August 21, 2010

মেটজ এর নতুন দুটি ফ্লাশ গান Mecablitz 58 AF-2 and 50 AF-1 flashguns

মেটজ দুটি ফ্লাশগান বাজারে এনেছে। মেকাব্লিটজ ৫৮ এএফ-২ এবং ৫০ এএফ-১। ক্যানন, নাইকন, সনি, পেনট্যাক্স এবং ফোর থার্ড ক্যামেরাগুলির সাথে এগুলি ব্যবহার করা যাবে। এগুলি সহজ মাউন্টিং, দ্রুত লাগানোর ব্যবস্থা সহ ওয়াইড এঙ্গেল ডিফিউজার ব্যবস্থা রয়েছে। ক্যামেরার বিল্টইন মাষ্টার ফাংশন না থাকলেও এএফ-২ অয়্যারলেস ফ্লাশ মাষ্টার হিসেবে ব্যবহার করা যাবে।
বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ধরনের সেটিং ব্যবহারের ব্যবস্থা রয়েছে ফ্লাশগানদুটিতে। সেকেন্ডারী রিফ্লেক্টর প্রোট্রেট ফটোগ্রাফির জন্য সহায়ক। এগুলির ইউএসবি ইন্টারফেস রয়েছে। ফ্লাশের জন্য আপডেট সরাসরি ইন্টারনেট থেকে ইনষ্টল করা যাবে। ফ্লিপ-আউট বিল্টইন রিফ্লেক্টর যেমন ইনডিরেক্ট ফ্লাশ হিসেবে ব্যবহারের সুযোগ দেবে তেমনি এক উল্লম্ব বা আড়াআড়িভাবে ব্যবহার করা যাবে।
উল্লেখ করা যেতে পারে  জার্মানীর মেটজ ইউরোপের একমাত্র কোম্পানী যারা ফ্লাশগান তৈরী করে। ফ্লাশদুটির দাম যথাক্রমে ৪০০ এবং ২৫০ ইউরো।

No comments:

Post a Comment