August 19, 2010

ক্যানন দুটি ক্যামেরার জুম বাড়িয়েছে Canon SX130 IS and SD4500 IS

যারা ছোট আকারের মেগাজুম ক্যামেরা পছন্দ করেন তাদের জন্য ক্যাননের খবর, ক্যানন তাদের এসএক্স১২০আইএস এর বদলে এসএক্স১৩০আইএস আনছে। ১২ মেগাপিক্সেল এই ক্যামেরায় ১০এক্স বদলে ১২ এক্স জুম ব্যবহার করা যাবে এতে। এছাড়া ৭২০পি ভিডিও রেকর্ডিং, ষ্টেরিও মাইক্রোফোন, বেশকিছু ক্রিয়েটিভ শ্যুটিং মোড যোগ করা হয়েছে মোটামুটি কমদামের এই ক্যামেরায়।
তাদের এসডি৪০০০আইএস ক্যামেরাকে আপডেট করে এসডি৪৫০০আইএস নামে আনছে। সেখানে ১০এক্স জুম যোগ করা হয়েছে। ডিজিটাল এলফ সিরিজের ক্যামেরাটি একেবারে পাতলা। এতে ব্যাক ইল্যুমিনিটেড সিমোস সেন্সর, ডিজিক ৪ প্রসেসর রয়েছে। এছাড়া হাইস্পিড মুভি এবং স্লো-মোশন মুভি (২৪০ ফ্রেম/সে) রেকর্ড করা  যাবে। সাধারনভাবে রেকর্ড করা যাবে। ফুল হাই ডেফিনিশন ১০৮০পি ভিডিও।
এমাসেই শেষদিকে এসএক্স১৩০আইএস এবং আগামী মাসে এসডি৪৫০০আইএস পাওয়া যাবে। দাম যথাক্রমে ২৫০ ডলার এবং ৩৫০ ডলার।

No comments:

Post a Comment