August 18, 2010

অধিকাংশ আমেরিকান মনে করে বেটোভেন কুকুরের নাম

বিশ্ববিদ্যালয়ে পা রাখতে যাচ্ছে এমন অধিকাংশ আমেরিকান মনে করে ইমেইল খুব ধরিগতির, মাইকেলএঞ্জেলো একটি কম্পিউটার ভাইরাস এবং বেটোভেন কুকুরের নাম। এক জরিপে এই তথ্য পাওয়া গেছে। তাদের আরো বক্তব্য চেকোস্লোভাকিয়া নামে কোন দেশ ছিল না, ফার্গি একজন গগ গায়িকা, ক্লিন্ট ইষ্টউড আবেদনময়ী ছবির পরিচালক এবং জন ম্যাকেনরো টিভি বিজ্ঞাপন তারকা।
মাইন্ডসেট লিস্ট নামে এধরনের জরিপ প্রথম করা হয় ১৯৯৮ সালে। কিছুদিনের মধ্যেই এর বিশাল এক বাসরিক তালিকা তৈরী শুরু হয়।
১০৮৩ সালে জন্ম নেয়া দলের অধিকাংশ জানে না কার্বন পেপার কি জিনিষ। বানানা রিপাবলিক একটি দোকানের নাম। এবছর যারা ব্যাচেলর ডিগ্রী লাভ করবে তাদের অনেকেই জানে না জার্মানী দুভাগে বিভক্ত ছিল।  টিভি রিয়েলিটি শো চিরদিনের বিষয় এবং ইউএস এয়ারলাইনে বরাবরই ধুমপান নিষিদ্ধ।

No comments:

Post a Comment