August 25, 2010

নোকিয়া এন৯-এ ৬৪ গিগাবাইট ষ্টোরেজ Nokia N9 specs sheet revealed

নোকিয়ার এন৮ এখনও মানুষের হাতে পৌছেনি। এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে পরবর্তী ভার্শন এন৯ নিয়ে। মি-গো ভিত্তিক এই ফোনের প্রসেসর, কানেকটিভিটি, ক্যামেরা থেকে শুরু করে নানারকম বর্ননার কথা প্রকাশ পাচ্ছে। সবশেষ খবর দিয়েছে চীনের একটি ওয়েব সাইট। তারা দাবী করেছে প্রোট্রোটাইপের আগের তথ্য তারা পেয়েছে। তথ্য অনুযায়ী এতে ১ গিগাহার্টজ স্নাপড্রাগন প্রসেসর রয়েছে।
এর ডিসপ্লে হবে ৪ ইঞ্চি ডব্লিউভিজিএ টাচস্ক্রিন। সেটের ওজন হবে ১৬০ গ্রাম। জিপিএস এর সাথে ব্লুটুথ, ওয়াইফাই, থ্রিজি সব ধরনের কানেকটিভিটি থাকবে।
এর ক্যামেরা হবে ৫ মেগাপিক্সেল, সাথে ৭২০পি ভিডিও। র‌্যাম ৫১২ মেগাবাইট এবং বিল্টইন মেমোরী ৬৪ গিগাবাইট। অন্তত এই বিষয়টি অন্য সবার থেকে এগিয়ে।
এই বর্ননা বাস্তবসম্মত। তবে নিশ্চিত হওয়ার কোন উপায় নেই।

No comments:

Post a Comment