August 23, 2010

কোডাকের ছোট আকারের ক্যামেরা Kodak EasyShare M590 slims down with 5x zoom

যারা সবসময় পকেটে ক্যামেরা রাখতে পছন্দ করেন তাদের জন্য ছোট আকারের নতুন ক্যামেরা বাজারে ছেড়েছে কোডাক। ইজিশেয়ার এম৫৯০ মডেলের এই ক্যামেরা ছোট হলেও ৫এক্স অপটিক্যাল জুম রয়েছে। সেইসাথে হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং। এলসিডি আকার ২.৭ ইঞ্চি।
একটিমাত্র বাটন টিপে ছবি কিংবা ভিডিওকে ইন্টারনেটে আপলোড করে শেয়ার করা যাবে। আর ব্যবহার একেবারেই সহজ। ফেস রিকগনিশন এবং স্মার্ট ক্যাপচার ফিচার রয়েছে এই ক্যামেরায়।
রিচার্জেবল লিথিয়াম আয়ন ব্যাটারীতে চলবে এই ক্যামেরা। ছবি এবং ভিডিও রাখার জন্য মাইক্রোএসডি/এসডিএইচসি কার্ড ব্যবহার করা যাবে।
এর দাম ২০০ ডলার।

No comments:

Post a Comment