November 28, 2009

ল্যান্ড-রোভার মোবাইল ফোন Land Rover cell phone

গাড়ি নির্মাতা ল্যান্ড-রোভারের কথা জানেনা এমন ব্যক্তি বিশ্বে পাওয়া কঠিন তারা মোবাইল ফোন তৈরী করছে এই বিষয়টি বরং নতুন তাদের সেটের বৈশিষ্ট অনুমান করতে পারেন, তাদের গাড়ির মতই যে কোন দুর্গম স্থানে নিয়ে যান, সেটের ক্ষতি হওয়ার ভাবনা থাকবে না বৃষ্টিতে ভিজুক, হাত থেকে পড়ে যাক, ধাক্কা লাগুক কিংবা কোনকিছুর নিচে চাপা পড়ুক, সেট অক্ষত থাকবে ১ মিটার পানির নিচে আধঘন্টা চুবিয়ে রেখে দেখা হয়েছে ফোনের ক্ষতি হয়নি এমনকি ক্ষতিকর রাসায়নিক পদার্থ লেগেও এর ক্ষতি হবে না

মোবাইল নির্মাতা সোনিম এর সাথে তৈরী এই সেটে ২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে জিপিএস থাকবে এটা ধরেই নেয়া যায় এর ষ্ট্যান্ডবাইট টাইম ১৫০০ ঘন্টা

সেটটি ল্যান্ডরোভার বিক্রেতাদের মাধ্যমে বিক্রি শুরু হয়েছে নেদারল্যান্ডে এর দাম ট্যাক্সসহ ৪৫৯ ইউরো

No comments:

Post a Comment