November 29, 2009

জড়িপে ২০০৯ সালের সেরা ক্যামেরা Pentax K-7


ছোট আকারের সব পরিবেশে ব্যবহারের উপযোগি এসএলআর ক্যামেরা এডোরামার এক জড়িপে সেরা ক্যামেরার মর্যাদা পেয়েছে। এডোরামা এবছরই ব্যবহারকারীদের জড়িপের ভিত্তিকে এই পুরস্কার প্রবর্তন করেছে। একাই ৫৫ ভাগ ভোট পেয়ে শীর্ষস্থান দখল করেছে জনপ্রিয় এই ক্যামেরা।

২৭০০ এর বেশি ফটোগ্রাফার এই অনলাইন ভোটে অংশ নেয়। এর মধ্যে ১৫২৪ জন ভোট দেয় এর পক্ষে। এই ক্যামেরার বৈশিষ্ট হচ্ছে ভাল মানের সাথেসাথে পানিরোধক হিসেবে তৈরী। আকারেও এই পর্যায়ের ক্যামেরারগুলির তুলনায় ছোট। ছবির মান অত্যন্ত ভাল। এর দাম ১২০০ ডলার।

প্রতিযোগিতা কে-৭ যাদের পেছনে ফেলেছে তাদের মধ্যে রয়েছে লেইকা এম৯, ক্যানন ইওএস ৭ডি, নাইকন ৩ডিএস, অলিম্পাস ই-পি২। এদের মধ্যে অলিম্পাসের দাম কম, অন্যদের দাম অনেক বেশি। যেমন নাইকনের দাম প্রায় ৮ হাজার ডলার।

এডারামা বৃটেনে সবচেয়ে বড় ক্যামেরা বিক্রেতা এবং প্রশিক্ষন কেন্দ্র। তাদের অনলাইন পত্রিকায় ফটোগ্রাফি শেখার ব্যবস্থা রয়েছে এবং তা বিনামুল্যে পাওয়া যায়।

ওয়েব ঠিকানা http://www.adorama.com/learn

No comments:

Post a Comment