November 22, 2009

পে-পলের প্রতিদ্বন্দি হতে পারে রেভল্যুশন American Express takes aim at PayPal with Revolution

অনলাইনে অর্থ লেনদেনের ব্যবস্থা রেভল্যুশন মানি চালু হয় ২০০৫ সালে, এওএল এর প্রতিষ্ঠাতা ষ্টিভ কেস এর মাধ্যমে। আমেরিকান এক্সপ্রেস এটা কিনে নিচ্ছে ৩০ কোটি ডলারে। অল্প খরচে অনলাইনে অর্থ লেনদেনের এই ব্যবস্থা আমেরিকান এক্সপ্রেসের হাতে গেলে দ্রুতই তা জনপ্রিয় হবে বলে মনে করছেন অনেকে। এমনকি বর্তমানে জনপ্রিয় পে-পলের প্রতিদ্বন্দি হয়ে উঠতে পারে।

রেভল্যুশনকে অনেকবারই পে-পল কিলার হিসেবে মনে করা হয়েছে কিন্তু কখনই বাস্তবে সেটা হয়ে ওঠেনি। বরং পে-পল ইন্টারনেট ছাড়াও মোবাইল ফোনে, ফেসবুকের মত সোস্যাল নেটওয়াকিং সাইটের মাধ্যমে অর্থ লেনদেনের পদ্ধতি চালু করেছে।

বলা হচ্ছে রেভল্যুশন বিশেষ ধরনের কার্ডব্যবস্থা ব্যবহার করবে যাকে বর্তমানের ক্রেডিট বা ডেবিট কার্ডের মত ব্যবহার করা যাবে। ইন্টারনেটে ভিত্তিক এই কার্ড পে-পল, গুগল সার্ভিসের সাথে কাজ করবে।

No comments:

Post a Comment