August 22, 2010

১৫টি ভাষা ব্যবহারে সক্ষম ভারতীয় ই-বুক রিডার উইংক India's first e-reader Wink

ভারতের ৩৫ ডলারের ট্যাবলেট নিয়ে যখন বিশ্বব্যাপি নানারকম কথাবার্তা চলছে তখন তাদের ইসি মিডিয়া বাজারে এনেছে স্থানীয় ভাষাসহ ১৫টি ভাষা ব্যবহারে সক্ষম ই-বুক রিডার। উইংক নামের এই ইবুক রিডার দেখতে অনেকটাই আগেকার দিনের কিন্ডলেরর মত, কিন্তু ফিচারের দিক থেকে সমৃদ্ধ। ৬ ইঞ্চি ই-পেপার ডিসপ্লে (৮০০-৬০০), ২ গিগাবাইট মেমোরী, ওয়াইফাই, জিপিআরএস কানেকটিভিটি, ১০ হাজার পৃষ্ঠা উল্টানো কিংবা ১০ ঘন্টা গান শোনার উপযোগি ব্যাটারী, ৩.৫ মিমি অডিও জ্যাক, ইউএসবি কানেকটিভিটি রয়েছে এতে। বিভিন্ন ধরনের টেক্সট এবং অডিও ফরম্যাট ব্যবহার করা যাবে এতে।
এরজন্য ২ লক্ষের বেশি বই এখনই তৈরী আছে। প্রকাশকদের তালিকায় রয়েছে পেঙ্গুঈন, রোলি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, হারপার কলিন্স ইত্যাদি। বই ছাড়াও জার্নাল, পত্রিকা, খবরের কাগজ ইত্যাদি পড়ার কাজে ব্যবহার করা যাবে বলে জানিয়েছে ইসি মিডিয়া।
এর দাম ১১৪৯০ রুপি।

No comments:

Post a Comment