August 27, 2010

স্যামসাং ৯০ এবং ৩০ সিরিজ মনিটর কাজ করবে হাইডেফিনিশন টিভি হিসেবে Samsung 90 and 30 series LCDs play 1080p HDTVs

কম্পিউটার মনিটর এবং টিভির মধ্যে দুরত্ব এখন খুবই কম। একে একেবারে নেই করে দিতে স্যামসাং বাজারে আনছে নতুন সিরিজের মাল্টি-ফাংশন মনিটর। ২১.৫ ইঘ্চি থেকে ২৪ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটর হিসেবে সব প্রয়োজন মেটানোর পর কাজ করবে ফুল হাই ডেফিনিশন ১৯২০-১০৮০ পিক্সেল রেজ্যুলুশনের টিভি হিসেবে। ধরেই নিতে পারেন এরসাথে বিল্টইন টিভি টিউনার রয়েছে। সাথে বিল্ট-ইন স্পিকার এবং রিমোট কন্ট্রোল।
২৪ ইঞ্চি মাপের এলইডি ব্যাকলাইটিং ৯০ সিরিজের ডায়নামিক কন্ট্রাষ্ট রেশিও ৫,০০০,০০০:১ আর ২১.৫, ২৩ এবং ২৪ ইঞ্চি মাপের ৩০ সিরিজের জন্য ৭০,০০০:১।
৯০ সিরিজের দাম ৪২০ ডলার। ৩০ সিরিজের দাম ২৭০ থেকে ৩৩০ ডলার।

No comments:

Post a Comment