November 28, 2009

ইন্টারনেট এক্সপ্লোরারকে চ্যালেণ্জ করেছে ফায়ারফক্স Direct2D GPU rendering inFireFox


মাত্র কদিন আগে মাইক্রোসফট তাদের ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারের নতুন ভার্শনের কথা জানিয়েছে সেটা বাজারে আসবে ২০১১ সালে সবচেয়ে উল্লেখযোগ্য যা থাকবে তা হচ্ছে ডিরেক্ট টুডি গ্রাফিক রেন্ডারিং সে সম্পর্কে মানুষের আগ্রহ একেবারে থামিয়ে দিয়েছে মোজিলা তাদের ফায়ারফক্সে সেটা ব্যবহার করে তাদের হাতে এমন ফায়ারফক্স রয়েছে যা এখনই ডিরেক্ট-টুডি ব্যবহার করতে সক্ষম

মাইক্রোসফট তাদের নতুন অপারেটিং সিষ্টেম ব্যবহার করে তাদের ব্রাউজারে উন্নতি ঘটাতেই পারে কিন্তু সময়ের হিসেবে তারা পিছিয়ে পরছে মোজিলার কাছে মোজিলা যখন এটা তৈরী করেছে তখন সেটা খুব দ্রুতই হাতে পাওয়া যাবে এতে সন্দেহ নেই ডিরেক্ট-টুডি ব্যবহার করলে পারফর্মেন্সে কি প্রভাব পড়ে তা গ্রাফ থেকে ধারনা করা যেতে পারে

No comments:

Post a Comment