November 25, 2009

গুগল ফোন Google Phone


গুগল এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষনা দেয়নি কিন্তু কথা ছড়িয়েছে গুগল ফোন নামে মোবাইল ফোন আসতে যাচ্ছে আগামী বছরই এটা পাওয়া যাবে বড় একটা কোম্পানী এটা তৈরীর কাজ করছে বলেও বলা হচ্ছে বাজারে আসার সময় এটা গুগলের নাম ব্যবহার করবে

এর বর্ননা এখনো জানা যায়নি তবে ধরে নেয়া যায় আইফোনকে লক্ষ্য করেই এটা তৈরী স্বাভাবিকভাবেই এতে তাদের নতু গুগল ওএস ব্যবহার করা হবে

যদি সত্যিসত্যিই গুগল ফোন বাজারে আসে তাহলে সেটা হবে এপলের আইফোনের মত সবধরনের তথ্য একসাথে করার আরেকটি ব্যবস্থা ইন্টারনেটের ক্ষেত্রে গুগলের যে আধিপত্য তাতে তারা অনায়াসে খুব বড় ধরনের প্রভাব ফেলতে পারে তথ্য এবং মোবাইল প্রযুক্তিতে

No comments:

Post a Comment