August 22, 2010

বাংলাদেশে পাইরেসি বন্ধে হাইকোর্টের নির্দেশ

অডিও এবং ভিডিও পাইরেসি বন্ধে বাংলাদেশ সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সরকার কেন পাইরেসি বন্ধে পদক্ষেপ নেবে না এর কারন জানতে চেয়েছে কোর্ট। প্রতি ৩ মাস পরপর হাইকোর্টে এবিষয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। গাজী মাজহারুল আনোয়ার এবং শেখ শাহেদ আলীর যুক্ত রিট আবেদনের প্রেক্ষিতে এই রুল দেয়া হয়েছে।
উল্লেখ করা যেতে পারে এখানে নির্দিষ্টভাবে অডিও এবং ভিডিও উল্লেখ করা হয়েছে। মেধাস্বত্ব উল্লেখ করলেও সফটঅয়্যার উল্লেখ নেই। কাজেই কোন প্রোগ্রামার যদি আশাবাদি হতে চান তাদের জন্য সুনির্দিষ্ট বক্তব্য এতে নেই।
এদিকে কপিরাইট আইন ভঙ্গের অভিযোগে এক সমঝোতায় ইউনিকোড ভিত্তিক বিনামুল্যের বাংলা সফটঅয়্যার অভ্র থেকে ইউনিবিজয় বাদ দেয়া হয়েছে। এর বিরুদ্ধে অভিযোগ, বিজয় থেকে এই অংশ অবিকল নকল করা হয়েছে।
উল্লেখ করা যেতে পারে পাইরেসিতে বাংলাদেশ বিশ্বে ২য় শীর্ষস্থানীয় বলে বলা হয়। পাইরেটেড সফটঅয়্যার, ভিডিও ইত্যাদি বিক্রির ক্ষেত্রে বিসিএস কম্পিউটার সিটি নেতৃস্থানীয় এবং এই মামলার বাদী, বিজয় এর নির্মাতা জনাব মোস্তফা জব্বার বিসিএস সভাপতি।

No comments:

Post a Comment