August 29, 2010

এক্সটারনাল গ্রাফিক্স সহ ফুজিতসু লাইফবুক এএইচ৫৩০ জিএফএক্স Lifebook AH530 GFX

ফুজিতসুর ল্যাপটপ এএইচব৫৩০ বাজারে পাওয়া যায় আগে থেকেই। একে এএইচ৫৩০ জিএফএক্স নামে নতুনভাবে বাজারে আনা হচ্ছে। পার্থক্য, এতে যোগ করা হয়েছে ১ গিগাবাইট ডেডিকেটেড মেমোরীসহ এক্সটারনাল গ্রাফিক্স কার্ড। আগের অন্য সবকিছু আগের মতই।
১৫.৬ ইঞ্চি গ্লসি ডিসপ্লের এই ল্যাপটপের সাথে ইচ্ছে করলে নেয়া যায় কোর আই৩, আই৫ কিংবা আই৭ প্রসেসর, ৮ গিগাবাইট পর্যন্ত র‌্যাম, ৫০০ গিগাবাইট পর্যন্ত হার্ডডিস্ক। ডিভিডি কিংবা ব্লু-রে পছন্দ করার সুযোগ রয়েছে। এছাড়া এতে এইচডিএমআই পোর্ট রয়েছে।
কানেকটিভিটি হিসেবে রয়েছে ওয়াইফাই বি/জি/এন, ব্লুটুথ ২.১, ৩টি ইউএসবি ২.০ পোর্ট, ভিজিএ আউটপুট, গিগাবিট ইথারনেট।
আগষ্ট থেকেই এটা বাজারে পাওয়া যাবে। তবে এখনো দাম জানানো হয়নি।

No comments:

Post a Comment