫এক্স অপটিক্যাল জুম রয়েছে। সেইসাথে হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং। এলসিডি আকার ২.৭ ইঞ্চি।
একটিমাত্র বাটন টিপে ছবি কিংবা ভিডিওকে ইন্টারনেটে আপলোড করে শেয়ার করা যাবে। আর ব্যবহার একেবারেই সহজ। ফেস রিকগনিশন এবং স্মার্ট ক্যাপচার ফিচার রয়েছে এই ক্যামেরায়।

এপল আনলক করা আইফোন অকেজো করার প্রযুক্তি আনছে Apple Files for Patent to Disable Jailbroken iPhones

জেলব্রেক কিংবা অন্য কোন পদ্ধতিতে আনলক করা আইফোন এবং অন্যান্য ডিভাইসকে অকেজো করে দেয়ার প্রযুক্তির জন্য পেটেন্ট আবেদন করেছে এপল। সিগন্যালের মাধ্যমে যদি জানা যায় সেটটি নির্দিষ্ট ব্যক্তির বাইরে ব্যবহৃত হচ্ছে তাহলে সেটা বন্ধ করে দেয়া যাবে। যদিও মার্কিন সরকার এপল অনুমোদন করে না এমন কোড ব্যবহারকে বৈধ ঘোষনা করেছে, তারপরও এপল ক্ষমতা নিজের হাতে রাখতে আগ্রহি।

August 22, 2010

ইংল্যান্ড ক্রিকেটারদের জন্য ফেসবুক-টুইটার নিষিদ্ধ England cricketers face Twitter ban

ইংল্যান্ড ক্রিকেট দলের সদস্যদের জন্য টুইটার এবং ফেসবুক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। দলের অধিনায়ক এন্ড্রু ষ্ট্রাউস এবং কর্মকর্তারা একমত হয়ে ক্রিকেট বোর্ডের আইনে এবিষয়ে নতুন ধারা সংযুক্ত করেছেন বলে জানা গেছে।
কর্মকর্তারা মনে করেন এধরনের সোস্যাল নেটওয়ার্ক সাইট ব্যবহারের কারনে ড্রেসিং রুমের তথ্য বাইরে যেতে পারে। এর আগে জাতিয় দলের টিম ব্রেসনান এবং অনুর্ধ ১৯ দলের অধিনায়ক আজিম রফিক এধরনের কাজ করেছেন। রফিককে এক ম্যাচ খেলার বাইরে রাখায় তিনি কোচ সম্পর্কে মন্তব্য লিখেছিলেন এবং ফল হিসেবে তাকে ১ ম্যাচের জন্য সাসপেন্ড হতে হয় এবং ৫০০ পাউন্ড জরিমানাও দিতে হয়।

উইকিলিকস প্রতিস্ঠাতার নামে ধর্ষনের অভিযোগ, গ্রেফতারি পরোয়ানা, পরে প্রত্যাহার

উইলিকসের প্রতিষ্ঠাতা আসেঞ্জির নামে ধর্ষনের অভিযোগ, এই অভিযোগের ভিত্তিতে সুইডেনের গ্রেফতারি পরোয়ানা এবং এরপর খুব দ্রুতই ২৪ ঘন্টার কম সময়ে তা প্রত্যাহার করা হয়েছে। বলা হয়েছে ধর্ষনের যে অভিযোগ আনা হয়েছে সেখানে গ্রেফতার করার মত যথেষ্ট তথ্য নেই।
উইকিলিকসের প্রতিষ্ঠাতা ৩৯ বছর বয়সী অষ্ট্রেলিয়ান বর্তমানে সুইডেনে আছেন বলে ধরে নেয়া হয়। মার্কিন গোপন সামরিক তথ্য ইন্টারনেটে প্রকাশ করে দেয়ার পর থেকেই তিনি আমেরিকার বিরাগভাজন হন। তিনি উইকিলিকসের টুইটার পেজে এই মামলা সম্পর্কে বলেছেন এটা তাকে হেয় করার জন্য করা হয়েছে।

রিকো লং-জুম কম্প্যাক্ট ক্যামেরা Ricoh CX4 long-zoom compact

রিকো তাদের লংজুম কম্প্যাক্ট ক্যামেরা সিএক্স৩ আপডেট করে সিএক্স৪ নামে বাজারে আনার কথা জানিয়েছে। ১০ মেগাপিক্সেল ব্যাক ইল্যুমিনেটেড সিমোস সেন্সরের এই ক্যামেরায়  ১০.৭এক্স ফোল্ডিং অপটিক্যাল জুম (২৮-৩০০মিমি), সেন্সর সিফট ইমেজ ষ্ট্যাবিলাইজেশন, ৩ ইঞ্চি হাই রেজ্যুলুশন ডিসপ্লে, এসডি/এসডিএইচসি ষ্টোরেজ এবং কাষ্টম লিথিয়াম-আয়ন ব্যাটারী রয়েছে।

১৫টি ভাষা ব্যবহারে সক্ষম ভারতীয় ই-বুক রিডার উইংক India's first e-reader Wink

ভারতের ৩৫ ডলারের ট্যাবলেট নিয়ে যখন বিশ্বব্যাপি নানারকম কথাবার্তা চলছে তখন তাদের ইসি মিডিয়া বাজারে এনেছে স্থানীয় ভাষাসহ ১৫টি ভাষা ব্যবহারে সক্ষম ই-বুক রিডার। উইংক নামের এই ইবুক রিডার দেখতে অনেকটাই আগেকার দিনের কিন্ডলেরর মত, কিন্তু ফিচারের দিক থেকে সমৃদ্ধ। ৬ ইঞ্চি ই-পেপার ডিসপ্লে (৮০০-৬০০), ২ গিগাবাইট মেমোরী, ওয়াইফাই, জিপিআরএস কানেকটিভিটি, ১০ হাজার পৃষ্ঠা উল্টানো কিংবা ১০ ঘন্টা গান শোনার উপযোগি ব্যাটারী, ৩.৫ মিমি অডিও জ্যাক, ইউএসবি কানেকটিভিটি রয়েছে এতে। বিভিন্ন ধরনের টেক্সট এবং অডিও ফরম্যাট ব্যবহার করা যাবে এতে।

বাংলাদেশে পাইরেসি বন্ধে হাইকোর্টের নির্দেশ

অডিও এবং ভিডিও পাইরেসি বন্ধে বাংলাদেশ সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সরকার কেন পাইরেসি বন্ধে পদক্ষেপ নেবে না এর কারন জানতে চেয়েছে কোর্ট। প্রতি ৩ মাস পরপর হাইকোর্টে এবিষয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। গাজী মাজহারুল আনোয়ার এবং শেখ শাহেদ আলীর যুক্ত রিট আবেদনের প্রেক্ষিতে এই রুল দেয়া হয়েছে।

August 21, 2010

ক্যানন জি১২ ক্যামেরায় এইচডি ভিডিও, বিল্ট-ইন এইচডিআর New Canon G12 camera brings HD video and in-camera HDR

ক্যাননের জনপ্রিয় জি সিরিজের ক্যামেরার নতুন মডেল জি-১২ এর কথা প্রকাশ পেয়েছে। এতে হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং সুবিধে এবং এইচডিআর মোড যোগ করা হচ্ছে। ক্যানন আনুষ্ঠানিকভাবে এই ক্যামেরার কথা না জানালেও সিনেট-এশিয়া এই তথ্য প্রকাশ করেছে।

মেটজ এর নতুন দুটি ফ্লাশ গান Mecablitz 58 AF-2 and 50 AF-1 flashguns

মেটজ দুটি ফ্লাশগান বাজারে এনেছে। মেকাব্লিটজ ৫৮ এএফ-২ এবং ৫০ এএফ-১। ক্যানন, নাইকন, সনি, পেনট্যাক্স এবং ফোর থার্ড ক্যামেরাগুলির সাথে এগুলি ব্যবহার করা যাবে। এগুলি সহজ মাউন্টিং, দ্রুত লাগানোর ব্যবস্থা সহ ওয়াইড এঙ্গেল ডিফিউজার ব্যবস্থা রয়েছে। ক্যামেরার বিল্টইন মাষ্টার ফাংশন না থাকলেও এএফ-২ অয়্যারলেস ফ্লাশ মাষ্টার হিসেবে ব্যবহার করা যাবে।
বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ধরনের সেটিং ব্যবহারের ব্যবস্থা রয়েছে ফ্লাশগানদুটিতে। সেকেন্ডারী রিফ্লেক্টর প্রোট্রেট ফটোগ্রাফির জন্য সহায়ক। এগুলির ইউএসবি ইন্টারফেস রয়েছে। ফ্লাশের জন্য আপডেট সরাসরি ইন্টারনেট থেকে ইনষ্টল করা যাবে। ফ্লিপ-আউট বিল্টইন রিফ্লেক্টর যেমন ইনডিরেক্ট ফ্লাশ হিসেবে ব্যবহারের সুযোগ দেবে তেমনি এক উল্লম্ব বা আড়াআড়িভাবে ব্যবহার করা যাবে।

আসুসের বিভিন্ন অপারেটিং সিষ্টেমের ৪টি ট্যাবলেট/প্যাড Asus 4 EEE tablets, with a variety of screen sizes and OS

আসুস ভিন্ন ভিন্ন অপারেটিং সিষ্টেম এবং ভিন্ন আকারের ডিসপ্লের ৪টি ট্যাবলেট নিয়ে কাজ করছে। ৮ থেকে ১২ ইঞ্চি ডিসপ্লের এই ট্যাবলেটগুলির মধ্যে রয়েছে উইন্ডোজ ৭, উইন্ডোজ এমবেডেড কমপ্যাক্ট ৭, এন্ড্রয়েড এবং লিনাক্স অপারেটিং সিষ্টেম।
এগুলির মধ্যে সবচেয়ে বড় ১২ ইঞ্চি ডিসপ্লের Asus EEE Pad EP121। এতে উইন্ডোজ ৭ হোম প্রিমিয়াম কাজ করবে। প্রসেসর হিসেবে ইন্টেল কোর ২ ডুয়ো থাকবে। এরসাথে ডকিং ষ্টেশন থাকবে যারফলে অনায়াসে ল্যাপটপের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে।

হাইডেফিনিশন ভিডিও সহ সনির এসএলআর ক্যামেরা Sony Alpha A580 and A560

হাই ডেফিনিশন ভিডিও সহ সনির আলফা সিরিজের দুটি এসএলআর ক্যামেরার খবর প্রকাশ পেয়েছে। এ৫৮০ এবং এ৫৬০ দুটি মডেলে ১৬ মেগাপিক্সেল এবং ১৪ মেগাপিক্সেল সেন্সর থাকবে বলে জানা গেছে। এছাড়া ১০০-১২৮০০ আইএসও, মাইক্রোষ্টিক এবং এসডি কার্ড স্লট, টিলটিং এলসিডি থাকবে। ৯ পয়েন্ট অটোফোকাসের পরিবর্তে ১৫ পয়েন্ট অটোফোকাস ব্যবস্থা আনা হবে।

বারার্ড লুকাস ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি প্রতিযোগিতা Burrard Lucas’ Wildlife Photography Contest

বারার্ড লুকাস তাদের নতুন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি প্রতিযোগিতার জন্য ছবি আহ্বান করেছে। মুক্তভাবে থাকা প্রানীর ছবি পাঠাতে হবে এই প্রতিযোগিতায়। অংশগ্রহনের জন্য কোন ফি নেই। পুরস্কার ক্যাননের ৭ডি ক্যামেরা সহ লেন্সবেবি কম্পোজার এবং স্মাগমাগ প্রো একাউন্ট। ছবি পাঠাতে হবে ৩১ অক্টোবর ২০১০ এর মধ্যে।

ফেসবুকে উত্তর কোরিয়া North Korea joins Facebook

বিশ্বের সবচেয়ে রক্ষনশীল ইন্টারনেটের দেশের একটি উত্তর কোরিয়া কদিন আগে টুইটারে একাউন্ট খুলেছে। সমভেষ খবর, তারা ফেসবুক ব্যবহার শুরু করেছে। তাদের একাউন্টের নাম uriminzokkiri, তাদের ভাষায় জাতি হিসেবে আমাদের নিজস্ব। মুলত আমেরিকা এবং দক্ষিন কোরিয়ার সাথে প্রচারনা যুদ্ধে ব্যবহারের জন্য এটা করা হয়েছে বলে মন্তব্য করছেন অনেকেই।
এক সপ্তাহ আগে তারা টুইটারে একাউন্ট খোলে এবং সেখানে এমন তথ্য রাখে যা দক্ষিন কোরিয়ায় প্রকাশ করা নিষেধ। মোটামুটি একই সময়ে দক্ষিন কোরিয়ায় একজনকে উত্তর কোরিয়ার প্রশংসা করায় জেলে পাঠানো হয়েছে। দক্ষিন কোরিয়ার আইনে উত্তর কোরিয়ার প্রশংসা করা শাস্তিযোগ্য অপরাধ।

August 19, 2010

অলিম্পাসের ৭টি নতুন কম্প্যাক্ট ক্যামেরা 7 New compact digital camera from Olympus

৭টি নতুন কম্প্যাক্ট ক্যামেরার ঘোষনা দিয়েছে অলিম্পাস। এগুলি হচ্ছে অলিম্পাস টি-১০, অলিম্পাস টি-১১০, এফই-৪০৫০, এফই-৫০৪০, এফই-৫০৫০, ষ্টাইলাস ৭০৫০ (মিউ-৭০৫০) এবং এফই-৪৮।
টি-১০ ক্যামেরায় ১০ মেগাপিক্সেল সেন্সরের সাথে রয়েছে আনষ্ট্যাবিলাইজড ৩এক্স অপটিক্যাল জুম (৩৬-১০৮মিমি), ২.৪ ইঞ্চি এলসিডি। এতে দুটি এএ ব্যাটারী ব্যবহার করতে হবে। এসডি/এসডিএইচসি কার্ড ব্যবহার করা যাবে।
টি-১১০ মডেলে রয়েছে ১২ মেগাপিক্সেল সেন্সর, ৩এক্স আনষ্ট্যাবিলাইজড অপটিক্যাল জুম, ২.৭ ইঞ্চি ডিসপ্লে। এর জন্য নিজস্ব লিথিয়াম আয়ন ব্যাটারী রয়েছে।

নাইকনের ৪টি নতুন লেন্স Nikon announced four new lenses

এসএলআর ক্যামেরার জন্য ৪টি নতুন নিকর লেন্স বাজারে আনছে নাইকন। এদের মধ্যে রয়েছে ৫৫-৩০০মিমি ২৮-৩০০ মিমি, ২৪-১২০মিমি এবং ৮৫ মিমি লেন্স।  ভাইব্রেশন রিডাকশন (ভিআর) ২ প্রযুক্তির এই লেন্সগুলির সাহায্যে স্পষ্ট ছবি এবং নিখুত এইচডি ভিডিও রেকর্ড করা যাবে।
নাইকনের নিজস্ব ন্যানো-কৃষ্টাল কোট ব্যবহার করা হয়েছে লেন্সে। এছাড়া নাইকনের সাইলেন্ট ওয়েভ মোটর (এসডব্লিউএম) ব্যবহার করা হয়েছে যা দ্রুত এবং নিখুত অটোফোকাসিংএ সাহায্য করবে।

ক্যানন দুটি ক্যামেরার জুম বাড়িয়েছে Canon SX130 IS and SD4500 IS

যারা ছোট আকারের মেগাজুম ক্যামেরা পছন্দ করেন তাদের জন্য ক্যাননের খবর, ক্যানন তাদের এসএক্স১২০আইএস এর বদলে এসএক্স১৩০আইএস আনছে। ১২ মেগাপিক্সেল এই ক্যামেরায় ১০এক্স বদলে ১২ এক্স জুম ব্যবহার করা যাবে এতে। এছাড়া ৭২০পি ভিডিও রেকর্ডিং, ষ্টেরিও মাইক্রোফোন, বেশকিছু ক্রিয়েটিভ শ্যুটিং মোড যোগ করা হয়েছে মোটামুটি কমদামের এই ক্যামেরায়।
তাদের এসডি৪০০০আইএস ক্যামেরাকে আপডেট করে এসডি৪৫০০আইএস নামে আনছে। সেখানে ১০এক্স জুম যোগ করা হয়েছে। ডিজিটাল এলফ সিরিজের ক্যামেরাটি একেবারে পাতলা। এতে ব্যাক ইল্যুমিনিটেড সিমোস সেন্সর, ডিজিক ৪ প্রসেসর রয়েছে। এছাড়া হাইস্পিড মুভি এবং স্লো-মোশন মুভি (২৪০ ফ্রেম/সে) রেকর্ড করা  যাবে। সাধারনভাবে রেকর্ড করা যাবে। ফুল হাই ডেফিনিশন ১০৮০পি ভিডিও।

নাইকনের নতুন ক্যামেরা ডি৩১০০ Nikon D3100

অনেকদিন থেকে এই ক্যামেরার কথা শোনা যাচ্ছিল, কারো মতে এর নাম ডি৪০০০, কারো মতে ডি৩১০০। শেষপর্যন্ত ডি৩১০০ নামে এর আনুষ্ঠানিক ঘোষনা দিল নাইকন। তাদের অত্যন্ত জনপ্রিয় ডি৫০০০ এবং কমদামের ডি৩০০০ এর মধ্যবর্তী ক্যামেরা বলতে পারেন একে। ডি৫০০০ এর সুবিধে আনা হয়েছে আরো কম দামের ক্যামেরায়।
ডি৩০০০ থেকে এর পার্থক্য অনেক। প্রথমত এর রেজ্যুলুশন বাড়িয়ে ১৪.২ মেগাপিক্সেল করা হয়েছে। ডিএক্স ফরম্যাটের সিমোস সেন্সরের সাথে এক্সপিড২ ইমেজ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফুল হাই ডেফিনিশন ১০৮০পি ভিডিও রেকর্ডের ব্যবস্থা আনা হয়েছে। ভিডিও করার সময় অটোফোকাস পুরোপুরি কাজ করবে (ডি৯০ করে না)। আর প্রয়োজনে ১২,৮০০ পর্যন্ত আইএসও ব্যবহার করা যাবে।

August 18, 2010

জানালা থেকে সৌরবিদ্যুত Spray-on film turns windows into solar panels

আপনার বাড়ির জানালা অথবা বাইরের যে কোনকিছু থেকে সৌরবিদ্যুত তৈরী করতে চান ? বিষয়টি এখন কল্পনায় নেই। কিছুদিনের মধ্যেই একাজ করার সুযোগ পাবেন। নরওয়ের সোলার পাওয়ার কোম্পানী এনসল এমন সোলার সেল পদ্ধতি তৈরী করেছে যা যেকোন কিছুর ওপর স্প্রে করে তাকে সোলার কালেকটর হিসেবে ব্যবহার করা যাবে। এর বৈশিষ্ট এটা স্বচ্ছ পদার্থের একধরনের ধাতব ন্যানোপার্টিকেল দিয়ে তৈরী। এর কাজের পদ্ধতিও অন্যান্য সোলার প্যানেল থেকে আলাদা।

দাম কমল ব্লাকবেরির, বাড়ল নোকিয়ার

ব্লাকবেরি টর্চ ৯৮০০ সেটের দাম কমিয়ে অর্ধেকে আনা হয়েছে। অন্যদিকে নোকিয়ার এন৮ এখনও প্রি-অর্ডার পর্যায়ে, তার দাম বাড়ানো হয়েছে।
ব্লাকবেরি টর্চ ৯৮০০ মাত্র সপ্তাহখানেক আগে ছাড়া হয়েছে। এটা তাদের টাচস্ক্রিন ফোনের তালিকায় তৃতীয় এবং প্রথম স্লাইডার। কন্ট্রাক্ট সহ এর দাম ছিল ১৯৯ ডলার। তা কমিয়ে ৯৯ ডলারে আনা হয়েছে।
অন্যদিকে আমেরিকায় নোকিয়া এন-৮ এর প্রিঅর্ডার নেয়া হচ্ছে ৫৫০ ডলার। আগে জানানো হয়েছিল এর দাম হবে ৪৭৫ ডলার। এই ফোন সেপ্টম্বরে মানুষের হাতে পৌছানোর কথা।

অধিকাংশ আমেরিকান মনে করে বেটোভেন কুকুরের নাম

বিশ্ববিদ্যালয়ে পা রাখতে যাচ্ছে এমন অধিকাংশ আমেরিকান মনে করে ইমেইল খুব ধরিগতির, মাইকেলএঞ্জেলো একটি কম্পিউটার ভাইরাস এবং বেটোভেন কুকুরের নাম। এক জরিপে এই তথ্য পাওয়া গেছে। তাদের আরো বক্তব্য চেকোস্লোভাকিয়া নামে কোন দেশ ছিল না, ফার্গি একজন গগ গায়িকা, ক্লিন্ট ইষ্টউড আবেদনময়ী ছবির পরিচালক এবং জন ম্যাকেনরো টিভি বিজ্ঞাপন তারকা।

বোসের নতুন হেডফোন Bose IE2, MIE2 and MIE2i in-ear headphones

বোস কমদামী জিনিষ তৈরী করেনা, এটাই প্রচলিত সত্য। তাদের নতুন ইন-এয়ার হেডফোন এই নীতির বাইরে। একেবারে কমদামী হেডফোনের সাথে প্রতিযোগিতায় না গেলেও যারা মোটামুটি দামের মধ্যে ভাল হেডফোন চান তাদের জন্য নতুন ৩টি হেডোফোন  আনতে যাচ্ছে তারা। আইই২, এমআইই২ এবং এমআইই২আই বাজারে পাওয়া যাবে ২৩ আগষ্ট থেকে। এদের মধ্যে সবচেয়ে কমদামী এমআইই২ এর দাম ৩০ ডলার।

ফুজিফিল্মের থ্রিডি ক্যামেরা Fujifilm FinePix REAL 3D W3

ফুজিফিল্ম ফাইনপিক্স রিয়েল থ্রিডি ডব্লিউ৩ নামে তাদের থ্রিডি ক্যামেরার নতুন মডেল ঘোষনা করেছে। এতে হাই রেজ্যুলুশন থ্রিডি ইমেজের সাথে ৭২০পি হাইডেফিনিশন থ্রিডি ভিডিও করা যাবে। এতে মিনি এইচডিএমআই পোর্ট যোগ করা হয়েছে যা ব্যবহার করে অধিকাংশ থ্রিডি টিভিতে রেকর্ড করা ভিডিও দেখা যাবে।