November 26, 2009

ক্রিয়েটিভের পকেট ক্যামকোর্ডার Creative Pocket HD camcorder


ফেসবুক এবং ইউটিউবের যুগে পকেট ভিডিও ক্যামেরার চাহিদা বর্ধমানশীল। পিওর ডিজিটালের ফ্লিপ, সনির ওয়েবি, জেভিসির পিকসিও, কোডাক সহ অনেক কোম্পানীর পাশাপাশি ক্রিয়েটিভের ক্যামেরাও বাজারে যথেষ্ট যায়গা দখল করে রেখেছে। এর ব্যবহার খুবই সহজ, আকার একেবারে ছোট, হাই ডেফিনিশন ভিডিও ধারনক্ষমতা এসব একে পছন্দের তালিকায় রাখতেই পারে।

ভাডো ৩ নাম থেকেই ধরে নেয়া যায় এটা এই সিরিজের ৩য় ক্যামেরা। এটা থেকে ভাডো সেন্ট্রাল ৩.০ সফটওয়্যারের মাধ্যমে সরাসরি ইউটিউব কিংবা ফেসবুকে আপলোড করার ব্যবস্থা রয়েছে। ক্যামেরাতেই রয়েছে এডিটিং এর ব্যবস্থা। এছাড়া এতে রয়েছে সত্যিকারের ওয়াইড এঙ্গেল সহ ষ্টিল ছবি উঠানোর সুযোগও। নিজে শোনার জন্য হেডফোন ব্যবহারের সুযোগ। এছাড়া পৃথক মাইক্রোফোন সংযোগ করার ব্যবস্থাও রয়েছে।

ক্যামেরার ৪ গিগাবাইট মেমোরীতে ১২০ মিনিট হাই-ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে। ক্যামেরাকে সরাসরি ইউএসবি পোর্টে লাগিয়ে যেমন কম্পিউটারের সাথে তথ্য আদান-প্রদান করা যায় তেমনি সরাসরি চার্জ হয় ইউএসবি থেকেই। এছাড়া পৃথকভাবে চার্জ করার জন্য চার্জারের ব্যবস্থাও রয়েছে।

উইন্ডোজ এবং ম্যাক কম্পাটিবল এই ক্যামেরার দাম ১৮০ ডলার।

No comments:

Post a Comment