November 26, 2009

ভিডিওমেকার বর্ষসেরা ভিডিও পণ্য Videomaker's Best Video Products of the Year 2009

ভিডিও বিষয়ক পত্রিকা ভিডিওমেকার ২০০৯ সালের জন্য তাদের পছন্দের ভিডিও পণ্যের তালিকা প্রকাশ করেছে এই তালিকায় রয়েছে সেরা প্রফেশনাল ক্যামেরা, সেরা এসএলআর ক্যামেরা, হার্ডডিস্ক ভিত্তিক ক্যামেরা, মেমোরীকার্ড ভিত্তিক ক্যামেরা ইত্যাদি উল্লেখ করা যেতে পারে সৌখিন এবং পেশাদার সকলের কাছেই শীর্ষস্থানীয় এই পত্রিকা এবং তাদের বিভিন্ন ধরনের ট্রেণিং অত্যন্ত জনপ্রিয়

সেরা প্রফেশনাল ক্যামেরা Panasonic AG-HMC40

দুহাজার ডলারে প্রফেশনাল ক্যামেরা পাওয়া যায় এটা এখনও অনেকের কাছে অবিশ্বাস্য সেটাই সম্ভব করেছে প্যানাসনিকের এই ক্যামেরা ক্যামেরা কিনেই সরাসরি কাজ শুরু করা সম্ভব প্রফেশনাল ভিডিও ক্যামেরার যাকিছু বৈশিষ্ট সবই রয়েছে এতে, সাথে প্রফেশনাল মাইক্রোফোন




ভিডিওসহ সেরা সেরা এসএলআর ক্যামেরা Canon EOS 5D Mark II

এসএলআর ক্যামেরায় ভিডিও করা যায়, এখন আর একথা বলার যুগ নেই বরং কত ভাল করা যায় সেটাই কথা নাইকল ১ লক্ষ ডলার পুরস্কার ঘোষনা করেছে ১৪০ সেকেন্ডের ভিডিওর জন্য কাজেই এসএলআর এখন ষ্টিল ছবিতে সীমাবদ্ধ নেই এই প্রতিযোগিতায় সেরা ক্যামেরার স্থান পেয়েছে ক্যানন প্রফেশনাল গ্রেডের এই ক্যামেরার দাম ২৭০০ ডলার



হার্ডডিস্কভিত্তিক ক্যামেরা Panasonic HDC-HS300

আবারও প্যানাসনিক দেড় হাজার ডলার দামের এই ক্যামেরায় তিনটি সিমোস সেন্সর, অপটিক্যাল ইমেজ ষ্ট্যাবিলাইজেসন, ভিডিওর মান সব মিলিয়ে অন্যদের পেছনে ফেলেছে

সেরা ফাশ মেমোরীভিত্তিক ক্যামেরা Canon VIXIA HF S11

১৪০০ ডলার দামের ক্যানন ক্যামেরায় ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরী ভিডিওর মান, ব্যবহারের সহজতা, ছোট আকার সবমিলিয়ে এটাই এই ধরনের ক্যামেরার মধ্যে সেরা

সেরা টেপভিত্তিক ক্যামেরা Sony HDR-FX1000

এবছর নতুন টেপভিত্তিক ক্যামেরার সংখ্যা একেবারেই কম এবিভাবে সেরা স্থান পেয়েছে ৩২০০ ডলার দামের সনির ক্যামেরা

সেরা ভিডিও এডিটিং সফটওয়্যার MAGIX Video Pro X

অন্যান্য ভিডিও এডিটিং সফটওয়্যার থেকে অনেকটাই আলাদা এই সফটওয়্যার সাধারন এবং প্রফেশনাল দুইয়ের মাঝামাঝি দামের দিক থেকে একেবারে কম, মাত্র ৩০০ ডলার অথচ প্রফেশনাল সব সুবিধাই রয়েছে

সেরা ভিডিও ইফেক্ট সফটওয়্যার MotionDSP vReveal

সেরা ভিডিও ইফেক্টস সফটওয়্যারের মর্যাদা পাওয়া এই সফটওয়্যারের হয়ত তেমন পরিচিতি নেই কিন্তু কাজের মান এবং দ্রুততার দিক থেকে এটা অন্যদের পেছনে ফেলেছে এর দাম মাত্র ৫০ ডলার

সেরা ভিডিও এডিটিং প্যাকেজ

Sony Media Vegas Pro 9

সনি ভেগাস প্রথম সফটওয়্যার যা উইন্ডোজ ৬৪ বিট হার্ডওয়্যার ব্যবহারের জন্য তৈরী এই প্যাকেজে ডিভিডিডি এবং ব্লুরে ডিস্ক তৈরীর সফটওয়্যার থাকে

Adobe Creative Suite 4

এডবিকে বাদ দিয়ে এই বিভাগ সম্পুর্ন হয় না এডবি ক্রিয়েটিভ স্যুট ৪ সনির সাথে এই যায়গা ভাগাভাগি করেছে তাদের প্রিমিয়ার, আফটার ইফেক্টস, ফটোশপ এদের সম্পর্কে নতুনভাবে বলা প্রয়োজন হয় না

সেরা ভিডিও কার্ড Blackmagic Design Intensity Pro

ভিডিও এডিটিং কাজের অতীত-বর্তমান এবং ভবিষ্যতকে এক করা হয়েছে এই কার্ডের মাধ্যমে ৩৫০ ডলারের এই কার্ডে এস-ভিডিও, কম্পোনেন্ট ভিডিও ছাড়াও এইচডিএমআই ইন-আউটের ব্যবস্থা রয়েছে ক্যাপচার করা ভিডিওর মান খুবই ভাল

No comments:

Post a Comment