August 21, 2010

ফেসবুকে উত্তর কোরিয়া North Korea joins Facebook

বিশ্বের সবচেয়ে রক্ষনশীল ইন্টারনেটের দেশের একটি উত্তর কোরিয়া কদিন আগে টুইটারে একাউন্ট খুলেছে। সমভেষ খবর, তারা ফেসবুক ব্যবহার শুরু করেছে। তাদের একাউন্টের নাম uriminzokkiri, তাদের ভাষায় জাতি হিসেবে আমাদের নিজস্ব। মুলত আমেরিকা এবং দক্ষিন কোরিয়ার সাথে প্রচারনা যুদ্ধে ব্যবহারের জন্য এটা করা হয়েছে বলে মন্তব্য করছেন অনেকেই।
এক সপ্তাহ আগে তারা টুইটারে একাউন্ট খোলে এবং সেখানে এমন তথ্য রাখে যা দক্ষিন কোরিয়ায় প্রকাশ করা নিষেধ। মোটামুটি একই সময়ে দক্ষিন কোরিয়ায় একজনকে উত্তর কোরিয়ার প্রশংসা করায় জেলে পাঠানো হয়েছে। দক্ষিন কোরিয়ার আইনে উত্তর কোরিয়ার প্রশংসা করা শাস্তিযোগ্য অপরাধ।
তাদের টুইটার একাউন্টে ১ সপ্তাহে ৮৫০০ ফলোয়ার যোগ দিয়েছে। যদিও এইসময়ে টুইট করা হয়েছে মাত্র ৩০টি।
টুইটার, ফেসবুক ছাড়াও উত্তর কোরিয়ার ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে ১৩০টি ভিডিও যোগ করা হয়েছে এখন পর্যন্ত।
উত্তর কোরিয়ায় মানুষকে স্বাধিনভাবে বিশ্বের ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেয়া হয় না। তারা তাদের আভ্যন্তরিন ইন্টারনেট ব্যবহার করে। তবে ধারনা করা হয় তথ্যপ্রযুক্তি বিষয়ে তাদের যথেষ্ট আগ্রহ রয়েছে। একে প্রায় আড়াই কোটি জনগনের কাছে উন্মুক্ত করা হবে কিনা সেটাই দেখার।
এদিকে উত্তর কোরিয়ার ফেসবুক সহ ৬৪টি উত্তরকোরিয় সমর্থক ওয়েবসাইট ব্লক করে দিয়েছে দক্ষিন কোরিয়া।

No comments:

Post a Comment