August 31, 2010

এটিআই যুগ শেষ AMD drops the ATI brand

পিসি-গেমারদের জন্য রীতিমত দুঃসংবাদের মত বিষয়টি, এটিআই নামে কোন কার্ড থাকছে না। এতদিন এনভিডিয়ার সাথে প্রতিদ্বন্দিতা চলত একমাত্র এটিআই-এর। এএমডি এটিআইকে কিনে নেবার পর সেই প্রতিদ্বন্দিতা আরো বেড়েছে। এখন এএমডি সিদ্ধান্ত নিয়েছে, এটিআই আর নয়। যাকে বলা হত এটিআই-রেডঅন কিংবা এটিআই-ফায়ারপ্রো, তাকে বলা হবে শুধুই রেডঅন কিংবা ফায়ারপ্রো।
এই নাম পরিবর্তন যে একেবারে অভাবনীয় এমনও নয়। কোম্পানী হিসেবে এটিআই থেকে এএমডি নামের পরিচিতি বেশি, এএমডি কেনার পর এটিআই এর পরিচিতি আরো বৃদ্ধি পেয়েছে, রেডঅন কিংবা ফায়ারপ্রো উচুমানের কার্ড হিসেবে নিজেদের পরিচিতি প্রকাশ করে।  কাজেই রেডঅন কিংবা ফায়ারপ্রো এর সামনে থেকে এটিআই শব্দটি সরিয়ে দেয়া হচ্ছে।
কাজের দিক থেকে অবশ্য কোন পার্থক্য হচ্ছে না তাতে। শুধুমাত্র এটিআই এর বদলে এএমডি, এই নামের পরিবর্তন ছাড়া।
নিজেকে বলতে পারেন, নামে কি যায় আসে ?  

No comments:

Post a Comment