May 5, 2011

এলটেক ল্যান্সিং ইউএসবি ল্যাপটপ স্পিকার

ইউএসবি স্পিকার এবং হেডফোন বাজারে পাওয়া যায় বহুদিন থেকেই। এর সুবিধে হচ্ছে একটিমাত্র মাত্র কেবল ব্যবহার করে ইউএসবি পোর্টে সংযোগ দিতে হয়, ফলে বাড়তি পাওয়ার কেবল বা ব্যাটারীর প্রয়োজন নেই। ল্যাপটপে ব্যবহারের জন্য অরবিট (iML247) নামে এধরনের ইউএসবি কানেকটিভিটির নতুন একটি স্পিকার বাজারে এনেছে এলটেক ল্যান্সিং। কাজ শেষ হলে একে ভাজ করে একটি ছোট টিউবের মধ্যে রেখে দেয়া যাবে।
এই ষ্টেরিও স্পিকারে অবশ্যই হোম থিয়েটারের মত শব্দ আশা করবেন না। আর সাধারন ৩.৫ মিমি অডিও পোর্টে ব্যবহার করা যাবে না।
এর দাম ৫০ ডলার।

No comments:

Post a Comment