November 21, 2009

অনওয়ানের ফটো এসেন্সিয়াল ৩ onOne ships Photo Essentials 3


অনওয়ান তাদের ফটোশপ এবং লাইটরুমের জন্য প্লাগইন ফটো এসেন্সিয়াল এর নতুন ভার্শন বাজারে ছেড়েছে। আগের ভার্শনকে একেবারে নতুনভাবে সাজানো হয়েছে এতে। ছবিকে সুন্দর করার জন্য অপশনগুলি একেবারে বোধগম্য, মেক ইট বেটার, কাট ইট আউট, মেক ইট কুল, ফ্রেম ইট, এনলার্জ ইট ইত্যাদি।

মেক ইট বেটার অপশন ব্যবহার করে খুব সহজে ছবির আলো, রং ইত্যাদি ঠিক করা যাবে। ছবিতে মানুষ আছে কি-না বলে দিলে সফটওয়্যার নিজেই প্রয়োজনীয় পরিবর্তন করবে। কাট ইট আউট খুব সহজে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড বাদ দেবে। মেক ইট কুল অপশনে ৭টি ভিন্ন ভিন্ন ফিল্টার ব্যবহার করা যাবে। এগুলি তাদের ফটোটুলস সফটওয়্যার থেকে নেয়া। ফ্রেম ইট অপশন থেকে ছবির চারিদিকে পছন্দমত ফ্রেম ব্যবহার করা যাবে।

সফটওয়্যারটি ফটোশপ, লাইটরুম, ফটোশপ এলিমেন্টস এর উইন্ডোজ এবং ম্যাক ভার্শনে কাজ করবে। আপগ্রেডের দাম ৫০ ডলার।

No comments:

Post a Comment