August 18, 2010

বোসের নতুন হেডফোন Bose IE2, MIE2 and MIE2i in-ear headphones

বোস কমদামী জিনিষ তৈরী করেনা, এটাই প্রচলিত সত্য। তাদের নতুন ইন-এয়ার হেডফোন এই নীতির বাইরে। একেবারে কমদামী হেডফোনের সাথে প্রতিযোগিতায় না গেলেও যারা মোটামুটি দামের মধ্যে ভাল হেডফোন চান তাদের জন্য নতুন ৩টি হেডোফোন  আনতে যাচ্ছে তারা। আইই২, এমআইই২ এবং এমআইই২আই বাজারে পাওয়া যাবে ২৩ আগষ্ট থেকে। এদের মধ্যে সবচেয়ে কমদামী এমআইই২ এর দাম ৩০ ডলার।
আইই২ তৈরী করা হয়েছে পোর্টেবল মিডিয়া প্লেয়ারের জন্য, অন্যদুটি গান শোনা এবং কল রিসিভ করার কাজে ব্যবহার করা যাবে। কাজ করার সময় সহজে কানের সাথে আটকে রাখার ব্যবস্থা রয়েছে হেডফোনগুলিতে।
হেডফোনগুলির বিস্তারিত স্পেসিফিকেশন জানায়নি বোস। এগুলির দাম আইই২ ১০০ ডলার, এমআইই২ ৩০ ডলার এবং এমআইই২আই ১৩০ ডলার। শেষেরটি বাজারে পাওয়া যাবে অক্টোবর থেকে।

No comments:

Post a Comment