November 29, 2009

কল অব ডিউটির বিক্রি ৩০০ কোটি ডলার Call of Duty series tops $3 billion

কল অব ডিউটি নামের ভিডিও এবং কম্পিউটার গেম সিরিজ এপর্যন্ত সারা পৃথিবীতে খুচরা বিক্রি হয়েছে ৩০০ কোটি ডলারের বেশি। ২০০৩ সালে প্রথম রিলিজ হওয়ার পর এপর্যন্ত বিক্রি হয়েছে সাড়ে ৫ কোটি কপি। সত্যিকারের সাড়া ফেলেছে সিরিজের ৬ষ্ঠ ভার্শন, মডার্ন ওয়ারফেয়ার ২। এর নির্মাতা একটিভিশন এই তথ্য দিয়েছে।

নতুন ভার্শন রিলিজের ১ম দিনে ৪৭ লক্ষ কপি বিক্রি হয় শুধুমাত্র আমেরিকা এবং বৃটেনে। এটা বিক্রির ক্ষেত্রে নতুন রেকর্ড। প্রথম ৫ দিনে বিক্রি হয়েছে ৫৫ কোটি ডলারের। এটাও নতুন রেকর্ড। একটিভিশনের প্রধান বলছেন, এই গেমের সামনে মানুষ কতঘন্টা সময় কাটিয়েছে সেটা যদি হিসেব করেন তাহলে দেখা যাবে কল অব ডিউটি বিনোদনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ব্যবহার করা আয়োজন।

ফার্ষ্ট পার্শন শ্যুটার গেমটির ডিস্কে ১১ গিগাবাইট যায়গা দখল করে। আর ইনষ্টল করার পর হার্ডডিস্কে যায়গা নেয় আরো অনেক বেশি।

No comments:

Post a Comment