November 25, 2009

জি-মেইলে অফলাইনে মেইল পড়া যাবে Offline Gmail attachments

গুগলের বিনামুল্যের ই-মেইল সফটওয়্যার জি-মেইল নিয়ে অনেকেরই আপত্তি, কোন এটাচমেন্ট দেখার জন্য ইন্টারনেটে সংযুক্ত থাকতে হয়। যেকারনে অনেকেই জি-মেইলের সাথে আউটলুক, থান্ডারবার্ড কিংবা অন্য ইমেইল সফটওয়্যার ব্যবহার করেন। গুগল এরসাথে অফলাইন ফিচার যোগ করেছে। এখন জি-মেইল নিজেই সেকাজ করবে।

আরো অন্যান্য ফিচার যোগ করার কাজ চলছে বলে তাদের তরফ থেকে জানা গেছে। গিয়ার নামে তাদের একটি সফটওয়্যার রয়েছে যা ওয়েব পেজের অফলাইন সাপোর্ট দেয়। গুগলের ক্রোম ব্রাউজারে লোকাল ষ্টোরেজ নামে আরো উন্নত ফিচার তৈরীর কাজ চলছে।

No comments:

Post a Comment