November 28, 2009

নোকিয়া মোবাইল এক্স-৬ বিক্রি শুরু হয়েছে Nokia X6 now shipping


নোকিয়ার নতুন সিরিজের মোবাইল সেট এক্স-৬ বিক্রি শুরু হয়েছে ঘোষনা দেয়ার পর থেকেই এনিয়ে মানুষের মধ্যে আগ্রহ প্রবল এটা নোকিয়ার প্রথম ক্যাপাসিটিভ টাচস্ক্রিনের ফোন, সাথে বিশাল ষ্টোরেজ, বড় স্ক্রিন, বিনামুল্যে গান ডাউনলোডের সুবিধা ইত্যাদি আগ্রহ সৃষ্টির জন্য যথেষ্ট যদি দামের বিষয়টিও ভাবতে হয় তাহলে সাবধান, বৃটেনে ট্যাক্স বাদেই এর দাম ৪৫০ ইউরো

৩২ গিগাবাইট ইন্টারনাল ষ্টোরেজ নিশ্চয়ই মিউজিক কিংবা ভিডিওর জন্য যথেষ্ট এতে মেমোরী কার্ড ব্যবহারের সুযোগ নেই বলে এতেই সন্তুষ্ট থাকতে হবে এছাড়া অন্য যাকিছু আশা করতে পারেন, ৫ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা, জিপিএস, ওয়াইফাই সবই রয়েছে এরসাথে Nokia WH-500 হেডফোন দেয়া হবে

শুরুতে ইউরোপ, আফ্রিকা, এশিয়ার কিছু দেশ এবং মধ্যপ্রাচ্যে এটা বিক্রি করার কথা দুই আমেরিকায় বিক্রি করা হবে সকলের শেষে

No comments:

Post a Comment